28/10/2024
নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: গ্রিন হাউস চাষের কর্মী
কর্মী প্রয়োজন: দক্ষ এবং অদক্ষ
মোট সংখ্যা: ১৬০০ জন
শর্তাবলী:
• বেতন: ১১০০+৩০০ দিরহাম, ওভারটাইমের সুবিধা
• কাজের সময়: দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন
• সুবিধা:
• আবাসন ও পরিবহন কোম্পানি থেকে প্রদান করা হবে
• কোম্পানি কর্তৃক স্ট্যান্ডার্ড ডিউটি ড্রেস প্রদান
• ২ বছর পর ছুটির বেতন এবং বিমান টিকিট প্রদান
বয়স সীমা: ২১ থেকে ৪৫ বছর
প্রকল্পের মেয়াদ: মন্ত্রণালয় এবং উন্নত প্রযুক্তির অধীনে ৩০ বছরের প্রকল্প
কর্মস্থল: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
বিশেষ নির্দেশনা:
১) যারা দুবাইতে ক্যানসেল ভিসায় আছেন, তারাও আবেদন করতে পারবেন।
২) সরাসরি বাংলাদেশ থেকেও আবেদন করা যাবে।
৩) ভিসা প্রসেসিং সময়: মাত্র ১৫ কর্মদিবস।
আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন।
আল কাবা টাইপিং এন্ড ইনফরমেশন সার্ভিস।
রাকিব : +971582032627