The Richman Travel

The Richman Travel The Richman Travel
WhatsApp: +971 502 4949 56
Dubai, United Arab Emirats Cheap Flight Tiket
Visa
Hotel Booking and Travel Plan

 # # Job Opportunity at Amazon-UAE and Noon (E-commerce website UAE)  # #** Position: Delivery/Packaging section, 500+ B...
11/05/2023

# # Job Opportunity at Amazon-UAE and Noon (E-commerce website UAE) # #
** Position: Delivery/Packaging section, 500+ Bangladeshi People will get this opportunity..
** Facilities - Job inside AC room, Free Accommodation, and other facilities according to UAE government rules. Qualification: SSC/HSC.
** Amazon/NOON people will Visit Bangladesh Soon to take Interviews to select for the Job. If anyone is interested pls contact me:
# WhatsApp: +971 502 4949 56 (Message only)
# Botim App: +971 502 4949 56 (Call/Video Call)

আমরা সবচেয়ে বেশি যেইসব প্রশ্নের মুখমুখি হই তা হলো,১। কিভাবে দুবাইয়ের রেসিডেন্স পাওয়া যায়? কত টাকা খরচ হয়? থাকা খাওয়ার খর...
11/05/2023

আমরা সবচেয়ে বেশি যেইসব প্রশ্নের মুখমুখি হই তা হলো,
১। কিভাবে দুবাইয়ের রেসিডেন্স পাওয়া যায়? কত টাকা খরচ হয়? থাকা খাওয়ার খরচ কেমন?
২। দুবাইতে কিভাবে বিজনেস করা যায়? লাইসেন্স ও অন্যান্য ফি কত?
৩। দুবাইতে কি কি জবের অপরচুনিটি আছে? কনফার্ম জব সহ ভিসা ও অন্যান্য খরচ কেমন?
৪। দুবাইয়ের টুরিস্ট ভিসা ও অন্যান্য খরচ কেমন?
** এইসব প্রশ্নের উত্তর ও সেবা দেয়ার জন্য "The Richman Travel"
========
Contact:
# WhatsApp: +971 502 4949 56 (Message only)
# Botim App: +971 502 4949 56 (Call/Video Call)
========
The Richman Travel - Service:
** Tourist Visa
** Residence Visa
** Confirm Job Visa at Dubai (Selected Category)
** Online Air Ticket

আপনি কি বিদেশগামী যাত্রী?                যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে ...
10/04/2023

আপনি কি বিদেশগামী যাত্রী?

যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করুন। ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইনের কাউন্টারে চেক ইন বন্ধ হয়ে যায়। আপনার টিকিটে ফ্লাইট নাম্বার লিখা আছে। আপনার কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা আছে। তাই বিমানবন্দরে প্রবেশ করে এয়ারলাইনের কাউন্টারে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং কার্ড সংগ্রহ করুন।

চেক ইন করার পর ইমিগ্রেশন সম্পন্ন করুন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি বিমানে উঠবে তা সেখানে মনিটরে প্রর্দশন করা হয়। আপনার বোর্ডিং কার্ড এ লেখা আছে আপনি কোন গেট দিয়ে বিমানে উঠবেন।

বিমানবন্দরে অবস্থান করার সময় ইনফরমেশন মনিটিরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের হেল্প ডেস্কের সহায়তা নিন।

অনেক বেশি সময় আগে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের প্রয়োজন নেই, অতিরিক্ত সময় আগে বিমানবন্দরে প্রবেশ করলে অহেতুক ভীড়ের সৃষ্টি হবে। অন্যদিকে দেরিতে টার্মিনালে প্রবেশ করলে আপনি ফ্লাইট মিস করবেন।

Aircraft Manners: How to Behave on a Plane===============Flying can be a stressful experience, but it doesn't have to be...
08/04/2023

Aircraft Manners: How to Behave on a Plane
===============
Flying can be a stressful experience, but it doesn't have to be. One way to make your flight more enjoyable for yourself and others is to practice good aircraft manners. Here are some tips on how to behave on a plane.

Respect personal space
The seats on a plane can be quite cramped, so it's important to be mindful of the personal space of those around you. Avoid leaning your seat back too far, and try not to invade the space of the person sitting next to you. If you need to get up to use the restroom or stretch your legs, be sure to do so without bumping into others.

Keep noise levels down
It's important to be considerate of other passengers when it comes to noise levels on a plane. Keep your conversations quiet and avoid talking loudly on your phone. If you're listening to music or watching a movie, use headphones so as not to disturb others. And if you're traveling with children, try to keep them entertained and quiet so as not to disturb other passengers.

Be mindful of odors
Being trapped in a confined space with unpleasant odors can make for a very unpleasant flight. Be mindful of your own body odor and avoid wearing strong perfumes or colognes. If you need to take your shoes off during the flight, make sure your feet don't smell. And if you're traveling with food, try to avoid bringing anything with a strong odor.

Follow airline rules
Each airline has its own set of rules and regulations, so it's important to familiarize yourself with them before you fly. These rules may include restrictions on the use of electronics, limitations on the amount of liquids you can bring on board, and guidelines for carry-on luggage. By following these rules, you can help ensure a safe and comfortable flight for everyone.

Be courteous to flight attendants
Flight attendants are there to help make your flight more comfortable and safe, so it's important to treat them with respect. Follow their instructions, and don't be afraid to ask for assistance if you need it. If you have a special request, such as a dietary restriction or a need for extra blankets, be polite and ask politely.

Clean up after yourself
Before you leave your seat at the end of the flight, take a moment to clean up after yourself. This includes throwing away any trash, stowing your tray table, and making sure you haven't left any personal belongings behind. By doing so, you can help ensure a quick and efficient turnaround for the next set of passengers.

In conclusion, practicing good aircraft manners can make a big difference in the comfort level of everyone on board. By being respectful of others, following airline rules, and showing courtesy to flight attendants, you can help make your flight a more pleasant experience for all involved.

 # # # কোন ধরনের ভিসায় গ্রীসে ভ্রমণ করা যায়-প্রক্রিয়া ও নিয়মাবলি  # # #ইউরোপের দেশ গ্রীস যা আজ হেলেনিক প্রজাতন্ত্র নামে ...
08/04/2023

