Golap Travel & Tourism Agency

Golap Travel & Tourism Agency travel and turisium services agency

মিশর গ্রুপ ট্যুর প্যাকেজ - মাত্র ১২৫০ দিরহাম !প্যাকেজ  বিস্তারিত - ভ্রমনের তারিখ - ৫ মার্চ ২০২৪  প্যাকেজ সময় - ৩ রাত/৪দ...
16/02/2024

মিশর গ্রুপ ট্যুর প্যাকেজ - মাত্র ১২৫০ দিরহাম !

প্যাকেজ বিস্তারিত -
ভ্রমনের তারিখ - ৫ মার্চ ২০২৪
প্যাকেজ সময় - ৩ রাত/৪দিন
প্যাকেজ মূল্য - ১২৫০ দিরহাম
বুকিংয়ের শেষ সময় - ২৫ ফেব্রুয়ারী ২০২৪

প্যাকেজে যা যা পাবেন
# দুবাই থেকে আবুধাবী এয়ারপোর্টে যাওয়া-আসা গাড়ি
# আবুধাবী থেকে কায়রো-তে উইজ এয়ারে যাওয়া-আসা্র ফ্লাইট টিকেট (শুধু হাত ব্যাগ পাবেন ৭ কেজি)
# কায়রো-তে এয়ারপোর্ট ট্রান্সফার
# কায়রো-তে ৪ স্টার হোটেলে ৩ রাত থাকা
# প্রতিদিন হোটেলে নাস্তা ।

প্যাকেজের বাইরের খরচ
# দুপুর ও রাতের খানা
# কায়রো এয়ারপোর্টে ভিসা ফি ২৫ ডলার
# ব্যক্তিগত ও অন্যান্য যা উপরে উল্লেখ করা হয়নি

প্রয়োজনীয় ডকুমেন্টস
- অরিজিনাল পাসপোর্ট ৭ মাস মেয়াদ থাকতে হবে।
- এমিরাত আইডি ও ভিসা স্কান কপি ৬ মাস মেয়াদ থাকতে হবে।

আব্দুল মোমেন
দুবাই , আজমান ও শারজাহ
Mobile/Whatsapp: +971503602668, +971554795776 (আমাদের প্রতিনিধি থাকছে সাথে)

সংযুক্ত আরব আমিরাতের  ভিজিট ভিসার নতুন নিয়ম চালু করলো আমিরাত সরকার।যারা আমিরাতে ভিজিট ভিসায় অবস্থান করছেন তারা পরবর্তীতে...
24/12/2022

সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসার নতুন নিয়ম চালু করলো আমিরাত সরকার।
যারা আমিরাতে ভিজিট ভিসায় অবস্থান করছেন তারা পরবর্তীতে ভিসা পুনরায় রিনিউ করতে হলে অবশ্যই যেকোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে রিটার্ন টিকেট করে আমিরাত থেকে বাহরাইন, ওমান, কুয়েত আউট ইন করতে হবে স্বশরীরে।
আমরা এই সেবা দিয়ে থাকি এবং যেকোন দেশের টিকেট বুক করার জন্য আমাদের নিচের হোয়াটস নাম্বারে যোগাযোগ করুন।
+971547462743
+971545260610
+971504721377

25/09/2022
সমকাল :: ১৪ জানুয়ারি ২০২২ :: শুক্রবার,  mridha udoy
13/01/2022

সমকাল :: ১৪ জানুয়ারি ২০২২ :: শুক্রবার,

mridha udoy

05/12/2021

যারা বাংলাদেশে যাবেন তাদের জন্য নতুন নির্দেশনা -

সংযুক্ত আরব আমিরাত সহ যেকোন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কভিড মুক্ত’ সনদ নিয়ে যেতে হবে।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি বার্তা -এখন থেকে বিমানবন্দরের যে PCR test করা হয় তাহা বিমানবন্দরে ভিতর আর করা হ...
05/12/2021

