Arif Universe

Arif Universe My name is Mohammed Arif, I enjoy travelling with friends, riding bikes, making films. I upload vide

19/09/2023

আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে?
কিছুই কি নেই বাকি।

13/10/2022

আজ অনেক দিন পর ভিডিও এডিট করলাম তাও আবার মোবাইল দিয়ে।আমি ভিডিও টা raw এডিট করেছি , যা করেছি আর বলেছি সব ই রেখে দিছি।
কিছুদিন আগেই ঘুরে আসলাম আমরা ১১ জন cosxbazar থেকে।
ভ্রমণ আসলেই আত্তার প্রশান্তি প্রদান করে। আর কক্সবাজার বাংলাদেশের অন্যতম সেরা জায়গা যেখানে আপনি পাহাড় আর সমুদ্র এর মিলন দেখবেন। আর এই সন্দর্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।
আর Campincox আমার কাছে ভালো লেগেছে তাদের প্যাকেজ ও সাধ্যের মধ্যে সেরাটা আপনাকে দিবে।
আজ প্রথম পর্ব দিলাম ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আবার দেখা হবে।

https://www.youtube.com/watch?v=xeB_AWSM9ysLalakhal, which is another top tourist attraction in Jaintapur Upazilla, is c...
18/04/2021

https://www.youtube.com/watch?v=xeB_AWSM9ys

Lalakhal, which is another top tourist attraction in Jaintapur Upazilla, is covered with hills, natural forests, tea gardens, and rivers under the Jainta Hill which comprises part of the Meghalaya Ranges of India.

if you like my video please subscribe...

​ bangladesh Lalakhal, which is another top tourist attraction in Jaintapur Upazilla, is covered with hills, natural fo...

ভোলাগঞ্জ সাদা পাথর : ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে অবস্থিত। ভোলাগঞ্জের আরেকপাশে ভারতের মেঘালয় ...
22/08/2020

ভোলাগঞ্জ সাদা পাথর :
ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে অবস্থিত। ভোলাগঞ্জের আরেকপাশে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির প্রবাহ ধলাই নদের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলে মিশে সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা “সাদা পাথর” নামে পরিচিত। এইসব কিছু মিলে ভোলাগঞ্জ এখন আকর্ষনীয় এক পর্যটন স্থান।
উপযুক্ত সময়:
সবচেয়ে ভাল সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এই সময় যাওয়ার জন্যে সবচেয়ে উপযুক্ত সময়। অন্যসময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকবে। আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মত পানি থাকেনা তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে।
কিভাবে যাবেন?
সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৬ কিঃমিঃ ৷ দেশের যেখান থেকেই ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা, প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জ। বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটা ভাল ঢাকা থেকে বাসে সিলেট : সায়দাবাদ ও মহাখালী থেকে গ্রীন লাইন, সৌদিয়া, হানিফ ,শ্যামলি, ইউনিক, এনা পরিবহনে ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে এসি ও নন এসি বাস জনপ্রতি ৪৭০/-টাকা ভাড়ায় পাবেন। ঢাকা থেকে ট্রেনে সিলেট : ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, পারাবত,কালনী এক্সপ্রেস শোভন চেয়ার জনপ্রতি ৩২০ টাকা ভাড়া। সিলেট থেকে ভোলাগঞ্জ আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যাবার বাস ও সিএনজি পাওয়া যায়। সকাল ৮টা -সন্ধ্যা ৬টা পর্যন্ত বিআরটিসি বাসে জনপ্রতি ৫০ টাকা ও সাদা পাথর পরিবহন প্রাঃ লিঃ ৭০ টাকা ভাড়া কোম্পানীগঞ্জের জিরো পয়েন্ট সাদাপাথর যেতে পারবেন। লোকাল সিএনজিতে করে জনপ্রতি ভাড়া ১০০-১৫০ টাকা ভাড়া ।চাইলে রিজার্ভে ভাড়া ১২০০-১৩০০ টাকা ৫ জন বসা যায়। নৌকা ঘাট থেকে যাওয়া ও আসা সহ ৳৮০০/-ভাড়া (সর্বোচ্চ ১০জন উঠা যায়)।
video link: https://youtu.be/NvzvnuHvvro

13/05/2020

করোনা র ভয়াল থাবায় ঢাকা আজ প্রাণহীন একটি শহরে পরিণত হয়েছে
রাতের ঢাকা নিয়ে ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেল এ
সবাই বাসায় থাকুন বিনা কারণে বের হইয়েন না

আজ বাহিরে একটু ঘুরলাম আর ইফতার করলাম আলহামদুলিল্লাহ l মনে হয় গত 2 মাস জেল খানায় ছিলাম আজ জেল খানা হতে বের হলামআল্লাহ আ...
10/05/2020

আজ বাহিরে একটু ঘুরলাম আর ইফতার করলাম আলহামদুলিল্লাহ l
মনে হয় গত 2 মাস জেল খানায় ছিলাম আজ জেল খানা হতে বের হলাম
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন l
মিস you কাবিলা...................

