AtoZ Travel Agency

AtoZ Travel Agency Travel and Tourism Consultancy

AtoZ Travel Agency দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখ...
01/12/2024

AtoZ Travel Agency
দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

22/09/2024
আর নয় ভিসা, এখন থেকে রেসিডেন্সি কার্ড/ টেমপোরারি রেসিডেন্সি কার্ড নিয়ে ইউরোপ এর সেনজেন ভুক্ত দেশ লিথুনিয়া, লাটভিয়া, এস্ত...
22/09/2024

আর নয় ভিসা, এখন থেকে রেসিডেন্সি কার্ড/ টেমপোরারি রেসিডেন্সি কার্ড নিয়ে ইউরোপ এর সেনজেন ভুক্ত দেশ লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার যে কোন একটি দেশে যান, কোন ভায়া মিডিয়া নয়, সরাসরি যে দেশের রেসিডেন্সি বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবেন, সে দেশের এম্বাসী হতে বায়োমেট্রিক সহ তাদের প্রয়োজনীয় ফরমালিটি সম্পন্ন করে চলে যান উল্লেখিত যে কোন একটি স্বপ্নের দেশে।
১/ রেসিডেন্সি কার্ড হবে ৩/৫ বছর মেয়াদি।
২/ সময় লাগবে ৩/৪ মাস।
৩/ সেনজেন ভুক্ত ইউরোপের যে দেশের রেসিডেন্সি/ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাবে, সে দেশের ৩ বছর মেয়াদি কার্ড হলে আরো একবার নবায়ন করার পর পাসপোর্ট এর আবেদন করা যাবে। আর ৫ বছর মেয়াদি কার্ড হলে মেয়াদ শেষেই পাসপোর্ট এর আবেদন করা যাবে।
৪/ খরচ আলোচনা সাপেক্ষ।
(শর্ত প্রযোজ্য)

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১/ ভ্যালিড পাসপোর্ট
২/ কোর্ট, টাই পরিহিত সেনজেন স্ট্যান্ডার্ড স্মার্ট ছবি। ছবিতে কম্পিউটার এর কোন কাজ করা যাবে না, সম্পূর্ণ ন্যাচারাল হতে হবে।
৩/ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৪/ অভিজ্ঞতা সহ বায়োডাটা।

(১০০% গ্যারান্টি দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ, বিফলে ১০০% মানিব্যাক গ্যারান্টি, সিঙ্গেল এক পয়সাও কাটা হবে না)

বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন:-
☎️ 050 586 2355
AtoZ Travel Agency

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ ...
22/09/2024

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ফিলিপাইনের ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন :-
১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ফিলিপাইন দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])
২ - ফিডব্যাক মেইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন। এবং তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য একটি লিংক দিবে‌। ওই লিংকে গিয়ে আপনার বেসিক ইনফরমেশন গুলো দিবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে ওখানে সাবমিট করবেন।
৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে -
#️⃣ #️⃣➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন
➡️২*২" সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
➡️ ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন।
➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ২ লক্ষ টাকা ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের স্টেটমেন্ট দেখালেই হবে এবং কমপক্ষে ৬ লক্ষ প্লাস ব্যালেন্স দেখাতে হবে। যদি সল্ভেন্সি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিবেন।
➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে।
➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে।
➡️ ট্রাভেল আইটেনারি : যেহেতু আপনাকে ম্যানিলাতেই ল্যান্ড করতে হবে আপনি সহজে ভিসা পাওয়ার জন্য শুধু মাত্র ম্যানিলারই ৪/৫ দিনের ট্রাভেল আইটেনারি দিবেন। ধরেন আপনার অন্য সিটিতে যাওয়ার প্লান আছে, আপনি ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করলেন কিন্তু ওই সিটিতে যাওয়ার এয়ার টিকেট/বাস টিকেট দিলেন না, এ কারনেই আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি ভিসা পাওয়ার পর যেখানে মন চায় যান সমস্যা নেই।
➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে।
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড লাগবে।
➡️ সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ ফটোকপি।
➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে।
৪- সকল ডকুমেন্টস রেডি হলে ফিলিপাইন দূতাবাসের মেইলের রিপ্লাই করবেন ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে এবং অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। ওরা ৭/১০ দিনের মধ্যেই আপনাকে মেইল করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।
৫- ফ্যামিলি হলে যে কোন একজন গিয়ে সকলের পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন।
৬- ভিসা ফি: আগে ৪৬০০ ছিলো রিসেন্টলি ৫০০০ হয়েছে ।

যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।
আলহামদুলিল্লাহ নিজে অ্যাপ্লাই করেই এপর্যন্ত ছয় টা দেশের ভিসা পেয়েছি ।
কোন হেল্প প্রয়োজন হলে পোষ্টে কমেন্ট করবেন।
WhatsApp
050 586 2355
AtoZ Travel Agency
Email✉️
[email protected]

I gained 5 followers and created 3 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have...
22/09/2024

I gained 5 followers and created 3 posts in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

 #পাকিস্তান ট্যুর গাইড🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে মোবাইল/কম্পিউ...
07/09/2024

#পাকিস্তান ট্যুর গাইড

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে মোবাইল/কম্পিউটারে বা কাছের কোনো কম্পিউটার দোকান/ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সি থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

#ভিসা পাওয়ার পরেই #টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকার মতো ।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে পাকিস্তানি রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে #হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার #ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে। ভ্রমণ সংক্রান্ত যেকোনো সেবা
Travel Agency -হোটেল, যানবাহন টিকিট, ভ্রমণ এর সমাধান
050 586 2355 AtoZ Travel Agency - Hotel,Transport Ticket,Trip booking solution. wa.me/+971505862355 (WHATSAPP Text/call Only)

শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট ব...
14/08/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট

09/08/2024

Congratulations👏👌🎈......🌹 🌺

Thank you for contacting.
We provide 2 years Dubai freelance visa and 2 years partner visa for all Nationalities.

