16/07/2022
পরামর্শমূলক পোস্ট:
বিশ্বের সবচেয়ে #উদীয়মান বিজনেস হাব #দুবাইতে যে সকল সেক্টরে স্বল্প বিনিয়োগে খুব সহজেই লাভবান হওয়া যায়?
দুবাই কে বলা হয় #এমার্জিং বিজনেস পাওয়ার। কারণ একটা সময় লন্ডন, নিউইয়র্ক, হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর ছিল বিশ্বের অন্যতম বড় বিজনেস হাব।
সময়ের আবর্তে সবকিছুর পরিবর্তন হয়। উক্ত হাবগুলো বিভিন্ন কারণে তাদের গ্ল্যামার হারিয়ে ফেলে সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পেরে।
আর এ সুযোগটি কাজে লাগায় #দুবাই।
আপনারা জানেন, দুবাই ভৌগোলিকভাবে পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত যেখান থেকে খুব সহজেই সারা বিশ্বব্যাপী বিজনেস পরিচালনা করা খুব সহজ।
শত প্রতিকূলতার মাঝেও দুবাইয়ের শাসক বিশ্বের অন্যতম বড় #এক্সপো Expo 2020 Dubai অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করে দুবাইকে সারা বিশ্বব্যাপী পরিচিত করে দেন। ২০১৫ সালে যে স্থানটি ছিল নিতান্তই মরুভূমি ২০২৫ সালের মধ্যে উক্ত Expo 2020 Dubai -র ভেন্যু টি হবে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস হাব!
নতুন শহরটি ব্যবসা এবং উদ্ভাবনের জন্য একটি আদর্শ স্মার্ট এবং ভবিষ্যত গন্তব্য, স্থায়িত্ব, উদ্ভাবন, শিক্ষা এবং বিনোদন দ্বারা চালিত হবে!
ইতোমধ্যে দুবাইতে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় Fruits & ভেজিটেবল, ফিস, গোল্ড, চায়না মার্কেট (ড্রাগন মাট, Yiwu মার্কেট) পারফিউম, কসমেটিক্স, ফুড, মসলা ও অন্যান্য।
সারা বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় দুবাইতে প্রতিষ্ঠিত হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ফুড পার্ক।
সারা বিশ্বে যত স্থাপনা আছে তার মধ্যে ওয়ার্ল্ড লার্জেস্ট ২০ টিই সংযুক্ত আরব আমিরাতে।
এবার আসুন জেনে নেই দুবাইতে খুব সহজেই এবং স্বল্প ইনভেস্টে কোন বিজনেসটি করলে আমরা লাভবান হতে পারব?
১. #আইটি ও #মার্কেটিং: দুবাইতে সরকারি এবং বেসরকারি সার্ভিস গুলো ১০০% আই টি নির্ভর। এখানে ছোট্ট একটি আইটি ফার্ম গড়ে তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারলে অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
২. #ব্লক চেইন: ব্লকচেইন হল একটি শেয়ার্ড, অপরিবর্তনীয় লেজার যা একটি ব্যবসায়িক নেটওয়ার্কে লেনদেন রেকর্ড করা এবং সম্পদ ট্র্যাক করার প্রক্রিয়াকে সহজতর করে।
৩. #ক্রিপ্টোকারেন্সি: ক্রিপ্টোকারেন্সি হল একটি এনক্রিপ্ট করা ডেটা স্ট্রিং যা মুদ্রার একটি ইউনিটকে বোঝায়। এটি ব্লকচেইন নামে একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক দ্বারা পর্যবেক্ষণ ও সংগঠিত হয়, যা লেনদেনের একটি নিরাপদ খাতা হিসাবেও কাজ করে, যেমন, কেনা, বিক্রয় এবং স্থানান্তর।
৪. #ট্যুরিজম ও হসপিটালিটি: যেহেতু সারা বিশ্বের পর্যটকরা দুবাইতে আসেন সুতরাং তাদেরকে প্রফেশনাল ওয়েতে এই সার্ভিসটি দিতে পারলে খুব সহজেই লাভবান হওয়া যায়।
৫. #ইভেন্ট ম্যানেজমেন্ট: বিশ্বের নামিদামি ব্যবসায়ী, উদ্যোক্তা ও নানা পেশার মানুষগুলো দুবাইতে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন সুতরাং এ পেশাতে ও লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৬. Freight- Forwarding, লজিস্টিক ও CnF: সারাবিশ্বের মালামাল, স্যাম্পল ও ডকুমেন্টস #দুবাই হয়ে বিভিন্ন দেশে যায়।
তাই এই বিজনেসে অপরচুনিটি অনেক বেশি।
