Saif Sakkat International Travels

  • Home
  • Saif Sakkat International Travels

Saif Sakkat International Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saif Sakkat International Travels, Travel Agency, .

লোক নিয়োগ বিজ্ঞপ্তিপদবী: মার্কেটিং অ্যাসিস্ট্যান্টপ্রতিষ্ঠান: সাইফ সাক্কাত ট্রাভেল এজেন্সিঅবস্থান: [Dubai Al Qusais 2 or...
03/09/2024

লোক নিয়োগ বিজ্ঞপ্তি

পদবী: মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট
প্রতিষ্ঠান: সাইফ সাক্কাত ট্রাভেল এজেন্সি
অবস্থান: [Dubai Al Qusais 2 or Bur Dubai ]
কাজের ধরন: পূর্ণকালীন
বেতন : আলোচনা সাপেক্ষে তবে ( উচ্চ বেতন + কমিশন )

দায়িত্বসমূহ:

• প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা করা।
• নতুন ক্লায়েন্টদের আকর্ষণ ও ধরে রাখা।
• সামাজিক মাধ্যম এবং অন্যান্য প্রচারণামূলক কাজ পরিচালনা করা।
• বাজার গবেষণা করা এবং ট্রেন্ড বিশ্লেষণ করা।
• মার্কেটিং রিপোর্ট প্রস্তুত করা।
. 💯 বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের রিপ্লাই
এক্সপার্ট

যোগ্যতা:

• মার্কেটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি বা ( অভিজ্ঞতা । মূল্যায়ন করা হবে
• ট্রাভেল এজেন্সি বা পর্যটন খাতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
• সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে দক্ষতা।
• যোগাযোগে চমৎকার দক্ষতা।
• বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা।

আবেদনের শেষ তারিখ: [ ৩০/০৯/২০২৪]
আবেদন পাঠানোর ঠিকানা: [ [email protected] ]
যোগাযোগ: [+971 055 658 6149 ]

সাইফ সাক্কাত ট্রাভেল এজেন্সি, আপনাকে আমাদের টিমে স্বাগত জানাতে অপেক্ষা করছে! ইউরোপের ভিসা বাজার

27/08/2024

Without advance offer for us visa

24/08/2024
বিশেষ বিজ্ঞপ্তি  বন্যা চলা কালিন বন্যা কবলিত মানুষের পাশের  দাড়ানোর জন্য বিজি আছি তাই সকল প্রকার বিজনেস ও ভিসা কাজ বন্ধ ...
22/08/2024

বিশেষ বিজ্ঞপ্তি
বন্যা চলা কালিন বন্যা কবলিত মানুষের পাশের দাড়ানোর জন্য বিজি আছি তাই সকল প্রকার বিজনেস ও ভিসা কাজ বন্ধ দয়া করে আগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দিন পরে ব্যবসা করবো। 🙏

ইউরোপের ভিসা বাজার

আমার নামে অনেকেই ফেক আইডি খুলে মানুষের সাথে প্রতারণা করতেছে সবাই সাবধান। কেউ আগে টাকা লেনদেন করবেন না।  করলে আমি দায়ি না...
22/08/2024

আমার নামে অনেকেই ফেক আইডি খুলে মানুষের সাথে প্রতারণা করতেছে সবাই সাবধান। কেউ আগে টাকা লেনদেন করবেন না। করলে আমি দায়ি না। আর রিপ্লাই দিতে দেরি হচ্ছে অনেক কল ও মেসেজ আসার কারনে সবাই রিপ্লাই পাবেন এক এক করে অপেক্ষা করেন ✈️ ইউরোপের ভিসা বাজার আমার দ্বিতীয় আইডি

I got 10 reactions and 9 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done ...
19/08/2024

I got 10 reactions and 9 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

ইমো চালু করে বাকি সব বন্ধ করে দিছো৷ মনে করছো বউয়ের সাথে কথা বলতে পারলেই আবেগে টাকা পাঠামু। হেই আশা বাদ দেও 🙂 হাসিনা 🚫

আগে ভিসা পরে টাকা আমেরিকান মাল্টিপল ভিসা  No Visa No Fee. No advance Visa first.
16/08/2024

আগে ভিসা পরে টাকা আমেরিকান মাল্টিপল ভিসা
No Visa No Fee. No advance Visa first.

