Travel Info BD

Travel Info BD এশিয়া,ইউরোপ,আমেরিকা,আফ্রিকা-সহ যে কোন দেশের নতুন টিটেক করা ও পুরাতন টিটেক তারিখ পরিবর্তনের জন্য যোগাযোগ করুন। I’m The Right person for your Travel Solution.

We are a professional worldwide Travel & Tourism service provider in Bangladesh. our service area Visa, Manpower, Tickets, Holyday Packages, etc. Thank you for coming to my page 📃

 !
05/11/2024

!

Good News
02/11/2024

Good News

14/10/2024

#মাত্র ২৪ ঘণ্টায় অপরূপ সৌন্দর্যের দেশ মালয়েশিয়ার ভিসা করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের ভিসা রেশিও ১০০% আলহামদুলিল্লাহ।



আমাদের সার্ভিস সমূহঃ 👇
👉 ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
👉 এয়ার টিকেট
👉 হোটেল বুকিং
👉 প্যাকেজ ট্যুর
👉 ম্যানপাওয়ার ইত্যাদি

For query here!
📲 What's app 01880993327
📱 Mobile 01690027288
☎️ Telephone +8802222271079
🏢Corporate Office :
House 31, Road 1/A, Block-I, Banani Dhaka 1213

আমাদের আজকের ক্লাইন্ট ছিলো একজন প্রবাসী তিনি  #কুয়েত থাকেন মালয়েশিয়া ভিজিট ভিসা করার জন্য কয়েকটা অফিসে গিয়ে হতাশ (সবাই ব...
02/10/2024

আমাদের আজকের ক্লাইন্ট ছিলো একজন প্রবাসী তিনি #কুয়েত থাকেন মালয়েশিয়া ভিজিট ভিসা করার জন্য কয়েকটা অফিসে গিয়ে হতাশ (সবাই বলেছে উনার ভিসা হবেনা কন্ট্রাক্ট করতে হবে ১৫০০০ লাগবে) হয়ে, পরে আমাদের সাথে যোগাযোগ করেন।

আমরা আমাদের দক্ষতা দিয়ে উনার ফাইল সাবমিট করি এবং ভিসা করে দিয়েছি উনি অনেক আনন্দিত হয়েছে আমাদের কাজ দেখে।


Travel Info BD

বর্তমানে আগের তুলনায় মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা অনেক বেশি পরিমানে আবেদন হচ্ছে এবং ওদক্ষতার কারণে রিজেক্ট ও হচ্ছে।

তাই আপনার প্রথম আবেদন যেন মিস্ না হয়, আপনার যাত্রা নিশ্চিত করতে অভিজ্ঞলোক দ্বারা আবেদন করুন।

আমাদের সঠিক গাইডলাইনে আপনিও আমাদের সঙ্গী হোন।
রিজেনেবল প্রাইসে বিশ্বের সকল দেশের বিমানের টিকেট পেতে, এবং আপনার ট্যুরিস্ট ভিসা প্রসেস করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

আমাদের সার্ভিস সমূহঃ 👇
👉 ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
👉 এয়ার টিকেট
👉 হোটেল বুকিং
👉 প্যাকেজ ট্যুর
👉 ম্যানপাওয়ার ইত্যাদি

For query here!
📲 What's app 01880993327
📱 Mobile 01690027288
☎️ Telephone +8802222271079
🏢Corporate Office :
House 31, Road 1/A, Block-I, Banani Dhaka 1213

 #জ্ঞান_ফিরলে_দেখি_বদ্ধ_কক্ষে_লাশের_স্তূপে_আটকে_আছিগত ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একদিকে ছাত্র-জনতা অন্যদি...
01/09/2024

#জ্ঞান_ফিরলে_দেখি_বদ্ধ_কক্ষে_লাশের_স্তূপে_আটকে_আছি

গত ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একদিকে ছাত্র-জনতা অন্যদিকে দুই থেকে আড়াইশো পুলিশের অবস্থান। হঠাৎই গুলি ছুড়তে শুরু করে পুলিশ। তখন অনেকেই গুলিবিদ্ধ হন। আমারও ডান চোখে, মাথা ও শরীরে ছররা গুলি লাগে। আমি সড়কে লুটিয়ে পড়ি। ওই সময় পুলিশের একটি দল আমার কাছে এসে পেটাতে শুরু করে। এক চোখে গুলি লাগে, আরেক চোখে বুট (জুতা) দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

তিনি বলেন, ‘যখন জ্ঞান ফেরে তখন দেখি একটি বদ্ধ কক্ষে লাশের স্তূপে আমি আটকে আছি। আমার শরীরের ওপর কারও মাথা, কারো হাত-পা ও দেহাংশ। এক চোখে গুলি লাগায় সেটি দিয়ে কিছুই দেখতে পারছিলাম না। অন্য চোখে আবছা আলোয়ে লাশগুলো দেখতে পারছিলাম। তখন আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। তখন দুজন পুলিশ আমাকে টেনে বের করে লোকচক্ষুর আড়ালে রাস্তায় ফেলে দিয়ে আসে। কিছুক্ষণ পর আমার চিৎকারে একজন বৃদ্ধ লোক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইবোনের মধ্যে শ্রাবণ বড়। ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের জেল-রোড কাশর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। অভাবের তাড়নায় পড়াশোনার পাশাপাশি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন মেরাজ উদ্দিন শ্রাবণ।