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য জরুরি বার্তা -
এখন থেকে বিমানবন্দরের যে PCR test করা হয় তাহা বিমানবন্দরে ভিতর আর করা হবে না। বিমানবন্দরের বাহিরে কার পার্কিং এর উপরে এই টেস্ট করা হবে।

অর্থাৎ যারা এখন থেকে আমিরাতে আসবেন তাদের সর্বপ্রথম কাজ হবে কার পার্কিং এর ছাদে যাওয়া। আর এখানেই বাহিরের পিসিআর রিপোর্ট এটাস্ট করা, প্রবাসী কল্যাণ এর ফরম পূরণ করা ও আরটি পিনমুনা দেওয়া।

আজ ৪/১২/২১ তারিখ মধ্য রাত থেকে শুরু হবে এই কার্যক্রম।

ছুটিতে আসা যাত্রীরা আরব আমিরার ফিরতে হলে।বাংলাদেশ থেকে যারা দুবাই ও আবুধাবীসহ অন্যান্য আমিরাতে ফিরে যেতে চান।> দুবাই'র জ...
08/10/2021

ছুটিতে আসা যাত্রীরা আরব আমিরার ফিরতে হলে।

বাংলাদেশ থেকে যারা দুবাই ও আবুধাবীসহ অন্যান্য আমিরাতে ফিরে যেতে চান।

> দুবাই'র জন্য লিংকঃ https://smart.gdrfad.gov.ae/Smart_OTCServicesPortal/ReturnPermitServiceForm.aspx
> আবুধাবীসহ অন্যান্য আমিরাতের জন্য লিংকঃ
https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html #/registerArrivals

আমাদের কাছে যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে- বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো।বিদেশ থেকে অনুমতি ছাড়া  আপনি ৮ ট...
06/10/2021

আমাদের কাছে যে প্রশ্ন বেশি আসে, তার মধ্যে একটি হচ্ছে- বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো।

বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা আপনার নিজের ব্যবহার করা, যাই হোক এই ৮টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

বাকি ৩-৮টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯শতাংশ। যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করা হবে। বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে ডিএম এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।

©️Bangla_Aviation

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী দেশটিতে প্রবেশ করতে হলে ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে কর...
06/10/2021

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য

সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী দেশটিতে প্রবেশ করতে হলে ফ্লাইটের ৪৮ ঘন্টা আগে করোনা পরীক্ষা করতে হয়। এরপর ফ্লাইটের দিন বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হয়। তবে কোন ভাবেই চালাকি করে ৬ ঘন্টার আগে পরীক্ষা করলেও কোন কাজে আসবে না। তাই ফ্লাইট শিডিউল অনুযায়ী পরীক্ষা করবেন। আপনার ফ্লাইটের তথ্য ল্যাব ও প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মীদের অবহিত করুন।

পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলে আরব আমিরাতের ফ্লাইটে যাওয়া যাবে। যারা আরব আমিরাতে ট্রানজিট হয়ে অন্য দেশে যাবেন তাদের ঢাকায় বিমানবন্দরের করোনা টেস্ট করার প্রয়োজন নেই। অন্য দেশের যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হয় না।

আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৭/৮ ঘন্টা আগে বিমানবন্দরে আসতে হবে। বিমানবন্দরে প্রবেশ করবেন বহিগমণ টার্মিনালের ১ নম্বর গেট দিয়ে। কেউ যদি সময়মত বিমানবন্দরে না আসেন তাহলে ফ্লাইট মিস করবেন। যারা বৈধ প্রবাসী কর্মী তাদের করোনা পরীক্ষার ফি সরকার পরিশোধ করবে। যারা প্রবাসী কর্মী নন, তাদের ১৬০০ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এজন্য নিচের এই ফরমটি প্রিন্ট করে পুরণ করে নিয়ে আসলে আপনার সময় বাঁঁচবে। যেহেতু দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করতে হবে তাই সাথে খাবার পানি ও শুকনো খাবার রাখতে পারেন।