# # # কোন ধরনের ভিসায় গ্রীসে ভ্রমণ করা যায়-প্রক্রিয়া ও নিয়মাবলি # # #
ইউরোপের দেশ গ্রীস যা আজ হেলেনিক প্রজাতন্ত্র নামে পরিচিত, বিশ্বের অন্যতম রৌদ্রোজ্জ্বল দেশ ও সৌন্দর্যের লীলাভূমি।২০০০টিরও বেশি দ্বীপ, প্রচুর সমুদ্র সৈকত, বন্যপ্রাণীর সমৃদ্ধ বৈচিত্র্য, প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্য সমৃদ্ধ এবং সুস্বাদু খাবারের সাথে এমন একটি দেশ যা প্রতিটি ব্যক্তির জীবনে স্বপ্নের মত ঘুরপাক খায়।বিশ্বের অধিকাংশ দেশের মানুষের মধ্যে গ্রীস ভ্রমণের পরিকল্পনা থাকে।এবং ঠিক এই কারণেই গ্রীস হল ইউরোপীয় গন্তব্য যেখানে গত এক দশকের মধ্যে দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।এটি অনুমান করা হয় যে, ২০১০ সালে প্রায় ১৫ মিলিয়ন পর্যটক গ্রীসে গিয়েছিলেন এবং ২০১৮ সালে ৩২ মিলিয়ন পর্যটক গ্রীস ভ্রমণ করেছেন।
২০০০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে শেনজেন এলাকায় যোগদান করার পর গ্রীক শেনজেন ভিসা সহ পর্যটন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশীদের তার অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়।
গ্রীস এন্ট্রি প্রয়োজনীয়তা:
আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হন তবে আপনাকে শুধুমাত্র একটি শনাক্তকরণ নথি বা আপনার পাসপোর্ট নিয়ে গ্রীসে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
অন্যদিকে, আপনি যদি গ্রীসে যেতে ইচ্ছুক তৃতীয় বিশ্বের কোনো দেশের নাগরিক হন, তাহলে আপনাকে গ্রীক সীমান্ত পুলিশের কাছে নিম্নলিখিত নথিগুলি উপস্থাপন করতে হবে:
একটি বৈধ পাসপোর্ট।
একটি ভিসা - যদি আপনি গ্রীক ভিসা ব্যবস্থার অধীন হন।
তাছাড়া, গ্রীক সীমান্ত অফিসার আপনাকে আপনার ভ্রমণের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যেমন:
গ্রীস পরিদর্শনে আপনার উদ্দেশ্য কি?
আপনি কতদিন গ্রীসে থাকতে চান?
আপনি গ্রীসের কোথায় থাকতে যাচ্ছেন? ইত্যাদি।
এছাড়াও সীমান্ত অফিসার আপনার অতিরিক্ত সহায়ক নথি যেমন, গ্রীক হোস্টের আমন্ত্রণ পত্র, আর্থিক উপায়ের প্রমাণ, থাকার প্রমাণ বা রাউন্ড-ট্রিপ টিকিট ইত্যাদি দেখানোর জন্য বলতে পারেন।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, আপনাকে গ্রীসে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা গ্রীক সীমান্ত অফিসারের উপর নির্ভর করবে। যদি আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি গ্রীসে প্রবেশ করার সময় গ্রীক সীমান্ত অফিসার আপনার পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়েছেন।একটি স্ট্যাম্প ছাড়া প্রবেশকালে আপনি গ্রীসে জরিমানার সম্মুখীন বা আটক হতে পারেন।
গ্রীসে প্রবেশের জন্য কাদের একটি শেনজেন ভিসা প্রয়োজন?
গ্রীস এবং শেনজেন জোনের অন্য যেকোন সদস্য দেশে প্রবেশের জন্য আপনার একটি স্বল্প সময়ের ভিসার প্রয়োজন হবে, যদি আপনি নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে একজন হন:
আপনি একটি উন্নয়নশীল দেশের নাগরিক যার সাথে শেনজেন সদস্য রাষ্ট্রগুলি এখনও ভিসা উদারীকরণ চুক্তিতে পরিণত হয়নি।
আপনি একটি তৃতীয় বিশ্বের দেশের নাগরিক যেটি শেনজেন রাজ্যগুলির সাথে একটি ভিসা উদারীকরণ চুক্তি স্বাক্ষর করেছে, তবে আপনাকে পূর্বে গ্রীস বা অন্য কোনো শেনজেন দেশে প্রবেশ করতে প্রত্যাখ্যান করা হয়েছিল৷
গ্রীস ভিসার প্রয়োজনীয়তা অনুসারে, আপনাকে গ্রীক দূতাবাস/কনস্যুলেটে আপনার স্বল্পমেয়াদী গ্রীক ভিসার আবেদনের অংশ হিসাবে কিছু বিধিবদ্ধ নথি জমা দিতে হবে।এ বিষয় নিয়ে নীচে ব্যাখ্যা করা হয়েছে:
গ্রীক ভিসা আবেদন ফর্ম।
দুটি পাসপোর্ট সাইজ ছবি।
আপনার বৈধ পাসপোর্ট ।গ্রীসে স্বল্প-স্থায়ী ভিসার জন্য আবেদন করার আগে, নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টটি শেনজেন রাজ্যের দ্বারা নির্ধারিত পাসপোর্টের মানদণ্ড মেনে চলছে।আপনার পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে,এবং কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টে।
আপনার আগের ভিসার কপি (যদি প্রযোজ্য হয়)।
শেনজেন ভ্রমণ স্বাস্থ্য বীমা:গ্রীস বা শেনজেন জোনে যেকোন ভিসায় প্রবেশ করার জন্য সর্বনিম্ন €30,000 এর গ্রহনযোগ্য স্বাস্থ্য বীমা কিনতে হবে।
রাউন্ড-ট্রিপ ফ্লাইট টিকেট:একটি নথি যা দেখায় যে আপনার গ্রীসে প্রবেশ এবং ত্যাগ করার জন্য একটি ফ্লাইট বুক করা আছে । এই নথিতে ফ্লাইট নম্বর, তারিখ এবং আপনার নাম এবং উপাধি উল্লেখ থাকা উচিত।
বাসস্থানের প্রমাণ:অর্থাৎ গ্রীসে একটি হোটেল রিজার্ভেশন ।
গ্রীসে থাকার সময়কালের জন্য পর্যাপ্ত আর্থিক উপায়ের প্রমাণ:গ্রীসে ভ্রমণকারীরা গ্রীসে ব্যয় করার জন্য প্রতিদিনের খরচের জন্য কমপক্ষে 50€ পরিমাণের হিসাবে আর্থিক খরচ দেখাতে হবে।নাবালকদের জন্য নিয়মিত পরিমাণের ৫০% পরিমাণ হ্রাস প্রযোজ্য।
একটি কভার লেটার:একটি ব্যক্তিগত চিঠি যাতে আপনি ব্যাখ্যা করেন কেন আপনি গ্রীসে যাওয়ার জন্য আবেদন করছেন, আপনি কতক্ষণ থাকার পরিকল্পনা করছেন, আপনি কখন যাবেন এবং অন্যান্য বিবরণ।
নাগরিক অবস্থার প্রমাণ:এটি একটি বিবাহের শংসাপত্র, সন্তানের জন্ম শংসাপত্র, স্ত্রীর মৃত্যু শংসাপত্র ইত্যাদি হতে পারে।
আপনার কর্মসংস্থান বা চাকরির চুক্তিপত্র।
সর্বশেষ 6 মাসের বর্তমান ব্যাঙ্ক স্টেটমেন্ট।
নিয়োগকর্তার কাছ থেকে অনুমতিপত্র(NOC)।
আয়কর রিটার্ন (ITR) ফর্ম।
যদি স্ব-নিযুক্ত হন:আপনার ব্যবসার লাইসেন্সের একটি অনুলিপি,সর্বশেষ 6 মাসের কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আয়কর রিটার্ন (ITR)।
ছাত্র হলে সেক্ষেত্রে স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি শংসাপত্র।
অবসরপ্রাপ্ত হলে সর্বশেষ ৬ মাসের পেনশন বিবৃতি।
উপরোক্ত নথিগুলি হচ্ছে বেসিক বা বাধ্যতামূলক যা যেকোন ভিসার ক্ষেত্রে জমা দিতে হবে।এবং ধরণ অনুযায়ী বিভিন্ন ভিসার ক্ষেত্রে আরো কিছু অতিরিক্ত নথির প্রয়োজন হবে যা আমি নিচে আলাদা, আলাদা ভাবে বর্ণনা করব।
যে সকল ভিসা নিয়ে গ্রীসে প্রবেশ করা যায় তা নিম্নে তুলে ধরছি,বিশেষ করে তৃতীয় দেশের নাগরিক (বাংলাদেশ, পাকিস্থান,ভারত ইত্যাদি)যারা গ্রীস ভ্রমণ করতে চান তাদের জন্য এই পোস্ট উপকারী হবে।
গ্রীসে কাজের ভিসার আবেদন ও নিয়মাবলি:
