Al Rizq Travel Management Consultancy

Al Rizq Travel Management Consultancy ✅ Travel Agency ✅ Europe Visa Service ✅ Air Tickets ✅ UAE Visa ✅ Passport & Visa Service ✅Immigration Service ✅ Manpower Services ✅ Visa Consultancy

19/02/2025

ভিসার টাকা কিভাবে লেনদেন করবেন সিকিউরলি।
দুবাইতে যারা আছেন বা আসবেন তাদের জন্য এই পোস্ট।

দেশে যারা ভিসার জন্য টাকা দেন। তাদেরকে বলবো শুরুতে বড় অংকের জামানত দিবেন না।
লেভার ফাইল টাইপ করতে অল্প টাকা লাগে। সিকিউরিটির জন্য এই টাকাটা জমা দিবেন। ১০-১৫ হাজার টাকা এডভান্স দিবেন, যদি ভিসা চালু হয়।
এই টাকাটা সরকারি ভাবে ফাইল টাইপ করতে লাগে। এটা জমা দিবেন কারণ অনেকে এপ্রুভাল আসার পরে আর আসতে চাই না বা যোগাযোগ করে না। এতে যে ফাইল টাইপ করছে তার লস যাবে। আপনার জন্য তার লস দিতে হবে তখন। এই কারণ এটা জামানত রাখাটা তার জায়েজ আছে 😁
ফাইন এপ্রুভাল আসলে তখন লেবারের ফিস, ভিসা ইন্সুইরেন্স এগুলোর জন্য টাকা লাগে। তখন আপনারা স্টেপ বাই স্টেপ টাকা দিবেন।
শুরুতে অনেকে ৫০ হাজার ১ লক্ষ দিয়ে দেন। এটা দালালদেরকে টাকা খাইতে সুযোগ করে দেওয়ার মতো।

এই সিস্টেমটা ইউএইতে যারা আছেন তাদের জন্যও প্রযোজ্য। আসা করি বুঝতে পারছেন।

Al Rizq Travel Management Consultancy

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রান...
19/02/2025

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈

অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।

এই গাইডে আমরা বিস্তারিত জানাচ্ছি, কীভাবে ট্রানজিট মিস হলে তা মোকাবিলা করবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কী।

🔵 কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু সাধারণ কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।

🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
⿡ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।

⿢ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।

⿣ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।
🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।

⿤ আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।

⿥ নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।

⿦ এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।

⿧ ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
📌 আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।

🔴 ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।

✨ শেষ কথা
ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।
📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।
📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন।

#ট্রানজিটম্যানেজমেন্ট #ট্রানজিটমিস

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania....
17/02/2025

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e


আসসালামু আলাইকুম , দুবাই এর সব ধরনের ভিসা সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে চাইলে ইনবক্সে মেসেজ দিন এবং সঠিক পরামর্শ নি...
15/02/2025

আসসালামু আলাইকুম , দুবাই এর সব ধরনের ভিসা সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে চাইলে ইনবক্সে মেসেজ দিন এবং সঠিক পরামর্শ নিতে পারেন।
📞☎️ +971 543386927
এই নাম্বারে কল অথবা WhatsApp
করতে পারবেন।

Secure Your 2-Year Dubai Resident Visa and Reunite Your Family Today! 🌟🇦🇪Open to all nationalities, our comprehensive se...
15/02/2025

Secure Your 2-Year Dubai Resident Visa and Reunite Your Family Today! 🌟🇦🇪

Open to all nationalities, our comprehensive services include everything you need:
✅ E-Visa
✅ Medical Tests
✅ Emirates ID
✅ NOC

Plus, bring your loved ones closer with our Family Sponsor Visa Services:
👨‍👩‍👧‍👦 Wife & Kids Visa
🍼 Newborn Baby Visa
👩‍👦 Single Mother Visa

Make Dubai your family's new home with our trusted, stress-free visa solutions. 🏡❤️
💳 Flexible payment options are available with Tabby!
📞 Contact us now to start your journey!
💬 https://wa.me/+971 054 338 6927

📢 Dubai Freelance Visa & Local Visa Transfer – Limited Time Offer! 🚀✅ Dubai Freelance Visa – Now available for Nepal, Sr...
15/02/2025

📢 Dubai Freelance Visa & Local Visa Transfer – Limited Time Offer! 🚀

✅ Dubai Freelance Visa – Now available for Nepal, Sri Lanka, India and Philippines nationals! ✅ Local Visa Transfer – Special offer for Bangladeshi nationals! 💰 Visa Cost: Only 9,500 AED ⏳ Offer Valid for 1 Week Only!

🔹 Work & live legally in the UAE 🔹 No need for company sponsorship 🔹 Hassle-free process with expert assistance

📞 Contact us now! Don't miss this limited-time opportunity.

📍 Al Rizq Travel Management Consultancy
📲 Call/WhatsApp: 054 338 6927
















See less

Welcome To Al Rizq Travel Management Consultancy
06/02/2025

Welcome To Al Rizq Travel Management Consultancy

Address

Sharjah, Dubai, United Arab Emirates ( Utca A. E )
Sharjah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Rizq Travel Management Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share