Al raqi travels

Al raqi travels 30&60 days visit visa for UAE
(7)

05/12/2024

আজারবাইজান 🇦🇿 4 দিন 3 রাত সম্পূর্ণ প্যাকেজ
🎉 ভ্রমণের তারিখ ১০/১২/২০২৪ নভেম্বর

যারা ইউরোপে যাবার জন্য ট্যুর হিস্ট্রি বানাতে চান তার আজারবাইজন দেশ টি পছন্দে লিস্টে রাখতে পারেন।
𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 & 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞
⁨050 9556416

এই প্যাকেজে যা যা থাকছে:
✈️ আবুধাবি টু আজারবাইজান রাউন্ডট্রিপ এয়ার টিকিট।
🛡️ ট্রাভেল ইনসুরেন্স।
🚗এয়ারপোর্ট টু হোটেল পিক আপ ড্রপ।
🏨 তিন রাত বাকু তে হোটেল স্টে।
🍽️ প্রতিদিনের নাস্তা।
🚶‍♂️ অভিজ্ঞ গাইড।
📄 ফুল ডকুমেন্টস সাপোর্ট।
🚖 ইনসাইড বাকু স্পট ট্রান্সপোর্ট।

✅ প্যাকেজের বাইরের খরচ
👉 দুপুর ও রাতের খাওয়া
👉 ভিসা খরচ
👉 ট্যুরিস্ট স্পট এন্ট্রি টিকেট, ব্যক্তিগত ও অন্যান্য যা উপরে উল্লেখ করা হয়নি

প্যাকেজ বুকিং কনফার্ম করতে অথবা ট্যুরের বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য সরাসরি আমাদের কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন:
𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 & 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞
⁨050 9556416

📢 ✈️ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ২ রাত/ ৩দিন ১২০০ দিরহাম 🎉🍹🏖️ভ্রমনের তারিখ ২৪ আগস্ট সকাল ৬ টায়-ফেরা ২৭ আগস্ট রাত ১ টা...
15/08/2024

📢 ✈️ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ২ রাত/ ৩দিন ১২০০ দিরহাম 🎉
🍹🏖️ভ্রমনের তারিখ ২৪ আগস্ট সকাল ৬ টায়-ফেরা ২৭ আগস্ট রাত ১ টায় (২৬ আগস্ট রাত); বুকিংয়ের শেষ সময় ২০ আগস্ট

📢 ✈️ Azerbaijan Group tour package AED 1200 🎉
🍹🏖️Travel date 24 August, Return 27 August (26 AUG night), booking last date 20 AUG

✅প্যাকেজ মুল্যে যা যা পাবেন:
● দুবাই থেকে আবুধাবী এয়ারপোর্টে যাওয়া-আসা'র গাড়ী সার্ভিস
● আবুধাবী থেকে বাকু, আজারবাইজান এ উইজ এয়ারে যাওয়া-আসা্র ফ্লাইট টিকেট (শুধু হাত ব্যাগ পাবেন ১০ কেজি)
● বাকু শহরে ২ রাত হোটেলে থাকা
● প্রতিদিন হোটেলেই নাস্তা ।
● বাকু এয়ারপোর্ট থেকে শহরের হোটেলে যাওয়া-আসা'র গাড়ী সার্ভিস
● বাকু শহরে একদিন হাফ ডে সিটি ট্যুর

✅ প্যাকেজের বাইরের খরচ:
● দুপুর ও রাতের খাওয়া
● ভিসা খরচ ৩০ ডলার ( ভিসা অন এর‍্যাইভ্যাল )
● ব্যক্তিগত ও অন্যান্য যা উপরে উল্লেখ করা হয়নি

✅ Package includes:
● Dubai to Abu Dhabi return transport services.
● Abu Dhabi to Baku return flight ticket on Wizz Air (Only hand luggage 10 KG)
● Hotel stay at Baku for 02 nights twin/triple share basis.
● Everyday breakfast at hotel
● Baku airport to hotel return transfer service.
● Half day city tour at Baku city.