জাপান ভিসা হওয়ার পরে টাকা Japan visa বাংলাদেশ দুবাই কাতার কুয়েত সৌদি ওমান বাহরাইন ও মালয়েশিয়া থেকে  জাপানের ভিসার জন্য ক...
03/08/2024

জাপান ভিসা হওয়ার পরে টাকা Japan visa
বাংলাদেশ দুবাই কাতার কুয়েত সৌদি ওমান বাহরাইন ও মালয়েশিয়া থেকে জাপানের ভিসার জন্য কোন টাকা লাগেনা আগে তবে কিছু ডকুমেন্টস লাগে।

শর্তসাপেক্ষে খুব কম খরচেই সৌদি আরব থেকে পাওয়া যায় আমেরিকার ভিসাSaudi to usa , dubai to usa , uae to usa , American vis...
02/08/2024

শর্তসাপেক্ষে খুব কম খরচেই সৌদি আরব থেকে পাওয়া যায় আমেরিকার ভিসা
Saudi to usa , dubai to usa , uae to usa ,
American visa
fans

ইমো চালু করে বাকি সব বন্ধ করে দিছো৷ মনে করছো বউয়ের সাথে কথা বলতে পারলেই আবেগে টাকা পাঠামু। হেই আশা বাদ দেও 🙂 হাসিনা 🚫
27/07/2024

ইমো চালু করে বাকি সব বন্ধ করে দিছো৷ মনে করছো বউয়ের সাথে কথা বলতে পারলেই আবেগে টাকা পাঠামু। হেই আশা বাদ দেও 🙂 হাসিনা 🚫

26/07/2024

আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸
✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।
কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ!
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন।
✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!
🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।
✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵
✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।
✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।
✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর

16/07/2024

কিভাবে আমেরিকার মাল্টিপল ভিসা আবেদন করবেন??
কম সময়ে কম খরচে কম ডুকমেন্ট এ আমেরিকার ভিসা হওয়ার পরে টাকা যাদের ডুকমেন্ট আছে শুধু মাত্র এম্বাসি এবং ইন্সুইরেন্স ফি দিতে হবে

How can get us maltiple visa easily from GCC country

Contact UAE :+971 055 658 6149
Contact ITALY : +39 389 878 1078

14/07/2024
ইউরোপ সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার পরে টাকা বলায় প্রতি দিন হাজারো যুবকের সপ্ন ফুরুন করার দায়িত্ব যখন আমাদের হাতে পর...
14/07/2024

ইউরোপ সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার পরে টাকা বলায় প্রতি দিন হাজারো যুবকের সপ্ন ফুরুন করার দায়িত্ব যখন আমাদের হাতে পরে। তবে শিগগিরী ডান বেজ ভিসা হওয়ার পরে টাকা সার্ভিসের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে করন কিছু কাস্টমার প্রতারণা করতেছে টাকা নিয়ে

ছবি কপি

ইউরোপের সেনজেন কান্ট্রি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার পরে টাকা আসলেই????  হবে তো
12/07/2024

ইউরোপের সেনজেন কান্ট্রি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হওয়ার পরে টাকা আসলেই???? হবে তো

যাদের সপ্ন ইউরোপের সুইজারল্যান্ড এর ভিসা পেতে আপনি কন্টাক্ট করুন  বিস্তারিত জানতে ফলো দিয়ে মেসেজ করুন 055 658 6149      ...
06/07/2024

যাদের সপ্ন ইউরোপের সুইজারল্যান্ড এর ভিসা পেতে আপনি কন্টাক্ট করুন
বিস্তারিত জানতে ফলো দিয়ে মেসেজ করুন

055 658 6149 Saifullah Sakkat ইউরোপের ভিসা বাজার

আপনি ইউরোপে যেতে চান তা হলে আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো:-ইতালি, ফ্রান্স, সুইজারলেন্ড 🙂করে সময় নষ্ট না করে নর্থ ম...
03/07/2024

আপনি ইউরোপে যেতে চান তা হলে আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো:-

ইতালি, ফ্রান্স, সুইজারলেন্ড 🙂করে সময় নষ্ট না করে নর্থ মেসেডোনিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া ট্রাই করেন।

#সার্বিয়া:-এম্ভাসি ফেইস করতে হবে না। ভিসা, ঘরে বসেই পাবেন।

# নর্থ মেসেডোনিয়া:- এম্ভাসি ফেইস করতে হবে না। বাংলাদেশে এম্ভাসি নেই ইন্ডিয়া তে এম্ভাসি। ভিসা ১০০%। সময় সবচেয়ে কম লাগে ৩ মাস বা এর কিছুদিন বেশি।

