Bangladesh help society in UAE

Bangladesh help society in UAE Fast service with honesty

যাদের পাসপোর্ট সংশোধন  করতে হবে তাদের জন্য নতুন নির্দেশনাদেশে ও বিদেশে পাসপোর্ট নবায়ন ও সংশোধনের আবেদন বিষয়ে  নতুন নির্দ...
22/12/2022

যাদের পাসপোর্ট সংশোধন করতে হবে তাদের জন্য নতুন নির্দেশনা
দেশে ও বিদেশে পাসপোর্ট নবায়ন ও সংশোধনের আবেদন বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। কার পাসপোর্ট সংশোধন করতে হলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু হবে।
অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে।
সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা পাসপোর্ট অফিস, পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাসপোর্ট সংশোধনের নিয়ে এর আগে জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কনশিল্পীদের ডেকে বললেন, তাঁর একটা সুন্দর পোর্ট্রেইট আঁকতে, কিন্ত...
17/11/2022

এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কনশিল্পীদের ডেকে বললেন, তাঁর একটা সুন্দর পোর্ট্রেইট আঁকতে, কিন্তু কেউ রাজি হলো না। কারণ সবাই ভাবছিল- কানা আর ল্যাংড়া রাজাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব?!?

একজন রাজি হলো। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল। তাঁর ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল... এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে শরীরের ব্যালেন্স রাখছিল!

সেই আঁকিয়ে অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তাঁর ছবির জন্যে নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্য যেটা সে তাঁর ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল, সেটা হলো- সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে... সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে- তা নির্ভর করছে তোমার ওপর।

(সংগৃহীত পোস্ট)

20/10/2022

প্রবাসীদের জন্য কিছু লাইফ ম্যানেজমেন্ট টিপস-

* প্রবাসের মোট আয়ের ৫০% সঞ্চয় করবেন । যদি ভাবেন যে এই আয়েই তো চলে না, তাহলে লাইফস্টাইল ডাউনগ্রেড করে ৬০-৭০ % - এ নামাবেন, তারপরও কিন্তু সঞ্চয় করবেন।

* প্রবাসে অবিশ্বাস্য রকম ভালো ব্যবসার অফার বা সুযোগ যা হুজুগ হয়ে আসে, এড়িয়ে চলবেন। এসবে টুকটাক টাই করা ঠিক আছে, কিন্তু হাটুগেড়ে পুরো সঞ্চয় নিয়ে নেমে পড়লেন তো মরলেন!

* প্রবাসে যে ব্যবসা বুঝেন না, অথবা নিজে পরিচালনা করবেন না, সেরকম ব্যবসায় পার্টনার হবেন না। অমুক ভাইয়ে ব্যবসা করে আপনাকে মাস শেষে মুনাফা দিবে- এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারনা।

* প্রবাসীরা ফেরত পাওয়ার আশায় কোনদিন ঋণ দিবেন না, বাধ্য না হলে নিবেনও না।

* প্রবাস জীবনে মাঝে মাঝেই ধরা খাবেন। সবকিছু যেমন ভাবছেন তেমন যাবে না। পেরেশান হইয়েন না, এটা পার্ট অব লাইফ।

* প্রবাসীরা আপনার পেশার সাথে জড়িত বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে থাকবেন। এটি ভাত খাওয়া বাথরুম করার মতোই অভ্যাসের বিষয় করে ফেলুন। নতুন দক্ষতা তৈরি করতে না পারলে আপনার প্রবাস জীবনের প্রাইম টাইম ৫ বছরের বেশি হবে না, তারপরই ধ্বস নামতে শুরু করবে।

* প্রবাসীরা নূন্যতম ২ বছরের খরচের সমপরিমান ক্যাশ সবসময় সঞ্চয় রাখবেন। এই টাকা কাউকে কখনোই ধার দিবেন না বা বৃহত্তর পরিবারের অন্য কারো জন্য খরচ করবেন না।
প্রবাসে আপনার চাকুরি কালকে চলে যেতে পারে,দুর্ঘটনা এক্সিডেন্ট হতে পারে অথবা পরশু রাতে হার্ট এটাক হয়ে গেলে রিঙ পরানো লাগতে পারে হার্টে। তখন ক্যাশ ছাড়া উপায় নেই।

* প্রবাসীরা স্থাবর সম্পত্তি কখনোই এমন দূরত্বে কিনবেন না যেখানে আপনি নিয়মিত যেতে পারেন না। আপনি বিদেশ থাকেন আপনার বাড়ি নোয়াখালী, ঢাকায় জমি কিনে ফেলে রাখবেন ভবিষ্যতে লাভের আশায়, নিজেকে প্রশ্ন করুন, কোনো ঝুট ঝামেলা হলে সেটা সামাল দেয়ার ক্ষমতা আপনার আছে কী না। অধিকাংশ প্রবাসীরই সেই ক্ষমতা নেই।

লিখেছেন ঃ জলিল আহমেদ
সোশ্যাল অ্যাক্টিভিস্ট মালয়েশিয়া প্রবাসী।

একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে  অপেক্ষা করার জন্য  বসল। ওয়েটিং রুমে ঢুকে ত...
24/09/2022

একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল।

ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......

আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?

এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!

অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।

১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।

আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।

অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।

যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।

আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো!

আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন।

২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল...
17/08/2022

২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।

গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়, বরং ১ম আকাশের মহাশুন্য।

তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

বিশ্ব নবী (সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের উপর আছে আল্লাহর কুরছি/আল্লাহর সিংহাসন।

আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হাড়িয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বুঝার তাওফিক নসিব করো। আমাদেরকে সেই পথেই পরিচালিত করো, যে পথে চললে তুমি আমাদের উপর রাজী খুশী হয়ে যাবে৷
আমিন৷

(সংগৃহীত)

শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন,যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাসের ১ তারিখ থেকে আ...
10/08/2022

শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমানের ওয়েব চেক-ইন,
যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাসের ১ তারিখ থেকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারবেন এবং ডিজিটাল বোর্ডিং পাশ বা কার্ড বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।
বুধবার, ৩ আগষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, শুক্রবার ০১ জুন অভ্যন্তরীণ রুটে ওয়েব চেক-ইন সেবা চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ২৪ ঘন্টা থেকে ফ্লাইট ছাড়ার ৪ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার ৩ ঘন্টা পূর্ব পর্যন্ত ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ বা কার্ড বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছ...
10/08/2022

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~

- প্রবাসিরা ২টাকা বেশির লোভে হুন্ডিতে টাকা পাঠায় না। !! যখন মনে পড়ে !! - ৮থেকে১০হাজার টাকার পাসপোর্ট ১১-১৪হাজার টাকা দিয়...
01/08/2022

- প্রবাসিরা ২টাকা বেশির লোভে হুন্ডিতে টাকা পাঠায় না। !! যখন মনে পড়ে !!

- ৮থেকে১০হাজার টাকার পাসপোর্ট ১১-১৪হাজার টাকা দিয়ে করতে হয়েছিল❗

- পাসপোর্ট এর ভুল সংশোধন করতে ৫০হাজার টাকার বান্ডিল দিতে হয়েছিল❗

- ১-২লক্ষ টাকার ভিসা নিতে ৪-৫লক্ষ টাকা দিতে হয়েছিল❗

- সাড়ে ৮হাজার টাকার মেডিক্যাল ১৭থেকে২০ হাজার টাকা দিয়ে করতে হয়েছিল❗

- দেশ থেকে চওড়া মূল্যে বিমানের টিকিট ক্রয় করতে হয়েছিল❗

- বিমান বন্দরে হয়রানী যে কত হয়রানি মোকাবিলা করতে হয়েছিল❗

- বিমান থেকে নেমে ২থেকে৩ ঘন্টা পরও মালামাল সামগ্রী ঠিক মত
না পাওয়া এবং মূল্যবান জিনিষ উদাও হয়ে যাওয়া❗

- এরপর বিদেশে যাওয়ার পরে কাজ ঠিক মত না পাওয়া এবং
দেশিয় এম্বাসি থেকে কোন প্রকার হেল্প না পাওয়া❗

- এতো হাজারো সমস্যা, হয়রানি মোকাবিলা করার পরেও কি দেশের
কথা ভাবতে ইচ্ছে করে, করবেইবা কেন? ❓

প্রধানমন্ত্রী যতটা সুন্দর করে প্রবাসিদের নিয়ে টেলিভিশনে বক্তব্য প্রধান করেন
ততটা সুন্দর করে যদি নিজের দায়িত্বপালন করতেন তাহলে কোন প্রবাসি
হুন্ডিতে টাকা পাঠানোর চিন্তাও মাথায় আনতো না

- মেহমানদের হাতের গিফট পেতে হলে দারোয়ান কে বলা উচিৎ নিজেদের।
পোষা কুকুরগুলোর গলায় শিকল পরাতে বা আটকে রাখার ব্যবস্থা করতে।
- Collected

27/07/2022
বহুদিন  আগে  আমার বাবা  তার  খালি  জমিতে  একটা  গরিব  পরিবারকে  থাকতে দিয়েছিলেন।  বেশ কয়েক বছর  পর বাবা  বাড়ি  করার জন্য...
14/07/2022