✅ Package Excludes:
● Lunch and dinner
● Visa cost USD 30 (Visa on arrival)
● Personal expenses.

✅ AL RAQI TRAVELS
MUZIRA ,musfut AJMAN
Mobile: +971509556416, +971507015506
Email: [email protected]

✅ এই মাসে আমাদের অন্যান্য প্যাকেজঃ
৩০ আগস্ট উজবেকিস্থান-তাজিকিস্থান একসাথে দুই দেশ ট্যুর ১৮০০ দিরহাম
✅ Our upcoming packages:
30 August Uzbekistan+Tajikistan combines tour AED 1800

📢 ✈️ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ২ রাত/ ৩দিন ১২০০ দিরহাম 🎉🍹🏖️ভ্রমনের তারিখ ২৪ আগস্ট সকাল ৬ টায়-ফেরা ২৭ আগস্ট রাত ১ টা...
15/08/2024

📢 ✈️ আজারবাইজান গ্রুপ ট্যুর প্যাকেজ ২ রাত/ ৩দিন ১২০০ দিরহাম 🎉
🍹🏖️ভ্রমনের তারিখ ২৪ আগস্ট সকাল ৬ টায়-ফেরা ২৭ আগস্ট রাত ১ টায় (২৬ আগস্ট রাত); বুকিংয়ের শেষ সময় ২০ আগস্ট

📢 ✈️ Azerbaijan Group tour package AED 1200 🎉
🍹🏖️Travel date 24 August, Return 27 August (26 AUG night), booking last date 20 AUG

✅প্যাকেজ মুল্যে যা যা পাবেন:
● দুবাই থেকে আবুধাবী এয়ারপোর্টে যাওয়া-আসা'র গাড়ী সার্ভিস
● আবুধাবী থেকে বাকু, আজারবাইজান এ উইজ এয়ারে যাওয়া-আসা্র ফ্লাইট টিকেট (শুধু হাত ব্যাগ পাবেন ১০ কেজি)
● বাকু শহরে ২ রাত হোটেলে থাকা
● প্রতিদিন হোটেলেই নাস্তা ।
● বাকু এয়ারপোর্ট থেকে শহরের হোটেলে যাওয়া-আসা'র গাড়ী সার্ভিস
● বাকু শহরে একদিন হাফ ডে সিটি ট্যুর

✅ প্যাকেজের বাইরের খরচ:
● দুপুর ও রাতের খাওয়া
● ভিসা খরচ ৩০ ডলার ( ভিসা অন এর‍্যাইভ্যাল )
● ব্যক্তিগত ও অন্যান্য যা উপরে উল্লেখ করা হয়নি

✅ Package includes:
● Dubai to Abu Dhabi return transport services.
● Abu Dhabi to Baku return flight ticket on Wizz Air (Only hand luggage 10 KG)
● Hotel stay at Baku for 02 nights twin/triple share basis.
● Everyday breakfast at hotel
● Baku airport to hotel return transfer service.
● Half day city tour at Baku city.

✅ Package Excludes:
● Lunch and dinner
● Visa cost USD 30 (Visa on arrival)
● Personal expenses.

✅ যোগাযোগঃ
টোটাল ট্যুরিজম
অফিসঃ রুম-৩১৭, বুর্জ নাহার ভিউজ
আল নাখিল, দেইরা, দুবাই
✅ Al raqi travels
Office: muzira ,musfut Ajman
Mobile: +971509556416, +971507015506
Email: [email protected]

✅ এই মাসে আমাদের অন্যান্য প্যাকেজঃ
৩০ আগস্ট উজবেকিস্থান-তাজিকিস্থান একসাথে দুই দেশ ট্যুর ১৮০০ দিরহাম
✅ Our upcoming packages:
30 August Uzbekistan+Tajikistan combines tour AED 1800

