08/06/2021
💥💥ধামাকা অফার💥💥
✅নাম মাত্র খরচে ইথিওপিয়ায়(Ethiopia) গার্মেন্টস এ বিভিন্ন পদে( পুরুষ ও মহিলা) কর্মী নিয়োগ,,,ভিসা প্রসেসিং টাইম মাত্র ২০ দিন। ১ মাসে ফ্লাইট হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে ম্যানপাওয়ার হয়ে যাবে। এর চেয়ে কম খরচে বাংলাদেশে কোন ভিসা নাই।
🇪🇹 বিঃদ্রঃ সারা বাংলাদেশের সকল এজেন্ট একযোগে করুন। ইথিওপিয়ায় ২ হাজার লোক লাগবে। ১ সপ্তাহের মধ্যে ২০০ লোক দিবেন ইনশাআল্লাহ।।
✅ইথিওপিয়া আফ্রিকার উওর পূর্বে অবস্থিত একটি দেশ, এখানে অনেক বাংলাদেশি গার্মেন্টস শ্রমিক রয়েছে। ইথিওপিয়ার গার্মেন্টস শ্রমিক এর অধিকাংশই বাংলাদেশী শ্রমিক। এছাড়াও এখানে নেপালি ও ইন্ডিয়ান শ্রমিকও আছে।
✅পদের নাম :
☑️ফ্যাক্টরী ম্যানেজার। বেতন আলোচনা সাপেক্ষে।
☑️ফ্যাক্টরী এ পি এম, ইনর্চাজ, পি এম। বেতন আলোচনা সাপেক্ষ।
☑️মেশিন অপারেটর (Sewing Oparetor) ৪৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️কিউসি ( Qc) ৪৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️এম্ব্রয়ডারী অপারেটর (Embroidery Oparetor)।বেতন ৪৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️সুপারভাইজার (Suparvisor) বেতন ৫৫-৬০ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🇪🇹 সেম্বলম্যান বেতন ৩৫-৫৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🇪🇹কার্টুন প্যাকিং ম্যান। বেতন ৩৮ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🇪🇹 পিকআপ ড্রাইভার। বেতন ৪৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🇪🇹স্টোর কিপার, টাইম কিপার। বেতন ৩৮-৪৫ হাজার টাকা +ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️ইলেক্ট্রিশিয়ান (Electrician) ইলেক্টিশিয়ান ইনচার্জ। বেতন ৭০-৮০ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️সুইং মেকানিক (Sewing Mechanic) মেকানিক ইনচার্জ। বেতন ৭০-৮০ হাজার টাকা+ ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
☑️মহিলা ও পুরুষ চেকার।বেতন ৩৮ হাজার টাকা +ওভারটাইম +থাকা খাওয়া ফ্রি।
☑️সিকিউরিটি গার্ড।বেতন ৩৮ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🇪🇹 সিকিউরিটি ইনচার্জ। বেতন ৪৫-৫৫ হাজার টাকা + ওভারটাইম + থাকা খাওয়া ফ্রি।
🔴এছাড়া যারা কোন কাজ জানে না তারা হেল্পার হিসাবে যেতে পারবে।
🔴(১) প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম।
🔴(২) চাকরির চুক্তি ৩ ( তিন) বছর ( নবায়নযোগ্য)।
🔴(৩) নিয়োগকর্তা (কোম্পানি) থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন খরচ বহন করিবে।
🔴(৪) ৩ (তিন) বছর পর চাকরি শেষ এ কোম্পানি বিমান ভাড়া বহন করিবে।
🔴(৫) অন্যান্য শর্ত ইথোপিয়ান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
🔴বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার হয়ে যাবে।
🔴প্রার্থীর প্রয়োজনীয় ডকুমেন্টস,,,
🔴মেইন পাসপোর্ট
🔴৪(চার) কপি ছবি।
🔴মেডিকেল ফিট কার্ড।
🔴আগ্রহী প্রার্থীগন দ্রুত পাসপোর্ট জমা দিন।
☎️ সরাসরি ফোন করুন +880-1884-910993
(ইমো/হোয়াটসএ্যাপ)