AYSHA TravelTourism & Ecommerce

AYSHA TravelTourism & Ecommerce Customer Satisfactions is our main Vision
(1)

➤ সার্বিয়া,মলদোভা, এবং কসোভো ওয়ার্কপারমিট করতে পারবেন✴️◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑⏩ ডাইরেক্ট ক্লাইন্ট বা এজেন্সি...
15/12/2024

➤ সার্বিয়া,মলদোভা, এবং কসোভো ওয়ার্কপারমিট করতে পারবেন✴️
◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑◑

⏩ ডাইরেক্ট ক্লাইন্ট বা এজেন্সি ও এজেন্টগণ দ্রুত সময়ে ভিসা সেবা নিন এবং আপনার সম্নানিত যাত্রীদের সবচাইতে ভালো সার্ভিস দিন।

✅ B2B এজেন্টদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে✅
____________________________________________

👉বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন বা অফিস ভিজিট করুন:▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
WhatsApp:050 701 4442
Aysha Travel and Tourism
মিরপুর ১০,শাহ আলী প্লাজা ১২তালা অফিস ১২১১

আলহামদুলিল্লাহ গোপালগঞ্জে থেকে একজন ভাই কসোভোর 🇽🇰 জন্য পাইল জমা করেছেন। আপনার চাইলে কসোভো 🇽🇰 সাবিয়া 🇷🇸 বা মলডোবার 🇲🇩 ওয়...
14/12/2024

আলহামদুলিল্লাহ গোপালগঞ্জে থেকে একজন ভাই কসোভোর 🇽🇰 জন্য পাইল জমা করেছেন। আপনার চাইলে কসোভো 🇽🇰 সাবিয়া 🇷🇸 বা মলডোবার 🇲🇩 ওয়ার্কপারমিট জন্য ফাইল জমা করতে পারেন বাংলাদেশ থেকে।
আমাদের বাংলাদেশের অফিস ঠিকানা: শাহ আলী প্লাজা, ১২ তলা অফিস ১২১১।
Whatsapp: +8801314653106

জেদ্দা টাওয়ার 🗼 বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হবে, যা 2028 সালে শেষ হবে। বিশ্বের কয়েকটি ...
14/12/2024

জেদ্দা টাওয়ার 🗼 বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হবে, যা 2028 সালে শেষ হবে। বিশ্বের কয়েকটি উঁচু টাওয়ার উচ্চতার ক্রম অনুসারে তালিকাভুক্ত করা হয়েছে।

1. জেদ্দা টাওয়ার (নির্মাণাধীন)
2. বুর্জ খলিফা - দুবাই
3. Merdeka 118 - কুয়ালালামপুর
4 সাংহাই টাওয়ার - সাংহাই
5. মক্কা রয়্যাল ক্লক টাওয়ার - মক্কা
6. পিং ফিনান্স সেন্টারে যান - শেনজেন
7. লোটা ওয়ার্ল্ড টাওয়ার - সিউল

10/12/2024

আপনার ইউরোপের সপ্ন পুরন আমাদের মুল লক্ষ্য|

বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি: পর্তুগাল থেকে মালয়েশিয়া পর্যন্ত অবিস্মরণীয় অভিজ্ঞতাযাত্রার দৈর্ঘ্য: ২১ দিনমোট দূরত্ব: প...
08/12/2024

বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি: পর্তুগাল থেকে মালয়েশিয়া পর্যন্ত অবিস্মরণীয় অভিজ্ঞতা

যাত্রার দৈর্ঘ্য: ২১ দিনমোট দূরত্ব: প্রায় ১৮,৭৫৫ কিলোমিটারঅতিক্রান্ত দেশ: ১৩টি

এক অসাধারণ ট্রেন যাত্রা যা শুরু হয় ইউরোপের পশ্চিম প্রান্তে পর্তুগালের লিসবন শহর থেকে এবং শেষ হয় এশিয়ার দক্ষিণ-পূর্ব কোণে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। যাত্রাপথে আপনি দুই মহাদেশ এবং ১৩টি দেশের ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করবেন। যদিও এটি একটানা ট্রেন জার্নি নয়, বিভিন্ন দেশে ট্রেন পরিবর্তন ও ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি সম্পন্ন হয়।