৭. #বিজনেস কনসালটেন্সি ফার্ম: দুবাইতে সবাই এডভাইজার, কনসালটেন্ট, এজেন্ট কিংবা ব্রোকারের উপর নির্ভরশীল। এখানে প্রপার্টি বাই-সেল ও রেন্ট, ব্যাংক লোন, বিজনেস সেটআপ, মাইগ্রেশন ও অন্যান্য পরিষেবা পেতে সবাই কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন সুতরাং এটাও একটি লাভজনক বিজনেস।
৮. #ট্রেনিং ও ডেভলপমেন্ট সেন্টার: যেহেতু কর্মক্ষেত্রে নিয়োগকর্তা দক্ষ ম্যানপাওয়ার কে অগ্রাধিকার দিয়ে থাকেন সুতরাং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কর্মীদের আইটি, মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও বিভিন্ন ভাষায় দক্ষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যোগান দিতে পারলে অনেক লাভবান হওয়া যায়।
৯. নার্স, আয়া, হাউসকিপিং, শিশু ও বয়স্কদের সেবা প্রদান: দুবাইতে যেহেতু সবাই ফাইন্যান্সিয়ালি #সলভেন্ট সুতরাং তাদেরকে উক্ত সেবাগুলো দক্ষতার সাথে প্রোভাইড করতে পারলে ডেফিনেটলি লাভবান হওয়া যায়।
১০. #বডি ম্যাসাজ, #স্পা ও #সিসা সেন্টার: যেহেতু দুবাই অত্যন্ত নিরাপদ স্থান সুতরাং পৃথিবীর সকল দেশের নারী-পুরুষ আসেন দুবাইতে একটুও #এন্টারটেইন করতে । তাই এই বিজনেসটি অবশ্যই একটি লাভজনক বিজনেস।
এছাড়াও এখানে এক্সপোর্ট-ইমপোর্ট ও ট্রেডিং, ই-কমার্স ও এফ-কমার্স বিজনেস, মডেলিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্বাস্থ্য খাত, কার ও এক্সেসরিজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস, বিউটি সেলুন, লন্ড্রি, ক্লিনিং সার্ভিস, রেস্টুরেন্ট ব্যবসা, হোমমেড খাবার সাপ্লাই, এগ্রো ফার্ম বিজনেস গুলো ভালোভাবে করতে পারলে বেনিফিসিয়ারি হওয়া যায়।
#সাধারণত দুবাইতে আইন কানুন খুব Strick সুতরাং এখানে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে বিজনেস লাইসেন্স, অফিস ও ব্যাংক একাউন্ট করতে হবে।
বিজনেস সেটআপ Cost নির্ধারিত হয় এক্টিভিটিস এর উপর। ছোট আকারে বিজনেস সেটআপ করতে #সর্বসাকুল্যে অর্থাৎ এক বছরের জন্য অফিস ভাড়া সহ ৫০,০০০ দেরহাম ইনভেস্ট করতে হয়। আবার আপনি যদি একটি লাইসেন্সের অধীনে সব ধরনের বৈধ বিজনেস করতে চান তাহলে জেনারেল ট্রেডিং LLC লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে এক লক্ষ দেরহাম ইনভেস্ট করতে হবে।
সাধারণত, ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ কোম্পানির লাইসেন্স, এমিরেটস আইডি ও ব্যাংক একাউন্ট করতে সময় লাগে #সাত কর্ম দিবস।
তবে #শর্ত হচ্ছে, আপনি যদি #দুবাইতে বিজনেস সেট আপ করতে চান তাহলে অনলাইনে প্রাপ্ত কনসালট্যান্ট, আপনার বন্ধু, আত্মীয় কিংবা তথাকথিত কোন টাইপিং সেন্টারের সহায়তা না নিয়ে, নিজের কাজ নিজে করবেন সে ক্ষেত্রে আপনার সময় ও টাকা দুটোই সেভ হবে।
যেহেতু, ওয়ারেন বাফেট বলেছেন "কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না ”.
তাই,
— সাকন বার্কলে এর মতে, জীবনে কখনও কখনও, আপনাকে একটি স্বার্থপর সিদ্ধান্ত নিতে হবে...
এবং তাই করুন আপনার জন্য যা ভাল হবে।
Best Regards,
Md Mostafizur Rahman Chowdhury
CEO & Director
AL SAFA GLOBAL SOCIAL MEDIA MARKETING
AL SAFA GLOBAL TRAVEL'S & DOCUMENT CLEARING SERVICES
SONARTORI TRADE COMMERCIAL BROKER'S
Al Rasheed Street, Al Muteena, Deira, Dubai, United Arab Emirates.
MOBILE @ What's App # +971522906059
Courtesy: Md. Abdul Momen