#রোমানিয়ার:- বাংলাদেশে এম্ভাসি নেই ইন্ডিয়া তে এম্ভাসি ফেইস করতে হবে ভিসা রেশিও খুবই ভালো এখন। ইন্টারভিউ আত্নবিশ্বাস নিয়ে দিতে পারলে ১০০% ভিসা।

# স্লোভেনিয়া:-বাংলাদেশে এম্ভাসি নেই ইন্ডিয়া গিয়ে এম্ভাসি ফেইস করতে হবে ভিসা রেশিও বর্তমানে খুবই ভালো, নির্দিষ্ট কম্পানি এর ক্ষেত্রে।

#হাংগেরি:- বাংলাদেশে এভাসি আছে ভিসা রেশিও মোটামুটি ভাবে ভালো।

আর যারা কম সময়ে কম খরচে নন সেঞ্জেন দেশে যেতে চান তাদের জন্য নর্থ মেসেডোনিয়া বেষ্ট কারন নর্থ মেসেডোনিয়ার জন্য বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসেসিং করা সম্ভব ক্যান্ডিডেট কে ইন্ডিয়া যাওয়া লাগবে না। সময় সবচেয়ে কম লাগে 4 মাস বা এর কিছুদিন বেশি।
মিডলইস্টের থেকেও ভিসা গুলো তারাতারি হচ্ছে
আর বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা হলো ইন্ডিয়া যাওয়া লাগে না সম্পুর্ন প্রসেসিং বাংলাদেশেই হয় !!!!!

📌 বিস্তারিত জানতে ফলো দিয়ে মেসেজ করুন
যোগাযোগ / 0055 658 6149📌 Saif Sakkat travel agency & immigration documents clearnigs services dxb

Europe🇪🇺 country most beautiful country in the world ✈️ইউরোপের নন সেনজেন ভুক্ত ও সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জেনে...
30/06/2024

Europe🇪🇺 country most beautiful country in the world ✈️

ইউরোপের নন সেনজেন ভুক্ত ও সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জেনে ইউরোপে পড়াশোনা ভ্রমণ এবং কাজের উদ্দেশ্যে যাওয়া উচিত। নন সেনজেন ভুক্ত ও সেনজেন ভুক্ত দেশের মধ্যে সুযোগ সুবিধার অনেক পার্থক্য রয়েছে। সেনজেন ভুক্ত অধিকাংশ দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
সেনজেন ভুক্ত ও নন সেনজেন ভুক্ত দেশ বলতে কী বোঝায়?
সেনজেন দেশের সুবিধা কি
ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা🇷🇴🇪🇺
সেনজেন ভুক্ত ও নন সেনজেন ভুক্ত দেশ বলতে কী বোঝায়?
সেনজেন বলতে বুঝায় ইউরোপ মহাদেশের ৫০টি দেশের মধ্যে ২৮টি দেশকে। এ দেশগুলো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি দেশের রয়েছে নিজস্ব ভাষা, মুদ্রা এবং রাজধানী। কিন্তু ভিসা পলিসির ক্ষেত্রে তারা একই ধরনের নীতি অবলম্বন করে থাকে বলে এদেরকে একত্রে সেনজেনভুক্ত দেশ বলা হয়। এরা সাধারণত সেনজেন ভিসা নীতি অনুসরণ করে থাকে।
🇷🇴🇪🇺
সেনজেন অঞ্চলটি ২৮টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই মুক্তভাবে ভ্রমণ করা যায়। সেনজেন চুক্তি ১৯৮৫ সালে সেনজেন, লাক্সেমবার্গে স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৯৫ সালে কার্যকর হয়েছিল।
🇷🇴🇪🇺
নন সেনজেন ভুক্ত দেশ বলতে বুঝায় সেনজেনভুক্ত নয়। এমন দেশ রয়েছে ২২টি। এসব দেশে আলাদা আলাদা ভিসা নীতি অনুসরণ করা হয়। এরকম যে কোন একটি দেশের ভিসা পেলে আপনি অন্য কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবেন না।
🇷🇴🇪🇺🇷🇴🇪🇺🇷🇴🇪🇺
সেনজেন দেশের সুবিধা কি
সেনজেনভুক্ত দেশের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো:
🇷🇴🇪🇺🇷🇴🇪🇺🇷🇴🇪🇺
এক ভিসায় ২৭ দেশ ভ্রমণ: সেনজেন ভিসা থাকলে আপনি ২৬টি সেনজেনভুক্ত দেশে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
সীমান্ত নিয়ন্ত্রণে ঝামেলা কম: একবার সেনজেন ভিসা পেলে, আপনি সেনজেন এলাকার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন কোনো পাসপোর্ট নিয়ন্ত্রণ ছাড়াই।
দীর্ঘসময় ভ্রমণের সুযোগ: সেনজেন ভিসা ৯০ দিনের জন্য বৈধ, যা দীর্ঘসময় ভ্রমণের জন্য যথেষ্ট।
কাজের সুযোগ: এই ভিসা ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে কাজ করতে পারবেন।
শিক্ষার সুযোগ: সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেন এলাকার যেকোনো দেশে পড়াশোনা করতে পারবেন।
বসবাসের সুযোগ: এই ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত এলাকার যেকোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
স্বাস্থ্যসেবা: এই ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।🇷🇴🇪🇺🇷🇴🇪🇺🇷🇴🇪🇺