🟢 Benefits;
📍All kind of NOC will be provided
📍Salary certificate will be provided
📍You can sponsor your family
📍You can buy property
📍You can open bank account
📍You can get driving license
📍You can do business
📍You can work anywhere in UAE

🔵 Included;
❗️Entry permit (evisa)
❗️Change status
❗️Medical
❗️Emirates ID
❗️Visa Stamping
🟡 +971 505862355🖥️📞
Md Azharul Alam

AtoZ Travel Agency

Jummah Mubarak 🌙
31/05/2024

Jummah Mubarak 🌙

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন -- সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।✓GCC ভিসা আসলে কী?উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ...
17/05/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --
সেনজেন ভিসার মত চালু হচ্ছে GCC ভিসা।
✓GCC ভিসা আসলে কী?
উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

AtoZ Travel club

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো।
Travel Agency
050 586 2355

AtoZ Travel Agency পরিবারে আপনাকে স্বাগতম আপনাদের জন্য আমাদের সেবা সমূহ-✅ এয়ার টিকিট সার্ভিস✅ লাইসেন্স / পার্টনার ভিসা ✅...
17/05/2024

AtoZ Travel Agency পরিবারে আপনাকে স্বাগতম
আপনাদের জন্য আমাদের সেবা সমূহ-

✅ এয়ার টিকিট সার্ভিস
✅ লাইসেন্স / পার্টনার ভিসা
✅ ভিসার ইন আউট প্রব্লেম ক্লিয়ারেন্স
✅ ৩ মাস ৬ মাস ও এক বছরের ইন্সুরেন্স
✅ যেকোনো দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স

✅ দুবাই ভিজিট ভিসা
✅ জাপান ভিজিট ভিসা
✅ ব্রাজিল ভিজিট ভিসা
✅ মেক্সিকো ভিজিট ভিসা
✅ সৌদি ১ বছরের বিজনেস ভিসা
✅ সেঞ্জেন ভিজিট ভিসা
✅ তুর্কি ভিজিট ভিসা
✅ থ্যাইল্যান্ড ভিজিট ভিসা
✅ মালায়শিয়া ভিজিট ভিসা
✅ সাউথ আফ্রিকা ভিজিট ভিসা
✅ উজবেকিস্তান ভিজিট ভিসা
✅ তাজিকিস্তান ভিজিট ভিসা
✅ কাজাকিস্তান ভিসিট ভিসা
✅ মঙ্গোলিয়া ভিজিট ভিসা
সহ আমেরিকা ও লন্ডনের ভিজিট প্রসেসিং করা হয়

🟢 আমাদের সার্ভিস গুলোর জন্য সরাসরি অফিসে
আসতে পারেন যোগাযোগ👇

নিসার প্লাজা টাওয়ার, মাজাজ -3, শারজাহ, দুবাই।

☎️ 050 586 2355

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania.go.t...
10/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e
www.facebook.com/AtoZ Travel Agency

08/05/2024

ইউরোপের সবথেকে সুন্দর দেশ কোনটি? সুযোগ হলে আপনি কোন দেশটি ঘুরে দেখতেন ?

ব্রেকিং: শেখ তাহনুন বিন মোহাম্মদ আল নাহিয়ান (ইউএই শাসকের চাচা) মারা গেছেন।  ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি র'জিয়ুন৷ পতা...
02/05/2024

ব্রেকিং: শেখ তাহনুন বিন মোহাম্মদ আল নাহিয়ান (ইউএই শাসকের চাচা) মারা গেছেন।
ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি র'জিয়ুন৷
পতাকা অর্ধনমিত রেখে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

26/04/2024

দুবাই পার্টনার ভিসা 🤝 আপনি থাকবেন 💯 নিশ্চিত ঝামেলামুক্ত ইনশা আল্লাহ।
📍 দুবাই ভিজিট ভিসা এবং কেনসেল ভিসা থেকে বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে পার্টনার ভিসা করুন।
📍 আপনার লাইসেন্স সহ সব ডকুমেন্টস থাকবে আপনার কাছে৷
📍 আপনার লাইসেন্স থেকে কোন নরমাল বা হাই প্রফেশনাল ভিসা বিক্রি হবে না৷
📍 ২ বছরের মধ্যে আপনার যখন ইচ্ছা ঝামেলাহীনভাবে ভিসা কেনসেল করতে পারবেন।
📍 ২ বছরের পার্টনার ভিসা লাইসেন্স সহ মাত্র ৭৫০০ দিরহাম।

✅ আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন
কল/হোয়াটসঅ্যাপ 0505862355
হোয়াটসঅ্যাপ 0505862355

অফিসঃ এ টু জেড ট্রাভেল এজেন্সি ডেইরা ডুবাই , সারজাহ কালবা কর‌্নিশ।

31/03/2024

বিস্তারিত কমেন্টেঃ

19/06/2023

Good day sir/ma'am.
By the way, I'm Azharul my company is ATOZ TRAVEL AGENCY our company supplies 2 years freelance visa and Investors visas to different travel agencies , We have low offer rates for B2B 2years Freelance visa and Investors visa .... AtoZ Travel Agency we are located at Rolex twin tower, level 22, room no 44, Union Metro Station nearly - Deira Dubai.,If you are interested, you can contact me ... Thank you and have a nice day.
Contract no: +971050 586 2355

Address

Rolex Twin Tower(office Building), Level 22
Dubai
00000

Alerts

Be the first to know and let us send you an email when AtoZ Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AtoZ Travel Agency:

Share

Category