Paris Vacation Express

Paris Vacation Express Worldwide Tour
Visa Information & Support Visit My Personal Page and Youtube Channel : Go With Paris

কিরগিজস্তান ওয়ার্ক পারমিট জব ভিসা। ❌❌ কিছু অসাদু ব্যবসায়ীদের জন্য কিরগিস্থানের অনেক দূর্নাম রয়েছে। আসলে বিগত সময় যে কেউ ...
26/12/2024

কিরগিজস্তান ওয়ার্ক পারমিট জব ভিসা।
❌❌ কিছু অসাদু ব্যবসায়ীদের জন্য কিরগিস্থানের অনেক দূর্নাম রয়েছে। আসলে বিগত সময় যে কেউ কম্পানি খুলে বা যে কোন কম্পানিতে ভিসা করে লোক পাঠিয়েছেন কিন্তু কাজ দিতে পারেনি। আবার অনেক জঘন্য এজেন্সি ট্যুরিস্ট ভিসাতে নিয়ে জব ভিসা পর্যন্ত দেয়নি।
এসবের কারনে কিরগিস্থান সরকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল।
✅✅ কিন্তু বর্তমান কিরগিস্থান নিয়ম পরিবর্তন করে আবারো শ্রমিক ভিসা চালু করেছে।এবং শুধু মাত্র যে কোম্পানি গুলো শ্রমিক নিয়োগ দিতে সক্ষম সেই কম্পানি গুলো পরিদর্শন করেই অনুমতি দেওয়া হচ্ছে।

আমাদের পরিচিত কোম্পানি অনেক বড় কম্পানি এবং ৫০০ শ্রমিক নিবে। ১০০% নিশচয়তের সহিত ভিসা এবং সেই কোম্পানিতেই কাজ করবে।
ই ভিসা ১৫ দিনে , ম্যানপাওয়ার হয়ে ফ্লাইট হতে সময় লাগবে ৩০-৪০ দিন।
B to B এজেন্ট আবশ্যক , প্রাইজ জানতে এবং
বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন:- http://www.wasap.my/+971553860558 (whats app)
কল করুনঃ +8801712148842

আমাদের আশুলিয়া/গাজীপুর অফিসে সরাসরি যোগাযোগ  করার ঠিকানা: সিরাজ প্লাজা & টাওয়ার ( নিজস্ব ভবন), চক্রবর্তীর টেক(BKSP জিরান...
25/12/2024

আমাদের আশুলিয়া/গাজীপুর অফিসে সরাসরি যোগাযোগ করার ঠিকানা:
সিরাজ প্লাজা & টাওয়ার ( নিজস্ব ভবন), চক্রবর্তীর টেক(BKSP জিরানি বাজার এবং বাইপেল EPZ মধ্যবর্তী )
বেক্সিমকো রোড, কাশিমপুর, গাজীপুর
📱 +880 1911-136517
( সিরাজুল ইসলাম সিরাজ, স্বত্বাধিকারী - সিরাজ প্লাজা)

🟢 মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দর একটি দেশ কিরগিস্থান। শক্তিশালী অর্থনীতি এবং সব দিক থেকে সমৃদ্ধ এই দেশ।দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায় প্রতি বছর প্রচুর শ্রমিক দরকার হচ্ছে দেশটিতে৷
কন্সট্রাকশন কাজ ছাড়াও এই দেশ গার্মেন্টস শিল্পে অনেক এগিয়ে যাচ্ছে। অনেক দক্ষ গার্মেন্টস শ্রমিক নিচ্ছে।

📣📣 আমাদের নতুন অফিস নওগাঁতে নিম্নোক্ত পদে চাকুরির নিয়োগ দেওয়া হবে। ✅✅ আসসালামু আলাইকুম। নওগাঁ বাসীর জন্য সুখবর। ঢাকা এবং...
27/11/2024

📣📣 আমাদের নতুন অফিস নওগাঁতে নিম্নোক্ত পদে চাকুরির নিয়োগ দেওয়া হবে। ✅✅

আসসালামু আলাইকুম। নওগাঁ বাসীর জন্য সুখবর। ঢাকা এবং বগুড়ার পর আমাদের নতুন অফিস এখন আপনাদের প্রিয় শহর নওগাঁতে 🎉

✨ আমাদের নতুন ঠিকানায় যাত্রা শুরু! ✨
আমাদের নতুন পরিবেশে আরও ভালোভাবে আপনাদের সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আর সেই দায়বদ্ধতা থেকে সেবা দিতে পেরে আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা চিরকৃতজ্ঞ।