যাত্রাপথের প্রধান দেশ ও আকর্ষণ

💧 পর্তুগাল: লিসবন থেকে যাত্রা শুরু।

আকর্ষণ: ট্যাগাস নদী, বিখ্যাত বেলেম টাওয়ার।

💧 স্পেন: মাদ্রিদ ও বার্সেলোনা।

আকর্ষণ: গথিক স্থাপত্য, পাইরিনিস পর্বতমালা।

💧 ফ্রান্স: প্যারিস থেকে পূর্ব ফ্রান্স।

আকর্ষণ: আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম।

💧 জার্মানি: বার্লিন, হামবুর্গ, ড্রেসডেন।

আকর্ষণ: ঐতিহাসিক স্থান, ব্ল্যাক ফরেস্ট।

💧 রাশিয়া: ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে।

আকর্ষণ: মস্কো, লেক বাইকাল।

💧 চীন: বেইজিং, সাংহাই।

আকর্ষণ: চীনের প্রাচীর, ইয়াংজে নদী।

💧 মালয়েশিয়া: যাত্রার সমাপ্তি কুয়ালালামপুরে।

আকর্ষণ: পেট্রোনাস টাওয়ার।

যাত্রার বৈচিত্র্য

💧 প্রাকৃতিক সৌন্দর্য: রোলিং পাহাড়, মরুভূমি, তৃণভূমি।

ঐতিহাসিক দর্শনীয় স্থান: লুভর মিউজিয়াম, চীনের প্রাচীর।

💧 সংস্কৃতির মেলবন্ধন: বিভিন্ন দেশের স্থানীয় খাবার ও ঐতিহ্য।

যাত্রার প্রস্তুতি

💧 ইমিগ্রেশন: প্রতিটি দেশের সীমান্তে কাস্টমস এবং ইমিগ্রেশন প্রক্রিয়া।

💧 ভিসা: ১৩টি দেশের জন্য ভিসা প্রয়োজন।

💧 খরচ: প্রায় $১০,০০০ – $১৫,০০০।

এই ২১ দিনের ট্রেন ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, এটি এক জীবনের অভিজ্ঞতা। বিভিন্ন দেশের সংস্কৃতি, প্রকৃতি ও ইতিহাসের মিশেলে এটি এক অনন্য অভিযাত্রা।

“একটি ট্রেন জার্নি আপনাকে শুধু গন্তব্যে পৌঁছে দেয় না; এটি শেখায় পৃথিবীর বিশালতা ও বৈচিত্র্য।”

আসসালামু আলাইকুম। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমার বাংলাদেশের ব্যাঞ্চ AYSHA TravelTourism & Ecommerce এর উদ্বোধন সম্...
04/12/2024

আসসালামু আলাইকুম।
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমার বাংলাদেশের ব্যাঞ্চ AYSHA TravelTourism & Ecommerce এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। দেশে আসার যে মূল উদ্দেশ্য ছিল তা আল্লাহ তায়ালা সম্পন্ন করেছেন।
আর সবাইকে ধন্যবাদ জানাই আজ পর্যন্ত আমাদের সেবা নিয়ে গেছেন দুবাই বা অন্যান্য দেশ থেকে। এখন আপনারা চাইলে আমাদের বাংলাদেশের ব্যাঞ্চ থেকে আমাদের সেবা গুলো নিতে পারবেন। ইউরোপ বা আমেরিকার, ওয়ার্কপারমিট,বা ভিজিট ভিসার। ধন্যবাদ

আসসালামু আলাইকুম,সম্মানিত আমাদের গ্রাহকদের জন্য জানাচ্ছি যে হাঠাৎ  আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন এর...
30/11/2024

আসসালামু আলাইকুম,
সম্মানিত আমাদের গ্রাহকদের জন্য জানাচ্ছি যে হাঠাৎ আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন এর কারন দেখিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বন্দ করে দেওয়া হয়েছে। তার জন্য হইত সাময়িক সকয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধ থাকিবে।আপনারা আমাদের অন্য একটি নম্বারে যোগাযোগ করতে পারেন।
+971545281862।
ধন্যবাদ

নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া,রোমানিয়া,বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া আরো সহজতর হতে যাচ্ছে ইন শাহ আল্লাহ...
29/11/2024

নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া,রোমানিয়া,বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া আরো সহজতর হতে যাচ্ছে ইন শাহ আল্লাহ।কারণ বাংলাদেশ থেকেই ভিসা প্রক্রিয়া চালু হবে খুব শীঘ্রই।

