Europeanvisanews&Fees

Europeanvisanews&Fees It is created for valid visa and processing fees for general people. We don't sell visa. Info only.

25/11/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩
বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে। এবং অনার্স অথবা ডিগ্রীর সার্টিফিকেট থাকলে হাইপ্রফেশন ভিসা হচ্ছে। লো ক্যাটাগরির অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার সম্পুর্ন বন্ধ আছে।

আউট সাইডের ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামিলী ভিসা, পার্টনার ভিসা, আরবীর ঘরের ভিসা এবং পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এর সবগুলোই টোটালি বন্ধ রয়েছে।

ইনসাইড এবং আউট সাইডের ফ্রী জোনের ভিসা হচ্ছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে।
(ফ্রী জোন হচ্ছে আরব আমিরাতের আধাসরকারী এরিয়া)

ভিসা কখন চালু হবে এরকম কোনো আপডেট নাই। তবে সাধারণ ক্ষমা শেষ হলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কারো সাথে ভিসার জন্য লেনদেন করে ঝামেলায় জরাবেন না।

সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর শেষ হবে।

17/11/2024

পরিবার নিয়ে কানাডায় যাওয়ার উপায়: আবেদন করবেন যেভাবে দেখুন।

🔰 কানাডায় পরিবার নিয়ে আসার অনেক পন্থা রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ মেলে।

💧 ইমিগ্রান্ট ভিসা (PR): এই ভিসায় স্পাউস ও ২২ বছরের কম বয়সী সন্তানদের নিয়ে আসা যায়। PR নিয়ে কানাডায় আসার তিন বছর পর নাগরিকত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিটিজেনশিপ পাওয়া সম্ভব। সিটিজেন হলে ভোট দেয়া, সম্পত্তি কেনার মতো সব সুবিধা পাবেন। তবে বাকিদের তুলনায় অনেক কম সময়ে নাগরিকত্ব পাওয়া যায়।

💧 স্টুডেন্ট ভিসা: স্টুডেন্ট ভিসায় স্পাউস ও সন্তানদের নিয়ে আসার সুযোগ রয়েছে। সন্তানরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে এবং শিশুদের জন্য ডেকেয়ার সুবিধা পাওয়া যাবে। স্পাউসদের জন্য এখন কিছু ভিসা শর্ত থাকলেও মাস্টার্স বা ডক্টরেট লেভেলে পড়া স্টুডেন্টদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবেন।

💧 ওয়ার্ক পারমিট: কানাডার কোনো কোম্পানির অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসতে পারবেন। স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন, ফলে কানাডার যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। সন্তানেরা পাবলিক স্কুলে ফ্রি পড়তে পারবে।

💧 কেয়ার গিভার ভিসা: এই ভিসায় পরিবার নিয়ে আসার সুযোগ থাকে এবং স্পাউসও ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এটির জন্য আবেদন করা যায়। জব অফার থাকলে ভিসার সম্ভাবনা বাড়ে।

💧 আশ্রয় প্রার্থী (Asylum Seeker): কেউ কেউ ভিজিট ভিসায় এসে আশ্রয় প্রার্থনা করেন। এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া, তবে পরিবার নিয়ে আসা যায় এবং সন্তানেরা স্থায়ী বসবাসের আগেই ফ্রি স্কুলিং পেতে পারে।

16/11/2024

লিথুয়ানিয়ায় ফুড প্রসেসিং কোম্পানিতে কাজের সুযোগ খুঁজছেন? এখানে অল্প খরচে আবেদন এবং যোগ্য প্রার্থীদের কাজের প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

১. সুযোগের বৈশিষ্ট্য

পদের নাম: ফুড প্রসেসিং ওয়ার্কার

কর্মস্থল: লিথুয়ানিয়া

কাজের ধরন: ফুলটাইম

প্রধান কাজ: খাদ্য প্রস্তুত, প্যাকেজিং এবং প্রোসেসিং

যোগ্যতা: সাধারণ শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক)

ভাষা দক্ষতা: ইংরেজি বা স্থানীয় ভাষায় মৌলিক জ্ঞান (পছন্দীয়)

অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে, তবে প্রাধান্য দেওয়া হবে।

২. বেতন ও সুবিধা

বেতন: প্রতিমাসে €৮০০-১,২০০ (পদ ও অভিজ্ঞতা অনুযায়ী)