গ্রীসে ব্যাপক কর্মী সংকট রয়েছে বিশেষ করে কৃষি ও বিভিন্ন খামারের কাজের ক্ষেত্রে। তাছাড়া পর্যটন নির্ভর হওয়ায় এই দেশে সিজনালি ক্যাটারিং কাজেও প্রচুর কর্মীর
চাহিদা রয়েছে।ইতিমধ্যে যারা কাজের উদ্দেশ্যে গ্রীসে পৌঁছাতে ইচ্ছুক তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য গ্রীস,বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে কর্মচারীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।গত ৩০/০৩/২০২৩ ইং তারিখে গ্রীক সংসদে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে।
শ্রমিক চাহিদা মেটাতে গত বছর বাংলাদেশের সাথে গ্রীসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে গ্রীক বাংলাদেশ থেকে প্রতি বছর ৪,০০০ করে চার বছরে প্রায় ১৫,০০০ সিজনাল কৃষি কর্মী নিয়ে আসবে। শিগগিরই এ ভিসার প্রক্রিয়া শুরু হবে।ভিসার আবেদন স্বাভাবিক যেকোন ভিসার মতই তবে প্রক্রিয়া অনেক সহজতর হবে।তবে গ্রীস সবসময় ই তার দেশে কাজের জন্য ডি ভিসা বা জাতীয় ভিসা চালু রেখেছে।ডি ভিসাতে বাংলাদেশ বা তৃতীয় বিভিন্ন দেশ হতে অনেকেই গ্রীসে কাজের জন্য এসেছেন।ডি ভিসাতে সর্বনিম্ন ৩ মাস কাজ করার সুযোগ থাকলেও আবেদনের ভিত্তিতে পরবর্তীতে এটি ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। এ ভিসার জন্য গ্রীস থেকে একজন নিয়োগকর্তার প্রয়োজন হয় যিনি তার চাহিদা অনুসারে কর্মী নিয়োগ দিতে পারেন।এবং কর্মীকে অবশ্যই নিকটস্থ গ্রীক দূতাবাসে গিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে।
গ্রীসে কাজের ভিসা বা ডি ভিসার জন্য কি কি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে?
গ্রীস থেকে নিয়োগকর্তা হতে পাওয়া ওয়ার্ক পারমিট /কাজের চুক্তি, স্পন্সর,বাসস্থান ইত্যাদি সম্পর্কে বিশদ বিবরণ সহ নথি।
জন্ম নিবন্ধন বা স্থানীয় আইডি কার্ড।
গ্রীসে থাকাকালীন চিকিৎসা বীমা কভারেজ।
কর্মীর নিজ দেশ হতে পুলিশ ক্লিয়ারেন্স নথি।
যদি প্রযোজ্য হয় বিবাহের শংসাপত্র বা জন্ম শংসাপত্র।
গ্রীস ভিজিটর ভিসার(শেনজেন ভিসা) আবেদন ও নিয়মাবলি:
আপনার যদি গ্রীসে বসবাসকারী কোনো পরিবারের সদস্য বা বন্ধু থাকে,তাহলে তিনি আপনাকে ৯০ দিনের কম সময়ের জন্য তাদের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।এমনটি হলে আপনাকে গ্রীসে প্রবেশের জন্য ভিজিটর ভিসার জন্য আবেদন করতে হবে।
গ্রীসে ভিজিটর শেনজেন ভিসার জন্য কি কি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে?
গ্রীসে আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে দেখা করার জন্য ভিসা পাওয়ার জন্য আবেদন করার সময় বেসিক নথির সাথে আপনাকে অবশ্যই নিম্নলিখিত অতিরিক্ত নথিগুলি প্রদান করতে হবে:
আর্থিক উপায়ের প্রমাণ যা দেখায় যে আপনার গ্রীসে থাকাকালীন নিজেকে সমর্থন করার জন্য যথেষ্ট অর্থ রয়েছে।
গ্রীসে আপনার ভ্রমণের বিশদ প্রতিদিনের পরিকল্পনা, আপনি গ্রীসে প্রবেশ ও প্রস্থানের বিমান টিকেট।
গ্রীসে থাকাকালীন বাসস্থান বা হোটেল বুকিং কনফার্মেশন।
গ্রীসে বসবাসকারী আত্মীয়/বন্ধুর দ্বারা আমন্ত্রণপত্র।
পারিবারিক সম্পর্কের অস্তিত্ব প্রমাণ করে একটি শংসাপত্র(ফ্যামিলি সার্টিফিকেট)
যদি প্রযোজ্য হয় বিবাহের শংসাপত্র বা জন্ম শংসাপত্র।
গ্রীস ব্যবসায়িক ভিসার(শেনজেন ভিসা)আবেদন ও নিয়মাবলি:
ব্যবসায়িক সভা, চুক্তি স্বাক্ষর, ব্যবসার উদ্বোধন, ব্যবসায়িক অনুষ্ঠান ইত্যাদিতে অংশ নেওয়ার জন্য আপনার যদি গ্রীস ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনাকে গ্রীস বিজনেস ভিসার জন্য আবেদন করতে হবে।
গ্রীসে বিজনেস শেনজেন ভিসার জন্য কি কি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে?
বিজনেস ভিসায় গ্রীসে ৬ মাসের মধ্যে ৯০ দিন পর্যন্ত থাকার জন্য ভিসা দেওয়া হয়ে থাকে। গ্রীস বিজনেস ভিসার জন্য আবেদন করার প্রয়োজনীয় নথিগুলি নিম্নরূপ:
গ্রীক কোম্পানির আমন্ত্রণ পত্র যা আপনাকে গ্রীসে একটি মিটিং, কনফারেন্স বা ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় এবং আপনার সফরের তারিখ সহ তাদের বিস্তারিত ঠিকানা।
আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি চিঠি । এই চিঠিতে উল্লেখ করা উচিত কেন আপনি গ্রীস ভ্রমণ করছেন।
ট্রিপ অর্থায়নের প্রমাণ ।গ্রীসে থাকার সময় আবেদনকারীর খরচের বিষয়ে, নিয়োগকর্তা বা অংশীদার কোম্পানিকে অবশ্যই চিঠি বা আমন্ত্রণপত্রে খরচের কভারেজ উল্লেখ করতে হবে।
গ্রীস স্টাডি ভিসার(শেনজেন ভিসা) আবেদন ও নিয়মাবলি:
আপনি যদি একটি অধ্যয়ন কোর্স, একটি ইন্টার্নশিপ বা একটি প্রশিক্ষণে যোগ দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টাডি ভিসার জন্য আবেদন করতে হবে যা ৬ মাসের জন্য দেওয়া হয়ে থাকে এবং এ ভিসায়ও সর্বোচ্চ 90 দিন গ্রীসে অবস্থান করা যাবে।
গ্রীসে অধ্যয়নের জন্য শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে কোন কোন অতিরিক্ত নথির প্রয়োজন?
আপনি বর্তমানে যেখানে নথিভুক্ত হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনাপত্তি পত্র (যদি প্রযোজ্য হয়)।
একাডেমিক বা বৃত্তিমূলক কোর্সে যোগদানের উদ্দেশ্যে গ্রীসের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা নিবন্ধনের শংসাপত্র।
ইন্টার্নশিপ চুক্তি। গ্রীসে কোম্পানির মধ্যে স্বাক্ষরিত, মূল প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণার্থীর মধ্যে হওয়া চুক্তিপত্র।
গ্রীস মেডিকেল ভিসার(শেনজেন ভিসা)আবেদন ও নিয়মাবলি:
গ্রীসে মেডিকেল চেকআপ, চিকিৎসার, চিকিৎসা থেরাপির, অপারেশন ইত্যাদি করানোর জন্য ভ্রমণ করতে হলে মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হবে।
গ্রীসে মেডিকেল শেনজেন ভিসার জন্য কোন, কোন অতিরিক্তনথির প্রয়োজন?
স্থানীয় মেডিকেল রিপোর্ট যা আপনার দেশের একটি ডাক্তার/ক্লিনিক/হাসপাতাল দ্বারা ইস্যু করা হয়েছে।যা নিশ্চিত করে যে আপনাকে গ্রীসে চিকিৎসা নিতে হবে।
গ্রীসের হাসপাতাল বা ডাক্তারের কাছ থেকে একটি মেডিকেল প্রত্যয়ন , আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখের পাশাপাশি আপনার চিকিৎসা পরিস্থিতি নিশ্চিত করে পত্র।
যা নিশ্চিত করে যে, হাসপাতালটি নির্দিষ্ট চিকিৎসা করতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে গ্রহণ করা হবে।