করোনার ভাইরাসের মহামারির কারণে ১২ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলো সংযুক্ত আরব আমিরাত। এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিলো, তারা এয়ারলাইন্সের মাধ্যমে আগের টিকিট রি- ইস্যু করে নিতে পারবেন। নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। কোন কোন ট্রাভেল/টিকিটিং এজেন্সি নিজেদের টিকিট বিক্রি করতে যাত্রীদের মিথ্যা তথ্য দিয়ে নতুন টিকিট কিনতে বাধ্য করছে। এমন ট্রাভেল এজেন্সির বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিন।

©️বাংলা_এভিয়েশন

30/09/2021

প্রিয় আমিরাত প্রবাসী ভাই এবং বোনেরা,
আপনাদের জন্য কিছু নির্দেশনা,

যাদের ফ্লাইট - আগামী, ৩০/০১/০২/০৩ তারিখে তারা সংশ্লিষ্ট ট্রাবেল এজেন্সিকে দিয়ে টিকেট চেক করে নিবেন।
টিকেট কনফার্ম থাকলে,
👉এপ্রুভালের এক কপি প্রিন্ট করে সাথে রাখবেন।
👉 ফ্লাইটের ৪৮ ঘন্টার মধ্যে PCR টেষ্ট করবেন।
👉ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে যাবেন এবং RT PCR test এর জন্য সেম্পল দিবেন।
RT PCR test এর খরচ বাবদ ১৬০০- ৩০০০ টাকা সাথে নিয়ে এয়ারপোর্ট যাবেন।

সেম্পল দেয়ার ২ঃ৩০ মিনিটের মধ্যে মোবাইলে টেষ্টের রিপোর্টের মেসেজ আসবে,
মেসেজ নিয়ে ল্যবে গেলে তারা রিপোর্ট প্রিন্ট করে দিবে।
রিপোর্ট পেয়ে গেলে বোর্ডিয়ের জন্য লাইনে দাড়াবেন।

যাদের টিকেটের ক্যন্সেল হয়ে গেছে আপনারা যেই ট্রাভেলস থেকে টিকেট নিয়েছেন তাদের সাথে অথবা যেই এয়ারলাইন্সের টিকেট নিয়েছেন সেই এয়ারলাইন্সের অফিসে পাসপোর্ট এবং টিকেট কপি নিয়ে যাবেন। উনারা ডেট চেঞ্জ করে দিবে।
ডেট চেঞ্জের জন্য Difference of Fare আপনাদের দিতে হবে।

Golap Travel And Tourism Agency LLC.
Sonapur, Dubai.

শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। তিনি কাস্টমস জ...
27/09/2021

শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। তিনি কাস্টমস জোনে এসে ঘোষণা দেন তার সাথে ২টি সোনার বার আছে। তিনি শুল্ক পরিশোধ করে কাস্টম জোন থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় তার আচরণে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। তাকে প্রশ্ন করা হয় আর সোনা আছে কী না। আনোয়ার অস্বীকার করেন।

এরপর আনোয়ার যখনই আর্চ ওয়ের ভেতর দিয়ে যাচ্ছে তখন মেশিন টুট টুট টুট করে শব্দ করছে। তার হাতে কোন ঘড়ি, আংটি নেই, বেল্টও খোলা হতো। তাহলে শব্দ করে কেন ?