সুবিধা: বাসস্থান সহায়তা, স্বাস্থ্যবীমা, কাজের প্রশিক্ষণ

৩. আবেদন প্রক্রিয়া

Step 1: প্রাসঙ্গিক কাগজপত্র প্রস্তুত করা

CV/বায়োডাটা: ইংরেজিতে সঠিক তথ্যসহ তৈরি করুন।

পাসপোর্ট কপি: মেয়াদ থাকা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

Step 2: অনলাইন আবেদন জমা দেওয়া

নির্দিষ্ট ফুড প্রসেসিং কোম্পানির ওয়েবসাইটে যান অথবা নির্ভরযোগ্য কাজের পোর্টাল ব্যবহার করুন।

প্রয়োজনীয় আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

Step 3: এজেন্সি বা রিক্রুটমেন্ট ফার্মের সহায়তা (ঐচ্ছিক)

লিথুয়ানিয়াতে কাজের জন্য অনেক সময় স্থানীয় এজেন্সি বা রিক্রুটমেন্ট ফার্ম প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।

৪. ভিসা প্রসেস

কাজের অনুমোদন: কোম্পানি থেকে কাজের কাগজপত্র পেয়ে আবেদন শুরু করুন।

ভিসা আবেদন: লিথুয়ানিয়ার দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা আবেদন করুন।

৫. আবেদন লিংক

কাজের সুযোগ ও আবেদন ফর্ম পাওয়ার জন্য লিথুয়ানিয়ার কাজের পোর্টাল https://www.cv.lt/ এবং EU কাজের পোর্টাল https://ec.europa.eu/eures/public/en/homepage ব্যবহার করুন।

এই ধাপগুলো অনুসরণ করে সহজেই লিথুয়ানিয়ার ফুড প্রসেসিং কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে পারবেন।

16/11/2024

পাসপোর্ট করা থাকলে মাত্র ১৫ থেকে ২৫ দিনেই কাজসহ এবং ২ বছরে রেসিডেন্সি সহ যাওয়া যাচ্ছে জার্মানী বিন্দুমাত্র হেসেল ছাড়াই চলে যান।
আবেদনের লিংক ১ম কমেন্টে

16/11/2024

ফ্রান্সে আসার জন্য বিনামূল্যে হেল্প করা হলে কারা আসতে চান দেখতে চাই। ঘরে বসে কোন দালাল ছাড়া নিজেই অনলাইনে আবেদন করুন।
অনলাইনে আবেদনের লিংক ১ম কমেন্টে

16/11/2024

পোল্যান্ডে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর!!
৫ লাখ কর্মী নেবে পোল্যান্ড। বাংলাদেশিদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।
আবেদনের লিঙ্ক পাবেন ১ম কমেন্টে

16/11/2024

বিনা খর‌চে ৯০ দি‌নে কানাডার কা‌জের ভিসা,
সম্পূর্ণ খরচ কোম্পা‌নীর (শর্ত প্রযোজ্য)। কারা আছেন আগ্রহী?
অনলাইনে আবেদনের লিংক ১ম কমেন্টে

16/11/2024

বাংলাদেশীদের জন্য রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে রোমানিয়া। মাত্র ১৫ দিনে রোমানিয়ার ভিসা পাবেন যেভাবে দেখে নিনঃ

স্টেপ-বাই-স্টেপ আবেদন প্রক্রিয়াঃ

রোমানিয়া বর্তমানে বাংলাদেশীদের জন্য কর্মসংস্থান ও শ্রমবাজারে অংশগ্রহণের জন্য রেকর্ড সংখ্যক ভিসা প্রদান করছে। রোমানিয়ায় কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের কারণে বাংলাদেশী শ্রমিকদের আগ্রহ বেড়েছে। এখানে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা ও লিংক সহ বিস্তারিত দেওয়া হলো:

ধাপ ১: রোমানিয়ায় কাজের সুযোগ খুঁজুন বিশেষ করে নির্মাণ, কৃষি, হোটেল
ম্যানেজমেন্ট, এবং আইটি সেক্টরে বাংলাদেশী কর্মীরা বেশি আগ্রহী। অনলাইনে বিভিন্ন আন্তর্জাতিক জব পোর্টাল এবং স্থানীয় এজেন্সির মাধ্যমে কাজের সুযোগ অনুসন্ধান করতে পারেন।