আমেরিকায় বসবাসের সুযোগআমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, কারণ এটি একটি সমৃদ্ধশালী দেশ যেখানে নানা ধরনের সু...
28/06/2024

আমেরিকায় বসবাসের সুযোগ
আমেরিকায় বসবাসের সুযোগ নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, কারণ এটি একটি সমৃদ্ধশালী দেশ যেখানে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে বসবাসের মাধ্যমে জীবনের মান উন্নত করার সম্ভাবনা থাকে।
১. ভিসা প্রকারভেদ:
আমেরিকায় বসবাসের জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন:
- H-1B ভিসা: বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য।
- F-1 ভিসা: শিক্ষার্থীদের জন্য।
- L-1 ভিসা: কোম্পানি ট্রান্সফারিদের জন্য।
- EB-5 ভিসা: বিনিয়োগকারীদের জন্য।
- Diversity Visa Lottery (DV) প্রোগ্রাম: এই লটারির মাধ্যমে ভাগ্যবান প্রার্থীরা গ্রিন কার্ড পেতে পারেন।
২. গ্রিন কার্ড:
গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে আপনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। গ্রিন কার্ডের জন্য সাধারণত স্পনসরশিপ বা দীর্ঘমেয়াদী বসবাসের প্রয়োজন হয়। পরিবারের সদস্য বা কর্মক্ষেত্রের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায়।
৩. নাগরিকত্ব:
গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর আমেরিকায় বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে ভোটাধিকারসহ অন্যান্য নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।
৪. সুবিধা:
আমেরিকায় বসবাসের মাধ্যমে উন্নতমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। এখানকার জীবনযাত্রার মান এবং নিরাপত্তা উচ্চ পর্যায়ের। তাছাড়া, আমেরিকায় বসবাসকারীরা বৈচিত্র্যময় সংস্কৃতি ও সমৃদ্ধ সামাজিক জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারেন।
৫. চ্যালেঞ্জ:
তবে আমেরিকায় বসবাসের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। ভিসা প্রক্রিয়া জটিল হতে পারে এবং উচ্চ জীবনযাত্রার খরচের সাথে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে।
উপসংহার:
সঠিক প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে আমেরিকায় বসবাসের সুযোগ পাওয়া সম্ভব। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার দারুণ সুযোগ হতে পারে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমেরিকার এম্বাসির ওয়েব সাইটে ভিজিট করুন।
saif sakkat , saif sakkat travel agency

ঢাকা ভিএফএস গ্লোবালে ইতালির ভিসা প্রসেসিং: নতুন আপডেট২৩ জুন, ২০২৪ তারিখে ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে ইতালির ভিসা প্রসে...
23/06/2024

ঢাকা ভিএফএস গ্লোবালে ইতালির ভিসা প্রসেসিং: নতুন আপডেট

২৩ জুন, ২০২৪ তারিখে ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে ইতালির ভিসা প্রসেসিংয়ের একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে। এই দিন মোট ৩০ থেকে ৩৫ জন আবেদনকারীর মধ্যে ১৫ জনের ভিসা ডেলিভারি করা হয়েছে।

নতুন তথ্য অনুযায়ী:
- ফ্যামিলি ভিসার জন্য ৮টি আবেদন গৃহীত হয়েছে, যা অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য প্রযোজ্য।
- এগ্রিকালচার ভিসার জন্য ৩টি আবেদন গৃহীত হয়েছে, যা সেপ্টেম্বর ২০২৩ মাসের জন্য।
- স্পন্সর ভিসার জন্য ৪টি আবেদন গৃহীত হয়েছে।