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।।

[সংগৃহীত]

31/05/2022

Deira Dubai.UAE

13/04/2022

মন ছুয়ে যাবার মতো অসাধারণ একটি শিক্ষা মূলক ভিডিও।

নতুন নিয়ম চালু হচ্ছে। আমিরাত থেকে বাংলাদেশে যাওয়ার ৩দিন আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এ...
13/04/2022

নতুন নিয়ম চালু হচ্ছে। আমিরাত থেকে বাংলাদেশে যাওয়ার ৩দিন আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম
বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।
✅যাত্রীদের দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ** http://healthdeclaration.dghs.gov.bd/
এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।
✅বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

09/04/2022

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আমিন।

সংগৃহীত

18/03/2022
14/03/2022
ক্লাসের এক ছাত্র দু্ষ্টুমি করে কাগজে "I’m stupid" লিখে একজন ছাত্রের পেছন লাগিয়ে দিয়ে অন্যান্যকে নিষেধ করলো-আর কাউকে না ব...
05/03/2022

ক্লাসের এক ছাত্র দু্ষ্টুমি করে কাগজে "I’m stupid" লিখে একজন ছাত্রের পেছন লাগিয়ে দিয়ে অন্যান্যকে নিষেধ করলো-আর কাউকে না বলতে। সবাই ছেলেটিকে নিয়ে হাসাহাসি করছে। কিছুক্ষণের মাঝে অংক স্যার ক্লাসে এসে নির্দেশ দিলেন- জটিল একটা অংকের সমাধান করতে। একটা ছেলে হাত ওঠালো। স্যার বললেন- বোর্ডে এসো।
ছেলেটি যখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে। তখন হাসাহাসি আরো বাড়ে। কিন্তু সে বুঝতে পারছেনা। এতো হাসির কারণ কি। সে বোর্ডে গিয়ে অংকটির সমাধান করলো। স্যার এবার তার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তোলে নিয়ে বললেন- তুমি হয়তো জানোনা- তোমার কোনো বন্ধু তোমার শার্টের পেছনে স্টুপিড লিখে দিয়েছে। আর, এ জন্যই তোমাকে নিয়ে সবাই এতো হাসিতামাশা করছে। যাও, তুমি আসনে গিয়ে বসো। আমি তোমাদের কাউকে শাস্তি দিবোনা। বরং তোমাদের সাথে দুটি জিনিস শেয়ার করবো।
এক) বইয়ের কভার দেখে যেমন বই বুঝা যায়না। ঠিক তেমনি লেভেল দেখেই আসল জিনিস চেনা যায়না। জীবনের নানা ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেভেল সেঁটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে -সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে-হীনমন্যতায় ভুগতে- তবে তুমি সবার সামনে বোর্ডে এসে অংকের সমাধান করতে পারতে না। তাই, মানুষের দেয়া এইসব লেভেল সব সময় প্রত্যাখ্যান করেই চলতে হয়। মনে রেখো- মধুর শিশিতে বিষের লেভেল লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু মধুর গুনাবলীর তাতে কোনো পরিবর্তন হয়না। ওরা তোমাকে নিয়ে হাসি তামাশা করছে। আমি তোমাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি।
দুই) জীবনে অনেক রয়েল ফ্রেন্ড পাবে, কিন্তু লয়েল ফ্রেন্ড খুবই বিরল। তোমার যদি লয়েল ফ্রেন্ড থাকতো তবে তোমাকে এসে বলতো। অথবা না বলেই- তোমার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তোলে নিতো। তাই, জীবনে তোমার কতজন রয়েল বন্ধু থাকবে সেটা ম্যাটার না। বরং, তোমার কয়জন লয়েল বন্ধু থাকবে সেটাই সবচেয়ে বড় ম্যাটার।

বিমান বাংলাদেশের  সার্ভিস এতো ভালো, ভাবাই যায়না।বাংলাদেশ বিমানের ফ্লাইটে ---এক মহিলা নিজের পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বস...
23/02/2022

বিমান বাংলাদেশের সার্ভিস এতো ভালো, ভাবাই যায়না।
বাংলাদেশ বিমানের ফ্লাইটে ---
এক মহিলা নিজের পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, "তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসবো”।
কিন্তু বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে - ওর মা-এর কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল।
এদিকে প্রথমবার প্লেনে চড়েছেন রাম বাবু;
তিনি টয়লেটে ঢুকলেন।
পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, "হয়ে গেছে নাকি?
তাহলে দরজা খোলো, আমি তোমাকে ধুইয়ে দিয়ে প্যান্ট পড়িয়ে দেব।
টয়লেটের ভিতর থেকে বিস্মিত রামবাবু ভাবছেনঃ
“উফ..., একেই বলে সার্ভিস;
কে বলে বাংলাদেশ বিমানের সার্ভিস খারাপ ?
😁😁😁😁😁
একটি সংগৃহীত কৌতুক।
"এমারত রঙ্গ"