জিঙ্গাসাবাদে আনেয়ার শিকার করলে তার মলদ্বারে (পায়খানার রাস্তায়) আরও সোনা আছে। নিশ্চিত হতে তাকে একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করা হয়। এক্স-রে করে নিশ্চিত হওয়া যায় রেকটমে সোনা রয়েছে। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার হলো ১০১০ গ্রাম পেস্ট সোনা । তল্লাশি করে পাওয়া গেলো আরও দুটি সোনার বার, স্বর্ণালংকার ১১০ গ্রাম।

সোনার অলংকার নিয়ে সমস্যা না থাকলেও আনোয়ার সোনার বার এনেছেন বেশি। ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী ২৩৪ গ্রাম পর্যন্ত সোনা বার আনতে পারবেন এবং তার শুল্ক দিতে হবে। আনোয়ার বার এনেছেন ৪ টি, যার ওজন ৪৬৪ গ্রাম।

শুক্রবার রাতে দুবাই থেকে ঢাকায় আসে আনোয়ার, তার আর বাড়ি যাওয়া হলো না, যেতে হবে কারাগার। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সোনা চোরাচালানের মামলা করা হয়েছে।

বাংলা এভিয়েশনকে আপনি হয়ত প্রশ্ন করবেন, তাহলে বিদেশ থেকে কি সোনা আনা যাবে না ?

যদি আপনি সোনার ব্যবসা করতে চান, তাহলে আপনি আমদানীর অনুমিত নিয়ে বেশি পরিমানে সোনা দেশে আনতে পারবেন।

আর আপনি নিজে বা পরিবারের ব্যবহারের জন্য সোনা আনতে চান, সেই সুবিধাও দেওয়া আছে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলসে।

স্বর্ণালংকার ১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। তবে একই ধরণের অলংকার ১২ টির বেশি হওয়া যাবে না। এরবেশি প্রয়োজন হলে তাও আনতে পারবেন। তবে অতিরিক্ত প্রতি গ্রামের জন্য শুল্ক পরিশোধ করতে হবে।

কোন ভাবে যদি কাস্টম বুঝতে পারে আপনি ব্যবসা করার জন্য আনছেন তাহলে সোনা আটক করবে। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। আটক রশিদ (detention memo) বুঝে নিবেন।

সোনার বারও নিজের ব্যবহারের জন্য আনা যাবে। তবে বার ১ গ্রাম আনলেও শুল্ক দিতে হবে। মোট ২৩৪ গ্রাম পর্যন্ত বার আনতে পারবেন। সাধারণত দুটি বারের ওজন ২৩৪ গ্রাম পর্যন্ত হয়। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। বারের ক্ষেত্রেও চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

আগামীকাল রবিবার   দুবাই হতে আবুধাবী প্রবেশের সময় ভ্রমনকারীদের আর PCR  নেগেটিভ রিপোর্ট দেখাতে হবেনা। এ ঘোষনার মধ্য দিয়ে আ...
18/09/2021

আগামীকাল রবিবার দুবাই হতে আবুধাবী প্রবেশের সময় ভ্রমনকারীদের আর PCR নেগেটিভ রিপোর্ট দেখাতে হবেনা। এ ঘোষনার মধ্য দিয়ে আমিরাতের অন্য শহর থেকে আবুধাবী প্রবেশের ক্ষেত্রে আর কোন বাধা নেই।
সবার ভ্রমন শুভ হোক, ধন্যবাদ সবাইকে।

বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি👉 আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা...
17/09/2021

বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি

👉 আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা, ক্যামেরাসহ অন্যান্য দামী জিনিসপত্র আপনার হাতে ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন। কখনই লাগেজ নিয়ে বুকিংয়ে দিবেন না। এতে করে আপনার দামি জিনিসিপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে। কোন কারণে আপনার লাগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে।

👉 বোডিং করার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন। এই ট্যাগই আপনার লাগেজের প্রমাণপত্র, ট্যাগ হারিয়ে ফেললে আপনি লাগেজ নিয়ে কোন অভিযোগ দিতে পারবেন না। তাই ট্যাগ না নিয়ে কোন লাগেজ বুকিং করবেন না।

👉 বিশ্বের যে বিমানবন্দরেই হোক, যে এয়ারলাইন্সই হোক, আপনার লাগজে ক্ষতিগ্রস্থ হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ ছিড়ে গেলে, চাকা ভেঙ্গে ফেললে আপনি অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন।

