AbroApply

AbroApply Trusted International Admission & Application Firm.

We also offer documents support by our expert guidance to make your international plan hassle-free and successful.

***বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি***আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে১. উপযুক্ত দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনআপনার পছন্দে...
28/02/2025

***বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি***

আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে

১. উপযুক্ত দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

আপনার পছন্দের বিষয়ের উপর ভিত্তি করে কোন দেশ ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত তা নির্ধারণ করুন। জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে:

যুক্তরাষ্ট্র (USA) – গবেষণার সুযোগ বেশি

যুক্তরাজ্য (UK) – কম সময়ের ডিগ্রি (ব্যাচেলর ৩ বছর, মাস্টার্স ১ বছর)

কানাডা – পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুবিধা

অস্ট্রেলিয়া – স্থায়ী বসবাসের সুযোগ বেশি

জার্মানি – টিউশন ফি কম বা বিনামূল্যে উচ্চশিক্ষা

২. প্রয়োজনীয় পরীক্ষার প্রস্তুতি

বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন মানোন্নয়ন পরীক্ষা দিতে হয়। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো:

IELTS / TOEFL / PTE – ইংরেজি দক্ষতার জন্য

GRE / GMAT – মাস্টার্স বা পিএইচডির জন্য (বিশেষ করে যুক্তরাষ্ট্রে)

SAT / ACT – ব্যাচেলর প্রোগ্রামের জন্য

৩. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

স্টেটমেন্ট অব পারপাস (SOP) – কেন এই কোর্স করতে চান তা ব্যাখ্যা করা

সুপারিশপত্র (LOR) – শিক্ষকদের কাছ থেকে সুপারিশপত্র সংগ্রহ করা

সিভি (CV) – একাডেমিক ও এক্সট্রা-কারিকুলার অভিজ্ঞতা তুলে ধরা

স্কলারশিপের জন্য আলাদা আবেদন (যদি প্রয়োজন হয়)

৪. বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া

নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখে আবেদন করুন।

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে সুযোগ বাড়বে।

আবেদন ফি কত এবং কীভাবে দিতে হয় তা দেখে নিন।

৫. স্কলারশিপ ও ফান্ডিং

বিদেশে পড়াশোনার খরচ অনেক বেশি হতে পারে, তাই স্কলারশিপ পাওয়ার চেষ্টা করুন।
কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ:

Chevening Scholarship (UK)

Fulbright Scholarship (USA)

Erasmus Mundus Scholarship (EU)

DAAD Scholarship (Germany)

Commonwealth Scholarship

৬. স্টুডেন্ট ভিসার আবেদন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য প্রয়োজন হতে পারে:

বিশ্ববিদ্যালয়ের অফার লেটার

ব্যাংক স্টেটমেন্ট (ফান্ডের প্রমাণ)

মেডিকেল চেকআপ

ভিসা ইন্টারভিউ

৭. থাকার ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া

থাকার ব্যবস্থা (হোস্টেল, রেন্টেড অ্যাপার্টমেন্ট) আগে থেকেই ঠিক করে নিন।

স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে জানুন।

বিমানে টিকিট বুক করুন এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করুন।

**iccr scholarship***ICCR (Indian Council for Cultural Relations) Scholarship হলো ভারত সরকারের দেওয়া একটি বৃত্তি কর্মসূ...
25/02/2025

**iccr scholarship***
ICCR (Indian Council for Cultural Relations) Scholarship হলো ভারত সরকারের দেওয়া একটি বৃত্তি কর্মসূচি, যা বিদেশি শিক্ষার্থীদের ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়। এটি ভারতের সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিল (ICCR) দ্বারা পরিচালিত হয় এবং মূলত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করে।

ICCR স্কলারশিপের প্রধান বৈশিষ্ট্য:

টিউশন ফি: সম্পূর্ণ ফ্রি বা আংশিক অর্থায়ন।

আবাসন: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ।

মাসিক ভাতা: জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ।

ভিসা সহায়তা: শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার ব্যবস্থা।

ফ্লাইট খরচ: নির্দিষ্ট কিছু প্রোগ্রামের ক্ষেত্রে যাতায়াত খরচ প্রদান করা হয়।

কাদের জন্য এই স্কলারশিপ?