AYSHA TravelTourism & Ecommerce

Dubai office: Shaeel Tower 1 Al nahda 1 Dubai
Bangladesh office : Shah Ali Plaza 12 floor office 1211
WhatsApp: 050 701 4442

আসসালামু আলাইকুম।আপরানা যারা চায়না ভিয়া করাতে চান দুবাই থেকে।এখন চাইলে স্টিকার ভিসা করাতে পারেব আমাদের মাধ্যমে। Whatsapp...
28/11/2024

আসসালামু আলাইকুম।
আপরানা যারা চায়না ভিয়া করাতে চান দুবাই থেকে।এখন চাইলে স্টিকার ভিসা করাতে পারেব আমাদের মাধ্যমে।
Whatsapp: 00971507014442

ডকুমেন্টসঃ 👇
▶️ অরিজিনাল পাসপোর্ট ১ বছর মেয়াদ লাগবে।
▶️ ভিসা এবং আইডি কপি ৬ মাস মেয়াদ লাগবে।
▶️ NOC লেটার/ পার্টনার হলে লাইসেন্স কপি
▶️ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
▶️ পাসপোর্ট সাইজের ছবি হার্ড / সফট কপি।

🕑 সময় লাগবে ৫/৮ কার্যদিবস /👍

অফিস👉 দুবাই আল নাহদা ১ সাহিল টাওয়ার ১ অফিস ৩০১

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশ...
28/11/2024

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
গতকাল বুধবার দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে সাক্ষাৎ করে এ অনু‌রোধ জানান তিনি।
জিডিআরএফএ’র ডিরেক্টর জেনারেল তার দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনের সময়ে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডিরেক্টর জেনারেল এবং কনসাল জেনারেল দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
এ সময় দুবাই ও আমিরাতের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল বাংলাদেশিদের প্রশংসা করেন। বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশেনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান।

বিডি প্রতিদিন

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে...
28/11/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩
বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে। এবং অনার্স অথবা ডিগ্রীর সার্টিফিকেট থাকলে হাইপ্রফেশন ভিসা হচ্ছে। লো ক্যাটাগরির অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার সম্পুর্ন বন্ধ আছে।

আউট সাইডের ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামিলী ভিসা, পার্টনার ভিসা, আরবীর ঘরের ভিসা এবং পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এর সবগুলোই টোটালি বন্ধ রয়েছে।

ইনসাইড এবং আউট সাইডের ফ্রী জোনের ভিসা হচ্ছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে।
(ফ্রী জোন হচ্ছে আরব আমিরাতের আধাসরকারী এরিয়া)

ভিসা কখন চালু হবে এরকম কোনো আপডেট নাই। তবে সাধারণ ক্ষমা শেষ হলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কারো সাথে ভিসার জন্য লেনদেন করে ঝামেলায় জরাবেন না।

সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর শেষ হবে।

আলহামদুলিল্লাহ।অতি শিগগিরী আমাদের AYSHA TravelTourism & Ecommerce অফিসের ব্যাঞ্চ ঢাকাতে চালু হতে যাচ্ছে।আপনারা যারা বাংল...
15/11/2024

আলহামদুলিল্লাহ।অতি শিগগিরী আমাদের AYSHA TravelTourism & Ecommerce অফিসের ব্যাঞ্চ ঢাকাতে চালু হতে যাচ্ছে।
আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের সেবা নিতে চান ইউরোপ ভিজিট ভিসা, ওয়ার্কপারমিট ,আমেরিকার ভিজিট ভিসা, ইউকে ভিজিট ভিসা, কানাডা ভিজিট ভিসা বা অনান্য সেবা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।অফিসের ঠিকানা: মিরপুর ১০,শাহ আলী প্লাজা ১২তলা লিফটের ১১ অফিস:১২১১. ঢাকা,বাংলাদেশ

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। ন...
15/11/2024

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সৌভাগ্য কামনা করছি!