অন্যদিকে, ১২টি আবেদন রিজেক্ট করা হয়েছে, যা সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৩ মাসের জন্য। এছাড়া, ১টি আবেদন প্রত্যাহার করা হয়েছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, ভিসা আবেদনকারীদের মধ্যে রিজেকশন এবং প্রত্যাহারের সংখ্যাও উল্লেখযোগ্য। ভিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালির ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে এই আপডেটটি আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হতে পারে।

এই ভিসা প্রসেসিং আপডেটটি আরও একবার প্রমাণ করে যে, সঠিকভাবে এবং সম্পূর্ণ ডকুমেন্টেশন জমা দেওয়ার মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

⬇️ ভিসা সংক্রান্ত তথ্য জানতে ফলো দিয়ে মেসেজ করুন অথবা নাম্বারে কল দিন
What's app & local +971556586149
Tiktok : Saif Sakkat immigration
Google site : Saif Sakkat

VFS GLOBAL এ এগ্রিকালচার নুলস্তায় এপয়েন্টমেন্ট পেয়ে যে সকল ডকুমেন্টস জমা দিতে হবে আপনাদের মাঝে শেয়ার করলাম।যারা এপয়েন্টম...
10/06/2024

VFS GLOBAL এ এগ্রিকালচার নুলস্তায় এপয়েন্টমেন্ট পেয়ে যে সকল ডকুমেন্টস জমা দিতে হবে আপনাদের মাঝে শেয়ার করলাম।
যারা এপয়েন্টমেন্ট পেয়ে জমা দিবেন তাদের দরকার হতে পারে। আমি যে সকল ডকুমেন্টস জমা দিয়েছি তা নিচে উল্লেখ করা হলো:
1. এ্যাপোয়েনমেন্ট মেইল কপি: আপনার এপয়েন্টমেন্ট কনফার্মেশন মেইল এর একটি কপি।
2. ডি- ফরম (ভিসা আবেদন ফরম): সঠিকভাবে পূরণকৃত ডি- ফরম।
3. নুল্লাওস্তা: সরকারি অনুমোদনপত্র।
4. ডিকারিসিওনে/ঘোষনা পত্র: মালিকের ঘোষণাপত্র।
5. মালিকের কার্তা আইডেন্তিতা: মালিকের দুটি ভিন্ন আইডি কার্ড।
6. মালিকের পার্সোনাল বায়োডাটা: মালিকের সব ব্যক্তিগত ডকুমেন্ট নম্বরসহ।
7. ওয়ার্ক এক্সপিরিয়ান্স সার্টিফিকেট: উপজেলা থেকে নেয়া অফলাইন সার্টিফিকেট।
8. এগ্রিকালচার ডিপ্লোমা সার্টিফিকেট: অনলাইন সার্টিফিকেট।
9. অরজিনাল পাসপোর্ট: স্ক্যান করার জন্য কিছু সময়ের জন্য পাসপোর্ট রেখেছে। তবে আমি ৪৮ পাতা ফটোকপি জমা দিয়েছি, এখন আর তা লাগে না।
10. .... সাইজের ৪ কপি ছবি: ম্যাট পেপারে।
ভিআইপি সার্ভিস:...... টাকা এবং নরমাল সার্ভিস: ...... টাকা অবশ্যই সাথে রাখবেন।
তবে নরমাল এবং ভিআইপিতে তেমন কোনো পার্থক্য নেই। ভিআইপিতে আপনার ফর্ম পুরণে কোথাও ভুল হলে তা সংশোধন করবে এবং ছবি বা ফটোকপি দরকার হলে তা করে দিবে। এছাড়া কিছু নাস্তা অফার করবে। তবে আপনি যদি সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে নিয়ে যেতে পারেন, তাহলে ভিআইপি সার্ভিস নিয়ে ৪,০০০ টাকা বেশি দেওয়া অনর্থক মনে করি।
পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, তাই অবশ্যই অপেক্ষা করে পাসপোর্ট নিয়ে আসবেন।
ধন্যবাদ 💖💖! কোনো কিছু জানার প্রয়োজন হলে জানাবেন, অবশ্যই হেল্প করবো।

10/06/2024
Italy Nulla Osta Check VFS Global ইতালিতে নুল্লোস্তা (nulla osta) যাচাই করার জন্য আপনি নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পার...
03/06/2024