আর্থিক ব্যবস্থার প্রমাণ।প্রি-পেমেন্ট বা পর্যাপ্ত আর্থিক উপায়ের অন্যান্য প্রমাণ বা চিকিৎসা চিকিৎসা এবং সম্পর্কিত খরচ, বীমা কভারেজ ইত্যাদি পত্র।
প্রেরক মেডিকেল ডাক্তার এবং গ্রহণকারী মেডিকেল প্রতিষ্ঠানের মধ্যে চিঠিপত্র , যদি পাওয়া যায়।
গ্রীসে সাংস্কৃতিক/খেলাধুলা/ধর্মীয় অনুষ্ঠান ভিসার(শেনজেন ভিসা) আবেদন ও নিয়মাবলি:
আপনি যদি সংস্কৃতি, খেলাধুলা বা ধর্মের সাথে সম্পর্কিত একটি ইভেন্টে যোগদানের জন্য বা একটি ফিল্ম ক্রুর অংশ হিসাবে গ্রীসে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনাকে গ্রীস সাংস্কৃতিক/খেলাধুলা/ধর্মীয় ইভেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
একটি সাংস্কৃতিক/খেলাধুলা/ধর্মীয় ইভেন্টের জন্য গ্রিসে শেনজেন ভিসার জন্য কী কী অতিরিক্তনথির প্রয়োজন?
অনুষ্ঠানের আয়োজক থেকে আমন্ত্রণ পত্র।প্রযোজ্য হলে, প্রবেশ টিকিট, তালিকাভুক্তি, প্রোগ্রাম, বাসস্থানের বিবরণ সহ।
আগের পারফরম্যান্সের প্রমাণ।পূর্ববর্তী উৎসব এবং অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ (সাংস্কৃতিক, ধর্মীয়), ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের শংসাপত্র, বিশ্ব/আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের প্রমাণ (ক্রীড়া)।
চলচ্চিত্রের ক্রু সদস্যদের জন্য:
ফিল্ম কোম্পানির নাম, ছবির সারসংক্ষেপ এবং শুটিং লোকেশন উল্লেখ করে চিঠি।
ভ্রমণকারী ক্রু সদস্যদের নামের সম্পূর্ণ তালিকা এবং তাদের পদবী।
ফিল্ম পারমিটের ব্যবস্থা নিশ্চিত করে গ্রীসের এজেন্সি থেকে চিঠি।
স্থানীয় ছবি প্রযোজক সমিতি/ফিল্ম চেম্বার অফ কমার্সের সাথে নিবন্ধনের শংসাপত্র।
একজন গ্রীক নাগরিকের স্ত্রী/স্বামীর জন্য গ্রীক শেনজেন ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র:
আপনি যদি একজন গ্রীক নাগরিকের পত্নী (স্বামী/স্ত্রী) হন যা স্বল্প সময়ের জন্য গ্রীসে যেতে ইচ্ছুক, তাহলে আপনাকে একজন গ্রীক নাগরিকের স্ত্রী/স্বামীর জন্য শেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।
একজন গ্রীক নাগরিকের স্ত্রী/স্বামীর জন্য গ্রীসে শেনজেন ভিসার জন্য কোন নথির প্রয়োজন?
গ্রীক নাগরিকত্বের প্রমাণ (আইডি কার্ড বা কনস্যুলার কার্ড বা গ্রীক জাতীয়তার শংসাপত্র বা প্রাকৃতিককরণ আদেশ)।
গ্রীক বিবাহের শংসাপত্র।
গ্রীক পারিবারিক রেকর্ড বই।
অফিসিয়াল প্রতিনিধিদের সদস্যদের জন্য গ্রীক শেনজেন ভিসা:
আপনি যদি আপনার দেশের সরকার, একটি সংস্থা বা অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী একটি অফিসিয়াল প্রতিনিধি দলের অংশ হিসাবে গ্রীসে ভ্রমণের পরিকল্পনা করছেন তবে আপনাকে অফিসিয়াল প্রতিনিধিদের সদস্যদের জন্য গ্রীক শেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।
সরকারী প্রতিনিধি দলের সদস্যদের জন্য গ্রীসে শেনজেন ভিসার জন্য অতিরিক্ত কোন নথির প্রয়োজন?
অফিসিয়াল আমন্ত্রণ কপি।
যাত্রার উদ্দেশ্য সম্পর্কে প্রমাণ (আলোচনা, সভা, আন্তঃসরকারি সংস্থার ইভেন্ট, পরামর্শ)।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারি করা মৌখিক নোট , আপনার পরিচয় নিশ্চিত করে, আপনার ভ্রমণের উদ্দেশ্য, সেইসাথে সময়কাল এবং থাকার স্থান।
গ্রীক ভিসা পেতে কতদিন সময় লাগে?
গ্রিসের স্বল্প-স্থায়ী ভিসার প্রক্রিয়াকরণের সময় মূলত 15 দিন বলা হয়।তবে আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে এই সময়কাল 60 দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।
গ্রীক ভিসার জন্য আবেদন করতে কত খরচ হয়?
গ্রীক শেনজেন ভিসার জন্য খরচ নিম্নরূপ:
প্রাপ্তবয়স্ক ভ্রমণকারীদের জন্য গ্রীক ভিসা – €80.
শিশুদের জন্য গ্রীক ভিসা (৬ – ১২ বছর) – €40.
শিশুদের জন্য গ্রীক ভিসা (৬ বছরের কম) - বিনামূল্যে.
এছাড়াও, আবেদনকারীর জাতীয়তা, গ্রীস ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য কিছু বিষয় অনুসারে, কিছু শ্রেণীর আবেদনকারীদের গ্রীক ভিসা ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অন্যদেরও কম পরিমাণ অর্থ প্রদান করতে তে পারে।
ভিসা ছাড়া আমরা কতক্ষণ গ্রীসে থাকতে পারি?
আপনি যদি ভিসা-মুক্ত দেশের নাগরিক হন তবে আপনি ছয় মাসে ৯০ দিন পর্যন্ত গ্রীসে প্রবেশ করতে এবং থাকতে পারেন। আপনি যদি ৯০ দিনের বেশি থাকতে চান, আবার আপনার জাতীয়তার উপর নির্ভর করে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিতে হবে:
EU/EEA জাতীয় - আগমনের ৩ মাসের মধ্যে প্রাসঙ্গিক গ্রীক কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করুন।
অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক – আসার তিন মাসের মধ্যে আবেদন করুন বা বসবাসের অনুমতি দিন ।
বাকি যে কোনো ভিসা মুক্ত দেশের একজন নাগরিক –
আপনার বসবাসের দেশ থেকে দীর্ঘস্থায়ী ভিসার জন্য আবেদন করুন।
আপনি যদি এমন একটি দেশের নাগরিক হন যেটি গ্রীস এবং অন্যান্য শেনজেন সদস্যদের সাথে ভিসা-মুক্ত চুক্তিতে স্বাক্ষর করেনি, তবে আপনাকে অবশ্যই গ্রীস বা অন্য কোনো শেনজেন সদস্য দেশে যাওয়ার আগে একটি ভিসা পেতে হবে, এমনকি স্বল্পমেয়াদী সফরের জন্যও।
নোট : নিশ্চিত করুন যে আপনি 90/180 শেনজেন ভিসা নিয়মের সাথে পরিচিত। এই নিয়ম ভঙ্গ করবেন না, এমনকি এক দিনের জন্যও নয়,অন্যতায় আপনাকে জেল/জরিমানা করা হতে পারে।
আমি কি গ্রীসে আমার শেনজেন ভিসা বাড়াতে পারি?
হ্যাঁ , আপনি আপনার গ্রীক শেনজেন ভিসার মেয়াদ বাড়াতে পারেন, তবে শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে যেখানে গ্রীসে প্রবেশের পরে নতুন তথ্য এবং বিশেষ কারণ দেখা দেয়, যেমন মানবিক কারণ বা জোরপূর্বক ঘটনা।এজন্য গ্রীসের প্রধান শহরগুলিতে আটটি ইমিগ্রেশন অফিস রয়েছে যেখানে আপনি ভিসা এক্সটেনশনের জন্য আপনার আবেদন জমা দিতে পারেন:
1.Athens APD
2.Piraeus APD
3.North-Eastern Attica APD
4.South-Eastern Attica APD
5.Western Attica APD
6.Lavrion APD
7.Eastern Thessaloniki APD
8.Western Thessaloniki APD
গ্রীস প্রবেশকালে আমার গ্রীক শেনজেন ভিসা কি প্রত্যাহার হতে পারে?
অনুগ্রহ করে মনে রাখবেন যে, ভিসা ধারক সীমান্ত অফিসারকে প্রবেশের প্রয়োজনীয়তা প্রদান করতে ব্যর্থ হলে, ভিসা বাতিল বা প্রত্যাহার করার সিদ্ধান্তও হতে পারে।