কমদামে বিমানের টিকিট কেনার ৭টি টিপস১. মঙ্গলবার এবং বুধবার বুক করুনমঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির...
15/11/2024

কমদামে বিমানের টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি।
বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং

সিস্টেম আপডেট করে।
কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান।
পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার কিংবা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে কমদামে টিকিটের জন্য।
উদাহরণস্বরূপ, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে।
সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম ঢাকা থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন।

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনসের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন।
কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনসের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন।
তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান, কখনও কখনও দাম বাড়তেও পারে!
তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন।
আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম যাচাই করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে যাচাই করতে অলস হবেন না।
শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না, আপনি অবাক হবেন, কারণ কখনো কখনে আপনি একই এয়ারলাইনসের টিকিট আরও সস্তায় পাবেন। এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আমি প্রায়ই ভ্রমণের জন্য ব্যবহার করি।

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

কানাডার ভিজিটর ভিসা নীতির নতুন পরিবর্তন (২০২৪): বিস্তারিত বিশ্লেষণ:=============================================২০২৪ সাল...
11/11/2024

কানাডার ভিজিটর ভিসা নীতির নতুন পরিবর্তন (২০২৪): বিস্তারিত বিশ্লেষণ:
=============================================

২০২৪ সালের নভেম্বরে কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস এবং সিটিজেনশিপ (IRCC) ভিজিটর ভিসা প্রদান নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগের তুলনায় এবার মাল্টিপল-এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। এর পরিবর্তে আবেদনকারীর প্রয়োজন এবং ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে, ভিসা প্রদান করা হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো আরও সুনির্দিষ্ট এবং কাস্টমাইজড নীতিমালা তৈরি করা, যা ভ্রমণকারীর উদ্দেশ্য এবং আর্থিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আসুন জেনে নিই, এই নতুন নীতির বিশদ বিবরণ।

মাল্টিপল-এন্ট্রি ভিসার মূল ধারণা:
কানাডার মাল্টিপল-এন্ট্রি ভিসা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য থাকে এবং এই ভিসা থাকলে একজন ভ্রমণকারী সেই সময়ে একাধিকবার কানাডায় প্রবেশ করতে পারেন। এটি সাধারণত ১০ বছর পর্যন্ত বৈধ থাকে, অথবা পাসপোর্ট বা বায়োমেট্রিক তথ্যের মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত কার্যকর থাকে। তবে, নতুন নীতির অধীনে ভিসা কর্মকর্তারা নির্ধারণ করবেন, আদৌ মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে কিনা।

মাল্টিপল-এন্ট্রি ভিসার পরিবর্তন:
আগের নিয়ম অনুযায়ী, যদি একজন ভ্রমণকারীর ভিসা অনুমোদিত হতো তবে তা স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল-এন্ট্রি হিসেবে অনুমোদিত হতো। এখন থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে হলে আবেদনকারীর প্রয়োজন, ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক সামর্থ্য যাচাই করা হবে।

ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভরশীলতা:
নতুন নীতিতে ভিসা প্রদান প্রক্রিয়ায় ভ্রমণের উদ্দেশ্য বড় ভূমিকা পালন করবে। ভিসা কর্মকর্তারা ভ্রমণের উদ্দেশ্য দেখে সিদ্ধান্ত নেবেন, একক-প্রবেশ (সিঙ্গেল এন্ট্রি) বা মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রয়োজন কিনা।

১. স্বল্পমেয়াদী বা এককালীন ইভেন্ট:
যদি ভ্রমণটি একটি নির্দিষ্ট ইভেন্টের জন্য হয়, যেমন কনফারেন্স, প্রশিক্ষণ, বা অন্য কোনও এককালীন কার্যক্রম, তবে একক-প্রবেশ ভিসা প্রদান করা হতে পারে। এটি মূলত স্বল্পমেয়াদী ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য, যারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কানাডা ত্যাগ করবেন।

২. নিয়মিত ভ্রমণ:
যারা নিয়মিত কানাডা ভ্রমণ করেন, যেমন পরিবারের সাথে দেখা করতে বা ব্যবসার কাজে যান, তারা মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য বিবেচিত হতে পারেন। তবে, এটি আর আগের মতো স্বয়ংক্রিয় নয়, এবং নিয়মিত ভ্রমণের প্রমাণ থাকতে হবে।

আর্থিক স্থিতিশীলতা এবং খরচ বহনের প্রমাণ:
নতুন নিয়ম অনুযায়ী, আর্থিক স্থিতিশীলতা ভিসা অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবেদনকারীর আর্থিক স্থিতি নিশ্চিত করার জন্য কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আর্থিক বিবেচনা:
আবেদনকারীর নিজস্ব অর্থায়নের প্রমাণ থাকতে হবে, যাতে বারংবার ভ্রমণের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দেয়া যায়। যদি পরিবারের কোনো সদস্য কানাডায় অবস্থান করে এবং ভ্রমণের খরচ বহন করতে ইচ্ছুক হন, তবে তাদের মধ্যে সম্পর্কের প্রমাণ এবং ওই ব্যক্তির আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে।
ব্যবসায়িক ভ্রমণকারীদের ক্ষেত্রে, নিয়োগকর্তার কাছ থেকে ভ্রমণের উদ্দেশ্য এবং অর্থায়নের প্রমাণ হিসেবে একটি চিঠি থাকা প্রয়োজন।