Lal uploadFinally done, Family Malaysia Visa Nationality-Pakistan   # # #  raqi travels # # # #@@ kumar nath  £££Manag...
15/08/2024

Lal upload
Finally done,
Family Malaysia Visa 
Nationality-Pakistan 


# # # raqi travels # # # #
@@ kumar nath
£££Managing director£££

15/08/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী ভাই দের জন্য বিরাট সুঃখবর, যে সকল প্রবাসী ভাইদের ভিসা ছিল না অথবা ভিসার মেয়াদ শেষ হও...
03/08/2024

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী ভাই দের জন্য বিরাট সুঃখবর, যে সকল প্রবাসী ভাইদের ভিসা ছিল না অথবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ও রিনিউ করেন নাই তাদের জন্য সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাস সুবর্ণ সুযোগ দেওয়া হবে। এসময়ের মধ্যে চাইলে যে কেউ ফাইন ছাড়া নতুন ভিসা লাগাতে পারবে অথবা রিনিউ করতে পারবে এমনকি কেউ চাইলে নিজ দেশে ও চলে যেতে পারবে।

এই ব্যাপারে আরো বিস্তারিত অতি দ্রুত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ। ততক্ষন পর্যন্ত আশা করছি আমাদের সাথেই থাকবেন।

যে কোন সেবা নিতে অনুগ্রহ করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন, অথবা দ্রুত সেবা Or Quick Service পেতে সরাসরি আমাদের নাম্বারে কল করুন অথবা Whatsapp এ মেসেজ করুনঃ
আমাদের অফিসের ঠিকানা
মোজিরা,আজমান
WhatsApp)
0507015506 (Call/WhatsApp)

#প্রবাসী #ফাইন #আরবামিরাত #দুবাই

Pakistan nationality finally done Thailand Visa
25/07/2024

Pakistan nationality
finally done
Thailand Visa

সুইজারল্যান্ডের ভিসা পাওয়ার যোগ্যতা নির্ভর করে বিভিন্ন ধরণের ভিসার ওপর, যেমন পর্যটক ভিসা, ব্যবসায়িক ভিসা, স্টুডেন্ট ভি...
25/07/2024

সুইজারল্যান্ডের ভিসা পাওয়ার যোগ্যতা নির্ভর করে বিভিন্ন ধরণের ভিসার ওপর, যেমন পর্যটক ভিসা, ব্যবসায়িক ভিসা, স্টুডেন্ট ভিসা, অথবা কাজের ভিসা। সাধারণত, নিম্নলিখিত ব্যক্তিরা সুইজারল্যান্ডের ভিসা পাবার জন্য যোগ্য হতে পারেন:

1. পর্যটক ভিসা:
- যারা সুইজারল্যান্ডে অস্থায়ীভাবে ঘুরতে চান।
- তাদের পর্যাপ্ত আর্থিক সাপোর্ট থাকতে হবে।
- ফিরে আসার টিকেট ও হোটেল বুকিং এর প্রমাণ থাকতে হবে।

2. ব্যবসায়িক ভিসা:
- যারা সুইজারল্যান্ডে ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে চান।
- তাদের ব্যবসায়িক আমন্ত্রণ পত্র ও আর্থিক সাপোর্ট থাকতে হবে।

3. স্টুডেন্ট ভিসা:
- যারা সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চান।
- তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পত্র ও আর্থিক সাপোর্ট থাকতে হবে।

4. কাজের ভিসা:
- যারা সুইজারল্যান্ডে কাজ করতে চান।
- তাদের চাকরির প্রস্তাব ও আর্থিক সাপোর্ট থাকতে হবে।

ভিসা আবেদন করার সময় সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়:
- পাসপোর্ট
- আবেদন ফর্ম
- ছবি
- ভ্রমণের উদ্দেশ্য ও পরিকল্পনা
- আর্থিক সাপোর্টের প্রমাণ
- স্বাস্থ্য বিমা