👉 বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন, লাগেজ টি আপনার নিজের কি না। কারণ একই রকম দেখতে অন্যের লাগেজ ভুলে নিয়ে নিতে পারেন। এতে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি যার লাগেজ নিয়ে আসবেন, তিনিও ভোগান্তিতে পড়বেন।

👉 কোন কারণে আপনার লাগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লাগেজ খুঁজে ফেরত দিতে বাধ্য। যদি কোন কারণে লাগেজ একেবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দিন, তাদের ফোন নাম্বার নিয়ে আসুন। লাগেজের ট্যাগ,বোডিং কার্ড সংরক্ষণ করুন।
👉 ভ্রমণের সময় বুকিং করার আগে আপনার লাগেজ, ব্যাগের ছবি তুলে রাখুন। এমন কি ভেতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ হারালে খুজে পেতে সহায়তা করবে।

👉 বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

ক্রেডিটঃ Bangla Aviation

৭ টি বেসরকারি ল্যাব প্রতিষ্ঠানকে বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেয়া হয়েছে। ল্যাব গুলোর নাম নিচে দেয়া হয়েছে।
15/09/2021

৭ টি বেসরকারি ল্যাব প্রতিষ্ঠানকে বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদন দেয়া হয়েছে। ল্যাব গুলোর নাম নিচে দেয়া হয়েছে।

 #সতর্কতামূলক_পোস্ট সাবধান কানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়...
14/09/2021

#সতর্কতামূলক_পোস্ট সাবধান

কানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত পেমেন্ট পৌঁছানোর পরে।।
এরকম রংচং মাখা বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে, আমার পরিচিত এক ভাই এই ফাঁদে পা দিয়ে তার সর্বশেষ খুয়িয়েছেন।। তার করুন কাহিনী হুবহু তুলে ধরা, যদি কারো কোনও উপকার এ আসে।।

সে এমনই কোনও এক বিজ্ঞাপন দেখে ঢাকায় অভিজাতো এলাকায় একটা অফিসে গিয়েছিলেন, সেখানে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চায়। এবং তারা বলে যে, আমরা গ্রান্টি দিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবো, ২ বছর এর জন্যে জব ভিসা, মাসিক ২০০০-২৫০০ ডলার বেতন, ৫ বছর পরে নাগরিকত্ত পেতে আমরাই সাহায্য করবো।। এমনকি ভিসার আগে ও পরে কোনও অর্থ প্রদান করতে হবে না, সমস্ত খরচ আপনি বিদেশ পৌঁছানর পরে আপনি যখন বিদেশ থেকে আপনার পরিবার কে ফোন দিয়ে বলবেন যে আপনি ভালোভাবে পৌঁছে গেছেন, তার পর আপনার পরিবার আমাদের টাকা দিবে।। আমাদের আমেরিকা কানাডা তে সরাসরি প্রতিনিধি আছে, তারাই সরসরি আমেরিকা কানাডা থেকে আপনার নামে ভিসা ইসু করে পাঠাবে, তাই এখানে এম্বাসি ফেস করার কোনও ঝামেলা নেই।।

এক সঙ্গে এতো অফার পেয়ে বেচারা কনফিউস হয়ে গেলো !! সে নিজেকে প্রশ্ন করতে লাগলো বিদেশ যাওয়া এতো সোজা ?? নিজে নিজে উত্তর ও খুজে নিলো, আরে কি আর, এক বার চেষ্টা করে দেখি, আমার তো ২৫ পয়সাও আগে দিতে হবে না, সমস্ত খরচ যেখানে আমেরিকা/কানাডা পৌঁছানর পরে, সেখানে আমার আবার টেনশন কি !! যেই কথা সেই কাজ, বাড়িতে গিয়ে বাবা-মা এর সাথে আলোচনা করলো।। যেখানে সমস্ত খরচ পৌঁছানর পরে সেহেতু বাবা-মা আর দ্বিধা না করে রাজী হয়ে গেলো, শুরু হয়ে গেলো সুদের টাকা গুছানো ও অবশিষ্ট জমিজমা বিক্রি করার প্রস্তুতি।। ১৮-২০ দিনের মাথায় টাকা গুছানোর প্রস্তুতি শেষ করে পাসপোর্ট নিয়ে আবার অফিসে গিয়ে নিজের নামটা বুকিং দিয়ে আশা, বুকিং এর সময় অরিজিনাল পাসপোর্ট সহ ২ কপি ফটো ও ন্যাশনাল আইডি এর ফটোকপি রাখলো সঙ্গে মোবাইল নাম্বার।।

