22/12/2022
যাদের পাসপোর্ট সংশোধন করতে হবে তাদের জন্য নতুন নির্দেশনা
দেশে ও বিদেশে পাসপোর্ট নবায়ন ও সংশোধনের আবেদন বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। কার পাসপোর্ট সংশোধন করতে হলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু হবে।
অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে।
সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা পাসপোর্ট অফিস, পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাসপোর্ট সংশোধনের নিয়ে এর আগে জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।