Al Noor Typing & Documents Clearing

Al Noor Typing & Documents Clearing Working with efficiency and integrity is our main goal

31/10/2024

ইউ এ ই সাধারণ ক্ষমা সময় আরো ২ মাস বাড়িয়ে ৩১শে ডিসেম্বর পযন্ত করা হয়েছে।

31/10/2024

সাধারণ ক্ষমা বা টাইম আরো ২ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

সাধারণ ক্ষমা বা    সময় বাড়িতে ৩১ ডিসেম্বর ২০২৪ পযন্ত করা হয়েছে।
31/10/2024

সাধারণ ক্ষমা বা সময় বাড়িতে ৩১ ডিসেম্বর ২০২৪ পযন্ত করা হয়েছে।

04/10/2024

✈️😊 বিমান কল সেন্টার, 13636

কি কি সেবা আপনি এই কল সেন্টার থেকে পাবেন, বিস্তারিত জেনে নিন:

কল করুন 13636
এরপরে:

> বাংলার জন্য '১' চাপুন,
> for English press '2'

(বাংলা)
> রিজার্ভেশন ও টিকেটিং সংক্রান্ত তথ্যের জন্য '১' চাপুন,
> ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে রিজার্ভেশন ও টিকেটিং সংক্রান্ত তথ্যের জন্য '২' চাপুন,
> বিমান লয়েলটি ক্লাব সার্ভিস সংক্রান্ত তথ্যের জন্য '৩' চাপুন,
> টিকেট রিফান্ড সংক্রান্ত তথ্যের জন্য '৪' চাপুন,
> ব্যাগেজ হারানো ও প্রাপ্তি সংক্রান্ত তথ্যের জন্য '৫' চাপুন,
> কার্গো সম্পর্কিত সেবার তথ্যের জন্য '৬' চাপুন,
> কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য '০' চাপুন,
> পুর্বের ম্যানুটি পুনরায় শুনতে '*' চাপুন।

(English)
> For reservation and Ticketing press '1',
> for information on reservation and Ticketing through website or app press '2',
> for Biman loyalty club services press '3' ,
> for ticket refund press '4', >for baggage lost and found information press '5',
> for Cargo related services press '6',
> to talk to customer service executive press '0',
> to listen to the menu again press '*'.

‌‌🇧🇩✈️দেশের বাহির থেকে কল করুন:
+8809610913636

02/09/2024

/2024

01/09/2024










Copy post

আমিরাত প্রবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ ট্রাভেল পারমিট প্রদান সংক্রান্ত নিয়মাবলি
29/08/2024

আমিরাত প্রবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ
ট্রাভেল পারমিট প্রদান সংক্রান্ত নিয়মাবলি

27/08/2024

25.08.2024
নতুন বাংলাদেশের রাষ্ট্র প্রধান।
কি অসাধারণ বক্তব্য বলে বোঝানো যাবেনা।
নে দেখে এতো গোছানো বক্তব্য কিভাবে দিতে পারে।
#ড.ইউনুস

27/08/2024

নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরে দুর্গতদের করুণ অবস্থা

19/08/2024

স্বাধীন বাংলাদেশ ২০২৪।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার  #প্রধান_উপদেষ্টা  #২৬টি মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনুস১. মন্ত্রিপরিষদ বি...
09/08/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

#প্রধান_উপদেষ্টা #২৬টি মন্ত্রণালয়

ড. মুহাম্মদ ইউনুস

১. মন্ত্রিপরিষদ বিভাগ;
২. প্রতিরক্ষা মন্ত্রণালয়;

৩. সশস্ত্র বাহিনী বিভাগ;
৪. শিক্ষা মন্ত্রণালয়;

৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়;

৬. খাদ্য মন্ত্রণালয়;
৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়;

৮. ভূমি মন্ত্রণালয়;
৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়;

১০. কৃষি মন্ত্রণালয়;
১১, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়;

১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

১৫ . নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬, পানি সম্পদ মন্ত্রণালয়;

১৭ . মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়;

১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;

২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;

২১. বাণিজ্য মন্ত্রণালয়

২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

#উপদেষ্টা১৩টি_মন্ত্রণালয়

১.

জনাব সালেহ উদ্দিন আহমেদ

অর্থ মন্ত্রণালয়; ২. পরিকল্পনা মন্ত্রণালয়

২.

ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৩.

জনাব আদিলুর রহমান খান

শিল্প মন্ত্রণালয়

8.

জনাব হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৫.

জনাব মোঃ তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়

৬.

সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

۹.

মিজ শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ মন্ত্রণালয়

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম

৮.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাখাওয়াত হোসেন

৯.

ড. আ. ফ. ম. খালিদ হোসেন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০. মিজ ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

১১. মিজু নুরজাহান বেগম
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১২.

জনাব মোঃ নাহিদ ইসলাম
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

১৩.

জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

09/08/2024

আলোচনায় রাজনৈতিক দলগুলোকে রাখায় পুলিশ কমিশনারকে ধুলায় করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

আমি ৫২ এর আন্দোলন দেখিনি,৭১ এর যুদ্ধ দেখিনি,আমি দেখেছি ২০২৪ এর বিজয়।✌️✌️✌️✌️ ্বাধীন_দেশ #৩৬শে_জুলাই৫ আগষ্ট ২০২৪বিজয় দিবস
05/08/2024

আমি ৫২ এর আন্দোলন দেখিনি,৭১ এর যুদ্ধ দেখিনি,আমি দেখেছি ২০২৪ এর বিজয়।

✌️✌️✌️✌️

্বাধীন_দেশ
#৩৬শে_জুলাই
৫ আগষ্ট ২০২৪
বিজয় দিবস

19/07/2024

নবীন যোদ্ধা

19/07/2024

#বেশিবশি #ট্যাগ ব্যাবহার করুন।





#কোটা_সংস্কারচাই✅
#বাংলাদেশ_কোটাআন্দোলন ✅
#কোটাআন্দোলন২০২৪✅


✅ ✅


✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅ ✅

18/07/2024

ঢাকা ইউনিভার্সিটি চারপাশে ধোঁয়া আর ধোঁয়া ছাড়া কিছুই দেখা যায় না.....

16/07/2024

#কোটা
#সংস্কার
#ছাত্র
#সমাজ
#2024
#আন্দোলন

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য ! কেন করবেন❓রিবা (ছদ্ম নাম) । বয়স সাত । ওয়ানে পড়ে । ধবধবে ফর্সা ।...
26/06/2024

সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য ! কেন করবেন❓

রিবা (ছদ্ম নাম) । বয়স সাত । ওয়ানে পড়ে । ধবধবে ফর্সা । মাথা ভর্তি কোকড়ানো চুল । টলটলে চোখ । মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যস । চোখের মায়া আবীর হয়ে হাতে লেগে যাবে । প্রজাপতির রঙের মতো ।

ওর মায়ের সাথে সেদিন চেম্বারে এসেছে । প্রসাবে জ্বালা পোড়া । তল পেটে ব্যথা । মায়ের ভাষ্য, ম্যাডাম, পিসাব করনের সময় খালি কান্দে আর লাফায় । পেট চেপে খিচ্চা বইসা থাকে ।

পরীক্ষা করে দেখতে চাইলে, প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না, বললেই ভালো । সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে, কী যে কন, ছোট মানুষ । মনেমনে দু-একটা গালিও যে দিবে না, বলা যায় না ।

ডাক্তারদের এ এক জীবন ! কত কী যে দেখতে হয় ! ঘুরিয়ে প্যচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে ❓

ওর বাপ আর আমি ।

আর কেউ না ❓

না ম্যাডাম । তবে পাশেই ভাসুরের বাসা ।

ও কার সাথে খেলাধুলা করে ❓

আমার ভাসুরের পোলার সাথে । বয়স এগারো বারো । সিক্সে পড়ে । সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপি । ভিডিও গেমস, ইউটিউব নাকি কি কয় এসব নিয়া থাকে । সারা বাড়িতে আর বাচ্চাকাচ্চা নাই তো । অরা অরাই খেলে । আমিও তেমন খেয়াল করি না । আহারে বাচ্চারা !