Italy Nulla Osta Check
VFS Global
ইতালিতে নুল্লোস্তা (nulla osta) যাচাই করার জন্য আপনি নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:
1. ইতালির অভিবাসন ওয়েবসাইটে যান:
- Nulla osta যাচাই করার জন্য ইতালির অভিবাসন ওয়েবসাইটে একটি অনলাইন প্ল্যাটফর্ম থাকতে পারে। এই ধরনের সেবা সাধারনত Polizia di Stato বা Ministero dell'Interno (ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এর ওয়েবসাইটে পাওয়া যেতে পারে।
2. অনলাইন যাচাই:
- Nulla osta এর অনলাইন যাচাই করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু তথ্য দিতে হতে পারে, যেমন আপনার আবেদন নম্বর, পাসপোর্ট নম্বর, এবং অন্য কোন প্রয়োজনীয় তথ্য।
3. অভিবাসন অফিসে যোগাযোগ:
- আপনি স্থানীয় অভিবাসন অফিসে বা কনস্যুলেটে গিয়ে Nulla osta যাচাই করতে পারেন। এ ক্ষেত্রে আপনার সকল নথি সাথে নিতে হবে, যেমন পাসপোর্ট, আবেদন ফর্ম, এবং Nulla osta এর কপি।
4. এমপ্লয়ারের মাধ্যমে যাচাই:
- আপনার নিয়োগকর্তার মাধ্যমে Nulla osta যাচাই করতে পারেন। নিয়োগকর্তা সাধারণত এই ধরনের ডকুমেন্ট যাচাই করার জন্য যথাযথ পদ্ধতি জানে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে। আপনাকে যেই কোম্পানি নিয়োগ দিয়েছেন তাদের কে ইমেইল করেও আপনি আপনার নুল্লোস্তা সম্পর্কে জানতে চাইতে পারেন। মনে রাখবেন আপনার নুল্লোস্তা যদি ভালো কোম্পানি থেকে জেনুইনভাবে দিয়ে থাকেন তাহলে ভিসা না পাওয়ার সম্ভাবনা নাই।
5. অনুমতিপত্র যাচাই সেবা:
- কিছু ক্ষেত্রে, বিশেষ করে যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে কাজের জন্য আবেদন করে থাকেন, তাহলে এজেন্সি আপনাকে Nulla osta যাচাই করতে সাহায্য করতে পারে।
6. ডকুমেন্ট যাচাই:
- Nulla osta এর উপর থাকা তথ্য যেমন ভিসা আবেদন নম্বর, পাসপোর্ট নম্বর, আপনার নাম, এবং অন্যান্য বিবরণ যাচাই করুন। নিশ্চিত করুন যে সমস্ত তথ্য সঠিক এবং মিল রয়েছে।
এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার Nulla osta যাচাই করতে পারেন।
saif sakkat

03/06/2024

Visa for Mexico

নিজে চেকিং করুন ভিসা জাল নাকি আসল 🇪🇺✈️খারফ কিছু এজেন্সি মানুষ কে ফেক ও এডিট ভিসা দিয়ে টাকা হাতিয়ে নিতেছে তাই আপনাদের জন্...
01/06/2024

নিজে চেকিং করুন ভিসা জাল নাকি আসল 🇪🇺✈️
খারফ কিছু এজেন্সি মানুষ কে ফেক ও এডিট ভিসা দিয়ে টাকা হাতিয়ে নিতেছে তাই আপনাদের জন্য
অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।

এবার নিজেই চেক করুন অনলাইনে ভিসার আপডেট।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

⚠️জনসচেতনতায় সাইফ সাক্কাত highlight

নতুন নীতি অনুযায়ী, যেসব প্রবেশকারীর রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা কম, মূল ইউরোপে প্রবেশের আগেই তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি ক...
31/05/2024

নতুন নীতি অনুযায়ী, যেসব প্রবেশকারীর রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা কম, মূল ইউরোপে প্রবেশের আগেই তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে। ১২ সপ্তাহের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং যারা ব্যর্থ হবে, তাদের পরবর্তী ১২ সপ্তাহের মধ্যে জোর করে দেশে ফেরত পাঠানো হবে। সেইসঙ্গে যারা প্রবেশ করবে, এমন ছয় বছরের বেশি প্রত্যেকের বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করা হবে।

বলা হচ্ছে, নতুন এই নীতি পুরোপুরি কার্যকর হলে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে বৈধ পথে ইউরোপে প্রবেশ করা আগের চেয়ে যথেষ্ট সহজ হবে এবং একইসঙ্গে অবৈধ পথে প্রবেশ কঠিন হয়ে যাবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Sakkat International Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share