নির্দিষ্ট তথ্য ও শর্তাবলী জানতে সুইজারল্যান্ডের দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

সহজেই পাওয়া যায় দুবাই থেকে সুইজারল্যান্ড এর ভিজিট ভিসা। শর্ত প্রযোজ্য।দুবাই থেকে সুইজারল্যান্ড ভিজিট ভিসার জন্য প্রয়ো...
18/06/2024

সহজেই পাওয়া যায় দুবাই থেকে সুইজারল্যান্ড এর ভিজিট ভিসা। শর্ত প্রযোজ্য।

দুবাই থেকে সুইজারল্যান্ড ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট ২০২৪

1. ভিসা আবেদন ফর্ম:
- সুইজারল্যান্ড ভিসার জন্য পূর্ণ এবং স্বাক্ষরিত আবেদন ফর্ম।

2. পাসপোর্ট:
- কমপক্ষে ৬ মাসের বৈধতা সহ এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা সহ একটি বৈধ পাসপোর্ট।

3. পাসপোর্টের কপি:
- পাসপোর্টের ডেটা পৃষ্ঠা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলির ফটোকপি।

4. ফটোগ্রাফ:
- সাম্প্রতিক, রঙিন, এবং বায়োমেট্রিক ফর্ম্যাটে ২টি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

5. আবাসিক পারমিটের কপি:
- দুবাইতে আপনার বৈধ আবাসিক পারমিটের ফটোকপি।

6. ফ্লাইট বুকিং:
- সুইজারল্যান্ড যাওয়া এবং ফেরার নিশ্চিত ফ্লাইট বুকিংয়ের কপি।

7. হোটেল বুকিং:
- সুইজারল্যান্ডে থাকার জন্য হোটেল বুকিংয়ের প্রমাণ।

8. ভ্রমণ ইন্স্যুরেন্স:
- পুরো শেনজেন অঞ্চলে কমপক্ষে €30,000 কভারেজ সহ ভ্রমণ ইন্স্যুরেন্স।

9. কভার লেটার:
- ভ্রমণের উদ্দেশ্য এবং পরিকল্পনার বিস্তারিত বিবরণসহ একটি কভার লেটার।

10. ফিনান্সিয়াল প্রুফ:
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৩-৬ মাসের) অথবা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির প্রমাণপত্র।

11. অফিসিয়াল অনুমতি পত্র:
- যদি আপনি চাকরিজীবী হন, তবে নিয়োগকর্তার কাছ থেকে একটি অনুমতি পত্র (NOC), যার মধ্যে আপনার পদের বিবরণ, ছুটির অনুমোদন, এবং চাকরি চালু থাকবে এমন নিশ্চয়তা থাকবে।

12. বিজনেস প্রুফ:
- যদি আপনি ব্যবসায়ী হন, তবে ব্যবসার লাইসেন্স এবং ব্যবসার কার্যক্রমের প্রমাণ।

নোট: সমস্ত ডকুমেন্টস ইংরেজি বা সুইস জাতীয় ভাষার (জার্মান, ফরাসি, ইতালিয়ান) মধ্যে অনুবাদ করা উচিত, যদি না অন্যভাবে উল্লেখ করা থাকে।

ভিসা প্রক্রিয়ার বিস্তারিত এবং সর্বশেষ আপডেটের জন্য সুইজারল্যান্ডের অফিসিয়াল ভিসা আবেদন কেন্দ্র বা তাদের ওয়েবসাইট চেক করুন।

25/03/2024
We're adding a splash of colour to the skies.Happy Holi to all those celebrating!
25/03/2024

We're adding a splash of colour to the skies.

Happy Holi to all those celebrating!

মিশর গ্রুপ ট্যুর প্যাকেজ -
04/03/2024

মিশর গ্রুপ ট্যুর প্যাকেজ -

Address

Al Ajman

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al raqi travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al raqi travels:

Share