বাড়িতেই তো থাকে সারাদিন । হয় দাদির ঘর, নয় চাচির ঘর । আসলে মাইয়া আমার এই একটাই । মিছা কইয়া লাভ নাই । চাচা চাচিও আদর করে খুব । মিতুল (ছদ্ম নাম) তো বইন বলতে অজ্ঞান ।

কখনো জিজ্ঞেস করেছেন, কি খেলা খেলে ❓

না ম্যডাম । কী খেলব আর, চোর পলান্তি । পুতুল খেলা । এই সব আরকি । জিগানোর কী আছে ❓

আছে, এখন জিজ্ঞেস করেন তো ।

রিবা, মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলো তো মা ❓

বউ জামাই খেলি ।

বউ জামাই খেলা কী করে খেলো ❓

মেয়ে যা বর্ণনা দিলো, শুনে মা মুর্ছা যান আরকি ! ছোট বাচ্চার আর দোষ কি ❓ বাচ্চারা অনুকরণ প্রিয় । এটা সবাই জানে । বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চাকাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কারণ নেই । আসলেই নেই ।

ওহ, ভালো কথা । রিবা, মিতুল কাকে অনুসরণ করল❓ বাবা মাকে❓ টিভি সিনেমাকে❓ নাকি ইউটিউবকে❓ কাউকে না কাউকে তো অবশ্যই ।

রিবা, এ ধরনের খেলা তো ভালো না মা । এটা পঁচা কাজ । কথা শেষ করতে দেয়না পাকনি বুড়িটা । টাসটাস করে মুখের ওপর বলে ওঠে, বাবা-মা খেলে যে ! তাহলে বাবা-মা কি পঁচা❓

কী উত্তর দেবে রিবার মা❓ উত্তর দেয়ার কি মুখ থাকে❓ মহিলা হতবিহ্বল হয়ে পড়ে । যেনো পায়ের তলায় কোন মাটি নেই । বেচারা !

রিবার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী-স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান❓

হ ম্যাডাম । ছোট বাচ্চা । ওর বাপে কয়, কী বুঝব❓ ও ঘুমালেই তো কাদা । লোকটার খাই বেশি । বাচ্চা ঘুমালো কি ঘুমালো না । তর সয় না । আমি আগেই কইছিলাম । হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে । আহারে !

দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি, আসলে ততটা নির্বোধ ওরা না । বরং একটু বেশিই বুদ্ধি রাখে ওরা । শুধু আমরা বড়রাই এ কথাটা মানতে চাই না । আমাদের দিয়ে ওদের হিসেব করি । কিন্তু ওরা হিসেবে বাবা-মা'দের চেয়ে পাকা । যে কাজটা বাবা মা করে, সে কাজটা খারাপ কিভাবে হয়❓ কাজেই বাবা-মা, বউ-জামাই খেলা তারা খেলতেই পারে । তাদের তো দোষ দেয়া যায় না । একটু ভেবে বলুন তো, যায় কি❓

আসলে একটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্চনীয় । সবার পক্ষে হয়তো, সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না । সে ক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায় । বাবা-মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেয়া যায় । মশারির মতো । আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে । কী সেটা আমি জানিনা । আর সবার ঘরে নিশ্চয় একরকম ফর্মূলা চলবে না । নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মূলা তৈরী করুন প্রিয় অভিভাবক ।

আমরা বাচ্চাকাচ্চা নিয়ে ঘুরতে যাই । মজার মজার খাবার খাই । দামী দামী গেজেট দেই । নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরাই । কিন্তু সবচেয়ে দামী যে লেসন সেটাই দেই না । হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন । কত্ত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা । কী আজব আমরা ! কবে বুঝব এর গুরুত্ব❓ আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা❓

বাচ্চাদের কি কি করা উচিৎ আর কি কি না সেটা বলুন । ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান । ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন । গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানান । নারী-পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন । ধীরে ধীরে, সহজ করে । কাজের লোক কিংবা ক্যানভাসারের কাছে ভুল জানার চেয়ে, বাবা মার কাছে জানা ভালো নয় কি❓

প্রিয় অভিভাবকগন, সন্তানের কথা বিশ্বাস করুন । সন্তানের বন্ধু হোন । ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন । মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না । সন্তানকে সুরক্ষিত রাখাও বাবা-মার পবিত্র দায়িত্ব ।

আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি । ওদের জীবনটা আরেকটু সহজ করি ।
_______________________________
লিখেছেন - ডাঃ সাবিকুন নাহার