আমাদের অফিসের জন্য একজন রিসিপশনিস্ট (মেয়ে), দুই জন অফিস স্টাফ (মার্কেটিং এবং কন্সালটেন্ট ) দরকার।
✅ মিনিমাম যোগ্যতা HSC
✅ কম্পিউটার অনলাইন ফেসবুক ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে
✅ পূর্বে চাকরির অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। কাজের দক্ষতা অনুযায়ী আমরা যোগ্য প্রার্থীকে বাছাই করে নিব।
🟢 বেতন আলোচনা সাপেক্ষে

চাকরি করতে আগ্রহী সবায়কে আপনাদের CV এই নাম্বারে WhatsApp এ পাঠিয়ে দিন। CV দেখে আপনাদের ইন্টারভিউ তারিখ সময় জানানো হবে।

+971 055 386 0558 অথবা +8801712148842

📍 ঠিকানাঃ স্টার লাইট টাওয়ার, ৪র্থ তলা, বাটার মোড়, নওগাঁ সদর।

শেয়ার করে সবায়কে চাকুরির খবরটা জানিয়ে দিয়ে আমাদেরও কাঙ্খিত স্টাফ পেতে সহায়তা করবেন ❤️

আসসালামু আলাইকুম, প্রিয় নওগাঁবাসীদের জন্য সুখবর!! আমাদের অফিস এখন আপনাদের শহর নওগাঁতে।আমাদের সেবা নিতে আপনাদের আর কষ্ট ক...
25/11/2024

আসসালামু আলাইকুম, প্রিয় নওগাঁবাসীদের জন্য সুখবর!! আমাদের অফিস এখন আপনাদের শহর নওগাঁতে।আমাদের সেবা নিতে আপনাদের আর কষ্ট করে বগুড়া কিংবা ঢাকা যেতে হবে না।আপনাদের শহরে আমাদের এই নতুন যাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করছি।আর আমাদের পক্ষ থেকে থাকছে বিশেষ অফার এবং আপনাদের কাজে আমাদের সেবার কোন ত্রুটি থাকবে না ইনশা আল্লাহ ❤️

🇽🇰🇽🇰🇽🇰 কসোভো জব ভিসাঃ
দীর্ঘ প্রায় এক বছর বাংলাদেশে কসোভো এম্বাসী এবং ভিসার কাজ বন্ধ ছিল। এক বছর পর পুনরায় আবার কসোভো এম্বাসি কার্যক্রম শুরু হয়েছে।

ইউরোপের নন সেঞ্জেন দেশ কসোভো। সার্বিয়া এবং মন্টিনিগ্রোর মাঝে অবস্থিত এই দেশটি। এসব দেশ থেকে খুব সহ যেই বৈধভাবে ইউরোপের সেঞ্জেন দেশগুলোতে যাওয়া যায় ।
আমরা ১০০% নিশ্চয়তার সহিত কসোভো কাজ করছি আলহামদুলিল্লাহ ।

🟢এছাড়াও বর্তমানে রয়েছে কাতারে ইন্ডোর ক্লিনার জব ভিসা ,সৌদি আরবের কিছু কাজের ভিসা , কাজাখস্তান ভিসা, রাশিয়া ভিসা, মালেয়শিয়া প্লান্টেশন ভিসা।এবং আমরা প্রায় পৃথিবীর সকল দেশের ভিজিট ভিসা দক্ষতার সহিত প্রসেস করে থাকি।
তবে মনে রাখবেন একটা ওয়ার্ক পারমিট বা জব ভিসার ভ্যাকান্সি বেশি দিন এক রকম থাকে না। পরিপূর্ণ হয়ে গেলে সেটা আর আবেদন করা যায় না। অন্য ওয়ার্ক পারমিট অফার থাককে সেখানে আবেদন করা যায়।

✅✅ ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন
+88 01712148842

হোয়াস আপ করুন:- http://www.wasap.my/+8801712148842

নওগাঁ অফিস: ৪র্থ তলা, স্টার লাইট টাওয়ার, বাটা মোড়, নওগাঁ সদর।

ঢাকা অফিস: হাউজ নং-০৬ (৪র্থ তলা), রোড নং-১৭/এ, ব্লকঃই, বনানী,ঢাকা-১২১৩

ইউরোপের দেশ কসোভোর কিছু ওয়ার্ক পারমিট ভিসা আমরা গত মাসে হাতে পাই। বাংলাদেশে কসোভো এম্বাসী এবং ভিসার কাজ প্রায় এক বছর বন্...
25/11/2024