৭ দিন পরে, তাকে ফোন করে অফিসে ডাকা হলও।। যথারীতি, অফিসে যাবার পরে দেখলও সেখানে তার মতো আরও ১১ জন অপেক্ষা করছে কানাডা বা আমেরিকা যেতে চায়।। এর পরে অফিস থেকে তাদের বলা হলও, টোটাল ১২ জন এর একটা গ্রুপ এদের প্রত্যেকের (৯ জন কানাডা, ৩ জন আমেরিকা) ভিসা রেডি, এনাদের ফ্লাইট আগামী ৪ দিন পরে।। ফ্লাইট ভারতের নিউ দিল্লী থেকে সরাসরি, তাই প্রত্যেকের পাসপোর্ট এ ইন্ডিয়ান ভিসা লাগানো আছে, ২ দিন এর ভীতর ১২ জন এর গ্রুপ বাংলাদেশ থেকে নিউ দিল্লী এর উদ্দেশে রওনা দিতে হবে, সঙ্গে তাদের প্রতিনিধি থাকবে।। তাদের প্রত্যেকের ভিসা অনলাইন এ ইসু হয়ে গেছে, অনলাইন ভিসা কপি ও বিমান টিকিট নিউ দিল্লী থেকেই উনাদের প্রতিনিধি প্রত্যেক ক্যান্ডিডেট এর হাতে দিয়ে দেবে।।

এই ১২ জন এর ভীতর ২/১ জন এর মনে প্রশ্ন তৈরি হয়েছিলো যে, পাসপোর্ট এর স্টাম্প ছাড়া কি আসলেই তারা কানাডা যেতে পারবে তো, আবার নির্ভয়ে ২/১ জন এই প্রশ্ন করেও ফেলে, কিন্তু তারা রিতিমত ধমক খেয়ে যায়।। আরে মিয়া, আপ্নারা কি আমাদের থেকে বেশি বোঝেন, আমরা ২৫ বছর ধরে এই লাইন এ, আমাদের অভিজ্ঞতা আছে, আপনাদের আগে আমাদের যে সব ক্যান্ডিডেট বিদেশ গেছে, এই নেন ফোন নাম্বার, এদের সাথে কথা বলেন।।

আপনাদের কি টেনশন ?? আপনার কি ২৫ পয়সা পেমেন্ট করেছেন??? আপনাদের পিছনে আমাদের কত করে ইনভেস্ট করতে হয়েছে জানেন?? একটা কানাডা এর ভিসা রেডি করতে কতো টাকা লাগে জানেন?? এর পরে প্লেন এর টিকিট নেটে সার্চ দিয়ে দেখেন কত খরচ ।। কথাগুলি (ঝারি) শোনার পরে সবাই চুপ হয়ে গেলো ও নির্ধারিত তারিখ সবাই নিউ দিল্লী এর উরদ্দেশে রওনা দিলো।।

ঢাকা থেকে ট্রেনে কোলকাতা, এর পর কোলকাতা থেকে নিউ দিল্লী ট্রেনে সবমিলিয়ে ২/৩ দিন পরে তারা নিউ দিল্লী পৌঁছালো !! নিউ দিল্লী স্টেশন থেকে প্রায় ৩/৪ ঘন্টা প্রাইভেটকারে করে কোথায় নিয়ে গিয়ে রাতে এই ১২ জন এর গ্রুপ কে রাখা হলো কেউ সঠিক বলতে পারলো না।।
((একটা নিরিবিলি এপার্টমেন্ট, আশেপাশে ফাঁকা সর্বশান্ত পরিবেশ))

