09/01/2025
প্রবাসী ভাইটি উত্তেজিত হয়ে গিয়েছিল(একটা মানুষ দীর্ঘ জার্নির পরে যখন দেশের এয়ারপোর্টে নামে তখন সে এমনিতেই শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত থাকে) কিন্তু আমাদের দেশের বিমানবন্দরের দায়িত্বে থাকা প্রশাসনের আরো নমনীয় হতে হবে, এখানে প্রশাসনের লোকদের আরো ধৈর্যের পরিচয় দেয়া উচিত ছিল, একটা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের সুনাম অর্জনের জন্য বিমানবন্দরে নিয়োজিত থাকা প্রশাসনের ভূমিকা অপরিহার্য।
ডুবাই এয়ারপোর্টে আমাদের প্রবাসীদের এতটাই সম্মান করা হয় যা আমাদের দেশে মেহমানদের এমনটা করা হয় না। আমাদের দেশে বিমানবন্দরে নিয়োজিত থাকা সকল প্রশাসনিক কর্মকর্তাদের আরো শিক্ষিত মার্জিত এবং ধৈর্যশীল হতে হবে।
প্রবাসী ভাইকে জরিমানা করা হয়েছে। প্রজাতন্ত্রের সেবকে নামের জালেমের বিচার হওয়া উচিত।
বেশি করে শেয়ার করুন