ইউরোপের দেশ কসোভোর কিছু ওয়ার্ক পারমিট ভিসা আমরা গত মাসে হাতে পাই।
বাংলাদেশে কসোভো এম্বাসী এবং ভিসার কাজ প্রায় এক বছর বন্ধ ছিল। এক বছর পর পুনরায় আবার কসোভো ভিসার কাজ চালু হয়েছে। আমরা ১০০% নিশ্চয়তার সহিত কসোভো কাজ করছি আলহামদুলিল্লাহ । ইনশা আল্লাহ সুন্দর ভাবে কসোভোর কাজ চলবে

ইউরোপের নন সেঞ্জেন দেশ কসোভো। সার্বিয়া এবং মন্টিনিগ্রোর মাঝে অবস্থিত এই দেশটি। এসব দেশ থেকে খুব সহ যেই বৈধভাবে ইউরোপের সেঞ্জেন দেশগুলোতে যাওয়া যায় ।

কসোভো ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে
কল করুন
+88 01712148842

হোয়াস আপ করুন:- http://www.wasap.my/+8801712148842

বনানী অফিস :
হাউজ নং-০৬ (৪র্থ
তলা), রোড নং-১৭/এ, ব্লকঃই,
বনানী,ঢাকা-১২১৩।


আসসালামু আলাইকুম। কাজাখস্তান সম্পর্কে মোটামুটি কমবেশি সবায় জানেন।তবু কিছু বিষয় শেয়ার করি। কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে ...
25/11/2024

আসসালামু আলাইকুম। কাজাখস্তান সম্পর্কে মোটামুটি কমবেশি সবায় জানেন।
তবু কিছু বিষয় শেয়ার করি।
কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী অর্থনীতি সমৃদ্ধ দেশ। মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কাজাখস্তানকে ।এই দেশের মানষের জীবন যাপন মান অনেক উন্নত । মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হয়েও ইউরোপের দেশ গুলোর থেকে কোন অংশে পিছিয়ে নেই।
বিশ্বের প্রায় সকল দেশের এম্বাসী রয়েছে এবং যাদের জব পারমিট আছে তারা খুব সহজে ইউরোপ আমেরিকা ভিসা আবেদন করতে পারবেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

আমরা সরাসরি কাজাখস্তান থেকে ভিসা করি। আমাদের অফিসে এসে আমাদের কাজ নিজ চোখে দেখে বুঝে সঠিকতা যাচাইয় করে তারপর আমাদের সাথে কাজ করার সিদ্ধান্ত নিবেন।
আরব আমিরাতের দুবাই সহ বাংলাদেশের ঢাকায় আমাদের হেড অফিস বনানী এবং পুরান পল্টন, মিরপুর ১০ এ শাখা অফিসে রয়েছে। যে কোন অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন।
বিস্তারিত জানতে কল করুন
+8801712148842
অথবা হোয়াটসঅ্যাপে কল করুন
055 386 0558 নাম্বারে

সাম্প্রতিক হাতে পাওয়া কাজাখস্তানের কিছু বিজনেস ভিসা শেয়ার করলাম। বিজনেস ভিসা থেকে পছন্দ মত জব ভিসা করার সুযোগ রয়েছে। প্র...
18/11/2024

সাম্প্রতিক হাতে পাওয়া কাজাখস্তানের কিছু বিজনেস ভিসা শেয়ার করলাম। বিজনেস ভিসা থেকে পছন্দ মত জব ভিসা করার সুযোগ রয়েছে।

প্রয়োজনে +971 055 386 0558 whatsapp বা সরাসরি +88 01712148842 নাম্বারে যোগাযোগ করুন৷

বাংলাদেশ অফিস: বাড়ি ৬,৪ তলা, রোড ১৭/এ, ব্লক ই, বনানী, ঢাকা ১২১৩

পরিবার নিয়ে বাহিরে Seattle হতে চাচ্ছেন? নিচের অফারগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।বিস্তারিত জানতে নিচের ...
13/08/2024

পরিবার নিয়ে বাহিরে Seattle হতে চাচ্ছেন?
নিচের অফারগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।
বিস্তারিত জানতে নিচের নম্বারে যোগাযোগ করুন
+971 055 386 0558 WA & Call
+971 556102799 WA

আমার ভ্রমণ তালিকায় ১৭ তম দেশ ছিল আজারবাইজান। রাশিয়া, জর্জিয়া, আরমেনিয়ার সাথে সংযুক্ত এটি।  রাজধানীর নাম বাকু। হাজার হাজা...
17/07/2024