দুবাই ভিসা ও অনান্য বেপারে বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন...
07/04/2023

দুবাই ভিসা ও অনান্য বেপারে বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন...

 # # # কানাডার ভিসা এপ্লিকেশন | এক ভাইয়ের অভিজ্ঞতা  # # #আমেরিকার ভিসা এপ্রুভের পর পর আমি আর আমার ওয়াইফ কানাডার ভিসা এপ...
07/04/2023

# # # কানাডার ভিসা এপ্লিকেশন | এক ভাইয়ের অভিজ্ঞতা # # #
আমেরিকার ভিসা এপ্রুভের পর পর আমি আর আমার ওয়াইফ কানাডার ভিসা এপ্লিকেশন করে ফেলি। কানাডা পাসপোর্ট এর মেয়াদ পর্যন্ত ভিসা ইস্যু করে বলে এপ্লাই করেছি। কখন যাব তার ঠিক নাই। এর মধ্যে আবার শুনেছিলাম দুইজন একসাথে এপ্লাই করলে যার পাসপোর্ট এ মেয়াদ কম তার অনুযায়ী দুজন কে ভিসা দেয়। আমার রিনিউ করা পাসপোর্ট ১০ বছর মেয়াদ ছিল আর আমার ওয়াইফ এর পুরাতন পাসপোর্ট ২ বছর মেয়াদ ছিল। এখন রিনিউ করবো কিনা এক দ্বিধায় ছিলাম কারণ পুরাতন পাসপোর্ট এ US ভিসা এখন নতুন পাসপোর্ট দিয়ে এপ্লাই করলে সেটা CAN+ ক্যাটাগরি তে না পড়লে ভিসা প্রসেস এ অনেক সময় লাগবে। তারপরেও রিস্ক নিয়ে বউয়ের পাসর্পোট ১০ বছরের জন্য রিনিও করে অ্যাপ্লাই করে দেই। ১ মার্চ বায়োমেট্রিক দেবার পরে ২১ মার্চ ভিসা এপ্রুভ হয়, ২২ মার্চ পাসপোর্ট জমা দিয়ে ৩০ মার্চ পাসর্পোট কালেক্ট করলাম, দুজন কে ভিসা যার যার পাসপোর্ট এর মেয়াদ অনুসারে ভিসা দিয়েছে। এপ্লিকেশন করার সময় ও মনে হয়েছিল কানাডার ভিসা আলাদা আলাদা ভাবে প্রসেস হয়। আমরা গ্রুপ অ্যাপ্লাই করেছিলাম তারপরেও দুজনের এপ্লিকেশন আপডেট একটু আগে পরে হয়েছে। তাই যারা গ্রুপ অ্যাপ্লাই করবেন তাদের জন্য সাজেশন হল ডকুমেন্ট দুজনের ক্ষেত্রে সেম আপলোড করা স্পেশালি ফান্ড ডিটেইলস। আমরা অনেক সময় মনে করি দুইজন একসাথে আবেদন করছি তাই একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিলেই হবে। এমন করলে পরে সমস্যা হতে পরে।