অতিরিক্ত বিবেচনা এবং প্রভাব:
কানাডায় ভ্রমণকারীদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বিষয় বিবেচনা করা হয়, যা ভিসা অনুমোদনে সাহায্য করে:

১. নিজ দেশে শক্তিশালী সম্পর্ক:
যদি আবেদনকারীর নিজ দেশে একটি স্থায়ী চাকরি বা পরিবার থাকে, তবে তা মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুমোদনে সহায়ক হতে পারে। এটি প্রমাণ করে যে আবেদনকারী কানাডায় অবস্থানের চেয়ে নিজ দেশেই থাকতে বেশি ইচ্ছুক।

২. পূর্বের ভ্রমণ ইতিহাস:
আগে ভ্রমণকারীরা ভিসা শর্তাবলী মেনে চলেছেন কিনা এবং কোনো ভিসা প্রত্যাখ্যানের ইতিহাস আছে কিনা তা যাচাই করা হবে।

ভিসার মেয়াদ নির্ধারণ:
যারা মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য যোগ্য, তাদের ক্ষেত্রে ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক স্থিতি অনুযায়ী।

১. স্বল্পমেয়াদী ভ্রমণ:
যদি ভ্রমণের উদ্দেশ্য স্বল্পমেয়াদী হয় বা নির্দিষ্ট কোনো ইভেন্টের সাথে সম্পর্কিত হয়, তবে ভিসা সীমিত মেয়াদের জন্যই প্রদান করা হবে।

২. স্থিতিশীলতা ও সম্পর্ক:
যদি কোনো কারণে আবেদনকারীর নিজ দেশে বা কানাডার সাথে সম্পর্কিত পরিস্থিতিতে পরিবর্তন আসে, তবে তার ভিসার মেয়াদ সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করা হতে পারে।

৩. দেশীয় পরিস্থিতি:
যদি আবেদনকারীর নিজ দেশে রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়, তবে তার জন্য ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে।

২০২৪ সালের এই পরিবর্তনগুলো কানাডার ভিসা নীতির আরও কঠোর এবং নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। আগের তুলনায় এখন আবেদনকারীর ভিসা অনুমোদনের জন্য আরও বেশি প্রমাণ এবং তথ্য প্রদান করতে হবে। নতুন নীতি অনুযায়ী, আবেদনকারীকে তার ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক স্থিতি এবং দেশের সাথে সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে নিয়মিতভাবে IRCC-এর নির্দেশিকা দেখে নিন এবং কোনো অভিজ্ঞ ইমিগ্রেশন পরামর্শকের সহায়তা নিন, যাতে আপনার ভ্রমণের জন্য সঠিক নথিপত্র প্রস্তুত থাকে।

প্রসঙ্গ : সার্বিয়ায় নাগরিকত্ব লাভের উপায়!সার্বিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের প্...
08/11/2024

প্রসঙ্গ : সার্বিয়ায় নাগরিকত্ব লাভের উপায়!

সার্বিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া বেশ দীর্ঘ এবং নির্দিষ্ট শর্তসমূহ পূরণের উপর নির্ভর করে। নিচে প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো:

# # # ১. **ওয়ার্ক ভিসা এবং রেসিডেন্স পারমিট**
- প্রথমে বাংলাদেশি নাগরিকদের সার্বিয়াতে কাজ করার জন্য **ওয়ার্ক ভিসা** এবং **টেম্পোরারি রেসিডেন্স পারমিট (অস্থায়ী বসবাসের অনুমতি)** নিতে হবে।
- ওয়ার্ক ভিসা পেতে হলে একটি সার্বিয়ান কোম্পানি আপনাকে নিয়োগ করতে হবে এবং সেই কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে।