স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এবং পোস্ট-ডক্টরাল প্রোগ্রামের জন্য আবেদন করা যায়।

যেসব শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী (যেমন, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সামাজিক বিজ্ঞান, চারুকলা ইত্যাদি)।

কিভাবে আবেদন করবেন?

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তবে নির্দিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে বিস্তারিত শর্তাবলী এবং সময়সীমা দেখে নিন।

**উচ্চশিক্ষায় কেন ভারতে যাবেন?**উচ্চশিক্ষায় ভারত হবে অন্যতম শ্রেষ্ঠ গন্তব্য। বিশ্বমানের শিক্ষা, স্বল্প খরচ, সহজলভ্যতা ...
25/02/2025

**উচ্চশিক্ষায় কেন ভারতে যাবেন?**

উচ্চশিক্ষায় ভারত হবে অন্যতম শ্রেষ্ঠ গন্তব্য। বিশ্বমানের শিক্ষা, স্বল্প খরচ, সহজলভ্যতা ও চাকরির সুবিধা নিয়ে বাংলাদেশীদের জন্য শ্রেষ্ঠ গন্তব্য।

১. বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান

ভারতে অনেক নামকরা বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট রয়েছে, যেমন:

IIT (Indian Institute of Technology) – প্রকৌশল ও প্রযুক্তির জন্য শীর্ষস্থানীয়

IIM (Indian Institute of Management) – ব্যবসায় প্রশাসনের জন্য বিখ্যাত

AIIMS (All India Institute of Medical Sciences) – চিকিৎসা শিক্ষার জন্য শীর্ষস্থানীয়

JNU, DU, IISc – গবেষণা ও উচ্চশিক্ষার জন্য বিশ্বখ্যাত

২. কম খরচে উচ্চমানের শিক্ষা

ভারতে পড়াশোনার খরচ পশ্চিমা দেশগুলোর তুলনায় কম, কিন্তু শিক্ষার মান উন্নত। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলকভাবে কম।

৩. বৃত্তি ও আর্থিক সহায়তা

ভারতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে, যেমন:

ICCR (Indian Council for Cultural Relations) স্কলারশিপ

SAARC দেশগুলোর জন্য বিশেষ সুবিধা

৪. ভাষাগত সুবিধা

বাংলাদেশিদের জন্য ভারতে পড়াশোনার ক্ষেত্রে ভাষাগত সুবিধা রয়েছে। ইংরেজি ও হিন্দি উভয় ভাষায় শিক্ষা প্রদান করা হয়, যা শেখা তুলনামূলকভাবে সহজ।

৫. প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক স্বীকৃতি

ভারতের অনেক বিশ্ববিদ্যালয় QS World Rankings এবং Times Higher Education Rankings-এ স্থান পেয়ে থাকে, যা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।

৬. প্রতিবেশী দেশ হওয়ায় সহজ যাতায়াত

বাংলাদেশ থেকে ভারত যাওয়া সহজ এবং খরচও কম। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ।

৭. আবাসন ও জীবনযাত্রার সুবিধা

ভারতে থাকা ও খাওয়ার খরচ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার তুলনায় অনেক কম। তাছাড়া, অনেক শহরে বাংলাদেশি কমিউনিটি থাকায় নিজ দেশের খাবার ও সংস্কৃতির সংস্পর্শে থাকা সম্ভব।

৮. গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ

ভারতের বিভিন্ন ইনস্টিটিউটে গবেষণার সুযোগ ও উন্নত ল্যাব সুবিধা রয়েছে। এছাড়া, অনেক শিক্ষার্থী স্নাতকোত্তর বা পিএইচডি শেষে গবেষণা বা চাকরির সুযোগ।

24/02/2025
24/02/2025

****AYUSH স্কলারশিপ স্কিম****
****(AYUSH Scholarship Scheme)****

AYUSH স্কলারশিপ হলো ভারত সরকারের Indian Council for Cultural Relations (ICCR) কর্তৃক প্রদত্ত একটি বৃত্তি, যা মূলত আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি (AYUSH) বিষয়ে অধ্যয়নের জন্য বিদেশি শিক্ষার্থীদের দেওয়া হয়। এটি বিশেষভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও অন্যান্য কিছু দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