ধাপ ২: কাজের চুক্তি (ওয়ার্ক কন্ট্রাক্ট) নিয়োগকর্তার কাছ থেকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট পেতে হবে যা চাকরির ধরণ ও শর্তাবলী নির্ধারণ করে।

ধাপ ৩: ভিসা আবেদন প্রক্রিয়া:

✅ প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট, কাজের চুক্তিপত্র, ছবি, স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট।
✅ আবেদন জমা: রোমানিয়ার দূতাবাস বা অনলাইন মাধ্যমে ভিসা আবেদন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি জমা করতে হবে।
✅ প্রক্রিয়া সম্পন্ন: আবেদন গৃহীত হলে দূতাবাস সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে এবং পরবর্তীতে ভিসা ইস্যু করবে।

ধাপ ৪: রোমানিয়ায় প্রবেশের প্রস্তুতি:

✅ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা।
✅ স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে জেনে রাখা।
💧 প্রয়োজনীয় লিংক কমেন্ট বক্সেঃ

16/11/2024

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সৌভাগ্য কামনা করছি
🏠 Our Office:
Pigeon Career
104,Capital Super Market(2nd floor),West Side Suite No-40, Tejgaon, Dhaka-1215.Bangladesh

Hotlines:
📞 01626659698
📞 01742191021

Email: [email protected]
Website: www.pigeoncareer.com




12/11/2024

মাত্র ৯০ দিনে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা। ভিসার পর টাকা। ফুল-টাইম কাজের সুযোগ।

আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪: আপনার পূর্ণাঙ্গ গাইডঃ

কেন আয়ারল্যান্ড যাবেন?

আয়ারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশগুলির একটি, যেখানে ৩য় বৃহত্তম জিডিপি এবং পাসপোর্ট র‍্যাংকিংয়ে ৩য় স্থান রয়েছে। আয়ারল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ বেতন কাঠামো, এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য এটি কর্মসংস্থানের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশ এবং ভারত থেকে আয়ারল্যান্ডে কাজের ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ, যা অনেকের জন্য নতুন জীবনের সুযোগ সৃষ্টি করে।

আয়ারল্যান্ডে কোন ধরনের কাজের চাহিদা বেশিঃ
আয়ারল্যান্ডে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে টেকনিক্যাল কাজে দক্ষতা থাকলে ভালো বেতন এবং চাকরির সুযোগ পাওয়া সহজ। কিছু জনপ্রিয় এবং উচ্চ চাহিদাসম্পন্ন পেশার মধ্যে রয়েছে:
1. এসি মেরামত
2. ইলেকট্রিশিয়ান
3. পাইপ ফিটার
4. কনস্ট্রাকশন
5. ডেইরি সেক্টর
6. হোটেল ম্যানেজমেন্ট

আয়ারল্যান্ডে কাজের বেতন কতঃ
আয়ারল্যান্ডে কর্মচারীদের ঘন্টাপ্রতি বেতন সাধারণত €১২ থেকে €১৫ এর মধ্যে থাকে। মাসে গড়ে ১.৫ লাখ থেকে ১.৯ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। অভারটাইম কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও রয়েছে, যা কর্মচারীদের জন্য একটি বড় সুবিধা।

আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংঃ
বাংলাদেশে কোনো আইরিশ দূতাবাস নেই, তাই সরাসরি আয়ারল্যান্ড ভিসার জন্য আবেদন করা সম্ভব নয়। ভিসা আবেদন করতে হলে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আয়ারল্যান্ড দূতাবাসে আবেদন জমা দিতে হবে। দূতাবাসের ঠিকানা নিচে দেওয়া হলো:
ঠিকানা:
C-17 Malcha Marg, Chanakyapuri, New Delhi – 110 021, India

ভিসা প্রসেসিং খরচঃ
যদি আপনি নিজে থেকে আবেদন করেন, তাহলে ভিসা প্রোসেসিংয়ের খরচ ৭-৮.৫ লাখ টাকার মধ্যে হতে পারে। এজেন্সির মাধ্যমে আবেদন করলে ১০-১৩ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। খরচের পরিমাণ ভিসার ধরন এবং সময়ের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
1. বৈধ পাসপোর্ট
2. জাতীয় পরিচয়পত্র (NID)
3. সদ্য তোলা ছবি
4. পূর্ব কাজের অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
5. শিক্ষাগত যোগ্যতার সনদ।

পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাজের সুযোগঃ
অনেক ক্ষেত্রেই অভিজ্ঞতা ছাড়া আয়ারল্যান্ডে কাজ পাওয়া সম্ভব। কিছু কোম্পানি নতুন কর্মীদের সহজ কাজ দিয়ে শুরু করে এবং সময়ের সাথে সাথে কাজ শেখানোর সুযোগ দেয়। তবে দেশে থাকা অবস্থায় টেকনিক্যাল স্কিল শিখে নিলে বিদেশে কাজের সময় সুবিধা পাওয়া যায়।
#আরও বিস্তারিত কমেন্টে থাকা লিংকে পাবেন..

10/11/2024

অনলাইন তথ্যভিত্তিক জনসচেতনেতামূলক পোস্টঃ

স্বল্প খরচে মাত্র ৪৫ দিনেই পর্তুগালের কাজের ভিসা। নিজেই করতে পারবেন আবেদন। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত দেখুনঃ
যারা চাকরির উদ্দেশ্যে পর্তুগাল যেতে চান তাদের জন্য জব সিকার ভিসা। এই ভিসার জন্য, আপনার পর্তুগাল থেকে চাকরির অফার থাকার দরকার নেই। এই ভিসা দিয়ে, আপনি পর্তুগাল যেতে পারেন এবং চাকরি বা চাকরির সুযোগ খুঁজতে পারেন। সারা বিশ্বের আবেদনকারীরা চাকরির অফার ছাড়াই পর্তুগাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন।বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে অনেক বাংলাদেশিরা এই ভিসার মাধ্যমে পর্তুগালে আসার খবর পাওয়া যাচ্ছে|
পর্তুগিজ জব সিকার ভিসা, আবেদনকারীদের 120 দিনের জন্য থাকার অনুমতি দেয়। পরবর্তীতে একজন চাকরিপ্রার্থী ভিসা আরও 60 দিনের জন্য নবায়নযোগ্য হতে পারে। পর্তুগাল চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সাধারণ যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং পর্তুগিজ দূতাবাসে কাগজপত্রগুলো জমা দিতে হবে।
পর্তুগাল জব সিকার ভিসা 2024-এর আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া হল:
পর্তুগাল জব সিকার ভিসার জন্য আপনার কি চাকরির অফার দরকার?
না, পর্তুগাল চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদন করার জন্য আপনার চাকরির অফারর প্রয়োজন নেই। এই ভিসাটি একটি অস্থায়ী ভিসা যা আপনাকে পর্তুগালে প্রবেশ করতে এবং 120 দিনের মধ্যে চাকরি খোঁজার অনুমতি দেয়।আপনি যদি এই সময়ের মধ্যে একটি চাকরি খুঁজে পেতে সক্ষম হন, তাহলে আপনি একটি বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন।পর্তুগিজ চাকরিপ্রার্থী ভিসার জন্য আবেদনের ফি হল €75।
👉জব সিকার ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
✔️ভিসা আবেদন পূরণ এবং আবেদনকারী দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত
✔️পাসপোর্ট যা কমপক্ষে 3 মাসের জন্য বৈধ।
✔️ 2 ফটো,পাসপোর্ট-টাইপ সাম্প্রতিক এবং ভাল অবস্থায়
✔️ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিসেস (SEF) দ্বারা অপরাধমূলক রেকর্ড তদন্তের জন্য অনুরোধ (ষোল বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য নয়)
✔️ক্রিমিনাল রেকর্ড , আবেদনকারীর জাতীয়তা বা দেশের দ্বারা জারি করা।
✔️ বৈধ ভ্রমণ বীমা, প্রয়োজনীয় চিকিৎসা খরচ কভার।
✔️ রিটার্ন টিকিটের কপি
✔️কমপক্ষে তিনটি গ্যারান্টিযুক্ত মাসিক ন্যূনতম বেতনের ( 2280€) সমতুল্য আর্থিক সম্পদের প্রমাণ।
✔️IEFP-এ তালিকাভুক্তির জন্য আগ্রহ প্রকাশের আবেদনের প্রমাণ।
👉কোথা থেকে কাগজপত্র পেতে পারেন?
জাতীয় ভিসা আবেদন: জাতীয় ভিসা আবেদন পর্তুগিজ অফিসিয়াল ওয়েবসাইটে।
পাসপোর্ট: আপনার পাসপোর্ট আছে, অথবা একটি নতুন পাসপোর্ট করুন।
অপরাধমূলক রেকর্ডের জন্য অনুরোধ: আপনি এটি পর্তুগিজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেতে পারেন।
ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট: আপনি এটি আপনার দেশ থেকে পেতে পারেন (ক্লিয়ারেন্স সার্টিফিকেট)
ট্রাভেল ইন্স্যুরেন্স: আপনি যেকোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকে পর্তুগালের জন্য চিকিৎসা এবং ভ্রমণ বীমা এটি পেতে পারেন|
👉এই ভিসার জন্য আবেদন করার জন্য একজন আবেদনকারীকে যোগ্যতার মানদণ্ড হতে হবে:
✔️আপনাকে অবশ্যই নন-ইইউ জাতীয় হতে হবে।
✔️আপনার অবস্যই একটা পাসপোর্ট থাকতে হবে.
✔️আপনার অবশ্যই একটি পরিষ্কার অপরাধমূলক রেকর্ড থাকতে হবে।
✔️ আপনার অবশ্যই পর্যাপ্ত আর্থিক সামর্থ থাকতে হবে যাতে আপনি চাকরি খোঁজার সময় পর্তুগালে নিজেকে সমর্থন করতে পারেন।
✔️ আপনার অবশ্যই স্বাস্থ্য বীমা থাকতে হবে যা পর্তুগালে আপনার থাকার সময়কালের জন্য আপনাকে কভার করে।