আমার এই পর্যন্ত এপ্লাই করা সবচেয়ে ভেজাল এপ্লিকেশন প্রসেস আমি বলবো। ইউএসএ বা ইউকের মতই অনলাইন এ এপ্লিকেশন সাবমিট করতে হয়। ইউকের সাথে বেশ মিল আছে তবে স্ট্রেইট প্রশ্ন না করে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। যেমন একটা এক্সাম্পল দেই। প্রথমে প্রশ্ন করে আপনার সিটিজেনশিপ কি, এরপর কয়েক স্টেপ পরে জিজ্ঞেস করে জন্ম কোথায় তারপর আবার জিজ্ঞেস করে যেখানে জন্ম সেখানের সিটিজেনশিপ কতদিনের। এই প্রশ্ন টা হয়ত কিছু মানুষের জন্য ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রে না আর আমি যাব ঘুরতে সেখানে এত কমপ্লেক্স প্রশ্নের দরকার ই দেখি না। এরপর আসে ট্র্যাভেল হিস্টোরি এড করা, আমার সবগুলো ট্র্যাভেল হিস্টোরি এড করতে ২ দিন সময় লেগেছে। সব ফিল আপ করে নেক্সট স্টেপে যাব দেখি এরর, যা সাবমিট করলাম আধাঘণ্টা ধরে সব জলে।

আর সবচেয়ে কঠিন কাজ হল ২ মেগাবাইটের মধ্যে সব ডকুমেন্ট দেয়া। ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতেই তো এর থেকে বেশি জায়গা লাগে। শেষে আমি ব্যাঙ্কের থেকে সল্ভেন্সি সার্টিফিকেট নিয়ে সেটা + ই স্টেটমেন্ট সাবমিট করি।

এইবার আসি এপ্লিকেশন প্রোসেসে
কানাডার ভিসা দুইভাবে আবেদন করা যায়, IRCC যেটা অনলাইন বেজ্ড এবং GCkey যেটা পেপার বেজ্ড। আমি IRCC তে এপ্লাই করেছি, GCKEY এর ব্যাপারে বলতে পারি না।

স্টেপ ১- IRCC রেজিস্ট্রেশনঃ প্রথমে IRCC পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনার ইমেইল আইডি দিয়ে। এরপর ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ করবেন।

IRCC Portal Link: http://portal-portail.apps.cic.gc.ca/

স্টেপ ২– ভিসা ফর্ম ফিল-আপঃ কিভাবে এপ্লিকেশন ফর্ম ফিল-আপ করবেন তার জন্য এই ভিডিও টা দেখতে পারেন। এইটা একবার দেখে আইডিয়া নিয়ে সব ডকুমেন্ট রেডি করে তারপর এপ্লাই করতে বসলে সময় কম লাগবে।

ভিসা ফর্ম ফিল-আপ করার লিঙ্কঃ https://youtu.be/BTQfOtAJ2-4

স্টেপ ৩ঃ সাপোর্টিং ডকুমেন্ট (ম্যান্ডাটরি) – এইটা আপনার ফর্ম ফিল আপ করার সময় প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে চাইবে। আমি যা যা দিয়েছিলাম তার ডিটেইলস দিলাম।

পাসপোর্ট ( আমার ৩ টা পাসপোর্ট সবগুলোর স্ট্যাম্প ও ভিসা আছে এমন সব পেজ স্ক্যান করে ২ মেগাবাইট এর মধ্যে একটা ফাইল এ দিয়েছিলাম)
ন্যাশনাল আইডি ( ন্যাশনাল আইডির স্ক্যান কপি)
ম্যারেজ সার্টিফিকেট ( ম্যারিড দিলে এইটা ম্যান্ডাটরি, আমি নোটারাইজ করা ম্যারেজ সার্টিফিকেট এর স্ক্যান কপি দিয়েছিলাম)
Use of representative IMM5476 ( গুগলে imm5476e ফর্ম লিখে সার্চ দিলে একটা পিডিএফ আসবে সেটা ফিল-আপ করে প্রিন্ট দিয়ে সিগনেচার করে স্ক্যান কপি দিতে হবে। এইটা যদি আপনার এপ্লিকেশন অন্য কেউ সাবমিট করে সেক্ষেত্রে প্রযোজ্য, যেমন আমি আমার ওয়াইফ এর টা এক প্রোফাইল থেকে করেছিলাম তার সাপোর্টিং ডকুমেন্ট এ এইটা দিতে হয়েছিল, এইটা একধরনের কনসেন্ট ফর্ম যে আমার ওয়াইফ এর ভিসা আমি প্রোসেস করছি এবং তার কোন আপত্তি নেই)
U.S. non-immigrant visa ( যদি ভ্যালিড US Visa থাকে তাহলে শুরুতেই ভিসা ডিটেইলস দিতে হয় এবং পরে ভিসার স্ক্যান কপি আপলোড করতে হয়। US Visa থাকলে বা ১০ বছরের মধ্যে কানাডার কোন ভিসা থাকলে CAN+ ক্যাটাগরি তে ভিসা প্রোসেস হয়, যেটাতে সময় ২-৩ সপ্তাহ লাগে)
স্টেপ ৪- অপশনাল ডকুমেন্টঃ আপনি চাইলে দিতে পারেন নইলে না। আমি যা দিয়েছি তার ডিটেইলস দিলাম

Consent personal information– এইখানে আমি কিছু দেই নি।
Employer letter (current)- ( এইখানে জব বা ওয়ার্ক রিলেটেড দিতে পারেন, এই ফিল্ড টা যারা কানাডার জব অফার পেয়ে স্কিল মাইগ্রেশন এ যাচ্ছে তাদের জন্য। তবে আমি এইখানে Visa Cover Letter, Travel Itinerary, Hotel Booking, Trade License, Tin & Tax Acknowledgment সবগুলো 2 MB একটা ফাইল এ দিয়েছিলাম যেহেতু অন্য কোথাও এসব ডকুমেন্ট দেবার জায়গা ছিল না। কেউ জব করলে NOC, Salary Certificate এইসব দিতে পারেন)
Additional documents ( এইখানে আমি ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, FDR, সঞ্চয়পত্র এইসব দিয়েছিলাম একটা ফাইল এ। আমার ওয়াইফ এর ক্ষেত্রে শুরুতে একটা স্পন্সর লেটার দিয়েছিলাম যে আমি তার ট্যুর স্পন্সর করছি)
স্টেপ ৫- ভিসা ফি পেমেন্টঃ ফর্ম ফিল আপ এবং ডকুমেন্ট আপলোড করার পরে ভিসা ফি পেমেন্ট এর অপশন পাবেন। কানাডার ভিসা ফি ১০০ কানাডিয়ান ডলার আর বায়োমেট্রিক ফি ছিল ৮৫ কানাডিয়ান ডলার। সবমিলে ১৫,৫০০ মত খরচ পড়ে, আমাদের দুজনের ৩১০০০ মত খরচ পড়ে। এইবাদে আর এক পয়সা কোথাও দিতে হবে না। ভিসা ফি দেবার জন্য আপনার ডুয়াল কারেন্সি ক্রেডিট/ডেবিট কার্ড লাগবে। ডলার রেট এর উপর করে ১৮৫ কানাডিয়ান ডলারে যা আসে সেটা পেমেন্ট করতে হবে।