# # # ২. **টেম্পোরারি রেসিডেন্স পারমিট নবায়ন**
- সার্বিয়াতে কাজ করার সময় প্রথমে টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাবেন, যা সাধারণত এক বছরের জন্য প্রদান করা হয়।
- এই পারমিটটি নবায়ন করতে হবে যতদিন পর্যন্ত আপনি সার্বিয়াতে বৈধভাবে অবস্থান করছেন এবং কাজ করছেন।

# # # ৩. **পারমানেন্ট রেসিডেন্স (স্থায়ী বসবাসের অনুমতি)**
- **টেম্পোরারি রেসিডেন্স পারমিট** নিয়ে সার্বিয়ায় **৩ বছর** (পূর্বে ৫ বছর) বসবাস করলে আপনি **পারমানেন্ট রেসিডেন্স** বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য হবেন।
- পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য আপনাকে কোনও ফৌজদারি অপরাধে জড়িত না থাকা, নিয়মিত কর প্রদান করা, এবং সার্বিয়ার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে।

# # # ৪. **নাগরিকত্ব (Citizenship) পাওয়ার উপায়**
পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার পর নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণের প্রয়োজন হবে:

1. **সার্বিয়াতে বসবাসের সময়কাল**: আপনি পারমানেন্ট রেসিডেন্স নিয়ে **৩ বছর** অথবা সার্বিয়াতে মোট **৮ বছর** বৈধভাবে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

2. **সার্বিয়ান ভাষা**: নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আপনাকে সার্বিয়ান ভাষায় মৌলিক দক্ষতা দেখাতে হবে।

3. **কোনো অপরাধে জড়িত না থাকা**: সার্বিয়ার আইন অনুযায়ী আপনি কোনও অপরাধে জড়িত থাকলে নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

4. **আয়ের উৎস দেখানো**: আপনার নিয়মিত আয়ের উৎস থাকতে হবে, এবং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি সার্বিয়াতে বসবাস ও কাজ করতে সক্ষম।

# # # ৫. **অতিরিক্ত শর্তাবলী**
সার্বিয়ায় নাগরিকত্ব লাভের সময় কিছু অতিরিক্ত শর্ত রয়েছে, যেমন:

- সার্বিয়ান সংস্কৃতি ও আইন সম্পর্কে জ্ঞান থাকা।
- সার্বিয়াতে আপনার ভালো সামাজিক ও অর্থনৈতিক অবস্থা থাকা।
- সার্বিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার সময় আপনার সব কাগজপত্র ঠিকঠাক থাকা।

# # # আনুমানিক খরচ
নাগরিকত্বের জন্য আবেদন ফি এবং অন্যান্য প্রশাসনিক খরচ সামান্য পরিবর্তিত হতে পারে, তবে সাধারণত ফি আনুমানিক ২০০-৫০০ ইউরো হতে পারে। তবে, সুনির্দিষ্ট খরচ সম্পর্কে জেনে নিতে স্থানীয় মাইগ্রেশন অফিস বা অভিবাসন আইনজীবীর সাথে পরামর্শ করা উত্তম।

# # # নাগরিকত্বের সুবিধা
সার্বিয়ার নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে আপনি ইউরোপীয় দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারবেন এবং সার্বিয়ার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

**উল্লেখ্য**: সার্বিয়ার নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া সময়সাপেক্ষ, এবং প্রতিটি ধাপে নির্দিষ্ট আইন ও শর্ত মেনে চলতে হবে।

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রান...
05/11/2024

পাসপোর্ট নিয়ে যাবতীয় কথা।
দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর অনেক জায়গায় বিশাল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের দুর্নীতি,অনিয়ম,হয়রানির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে পাসপোর্ট অফিস অন্যতম। একসময় দালা ছাড়া পাসপোর্ট ভাবাই যেতো না। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তন এসেছে।
এখন দালাল ছাড়াই নির্বিঘ্নে নিজে ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর পাসপোর্ট অফিসে দুর্নীতি ছাড়াই কাগজপত্র জমা দিয়ে আসতে পারবেন। যদিও বর্তমানে পাসপোর্টের সকল আঞ্চলিক অফিস এবং প্রধান কার্যালয় আগারগাঁও এ মানুষের ভিড় আগের চেয়ে বেশি। কারণ এখন মানুষ অতিরিক্ত টাকা ছাড়াই নির্ধারিত ফি এর মাধ্যমে পাসপোর্ট সহজে পাচ্ছে। এরপরও যারা দালাল দিয়ে পাসপোর্ট করবেন সেটা তাদের ব্যর্থতা।