প্রবাসীদের একটা কষ্ট লাগব হল✈
22/02/2022

প্রবাসীদের একটা কষ্ট লাগব হল✈

20/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' আমি কি ভুলিতে পারি।
আগামী কাল দুবাই কনস্যুলেট বন্ধ থাকবে।

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
31/01/2022

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

27/01/2022
বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে,  তাদের এমন ...
26/01/2022

বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে, তাদের এমন ডকুমেন্ট ভালো করে সংরক্ষণ করতে আর কারও আনন্দ লাগে না।
অনেক সময় অনেক প্রবাসীর দেশে থাকা আত্মীয় স্বজন বাংলা প্রবাস কিংবা বাংলা এভিয়েশনের সাথে যোগাযোগ করেন,তার প্রবাসী স্বজনের খোঁজ পাচ্ছেন না। কয়েকদিন ধরে ফোন বন্ধ।
তখন সেই প্রবাসীর পাসপোর্ট নাম্বার, বিদেশের ঠিকানা জানতে চাইলে বেশির ভাগ স্বজন বিস্তারিত বলতে পারেন না। ফলে প্রবাসীর অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে।
প্রিয় প্রবাসী, আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনী কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন। একই সাথে আপনি প্রবাসে যেই এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করেন সেখানের ঠিকানাও দিন। প্রবাসে আপনার কাছের ২/১ জন বাংলাদেশির ফোন নাম্বারও দিন।
আপনি প্রবাসে যে কোন দূর্ঘটনায় পড়লে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ করতে সহজ হবে।

এ লেখাটি কারও জন্য নয়, শুধু নিজের উপলদ্ধির জন্য এখানে দিলাম ।বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে ক...
21/01/2022

এ লেখাটি কারও জন্য নয়, শুধু নিজের উপলদ্ধির জন্য এখানে দিলাম ।

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

ভিক্ষার দরকার নাই আগে কুত্তা সামলান! আপনারা প্রনোধনা বাড়ালেন 2.5% মানে একলাখ টাকা পাঠাইলে ২৫০০টাকা পাবেন। একজন প্রবাসী এ...
07/01/2022

ভিক্ষার দরকার নাই আগে কুত্তা সামলান!
আপনারা প্রনোধনা বাড়ালেন 2.5% মানে একলাখ টাকা পাঠাইলে ২৫০০টাকা পাবেন। একজন প্রবাসী এভারেজ মাসে ৩০ হাজার করে ১২মাসে পাঠালে হয় ৩লাখ ৬০হাজার ২বছরে ৭লাখ 20হাজার। তার মানে দাড়ালো 2বছরে প্রনোধনা পাবে ১৭/১৮ হাজার। আর ৪০ হাজার টাকার টিকেট এক লাখ টাকা বিক্রি করলে আপনারা পাবেন ৬০হাজার। মানে কৈ এর তৈল দিয়ে কৈই ভাজা??? একদিকে ১৭/১৮হাজার দিবেন, বিমানের টিকেট গলায় রশি লাগাইয়া ৬০হাজার নিবেন, সুন্দর মাস্টার প্লেন। এই সব মাস্টার প্লেন বাদ দেন। বিমানবন্দর, বাংলাদেশ এয়ারলাইন্স, পাসপোর্ট অফিস, বিএমইটি, মেডিকেল সেন্টার গুলো সব সেনাবাহিনী কে দিয়ে দেন। প্রনোধনার দরকার নাই আমরা চাই সেবা।
বিঃদ্রঃ-(বয়কট করুন বাংলাদেশ বিমান)
কপি পোস্ট

আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক🤲🤲,আমিন..
06/01/2022

আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক🤲🤲,আমিন..

27/12/2021

জন্ম নিবন্ধন সংশোধন:
যারা U.A.E তে জম্ম নিবন্ধন বানিয়ে সংশোধনের জন্য সমস্যাই আ‌ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
0528246637

Address

Https://goo. Gl/maps/XKYvMtKFbALbypN 78
Dubai
4436DUBAI

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:30
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+971528246637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh help society in UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh help society in UAE:

Videos

Share

Category


Other Travel Agencies in Dubai

Show All