22/01/2024
ট্রান্সজেন্ডার!!!
أَسْتَغْفِرُالله,أَسْتَغْفِرُالله,أَسْتَغْفِرُالله ||
ট্রান্সজেন্ডার মানে হলো- পুরুষ থেকে নারী হয়ে ওঠা। কিংবা কোনো পুরুষ নিজেকে অপারেশনের মাধ্যমে নারী হিসেবে দাবি করা।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
‘আমি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’ [সুরা : ত্বিন, আয়াত : ৪] আল্লাহর সৃষ্টি সব মানুষই সুন্দর।
কিন্তু যে নারী নিজের মধ্যে পুরুষত্ব অনুভব করে কিংবা যে পুরুষ নিজের মধ্যে নারীত্ব অনুভব করে সে কতটা সুস্থ মস্তিষ্কের??
মহান আল্লাহ মানুষকে যে স্বাভাবিক দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সেটাই তার জন্য উত্কৃষ্ট নিয়ামত। ইসলামী বিধি-বিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন-পরিবর্ধনের অধিকার কারো নেই।
আর কতটা বিকৃত রুচির মানুষ এমন সব কর্মকাণ্ডেলোকে সমর্থন করছে!!! তাদের কাছে প্রশ্ন আপনি কি আপনার সন্তান, মা, বোন, ভাইকে ট্রান্সজেন্ডারে পরিনতি করতে চাইবেন?
ট্রান্সজেন্ডার যেহেতু মানসিক রোগ থেকে হয়, তাই তাদের লিঙ্গে অস্ত্রোপচার না করে তাদের মানসিক চিকিৎসায় জোর দেওয়া উচিত, তাদের সমস্যাগুলো যদি হরমোনগত সমস্যা থেকে হয়, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। আল্লাহর সৃষ্টি বিকৃতির অধিকার কারো নেই।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, নবী কারিম (সা.) ওইসব পুরুষকে অভিশাপ করেছেন, যারা নারীর বেশ ধারণ করে। আর ওই সব নারীকেও অভিশাপ করেছেন, যারা পুরুষের বেশ ধারণ করে। –সহিহ বোখারি : ৫৮৮৫
আমার মুসলিম আর আমরা কখনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডেলে সমর্থন করবো না। এসব অসুস্থ মস্তিষ্কের মানুষ গুলো আমাদের আগামী প্রজন্মকে যেন পথভ্রষ্ট করতে না পারে এটা খেয়াল রাখা আমাদের দায়িত্ব।
মহান আল্লাহ সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন🤲