স্টেপ ৬- এপয়েন্টমেন্ট শিডিউলঃ ভিসা ফি পেমেন্ট এর পর আপনি Confirmation of Online Application Transmission, Submission Confirmation, Client Application Summary, Biometrics Collection Letter এই চারটা ডকুমেন্ট পোর্টালে রিসিভ করবেন। যখন Biometrics Collection Letter টা পাবেন তখন VFS এর ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বায়োমেট্রিক রেফারেন্স নম্বর দিয়ে এপয়েন্টমেন্ট শিডিউল করতে হবে। এরপর যেদিন এপয়েন্টমেন্ট নিবেন সেদিন গিয়ে ছবি আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলে আপনার এপ্লিকেশন কমপ্লিট হবে এবং তারপর তারা ভিসা প্রোসেস করা শুরু করবে।

VFS Link: https://visa.vfsglobal.com/bgd/en/can/book-an-appointment

স্টেপ ৭- বায়োমেট্রিক দেয়াঃ এইদিন আপনার ছবি তুলবে এবং ফিঙ্গারপ্রিন্ট নিবে। সময় অনুযায়ী ১৫ মিনিট আগে VFS এ গেলেই হবে। সাথে আপনার পাসপোর্ট, বায়োমেট্রিক কালেকশন লেটার, পাসপোর্ট এর ফ্রন্ট পেজের ফটোকপি, ২ কপি কনসেন্ট ফর্ম নিয়ে যাবেন। বায়োমেন্ট্রিক দেয়া হয়ে গেলে আপনার এপ্লিকেশন প্রোসেস কমপ্লিট হবে। এরপর অপেক্ষা

স্টেপ ৮- প্রোসেসিং পিরিয়ডঃ ভিসা যদি CAN+ ক্যাটাগরি তে প্রোসেস হয় তাহলে সাধারণত সাবমিট করার ১-২ সপ্তাহ পরে রিভিউ তে যায়। IRCC পোর্টালে লগইন করে দেখতে পাবেন। রিভিউ তে যাবার ২-৩ সপ্তাহের মধ্যে এপ্লিকেশন এপ্রুভ হয়। আমি বায়োমেট্রিক দিয়েছিলাম ১ মার্চ, এপ্লিকেশন রিভিউ তে যায় ৭ মার্চ এবং ২১ মার্চ এপ্লিকেশন এপ্রুভ হয়। এপ্লিকেশন এপ্রুভ হলে Biometric Validity Letter এবং Original Passport Request দুইটা পিডিএফ আপনার প্রোফাইল এ আসবে। পাসপোর্ট রিকুয়েস্ট আসা মানে ভিসা হয়ে গেছে।

স্টেপ ৯- পাসপোর্ট জমা দেয়াঃ Original Passport Request এই ফাইল টা পেলে আপনি এইটা প্রিন্ট করে সাথে বায়োমেট্রিক ভ্যালিডিটি লেটার, পাসপোর্ট ফ্রন্ট পেজের ফটোকপি, ২ সেট কনসেন্ট ফর্ম এবং পাসপোর্ট নিয়ে VFS এ যেকোনো দিন জমা দিবেন। যদি আপনি প্রথমবার কানাডার ভিসা এপ্লাই করেন তাহলে কোন ফি দিতে হবে না। তবে গত ১০ বছরের মধ্যে বায়োমেট্রিক দেয়া থাকলে আপনাকে ১৭ কানাডিয়ান ডলার বা ১৩০০ টাকা মত প্যাকেজ ট্রান্সমিশন ফি দিতে হবে।

স্টেপ ১০- পাসপোর্ট কালেকশনঃ পাসপোর্ট জমা দেবার ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট কালেকশন এর জন্য VFS এর রিসিট টা নিয়ে গেলেই হবে। আর যদি কুরিয়ার সার্ভিস নিয়ে থাকেন তাহলে বাসায় দিয়ে যাবে। আমি ২২ মার্চ পাসপোর্ট জমা দেই, ২৯ মার্চ আমার পাসপোর্ট রেডি ফর কালেকশন মেইল আসে, ৩০ মার্চ কালেক্ট করি। বাংলাদেশের ভিসা সিঙ্গাপুরের মাধ্যমে ইস্যু হয়। তবে IRCC অফিস ম্যানিলা তে। আপনার পাসপোর্ট সিঙ্গাপুর হয়ে ম্যানিলা যাবে সেখানে স্টিকার লাগানোর পরে আবার সিঙ্গাপুর হয়ে ঢাকা ফিরবে। যেটা আমি আমার এপ্লিকেশন ট্র্যাক করার সময় দেখেছি।

এইবার যারা নতুন এপ্লাই করবেন তাদের জন্য কিছু টিপস
১। ফর্ম ফিল আপের সময় ট্র্যাভেল হিস্টোরি জানতে চায়। সেখানে আপনি গত ৫ বছরে কোন দেশে গিয়েছেন, কোন জায়গা বা সিটি ঘুরেছেন এসব দিতে হবে। ভিসা ফর্ম ফিল আপ করার আগে একটা এক্সেল ফাইল বা নোটবুকে লিখে রাখতে পারেন তাহলে সহজ হবে ফর্ম ফিল আপ করা। ফর্মে দেশের নাম, কোন প্লেস বা সিটি তে ঘুরেছেন, পারপাস, এবং ডেট জানতে চাইবে। ডেটের ক্ষেত্রে মাস আর বছর জানতে চায়, আর এক দেশে মাল্টিপল টাইম যাওয়া থাকলে সেটা মাল্টিপল টাইম দিতে পারবেন। যেমন আমি ৫ বছরে ইন্ডিয়া ৩ বার গিয়েছি তিনবার ইন্ডিয়ার এন্ট্রি দিয়েছি। আমি যেভাবে নোট করে রেখেছিলাম এন্টি এক্সিট সিল দেখে সেটা বলি From 2019-10, To 2019-10, Country/territory: Switzerland, Location: Bern,Zurich, Geneva,Zermatt, Thun,Fribourg, Purpose of travel: Sightseeing Tourism। আমার ৩২ টা দেশের ট্র্যাভেল হিস্টোরি এড করতে ২ দিন সময় লেগেছে। ওদের ওয়েবসাইট এ সমস্যা আছে, সব এড করে সাবমিট করলে এরর দেখায়। তাই কোথাও এইসব লিখে রাখা ভাল নইলে পাসপোর্ট এর পেজ খুলে খুলে বার বার দেখে বের করতে হবে।

