Awami Travels LLC

Awami Travels LLC # Air Ticketing All Air Lines
# Tour Package for Asia, Africa and Europe. Mohammad Sultan Ahmed (CEO)

22/04/2024

বেশ্যা একটি গালি,
পতিতা একটি গালি।
কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারীদেরকেই বুঝি।
পুরুষ ব***** বা পুরুষ পতিতার সংজ্ঞা আপনারা কেউ কি জানেন?
"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা
আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব***** পতিতা।"
কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?
অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে ঠিকাধারীর কাজ বেচে সেও বেশ্যা।
অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।
তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
বেশ্যা"
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।
সত্যর আলো জলবে যখন চিনবে তোদের সবে,
লেবাশধারী মুখোশধারী মুখোশ উপরে যাবে।
এই ভাবে আর চালাবি কত ছল চাতুরীর খেলা।
আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।।
(আমার এক বন্ধুর ফেবু থেকে)

07/03/2024

পাঁচলাইশ থানার বাসিন্দা, ৪০ বছর যাবত আমিরাত প্রবাসী, জনাব সোলায়মান, বাংলাদেশ দুতাবাস, আবুদাবী 1/২০২৪-০৩৪ স্মারক নং ....

27/02/2024

প্রিয় প্রবাসী, আপনাদের কিছু বদ অভ্যাস ত্যাগ করা উচিত, আমাদের অনেক প্রবাসী সেবক চেষ্টা করেছেন আপনাদের ভূল তুলে ধরা....

Address

Hamdan Center, Shop#113A, Ground Floor, Hamdan Steet, UAE
Abu Dhabi
52900

Opening Hours

Monday 08:30 - 23:00
Tuesday 08:30 - 23:00
Wednesday 08:30 - 23:00
Thursday 08:30 - 23:00
Friday 16:00 - 23:00
Saturday 08:30 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Awami Travels LLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Awami Travels LLC:

Share

Category