প্রত্যেকে ২/৩ ঘন্টা করে পিটালো আলাদা ভাবে, এবং সারারাত রাতে কোনও ফাঁকা রুমে আটকিয়ে রাখলো (খাবার পানি ছাড়াই সারারাত)।। পরেরদিন সকাল এ এক একজন করে অন্য ফাঁকা রুমে নিয়ে গেলো এবং মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাদ্ধ করলো যে " মা/বাবা আমার আজ রাতে কানাডা এর ফ্লাইট আমার জন্যে দোয়া করবে সবাই" !!

প্রত্যেকে আলাদাভাবে তাদের পরিবার এর সাথে একই কথা বলালো এবং এর পরে ২ দিন তাদের একসাথে সেই বদ্ধ ঘরে আটকিয়ে রাখলো (দিনে ১ বার খাবার সহ)।।

২ দিন পরে একই স্টাইল এ মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাধ্য করলো যে " মা/বাবা আমি ভালো ভাবে কানাডা পৌঁছে গেছি, কোথাও কোনও সমস্যা হয়নি, এমন কি আগামিকাল থেকে আমি কাজে জয়েন্ট করবো, তোমরা এনাদের প্রাপ্প টাকা দিয়ে দাও "!!

নিরিহ বাবা মা দ্বিধা না করে সবাই সবার চুক্তি সরূপ টাকা দিয়ে দিলো !!! টাকা হাতে পাবার গ্রিন সিগ্নাল পাবার পরে, প্রত্যেক কে একই স্টাইল এ নিউ দিল্লী স্টেশন এ পৌঁছে দেয় কোনও এক রাতের বেলায়, সঙ্গে কোলকাতা ফেরার ট্রেন এর টিকিট সহ।

আমাদের অনেক পরিচিত আত্মীয়সজন যাতে এইরূপ প্রতারণার না পড়ে তাই পোস্ট করা.

আরব আমিরাতে করোনা টেস্ট মুল্য এখন মাত্র ৫০ দিরহাম।
31/08/2021

আরব আমিরাতে করোনা টেস্ট মুল্য এখন মাত্র ৫০ দিরহাম।

বাংলাদেশের ট্রাভেল ব্যান তুলে নেওয়া হয়েছে। আজ থেকে ভিজিট ও ওয়ার্ক পার্মিট নিয়ে দুবাই  আসতে পারবেন। Rapid PCR Test না  হল...
31/08/2021

বাংলাদেশের ট্রাভেল ব্যান তুলে নেওয়া হয়েছে। আজ থেকে ভিজিট ও ওয়ার্ক পার্মিট নিয়ে দুবাই আসতে পারবেন।

Rapid PCR Test না হলে আসতে পারবেন না বাংলাদেশ থেকে।

Press Release on bilateral meeting between Undersecretary of Ministry of Human Resources and Emiratisation  of UAE and B...
22/08/2021

Press Release on bilateral meeting between Undersecretary of Ministry of Human Resources and Emiratisation of UAE and Bangladesh Ambassador to UAE

Alhumdurillah, 31JULY 2021 The Grand opening of our Golap Travel and Tourism Agency LLC. Everyone pray for our new journ...
28/07/2021

Alhumdurillah, 31JULY 2021 The Grand opening of our Golap Travel and Tourism Agency LLC. Everyone pray for our new journey. And stay with Us.✈✈✈✈✈

H.H Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum
17/03/2021

H.H Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum

14/03/2021

Address

Dubai

Telephone

+971508081924

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golap Travel & Tourism Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golap Travel & Tourism Agency:

Videos

Share


Other Dubai travel agencies

Show All