19/06/2024

একজন রিমির *মৃ*ত্যু কাহিনী
কি করুণ পরিস্থিতি হলে মানুষ এই পথ বেছে নে।

দেশ ও দেশের বাহিরে সবাইকে জানায় ঈদ উল আযহা মোবারক
17/06/2024

দেশ ও দেশের বাহিরে সবাইকে জানায় ঈদ উল আযহা
মোবারক

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহার, নামাজের  সময়সূচী
15/06/2024

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহার, নামাজের সময়সূচী

**আপনার কি ফেসবুক পেজ আছে কিন্তু তা বৃদ্ধি পাচ্ছে না?****আমরা সাহায্য করতে পারি!****আমরা ফেসবুক পেজ বুস্ট এবং ম্যানেজমেন...
11/06/2024

**আপনার কি ফেসবুক পেজ আছে কিন্তু তা বৃদ্ধি পাচ্ছে না?**

**আমরা সাহায্য করতে পারি!**

**আমরা ফেসবুক পেজ বুস্ট এবং ম্যানেজমেন্টে অভিজ্ঞ সম্পন্ন।

আমরা আপনাকে:**

* **আপনার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করি**
* **আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ বিষয়বস্তু তৈরি করি**
* **আপনার পেজের সাথে জড়িত থাকার জন্য আপনার দর্শকদের উৎসাহিত করি**
* **আপনার পেজের বৃদ্ধি এবং সাফল্য ট্র্যাক করি**

**আমাদের সাথে কাজ করার মাধ্যমে, আপনি আপনার ফেসবুক পেজের দৃশ্যমানতা এবং ব্যস্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারেন।**

**আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ফেসবুক পেজকে পরবর্তী স্তরে নিয়ে যেতে আমরাই সহযোগিতা করবো !**

**আমাদের সেবা:**

* **পেজ সেটআপ এবং অপ্টিমাইজেশন**
* **বিষয়বস্তু কৌশল এবং তৈরি**
* **বিজ্ঞাপন প্রচারণা**
* **বিশ্লেষণ এবং রিপোর্টিং**

**আমাদের সাথে কেন কাজ করবেন:**

* **অভিজ্ঞ এবং প্রমাণিত দল**
* **ব্যক্তিগত মনোযোগ এবং বিশেষ সেবা**
* **স্পষ্ট এবং সাশ্রয়ী মূল্যের মূল্য নির্ধারণ **
* **আপনার লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ**

**আমাদের সাথে যোগাযোগ করুন:**

★ইনবক্সে
* **056*2933163**
* **[ইমেইল:[email protected] ]**

**আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ফেসবুক পেজের সাফল্যের গল্প শুরু করুন!**

**[কল টু অ্যাকশন (CTA) বোতাম]**

**বিশেষ দ্রষ্টব্য:**

* এই একটি বিজ্ঞাপন নমুনা
* আপনার বিজ্ঞাপনে স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করুন।
* আপনার বিজ্ঞাপনে একটি শক্তিশালী CTA অন্তর্ভুক্ত করুন।
* আপনার বিজ্ঞাপনের সাথে একটি আকর্ষণীয় চিত্র বা ভিডিও ব্যবহার করুন।
* আপনার লক্ষ্য দর্শকদের জন্য আপনার বিজ্ঞাপন টার্গেট করুন।
* আপনার বিজ্ঞাপনের বাজেট এবং সময়সীমা নির্ধারণ করুন।
* আপনার বিজ্ঞাপনের পারফরম্যান্স ট্র্যাক করুন এবং প্রয়োজনে সমন্বয় করুন।

11/06/2024

লেভার ইন্সুইরেন্স কিভাবে নিজে নিজে করবেন?


























Employment Visa

status change



Agreement Agreement





















11/06/2024

কিভাবে লেভার ইন্সুইরেন্স ফাইন চেক করবেন?
জানতে পুরো ভিডিও দেখুন।




















Employment Visa

status change



Agreement Agreement





















Address

AL NOOR TYPING & DOCUMENTS CLEARING. NEAR AIR ARABIA OFFICE , AL NAKHEEL, RAK
Ras Al-Khaimah

Telephone

+971568581202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Noor Typing & Documents Clearing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Noor Typing & Documents Clearing:

Videos

Share


Other Passport & Visa Services in Ras Al-Khaimah

Show All