![সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। 🇧🇩🇦🇪এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউট সাইডের কোনো ভিসা চালু হয়নি। এবং ইনসাইড নরমাল প্...](https://img3.travelagents10.com/651/806/122134841726518066.jpg)
22/01/2025
সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট। 🇧🇩🇦🇪
এখনো পর্যন্ত বাংলাদেশিদের জন্য আউট সাইডের কোনো ভিসা চালু হয়নি। এবং ইনসাইড নরমাল প্রোফেশনের ট্রান্সফার ভিসাও চালু হয়নি।
হাইপ্রফেশনের ট্রান্সফার ভিসা চালু আছে, তবে যাদের অনার্স বা ডিগ্রির সার্টিফিকেট আছে তাদের জন্য।
বর্তমানে দেখা যাচ্ছে অনেকে কিছু ভিসার ছবি দিয়ে প্রচার করছেন যে আরব আমিরাতের ভিসা চালু হয়েছে। কিন্তু এগুলো সব হচ্ছে ফ্রী জোনের ভিসা।
তাই কেউ গুজবে কান দিয়ে কারো সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
যখন ভিসা চালু হবে গ্রুপে পোস্টের মাধ্যমে জানানো হবে।
ধন্যবাদ সবাইকে।