২। আমি CAN+ এ এপ্লাই করি। যদি করো ভ্যালিড US ভিসা বা বিগত ১০ বছরে কানাডিয়ান কোন ভিসা থাকে তাদের জন্য প্রযোজ্য। CAN+ এর বিশেষত্ব হল আপনার এপ্লিকেশন দ্রুত প্রোসেস হবে আর ডকুমেন্ট তেমন দেয়া লাগে না। যেমন এখন নরমাল এপ্লিকেশন এর প্রসেসিং টাইম ৮-৯ মাস মত সেখানে CAN+ এ ২ সপ্তাহের মধ্যে মোটামুটি রেজাল্ট চলে আসে। আমি মার্চের ১ তারিখে বায়োমেট্রিক দেই আর পাসপোর্ট রিকুয়েস্ট লেটার আসে ২১ তারিখে।

৩। এইবার VFS এর বাটপারি- যেদিন বায়োমেট্রিক দিতে যাবেন সেদিন আপনাকে ৫ মিনিট ধরে গল্প শোনাবে প্রিমিয়াম সার্ভিসের এবং এ ও বলবে এখন নিলে সেটা ৫২০০ আর না নিলে যেদিন পাসপোর্ট জমা দিবেন সেদিন ৪৭০০ দিতে হবে। আসলে পুরোটাই মিথ্যা। প্রচুর মানুষ তাদের এই মিথ্যা ফাঁদে পা দিয়ে অযথা এই টাকা টা খরচ করে। এখন ডিফারেন্স কি ? ডিফারেন্স হল আপনাকে একটা সেপারেট রুমে বসাবে আর সফট ড্রিঙ্ক আর পানি হাতে ধরায়ে অপেক্ষা করতে বলবে। জেনারেল সার্ভিস নেয়া লোকজনের থেকে আপনার সময় কম লাগবে আবার চাপ কম থাকলে একই সময় লাগবে। খুব আর্লি মর্নিং যদি এপয়েন্টমেন্ট শিডিউল করতে পারেন তাহলে এইসবের কোন দরকার ই নাই। ১০ টার পরে আসলে চাপ বাড়ে।

৪। আরেকটা জিনিস জেনে রাখা ভাল আপনার বায়োমেট্রিক ফি পাসপোর্ট IRCC অফিসে পাঠানো থেকে নিয়ে আসা আর ছবি ফিঙ্গারপ্রিন্ট নেবার খরচ কভার করে। একবার বায়োমেট্রিক দিলে সেটা ১০ বছরের জন্য ভ্যালিড। এখন কোন কারণে প্রথমবার আপনার ভিসা রিজেক্ট হলে পরে যদি আবার এপ্লাই করেন ১০ বছরের মধ্যে বা বায়োমেট্রিক না দেয়া লাগলে তখন ১৭ কানাডিয়ান ডলার বা ১২৭০ টাকা মত পাসপোর্ট পাঠানোর ফি দিতে হবে। আমিও এইটা নিয়ে কনফিউজড ছিলাম আর VFS কিছুটা মাইন্ড ট্রিক খেলে যে টাকা দেয়া লাগবে। তারা পাসপোর্ট জমা দেবার দিন ও এই প্রিমিয়াম সার্ভিসের গল্প শোনাবে, টাকা দিতে না চাইলে দরকার নাই, বলবেন জেনারেল সার্ভিস নিব। কানাডার ভিসা এপ্লিকেশন বেশিরভাগ পয়সাওয়ালারাই করে তাই অনেকের কাছে এই টাকা কিছু না, তারা এই সার্ভিস নিয়ে VFS এর চাকা সচল রাখবেন। তবে ভিড় এড়িয়ে ৩০ মিনিটের মধ্যে আমাকে সব কমপ্লিট করে ছেড়ে দিলে এইটাকা আমি দিতে রাজি ছিলাম।

৫। আমি ভিসা ফি ছাড়া কনসেন্ট ফর্ম ফটোকপি করার জন্য তাদের ২৪০ টাকা দিয়েছি। ৪ পেজের এই ফর্ম টা আপনি ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যেতে পারেন এতে করে কিছুটা সময় বাঁচবে আর পয়সাও। ২ সেট করে কনসেন্ট ফর্ম লাগে বায়োমেট্রিক দেবার দিন আর পাসপোর্ট জমা দেবার দিন। আপনি এইটা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন।

https://assets.ctfassets.net/xxg4p8gt3sg6/2G0GtF7WPLvzToKOfompkv/c03d754f3eaf210cf115e35a9bfd096b/VFS-ConsentForm.pdf

৬। বায়োমেট্রিক দেবার পর IRCC প্রোফাইল চেক করতে পারেন সাধারণত এক সপ্তাহ পর রিভিউ তে যায়। তবে অনেক ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। রিভিউ তে যাওয়া মানে আপনার ফাইল এ কাজ শুরু হয়েছে। আমার রিভিউ তে যাবার ২ সপ্তাহ পরে পাসপোর্ট সাবমিশন লেটার এসেছে।

৭। ভিসার এপ্লিকেশন সম্পর্কিত কোন সমস্যা সমাধানের জন্য বা IRCC এর সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে IRCC Web Form এইখানে আপনার ডিটেইলস দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

৮। পাসপোর্ট জমা দেবার পরে ৭-১০ দিনের মধ্যে রিটার্ন পাবেন, যদিও ওরা ২ সপ্তাহ বলে। নরমালি পাসপোর্ট চাওয়া মানে ভিসা এপ্রুভড বলা যায়। কতদিনের ভিসা পেলেন সেটা পাসপোর্ট হাতে পাবার ২-৩ দিন আগে জানার আর এপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার জন্য IRCC Application Status Tracker ওয়েবসাইট এ আপনার UCI নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে চেক করতে পারবেন। এই ডিটেইলস আপনার এপ্লিকেশন পোর্টালে পাবেন। এপ্লিকেশন ট্র্যাক করার ওয়েব লিঙ্কঃ

https://ircc-tracker-suivi.apps.cic.gc.ca/en/login

সব আপডেট ই আপনি ইমেইল এ পাবেন তারপরেও যদি ট্র্যাক করতে মন চায় তাহলে উপরের লিঙ্ক ইউজ করতে পারেন।

৯। কত টাকা দেখানো লাগে এইটা অনেকের প্রশ্ন তবে এর কোন সঠিক উত্তর নেই। তবে একটা বেসিক হিসাব হল কানাডার রিটার্ন এয়ার টিকেট ২ লাখ মত পড়ে কোন কোন সময় কম, ৭-১০ দিনের হোটেল ১ থেকে ১.৫ লাখ মত বাকি থাকে ঘুরাফিরা শপিং এইসব। সব মিলে মিনিমাম ৫ লাখ টাকা খরচ আসে ৭-১০ দিনের ট্যুরে। এখন আপনার ইনকাম যদি ইয়ারলি ১৫ লাখ+ না হয় তাহলে ৭-১০ দিনে ৫ লাখ খরচ করা জাস্টিফাই করা বেশ কঠিন অর্থাৎ আপনি বছরে যা ইনকাম করেন তার ৫০% টাকা একটা ট্যুরে খরচ করবেন এইটা এমব্যাসি পজিটিভলি নিবে না আমার মতে। তবে US ভিসা থাকলে ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডাটরি না, সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন।

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when The Richman Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Agencies in Dubai

Show All