জনসচেতনেতায়,
মাহফুজা ওভারসীজ

08/11/2024

সূবর্ণ সুযোগ, সুইজারল্যান্ডে আপেল বাগানে কাজের সুযোগ। নো ভিসা নো ফি। ঘরে বসে কোন দালাল ছাড়া নিজেই অনলাইনে আবেদন করুন।
অনলাইনে আবেদনের লিংক ১ম কমেন্টে

08/11/2024

আপনি কি জানেন ফ্যামিলি ভিসা প্রসেসিং এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়।

*বাংলাদেশ*
০১. কাবিন নামা বাংলা
০২. নিকাহ নামা ইংরেজি
০৩. ম্যারিজ সার্টিফিকেট ইংরেজী
০৪. কাজীর ভোটার আইডি কার্ড এর ফটোকপিতে কাজীর সীল ও স্বাক্ষর।
০৫. কাজীর লাইসেন্স ফটোকপি।
০৬. বার্থ সার্টিফিকেট (শিশু)
০৭. ফ্যামিলি সার্টিফিকেট ইংরেজী

*ইতালি*
০১.পাসপোর্ট এর ইনফরমেশন পেইজ কমিনি হইতে সত্যায়িত। (২ সেট)
০২. নুলা অসতা
০৩. সৌজন্য এর ফটোকপি কমিনি হইতে সত্যায়িত। (২ সেট)
০৪. রেসিডেন্স এর ফটোকপি কমিনি হইতে সত্যায়িত। (২ সেট)
০৫. স্ট্যাটো দ্যা ফিমিলিয়া ত্র্যান্ড রেসিডেন্সিয়া সার্টিফিকেট কমিনির সীল ও স্বাক্ষরসহ। (১ সেট)
০৬. ইতালি যাওয়ার পর থেকে অদ্য পর্যন্ত সকল পাসপোর্ট এর সকল পাতার ফটোকপি (A to Z)

বিস্তারিত জানতে:
📞 কল করুন: 01777-404141
☎️+00802-41081284 (সকাল ৯:০০ টা-রাত ১:০০ টা)
📧 ইমেইল করুন: [email protected]
শামিম মিয়া
সিনিয়র কনসালটেন্ট হ্যালো ইটালি।
© ফ্যামিলি ফাইল প্রসেসিং করা হয়।
© ভেরিফেকশন ফাইল এর পরামর্শ দেওয়া।
© নতুন ফাইল প্রসেসিং করা হয়।

Address

Ajman
Al Ajman
31691

Telephone

+971585844398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Europeanvisanews&Fees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Europeanvisanews&Fees:

Share


Other Al Ajman travel agencies

Show All