শ্রাবণ শুরু থেকেই যুক্ত ছিলেন কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পুলিশের হামলার শিকার হন তিনি। ছররা গুলি লাগে ডান চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে। এরপর আহত শ্রাবণের ওপর নির্বিচারে চলে পুলিশের লাঠিপেটা ও বুটের লাথি। পুলিশের ছররা গুলিতে হারিয়েছেন এক চোখ। অপর চোখটিও বুটের আঘাতে ক্ষতিগ্রস্ত। শরীরের গুলি বের করা হলেও চোখের ভেতরে দুটি ও মাথায় চারটি গুলি বয়ে বেড়াচ্ছেন এখনও। গুলিবিদ্ধ চোখে দৃষ্টি নেই। সেই দৃষ্টি কখনও ফিরবে কিনা তাও জানা নেই। শ্রাবণের জীবনে এখন ঘোর অমানিশা।

বাবা মিনহাজ উদ্দিন বলেন, ‘৬ আগস্ট ভোরে ময়মনসিংহ থেকে গিয়ে ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কিন্তু চিকিৎসকেরা অবস্থা খারাপ দেখে ঢাকায় নিয়ে যেতে বলেন। রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ৬ আগস্ট রাতেই চোখের টিস্যু সার্জারি করা হয়। কিন্তু গুলি বের করা যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, চোখের গভীরে চলে গেছে গুলি। অস্ত্রোপচার করে বের করতে গেলে চোখ একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তবে আমার ধারণা ছেলেকে বিদেশ নিয়ে চিকিৎসা করানো গেলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রাবণের মা সান্ত্বনা ইসলাম বলেন, ‘শ্রাবণ আমার একমাত্র ছেলে। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সবই শেষ। তবে ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছি এতে আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমার ছেলে যেহেতু দেশের জন্য লড়তে গিয়ে চোখ হারিয়েছে, সরকারের কাছে আমার আবেদন তাকেসহ যারা এমন আহত রয়েছে সবাইকে যেন বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

27/08/2024
27/08/2024

সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের চিহ্নিত প্রায় ৬০ হাজার শিক্ষক এখন জাল সনদে শিক্ষকতা করছেন।

©দৈনিক সমকাল

পর পর অনেক কিছু বের হবে ভোটচোর সরকারের কান্ড।

27/08/2024

22/08/2024
দেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে ফেনি,কুমিল্লা,নোয়াখালী, এসব জেলার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশি। এবারের...
21/08/2024

দেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে ফেনি,কুমিল্লা,নোয়াখালী, এসব জেলার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশি।

এবারের বন্যা কিন্তু প্রাকৃতিক না এটা বন্ধুর দেশ ভারতের উপহার!

আমরা যারা যেখানে আছি অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ্ আমাদের সবাইকে সকল অনিষ্ঠ থেকে হেফাজত করুক আমিন।

 আমাদের আরও দুটি কানাডা মাল্টিপল এন্ট্রি সফল ট্যুরিস্ট ভিসা।                                                            ...
18/08/2024



আমাদের আরও দুটি কানাডা মাল্টিপল এন্ট্রি সফল ট্যুরিস্ট ভিসা।


Travel Info BD

বর্তমানে ২০২৩ তুলনায় ২০২৪ কানাডা ট্যুরিস্ট ভিসা অনেক বেশি পরিমানে আবেদন হচ্ছে এবং সঠিক গাইডলাইন না জানার কারণে রিজেক্ট ও হচ্ছে।

এই জন্যে আপনার প্রথম আবেদন যেন মিস্ না হয়, আপনার যাত্রা নিশ্চিত করতে সঠিক গাইডলাইন মেনে অভিজ্ঞলোক দ্বারা আবেদন করুন।

আমাদের সঠিক গাইডলাইনে আপনিও আমাদের সঙ্গী হোন।
রিজেনেবল প্রাইসে বিশ্বের সকল দেশের বিমানের টিকেট পেতে, এবং আপনার ট্যুরিস্ট ভিসা প্রসেস করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন।

আমাদের সার্ভিস সমূহঃ 👇

👉 ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
👉 এয়ার টিকেট
👉 হোটেল বুকিং
👉 প্যাকেজ ট্যুর ইত্যাদি

For query here!
📲 What's app 01880993327
📱 Mobile 01690027288
☎️ Telephone +8802222271079
🏢Corporate Office :
House 31, Road 1/A, Block-I, Banani Dhaka 1213

10/08/2024

কোটা আন্দোলনে ১৪ হাফেজ আলেম সহ ৭৩ জন মাদ্রাসা ছাত্র শাহাদাত বরন করেছেন।

আল্লাহ সবাইকে শহীদী মর্যাদা দান করুক আমিন।

এই দেশ মেধাবীদের মূল্যায়ন করেনা গুলি করে মারে এদের পতন অনিবার্য।
27/07/2024

এই দেশ মেধাবীদের মূল্যায়ন করেনা গুলি করে মারে এদের পতন অনিবার্য।

Address

Dhaka
Banani
1213

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Travel Info BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Info BD:

Videos

Share

Category