স্কলারশিপের আওতায় যে বিষয়গুলো পড়ানো হয়-

AYUSH স্কলারশিপের মাধ্যমে নিম্নলিখিত বিষয়ে স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে:

1. আয়ুর্বেদ (BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery, MD/MS in Ayurveda)

2. যোগ (Yoga - Certificate/Diploma/Degree Courses)

3. ইউনানি (BUMS - Bachelor of Unani Medicine and Surgery, MD/MS in Unani)

4. সিদ্ধা (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery, MD/MS in Siddha)

5. হোমিওপ্যাথি (BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery, MD/MS in Homeopathy)

স্কলারশিপের সুযোগ-সুবিধা-
এই বৃত্তির অধীনে শিক্ষার্থীরা নিচের সুবিধাগুলো পায়:

✅ টিউশন ফি সম্পূর্ণ ফ্রি
✅ মাসিক ভাতা (Living Allowance)
✅ আবাসন ভাতা (Hostel Fee বা House Rent Allowance)
✅ স্বাস্থ্যবিমা (Medical Insurance)
✅ থিসিস বা গবেষণা বাবদ সহায়তা (For PG and PhD students)
✅ ভারতে যাতায়াতের জন্য কিছু সহায়তা (কিছু ক্ষেত্রে প্রযোজ্য)

আবেদনের যোগ্যতা

✔ বাংলাদেশের নাগরিক হতে হবে
✔ সংশ্লিষ্ট বিষয়ের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে (যেমন: BAMS-এর জন্য HSC বা সমমানের যোগ্যতা প্রয়োজন)

আবেদন প্রক্রিয়া-
✅ সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আবেদন শুরু হয়।

ভারতের কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে?
AYUSH স্কলারশিপের অধীনে ভারতের বিভিন্ন নামকরা AYUSH কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে, যেমন:

Banaras Hindu University (BHU)

***সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ***সিঙ্গাপুর সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 'সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্...
24/02/2025

***সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ***
সিঙ্গাপুর সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 'সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড' (SINGA) নামে একটি পূর্ণাঙ্গ স্কলারশিপ প্রদান করে, যা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয়। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে গবেষণা করতে পারেন।

স্কলারশিপের সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি মওকুফ: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়।

* মাসিক ভাতা: প্রথম বছর প্রতি মাসে ২,২০০ সিঙ্গাপুর ডলার এবং পরবর্তী বছরগুলোতে ২,৭০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হয়।

* আবাসন ভাতা: এককালীন ১,০০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হয়।

* ভ্রমণ ভাতা: বিমান ভাড়ার জন্য এককালীন ১,৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতাসমূহ:

* স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* পাসপোর্টের কপি।

* সাম্প্রতিক ছবি।

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

* সিভি।

* স্টেটমেন্ট অব পারপাস (SOP)।

* দুইটি রেফারেন্স লেটার।

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (SINGA) উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ।

ICCR Scholarship এপ্লিকেশন Fee প্রথম ১০ জনের সম্পূর্ন ফ্রী!! ও Free গাইডলাইন!স্কলারশিপে এপ্লিকেশনের রেগুলার ফি ৭০০০ টাকা...
23/02/2025

ICCR Scholarship এপ্লিকেশন Fee প্রথম ১০ জনের সম্পূর্ন ফ্রী!! ও Free গাইডলাইন!

স্কলারশিপে এপ্লিকেশনের রেগুলার ফি ৭০০০ টাকা সাথে গাইডলাইন, ওয়ার্কসপ ও গ্রুমিং সেশন প্রদান করা হয়।
#কিভাবে এপ্লিকেশন করতে হয়
#রিটেন পরীক্ষার প্রস্তুতি
#ভাইভা ও ইন্টারভিউ
#রিকমেন্ডেশন লেটার
#স্টেটমেন্ট আব পারপাস

🌙 জ্ঞান ও দোয়ায় হোক নতুন পথচলা!শিক্ষার আলো আর ইবাদতের শক্তি একসাথে থাকলে সাফল্য অবশ্যম্ভাবী!এই শবে বরাতে আল্লাহর কাছে প্...
14/02/2025