** পাসপোর্ট আবেদনের পদ্ধতি:-
প্রথমেই (Bangladesh e‑Passport Online Portal) এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজের NID অনুসারে একটি একাউন্ট করে নিতে হবে। তারপর ৫ টি STEP অনুসরণ করে যেসব তথ্য চাইবে সেগুলো পূরণ করতে হবে। সাবমিটের পূর্বে অবশ্যই কোনো তথ্য ভুল হয়েছে কিনা সেটা বার বার চেক করে নেওয়া উচিত। কারণ সাবমিট করার পর কোনোভাবেই তা Edit করা যায় না।

** 10 বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৫৭৫০/- এবং ৫ বছর মেয়াদী 48 পৃষ্ঠার পাসপোর্টের ফি ৪০২৫/-।

সাবমিট করার সময় ফি জমা দেওয়ার অপশনে offline সিলেক্ট করা উত্তম। Offline হলে দুইভাবেই টাকা জমা দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং সিস্টেম উভয়ই।
এপ্লাই করার পর- ৩ পৃষ্ঠার এপ্লিকেশন কপি ও ১ পৃষ্ঠার সামারি কপি প্রিন্ট করে নিতে হবে।

** পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে যেসব কাগজপত্র/ Documents নিয়ে যেতে হবে-
১)এপ্লিকেশন প্রিন্ট কপি
২) সামারি কপি
৩/চালান ফরম (ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত টাকার স্লিপ)
৪/ নিজের NID/Birth Certificate কপি
৫) NID Verification copy
৬) মা ও বাবার NID কপি
৭) পেশা Student দেওয়া হলে আইডি এবং শিক্ষাজীবনের যেকোনো একটি সার্টিফিকেট, Business দেওয়া হলে ট্রেড লাইসেন্স,Private Service হলে ID card এর কপি, Unemployment দেওয়া হলে কোনো ডকুমেন্ট লাগবে না।
৮) নাগরিকত্ব সনদ/জাতীয়তা সনদ

** পুলিশ ভেরিফিকেশনে যেসব কাগজপত্র লাগবে-
১) NID/Birth Certificate copy
২)বিদ্যুৎ বিল(যেকোনো বিলের কপি)
৩/ জায়গার খতিয়ান
৪/ জাতীয়তা সনদ

নিয়মিত ডেলিভারিতে ২১-৩৫ দিনের মধ্যে পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন।
Note: পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দেওয়ার পর Status Check করে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারবেন আপনার পাসপোর্ট কোন পর্যায়ে আছে।

আলহামদুলিল্লাহ, সার্বিয়ার কিছু ওয়ার্কপারমিট হাতে পেলাম বাংলাদেশ থেকে। আপনারা যারা বাংলাদেশ অথবা দুবাই,কুয়েত,কাতার,বাহর...
03/11/2024

আলহামদুলিল্লাহ, সার্বিয়ার কিছু ওয়ার্কপারমিট হাতে পেলাম বাংলাদেশ থেকে। আপনারা যারা বাংলাদেশ অথবা দুবাই,কুয়েত,কাতার,বাহরাইন, সৌদি আরব বা ওমান থেকে সার্বিয়ার ওয়ার্কপারমিট করতে চান এখন সঠিক সময় ইউরোপের দেশ সার্বিয়ার ওয়ার্কপারমিট এপ্লাইয়ের।
আপরা ৪-৫ মাসের ভিতরে সার্বিয়ার ওয়ার্কপারমিট ভিসা করে দিতে পারব। আগ্রহীরা আমাদের অফিসে আসতে পারেন আথবা আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারেন। WhatsApp: 050 701 4442

Address

Al Nahda 1, Saheel Tower 1, Floor 3, Office 301, UAE
Dubai
0000

Opening Hours

Monday 08:30 - 13:30
15:30 - 23:30
Tuesday 08:30 - 13:30
15:30 - 23:30
Wednesday 08:30 - 13:30
15:30 - 23:30
Thursday 08:30 - 13:30
15:30 - 23:30
Friday 08:30 - 11:30
15:00 - 23:30
Saturday 08:30 - 13:30
15:30 - 23:30
Sunday 08:30 - 13:30
15:30 - 23:30

Telephone

+971507014442

Alerts

Be the first to know and let us send you an email when AYSHA TravelTourism & Ecommerce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AYSHA TravelTourism & Ecommerce:

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Dubai

Show All