![Used Product Business Idea in Dubai.দুবাইতে পুরাতন পণ্য কেনা-বেচার আইডিয়া।দুবাইতে লক্ষ লক্ষ শিক্ষিত/অল্প শিক্ষিত ভাইয়েরা...](https://img5.travelagents10.com/033/397/293511880333970.jpg)
17/11/2023
Used Product Business Idea in Dubai.
দুবাইতে পুরাতন পণ্য কেনা-বেচার আইডিয়া।
দুবাইতে লক্ষ লক্ষ শিক্ষিত/অল্প শিক্ষিত ভাইয়েরা বেকার আছেন আপনাদের সাথে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি যা আপনার আর্ন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এই কাজটিতে সবার আগে এগিয়ে আছে পাকিস্তানি তারপর ইম্ডিয়ানরা।
দুবাইতে দুটো Camera কিনেছিলাম Sony a6000 900AEDতে কিনে বিক্রি করেছিলাম 1350AED তে
Sony A7iii 4000 AED তে আর বিক্রি করেছিলাম 6500 AED
দুটো প্রেডাক্টে প্রফিট করেছি যথাক্রমে... 450/১৪,৫০০ টাকা এবং 2500/৮০,০০০ টাকা
দুটো কামেরা কিনতে আমাকে সময় দিতে হয়েছে কিন্তু বিক্রি করতে সময় লেগেছে এভারেজ ১৫ দিন।
Used Product কিনার এবং বিক্রির জন্য দুবাইয়ের Facebook Marketplace & Dubizzzle খোজ করি এবং দাম রিসার্চ করি।
কিনার পূর্বে দুবাইয়ের লোকাল মেগাস্টোরগুলোতে দাম যাচাই করি যে এটা মার্কেটে নতুন কতোটাকা।
পুরাতন কিছু কিনার পূর্বে নতুন এবং পুরাতন হিসেবে পণ্যটির বর্তমান বাজার দর বুঝতে হবে।
কোনভাবেই রিপেয়ার করা বা ত্রুটিপূর্ণ প্রোডাক্ট কিনা যাবে না।
(কোন সেলারের কাছ থেকে কিছু কিনে প্রফিট করতে পারবেন না, অব্যই ব্যক্তিগত ব্যবহত কিনতে হবে)
আপনি যেই প্রোডাক্ট কেনা-বেচা করতে চান সেটা সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে। কেনার ক্ষেত্রে এমন ভাব নিতে হবে যে আপনি কিছুই বুঝেন না আবার বিক্রির সময় হতে হবে একজন দক্ষ সেলার।
*** পুরাতন কিছু কোন ব্যক্তির কাছ থেকে কেনার পূর্বে আইনি জটিলতা এড়াতে অবশ্যই প্রমাণ হিসেবে Emirates ID সহ সম্ভব হলে আরো ডকুমেন্টস রাখবেন।
একটি প্রোডাক্ট সেল করতে বেশি সময় নেওয়া যাবেনা কেননা Electronics Product এর দাম খুব দ্রুত ফল করে।
আপনার প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে পুরাতন প্রোডাক্ট সেলের ডিসক্রিপশন লিখে পোস্ট করুন।
ক্লাইন্টদের সাথে সুন্দরভাবে রিপ্লি দিন। অধৈর্য হওয়া যাবেনা। কথায় আছে কিনতে লাব করলে বেচতে অবশ্যই লাভ করা যায়।
ধন্যবাদ।