🌙 জ্ঞান ও দোয়ায় হোক নতুন পথচলা!
শিক্ষার আলো আর ইবাদতের শক্তি একসাথে থাকলে সাফল্য অবশ্যম্ভাবী!
এই শবে বরাতে আল্লাহর কাছে প্রার্থনা করুন—জীবনে জ্ঞান অর্জন, সাফল্য ও বরকতের জন্য।

📌 এব্রো এপ্ললাই আপনার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে রয়েছে!
📞 যোগাযোগ করুন:+8801822166112
📍 ঠিকানা:www.abroapply.com

#শবে_বরাত #এব্রো_এপ্ললাই #উচ্চশিক্ষার_স্বপ্ন

📚🌍 এব্রো এপ্ললাই-এর সাথে আপনার উচ্চশিক্ষার স্বপ্নপূরণ করুন!আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে আমরা সবস...
14/02/2025

📚🌍 এব্রো এপ্ললাই-এর সাথে আপনার উচ্চশিক্ষার স্বপ্নপূরণ করুন!
আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে আমরা সবসময় প্রস্তুত। আজকের দিনে নতুন সিদ্ধান্ত নিন, নতুন যাত্রা শুরু করুন—শিক্ষার পথে, ভবিষ্যতের পথে!

বিশেষ অফার:
🎁 পহেলা ফাল্গুন উপলক্ষে ফ্রিতে স্টুডেন্ট ভিসা কনসালটেশন!
📩 এখনই আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি অফিসে আসুন!

📞 কল করুন: +8801822166112
ঠিকানা: www.abroapply.com

#পহেলা_ফাল্গুন #এব্রো_এপ্ললাই

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
11/02/2025

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

10/02/2025

NIIT University – 100% জব গ্যারান্টি সহ উচ্চশিক্ষার সেরা গন্তব্য!

আপনি কি এমন একটি বিশ্ববিদ্যালয় খুঁজছেন যেখানে পড়াশোনা শেষে ক্যারিয়ারের নিশ্চয়তা থাকবে? তাহলে NIIT University হতে পারে আপনার স্বপ্ন পূরণের সেরা ঠিকানা!

কেন NIIT University?
✅ ১০০% জব প্লেসমেন্ট গ্যারান্টি – ভারতে একমাত্র বিশ্ববিদ্যালয় যা পড়াশোনার পর নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয়!
✅ আধুনিক সাইন্স ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম – অনার্স ও মাস্টার্স লেভেলে বিশ্বমানের কোর্স।
✅ ইন্ডাস্ট্রি-অ্যালাইন্ড কারিকুলাম – বড় বড় টেক কোম্পানির চাহিদার সাথে মিল রেখে তৈরি কোর্স।
✅ প্র্যাকটিক্যাল ও স্কিল-বেইজড লার্নিং – শুধু থিওরি নয়, হাতে-কলমে শেখার সুযোগ।

আপনার ভবিষ্যৎ নিরাপদ, কারণ এখানে পড়লেই নিশ্চিত চাকরি!

এখন আর অনিশ্চয়তায় নয়, ক্যারিয়ারের নিশ্চয়তার জন্য বেছে নিন NIIT University। আজই যোগাযোগ করুন এবং নিজের ভবিষ্যৎকে সফলতার পথে এগিয়ে নিন!

✨ শুভ সরস্বতী পূজা!  ২০২৫ ✨📖 বিদ্যার আলোয় আলোকিত হোক জীবন, জ্ঞান ও সৃজনশীলতায় ভরে উঠুক প্রতিটি মন।🪶 মা সরস্বতীর কৃপায় শি...
03/02/2025

✨ শুভ সরস্বতী পূজা! ২০২৫ ✨

📖 বিদ্যার আলোয় আলোকিত হোক জীবন, জ্ঞান ও সৃজনশীলতায় ভরে উঠুক প্রতিটি মন।
🪶 মা সরস্বতীর কৃপায় শিক্ষার পথে থাকুক অগ্রগতি, বুদ্ধি ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত হোক।

💙 অ্যাব্রো অ্যাপ্লাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা! 💙

📚 “জ্ঞান যেখানে, অন্ধকার সেখানে দূর হয়; শিক্ষা যেখানে, ভবিষ্যৎ সেখানে উজ্জ্বল হয়।” 📚

Address

Banani
Banani Model Town
1213

Alerts

Be the first to know and let us send you an email when AbroApply posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share