08/05/2020

গিয়েছিলাম কুয়াকাটা ২০১৭ সালে তখন সূর্য উদয়ের টাইম লাপ্স নিয়েছিলাম
আসা করি কিছু দিনের মধ্যে সম্পূর্ণ ভিডিও আপলোড দিবো
আমার ইউটিউব চ্যানেলে ।

গত বছরের নভেম্বর মাসে গিয়েছিলাম বান্দরবান উদ্দেশ্য ছিল নাফাখুম । আলহামদুলিল্লাহ্‌ বন্ধু ও ছোট ভাইদের নিয়ে খুব মজা করেছিল...
05/05/2020

গত বছরের নভেম্বর মাসে গিয়েছিলাম বান্দরবান উদ্দেশ্য ছিল নাফাখুম । আলহামদুলিল্লাহ্‌ বন্ধু ও ছোট ভাইদের নিয়ে খুব মজা করেছিলাম আজ কেন জানি ভয় হয় ? আমি আবার সবাইকে এইরকম ভাবে ভবিষ্যতে আবার পাব ত এই রকম ট্যুর এর জন্য । ইন সাহাল্লাহ আবার দেখা হবে তোদের সাথে নতুন কোন জায়গায়
ভিডিও করেছিলাম তবে ব্লগিং এর জন্য না তবুও আপলোড করেছি আমার চ্যানেল এ
ঘুরে আসতে পারেন আমার চ্যানেল
video link episode 1 : https://www.youtube.com/watch?v=30aUDQCKZNI
video link episode 2: https://www.youtube.com/watch?v=hufbWYrKrZw&t=2s

ঢাকা থেকে যেকোনো বাসে বান্দরবান চলে আসতে পারেন । বান্দরবান শহর থেকে বাসে করে বা চান্দের গাড়ি তে করে চলে আসতে পারেন থানচি।

থানচি থেকে রেমাক্রি যেতে সময় লাগবে দের ঘন্টা

খরচাপাতিঃ
১০জনের একটা দলের জন্য ১রাত – ২দিনের ট্যুরের পুরো খরচ তুলে ধরছি।
বাস ভাড়া ৬২০*২ = ১২৪০ আপডাউন।
চান্দের গাড়ি ৬০০০ * ২ = ১২,০০০ (জনপ্রতি ১২০০ টাকা)
থানচি গাইড খরচ ৮০০ টাকা ১ম দিন, ৭০০ টাকা ২য় দিন = ১৫০০ টাকা (জনপ্রতি ১৫০টাকা)
রেমাক্রি গাইড খরচ ৫০০ টাকা (জনপ্রতি ৫০ টাকা)
রেমাক্রি থাকার খরচ জনপ্রতি ২০০ টাকা।
১ম দিনের খাবার খরচ ৮০+১৫০+১৫০ = ৩৮০ টাকা জনপ্রতি।
২য় দিনের খাবার খরচ ৮০+১৫০+২০০=৪৩০ টাকা জনপ্রতি।
থানচি – রেমাক্রি – থানচি নৌকার খরচ ৩টা = ১২,০০০ টাকা (জনপ্রতি ১২০০ টাকা)
সর্বমোট খরচ = ৪৮৫০ টাকা জনপ্রতি ( ~৫০০০ টাকা

যশোর বাংলাদেশ এর সবচাইতে পুরাতন জেলা । তাই এই জেলার ঐতিহ্য এবং ইতিহাস অনেক সমৃদ্ধ । আমরা চেষ্টা করেছি মোটামটি সব গুলো স্...
04/05/2020

যশোর বাংলাদেশ এর সবচাইতে পুরাতন জেলা । তাই এই জেলার ঐতিহ্য এবং ইতিহাস অনেক সমৃদ্ধ । আমরা চেষ্টা করেছি মোটামটি সব গুলো স্থান ঘুরে দেখা আর যতটুকু ঘুরতে পেরেছি তার জন্য বাইক আমাদের অনেক সাহায্য করেছে ।হয়তবা বাইক না থাকলে এতগুলা জায়গা এত দ্রুত ঘুরা সম্ভব হইত না ।আসা করি আপনাদের সবার এই জায়গা গুলো সচক্ষে ঘুরে দেখা উচিত।

video link: https://www.youtube.com/watch?v=rEppmzioR3Q

যশোর বাংলাদেশ এর সবচাইতে পুরাতন জেলা । তাই এই জেলার ঐতিহ্য এবং ইতিহাস অনেক সমৃদ্ধ । আমরা ...

04/05/2020
04/05/2020

Address

Badda
Badda
1212

Telephone

+8801849462880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Universe:

Videos

Share

Category


Other Travel Companies in Badda

Show All