আমার ভ্রমণ তালিকায় ১৭ তম দেশ ছিল আজারবাইজান। রাশিয়া, জর্জিয়া, আরমেনিয়ার সাথে সংযুক্ত এটি। রাজধানীর নাম বাকু। হাজার হাজার বছর পুরানো এই বাকু শহর।
বাকুর ইতিহাস শুধু একটি শহরের নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে আজারবাইজানের গর্ব। শহরটি বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার প্রভাব ও ঐতিহ্যকে ধারণ করেছে

UAE রেসিডেন্সিদের ঘুরতে যেতে কোন রকম ভিসা ঝামেলা নেই। ভিসা অন এরাইভাল মিলে যাবে বাকু এয়ারপোর্টে। বাংলাদেশ দেশে ঘুরতে গেলে ভিসা নিয়ে যেতে হবে।

সুযোগ থাকলে অবশ্যই ঘুরে আসবেন। অনেক শান্তি প্রিয় মানুষ এবং বাজেট ট্রাভেল করার জন্য সুন্দর একটি দেশ।

বিশ্ব ভ্রমনে ১৬ তম দেশ ছিল তাজিকিস্তান। পাহাড়ে ঘেরা ছবির মত সুন্দর দেশটির পুরাটা শহর ফুলে সাজানো। এশিয়ার সুইজারল্যান্ড ব...
16/07/2024

বিশ্ব ভ্রমনে ১৬ তম দেশ ছিল তাজিকিস্তান। পাহাড়ে ঘেরা ছবির মত সুন্দর দেশটির পুরাটা শহর ফুলে সাজানো। এশিয়ার সুইজারল্যান্ড বললে আমি ভুল করবো না। পাশাপাশি মানুষের অসাধারন বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন।

তাজিকিস্তানের ভিসা দুবাই বা বাংলাদেশ থেকে না নিলেও আপনি উজবেকিস্তানে খুব সহজে নিতে পারবেন। ২/৩ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এক মাস মেয়াদি স্টিকার ভিসা। উজবেকিস্তানে গেলে অবশ্যই তাজিকিস্তান ঘুরে আসুন। অনেক ভালো লাগবে।





পৃথিবী ভ্রমণ নেশায় আমার ১৫ তম দেশ ছিল মালদ্বীপ।যেদিকে তাকায় চারদিক শুধু পানি আর পানি। অসাধারণ সুন্দর এক একটি দ্বীপ নিয়ে...
15/07/2024

পৃথিবী ভ্রমণ নেশায় আমার ১৫ তম দেশ ছিল মালদ্বীপ।
যেদিকে তাকায় চারদিক শুধু পানি আর পানি। অসাধারণ সুন্দর এক একটি দ্বীপ নিয়ে সাজানো এই মালদ্বীপ।

মালদ্বীপ ভ্রমনে বাংলাদেশীদের জন্য কোন ভিসার দরকার হয় না৷ Imuga রেজিষ্ট্রেশন করতে হয় শুধু। এই লিংকে গিয়ে করতে হয়
https://imuga.immigration.gov.mv/register
হোটেল বুকিং চাইতে পারে immigration এ। বুকিং কপি সাথে রাখবেন।

মালদ্বীপের হোটেল একটু ব্যয়বহুল। তবে একটু চেষ্টা করে আপনি কম দামের হোটেলেও পেয়ে যাবেন। খাবার সস্তা এবং ট্রান্সপোর্ট খরচ একটু চেষ্টা করে কমাতে পারেন, প্রাইভেট স্পীডবোট ব্যবহার না করে, পাবলিক ফেরী, বাস ব্যবহার করলে অনেক কমের মধ্যে চলা যায়।

বিভিন্ন water activities এর জন্য অনেক গুলো জনপ্রিয় দ্বীপ আছে আশে পাশেই। পছন্দ মত যে কোনটিতে যেতে পারেন এবং সেখানে উপভোগ করতে পারবেন পছন্দ অনুযায়ী সব Water rides, Diving, swimming with shark, Island day tour,half day tour বিভিন্ন প্যাকেজে স্থানীয় ট্যুর অফিস বা হোটেল থেকে।

বিভিন্ন দেশের খুটিনাটি সব তথ্য জানতে ফলো করে রাখতে পারেন






বিশ্ব ভ্রমনে আমার ১৪ তম দেশ ছিল কাজাখস্তান। সেন্ট্রাল এশিয়ার মধ্যমনি বলা যায় এই দেশটিকে। অনেক সুন্দর এবং সমৃদ্ধ দেশ কাজা...
14/07/2024

