Travel Boy Bangladesh

Travel Boy Bangladesh The Travel Boy team is always trying to provide you with up-to-date information. Let us know in the
(4)

04/06/2023

শিমুল বাগান যাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর,
সুনামগঞ্জ

02/06/2023

Banskhali Sea Beach

Eid Mubarak
22/04/2023

Eid Mubarak

19/04/2023

পতেঙ্গা সৈকত বন্দর নগরী চট্টগ্রাম শহর থেকে ১৪ কি.মি. দক্ষিণে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশ নৌবাহিনীর নৌ একাডেমী এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সন্নিকটে। রাতের বেলা এখানে নিরাপত্তা বেশ ভালো এবং রাস্তায় পর্যাপ্ত আলো থাকে। স্থানীয় লোকের মতে, এখানে সুস্বাদু ও মুখরোচক খাবার অত্যন্ত সস্তায় পাওয়া যায়। তেমনি একটি জনপ্রিয় খাবার হল,মসলাযুক্ত কাঁকড়া ভাজা, যা শসা ও পিঁয়াজের সালাদ সহকারে পরিবেশন করা হয়। সন্ধাকালে সৈকতে চমৎকার ঠাণ্ডা পরিবেশ বিরাজ করে এবং লোকজন এখানকার মৃদু বাতাস উপভোগ করে। পুরা সৈকত জুড়ে সারিবদ্ধ পাম গাছ আছে। অসংখ্য মাছ ধরার নৌকা এখানে নোঙ্গর করা থাকে। এছাড়া পর্যটকদের জন্য স্পীডবোট পাওয়া যায়। অধিকাংশ পর্যটক পতেঙ্গা সৈকতে আসে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য।

19/04/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

25/03/2023
27/02/2023

বাকীরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত তখন,
যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলো না।

27/02/2023

সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই আসে, যখন দুইজনের মধ্যে একজন তৃতীয় ব্যক্তিকে
(সাদরে আমন্ত্রণ জানায়)

27/02/2023

অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে,

আর অতি নির্ভরশীলতা ডেকে আনে চরম একাকিত্ব,!

27/02/2023

বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে!

অনুপ্রেরণা ও সফলতার গল্প ' এর পক্ষ থেকে সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। ২০২৩
31/12/2022

অনুপ্রেরণা ও সফলতার গল্প ' এর পক্ষ থেকে সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। ২০২৩

25/11/2022

জীবনকে প্রয়োজনের মধ্যে
সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন,আশার মধ্যে নয়।🙂
কারন প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়ে যায়,
আর আশা, বাদশাহর ও শেষ হয়না 😌

25/11/2022

💖 একটি শিক্ষনীয় গল্প 💖
অনেকের হয়তো জানা, তাদের জন্য শুরুতেই দুঃখিত।

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।" -আইনস্টাইন তো অবাক!!!
উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো ।"
-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"

বিঃদ্রঃ-- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।

এই জন্যে কথায় আছে,
"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।

25/11/2022

- এই শহরের ক্ষনিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না!🙂

- অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের!

পুরুষ মানুষের হাসিকেওবিশ্বাস করতে নেই !কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে।
25/11/2022

পুরুষ মানুষের হাসিকেও
বিশ্বাস করতে নেই !
কারণ তারা মৃত্যুর সমান
যন্ত্রণা নিয়েও হাসতে পারে।

Address

Chittagong
Anowara
4376

Alerts

Be the first to know and let us send you an email when Travel Boy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Boy Bangladesh:

Videos

Share

Category


Other Anowara travel agencies

Show All