
18/01/2025
মিশরের ভিসা নিয়ে অনেকেই আমাকে বিভিন্নভাবে নক করেছেন । আজকের পোস্টের মাধ্যমে সবাইকে ক্লিয়ার করার চেষ্টা করছি ।
মিশরের ভিসা দুইভাবে করা যায়
১. মিশরের এম্বেসী ঢাকায় অবস্থিত যেখানে সরাসরি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ভিসা পাওয়া যায় । বর্তমানে ৭,৬০০ টাকা এম্বেসী ফিস । সপ্তাহে তিন দিন জমা দেয়া যায় - রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার । সকাল-৯:০০ টা থেকে ১ টা পর্যন্ত জমা নেয় । তবে এম্বেসীতে জমা দেয়ার জন্য ফজরের নামাজের পর লাইনে দাঁড়াতে হবে । আবার অনেকেই মধ্য রাতেও চলে যায় । তবে মানসিক প্রস্তুতি রাখতে হবে দুই বা তিন ট্রাই করে জমা দিতে হতে পারে ।
ভিসা প্রসেসিং সময়- দুই মাসের বেশি সময় লাগতে পারে ।
প্রক্রিয়া- অরিজিনাল পাসপোর্ট এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে । পেপারস চেক করে পাসপোর্ট ফেরত দিয়ে দিবে । অ্যাপরুভাল হওয়ার পর আবার পাসপোর্ট এম্বেসীতে জমা দিতে হবে । জমা দেয়ার পর ৫ কর্ম দিবসের মধ্যে ভিসা স্টিকার সহ পাসপোর্ট রিটার্ন পাবেন ।
২. আরেকটি পদ্ধতি হচ্ছে- ভিসা সিকিউরিটি অ্যাপরুভাল নিয়ে ভ্রমণ করা যায় এবং সাথে ওকে টু বোর্ড নিতে হবে ।
প্রসেসিং সময়- ১৫ কর্ম দিবসের মধ্যে হয়ে যায় ।
ডকুমেন্টস- শুধুমাত্র পাসপোর্ট ইনফরমেশন পেইজের এর স্ক্যান কপি হলেই হয় ।
খরচ- প্রায় ২৫০০০ টাকা লাগে
কিভাবে ভিসা সিকিউরিটি অ্যাপরুভাল করতে পারবেন ?
- মিশর থেকে করতে হবে
নোট- ভিসা সিকিউরিটি অ্যাপরুভাল নিয়ে ভ্রমণ করলে মিশর ইমিগ্রেশনে ২৫ ডলার পে করলে স্টিকার পাওয়া যাবে । যা আমার পোস্টের ছবিতে তুলে ধরা হয়েছে ।
আরও যে কোন তথ্যের প্রয়োজন হলে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন । আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করতে।
©
#প্রবাসীচাকুরিরখবর #মিশরভিসা