Bns Jabed

Bns Jabed Good Day! This Is Md Jabed from Dubai, UAE
Education | Technology | Career | Abroad

Used Product Business Idea in Dubai.দুবাইতে পুরাতন পণ্য কেনা-বেচার আইডিয়া।দুবাইতে লক্ষ লক্ষ শিক্ষিত/অল্প শিক্ষিত ভাইয়েরা...
17/11/2023

Used Product Business Idea in Dubai.
দুবাইতে পুরাতন পণ্য কেনা-বেচার আইডিয়া।

দুবাইতে লক্ষ লক্ষ শিক্ষিত/অল্প শিক্ষিত ভাইয়েরা বেকার আছেন আপনাদের সাথে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি যা আপনার আর্ন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এই কাজটিতে সবার আগে এগিয়ে আছে পাকিস্তানি তারপর ইম্ডিয়ানরা।

দুবাইতে দুটো Camera কিনেছিলাম Sony a6000 900AEDতে কিনে বিক্রি করেছিলাম 1350AED তে
Sony A7iii 4000 AED তে আর বিক্রি করেছিলাম 6500 AED

দুটো প্রেডাক্টে প্রফিট করেছি যথাক্রমে... 450/১৪,৫০০ টাকা এবং 2500/৮০,০০০ টাকা

দুটো কামেরা কিনতে আমাকে সময় দিতে হয়েছে কিন্তু বিক্রি করতে সময় লেগেছে এভারেজ ১৫ দিন।
Used Product কিনার এবং বিক্রির জন্য দুবাইয়ের Facebook Marketplace & Dubizzzle খোজ করি এবং দাম রিসার্চ করি।
কিনার পূর্বে দুবাইয়ের লোকাল মেগাস্টোরগুলোতে দাম যাচাই করি যে এটা মার্কেটে নতুন কতোটাকা।

পুরাতন কিছু কিনার পূর্বে নতুন এবং পুরাতন হিসেবে পণ্যটির বর্তমান বাজার দর বুঝতে হবে।

কোনভাবেই রিপেয়ার করা বা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট কিনা যাবে না।

(কোন সেলারের কাছ থেকে কিছু কিনে প্রফিট করতে পারবেন না, অব্যই ব্যক্তিগত ব্যবহত কিনতে হবে)
আপনি যেই প্রোডাক্ট কেনা-বেচা করতে চান সেটা সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে। কেনার ক্ষেত্রে এমন ভাব নিতে হবে যে আপনি কিছুই বুঝেন না আবার বিক্রির সময় হতে হবে একজন দক্ষ সেলার।

*** পুরাতন কিছু কোন ব্যক্তির কাছ থেকে কেনার পূর্বে আইনি জটিলতা এড়াতে অবশ্যই প্রমাণ হিসেবে Emirates ID সহ সম্ভব হলে আরো ডকুমেন্টস রাখবেন।

একটি প্রোডাক্ট সেল করতে বেশি সময় নেওয়া যাবেনা কেননা Electronics Product এর দাম খুব দ্রুত ফল করে।

আপনার প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে পুরাতন প্রোডাক্ট সেলের ডিসক্রিপশন লিখে পোস্ট করুন।

ক্লাইন্টদের সাথে সুন্দরভাবে রিপ্লি দিন। অধৈর্য হওয়া যাবেনা। কথায় আছে কিনতে লাব করলে বেচতে অবশ্যই লাভ করা যায়।

ধন্যবাদ।

25/06/2023

I am not virgin, because I already f*cked by our government.

কোরবানি একটি ইবাদত। এমন না যে যারা কোরবানি দেয় তারা প্রত্যেকে কোটিপতি। আপনারা সিন্ডিকেট করে কোরবানির পশুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছেন মানে আপনারা এই ইবাদতে বাঁধা সৃষ্টি করছেন।
পশুর দামটি সহনীয় হলে কোরবানি তথা এই ইবাদত পালনের পরিমাণ আরো বৃদ্ধি পেতো।
গো খাদ্যের দাম, পরিবহন খরচ, জ্বালানি খরচ সহ আরো অনেক কারনে পশুর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু সে হিসেবে মানুষের আয় বৃদ্ধি পায়নি।

মধ্যবিত্ত শ্রেণির যারা কোরবানি দিচ্ছে এর সিংহভাগ'ই প্রবাসী বা রেমিট্যান্স নির্ভর।

সামাজিকভাবে দেখতে ভালো আছে এমন অনেক মানুষ'ই ইচ্ছা থাকা সত্বেও কোরবানি দিতে পারছে না শুধমাত্র পশুর অস্বাভাবিক দামের কারনে।

এর সকল দায় আমাদের'ই কেনো আমরা এমন সরকারকে সুযোগ করে দিয়েছি আমাদের *গা মারার জন্য।

Bns Jabed
রেমিট্যান্স যোদ্ধা, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

10/06/2023

পরিবেশ অনুযায়ী সাগিরা গুনাহকে কাবিরা গুনাহ মনে হবে আবার কবিরা গুনাওকে সাগিরা গুনাহ মনে হবে। আধুনিকতার নামে আমরা অনেক কিছুই ভুলে যাই।

31/05/2023

মিডলইস্টে চাকুরী বা ব্যাবসার ক্ষেত্রে ফিলিপাইনি এবং মাল্লু(ক্যারালা) এর মানুষের সাথে সু-সম্পর্ক তৈরি করুন।
বড় চাকুরী/বাবসা মাল্লুদের নিয়ন্ত্রণে আর মিড লে. জব ফিলিপিনোদের।

Address

1906, Latifa Towers
Dubai
00000

Opening Hours

Saturday 19:00 - 01:00
Sunday 10:00 - 01:00

Telephone

+971566372812

Alerts

Be the first to know and let us send you an email when Bns Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bns Jabed:

Videos

Share