বিশ্ব ভ্রমনে আমার ১৪ তম দেশ ছিল কাজাখস্তান। সেন্ট্রাল এশিয়ার মধ্যমনি বলা যায় এই দেশটিকে। অনেক সুন্দর এবং সমৃদ্ধ দেশ কাজাখস্তান। প্রাকৃতিক সৌন্দর্য, বিনোদন কোন কিছুতেই কোন কমতি নেই।

জীবনে প্রথম -30°C তাপমাত্রা অভিজ্ঞতা ছিল। নি:স্বাসও বরফ হয়ে যেতে চায় সেখানে।

কাজাখস্তান ভিসার জিন্য বাংলাদেশীদের একটা ইনভাইটেশন আনতে হয়। এজেন্সি বা পরিচিত কাঊকে দিয়ে ইনভাইটেশনটা নিতে পারলেই ভিসা পাওয়া যায় কোন রকম ডকুমেন্টস ছাড়াই। বলতে গেলে ইনভাইটেশনটাই হচ্ছে ভিসা। কারন ইনভাইটেশনটা সেই দেশের ট্যুরিজম মন্ত্রণালয় থেকেই এপ্রুভ হয়ে আসে।

ট্যুরিস্ট বা বিজনেস দুইটাই স্টিকার ভিসা দেয়।
ঘুরা ফেরা খাওয়া খরচ বাংলাদেশের মতই।

শীতে এবং গীষ্মের দুই ঋতুতে দুই রকম ভাবে পাবেন এই দেশটিকে। দুই সময়ই আলাদা ভাবে সুন্দর। যারা শীত এবং বরফের একটিভিটিস উপভোগ করতে চান তাদের জন্য শীত কাল এবং গীষ্মে দেখতে পারবেন সবুজে ঘেরা পাহাড় এবং প্রাকৃতিক সব সৌন্দর্য।

কাজাখস্তান ভ্রমণে গেলে আসেপাশের দেশগুলো একসাথে কম খরচে ঘুরে আসতে পারবেন।

ভিসা এবং ট্যুর সম্পর্কে বিস্তারিত তথ্য ফ্রিতে জানতে আমাদের পেজ লাইক দিয়ে ফলো করতে পারেন





বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের ইচ্ছে থেকে ঘুরতে গিয়েছিলাম কিরগিস্থান। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশটি। শীতের মধ্যে গে...
13/07/2024

বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের ইচ্ছে থেকে ঘুরতে গিয়েছিলাম কিরগিস্থান। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশটি। শীতের মধ্যে গেলে সস্তায় সুইজারল্যান্ড ঘুরার মত আমেজ পাবেন। গীষ্ম কালেও পাবেন সবুজে ঘেরা অপরুপ চিত্র।
দুবাই রেসিডেন্সি থাকলে ভিসা ছাড়ায় ফ্লাই করতে পারবেন। এয়ারপোর্টেই পাবেন ত্রিশ দিন মেয়াদি স্টিকার ভিসা। দেশ থেকে ই ভিসা নিয়ে ফ্লাই করতে পারবেন। তবে অনেকে দেখেছি উজবেকিস্তানে গিয়ে সেখানে কিরগিস্থানের এম্বাসী থেকে ভিসা নিয়ে তারপর কিরগিস্থান যেত রোড দিয়ে।

কিরগিস্থানের কিছু বাংলাদেশী কর্মীর সাথে দেখা হয়েছিল জুম্মার নামাজের পর মসজিদের বাহিরে৷ তাদের মুখে শুনেছি তারা গার্মেন্টস জব করে। বেতন পায় ৫০০ ডলার। খুব ভালো আছে। শেষে তাদের সাথে ছবি দিয়েছি।
তবে এখন দেশ থেকে কাজের ভিসা বন্ধ। অনেকেই বিভিন্ন অফিসের মাধ্যমে লোভনীয় অফার পেয়ে টুরিস্ট ভিসায় গিয়ে অনেক বিপদে পরেছে। কাজের ভিসাতে গিয়েও কাজ পাচ্ছেন না। এ বিষয়ে সচেতন থাকবেন।

বিভিন্ন দেশের ভ্রমন ভিসা এবং ভ্রমন সম্পর্কে বিস্তারিত তথ্য ফ্রি জানতে ফলো করতে পারেন।




Address

Dubai Office : 306, Rahaf Tower, Al Qusais Industrial Area 4, Dubai
Uae

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+971503432541

Alerts

Be the first to know and let us send you an email when Paris Vacation Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category