Genius Tours & Travel-Gournadi

Genius Tours & Travel-Gournadi We specialized in tourist, medical, business visa processing, Air Ticketing, Worldwide Package Tour, Umrah Package, Hajj packages assistance. Our Services
1.
(1)

Let us be your partner to unforgettable experiences. Join us on this incredible journey! 🌎✈️ Welcome to Genius Tours & Travel. We are providing best online Tour & Travel service. Visa Processing Service.
2. Domestic & International Air Ticketing Services.
3. Package tours covering important Cities around the world
4. Hajj and Umrah Services
5. Hotel reservation in important Cities all over the wor

ld
6. Guided Domestic Sightseeing Trips to places of historical & Cultural interests.
7. Tours & Travels related Services. You can contact us anytime.
✅Cell: +8801977723666, 01919-599911
✅Email: [email protected]

 #মালয়েশিয়ান_ভ্রমণ_ভিসা_প্রসেস_করুন_মাত্রঃ_৫০০০/- টাকায়১. পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ০৭ মাস হতে হবে ঘুরে আসা পর্যন্ত।২. জ...
08/01/2025

#মালয়েশিয়ান_ভ্রমণ_ভিসা_প্রসেস_করুন_মাত্রঃ_৫০০০/- টাকায়

১. পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ০৭ মাস হতে হবে ঘুরে আসা পর্যন্ত।
২. জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি (বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি)।
৩. ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি (৩.৫×৫ সেমি. সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড)।
৪. ৬ মাস ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট (ব্যাংকের সীল ও স্বাক্ষর সহ অরিজিনাল কপি)।
৫. ট্রেড লাইসেন্স–এর ফটোকপি সহ ইংরেজি অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
৬. কোম্পানির প্যাড এর পাতা (ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
৭. নো অবজেকশন সার্টিফিকেট এর অরিজিনাল কপি (বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
৮. ইংরেজী অক্ষরে ছাপা ভিজিটিং কার্ড (ব্যবসায়ী ও চাকুরিজীবি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য)।
৯. অবসরের কাগজ এর ফটোকপি ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড অথবা নো অবজেকশন সার্টিফিকেট (ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য)।
১১. সদ্য বিবাহিতদের ক্ষেত্রে নিকাহ নামা এর ফটোকপি সহ ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি।

============================
✅ আমাদের ভিসা ফি :-
🇹🇭 থাইল্যান্ড (স্টিকার) = ৬,৫০০ টাকা।
🇲🇾 মালয়েশিয়া (ই-ভিসা) = ৫,০০০ টাকা।
🇸🇬 সিঙ্গাপুর (ই-ভিসা) = ৬,৫০০ টাকা।
🇻🇳 ভিয়েতনাম (স্টিকার এপ্রুভাল) = ৭,৫০০ টাকা।
🇰🇭 কাম্বোডিয়া (ই-ভিসা) = ৬,০০০ টাকা।
🇱🇰 শ্রীলংকা (ই-ভিসা) = ৫,০০০ টাকা।
🇵🇭 ফিলিপাইন (স্টিকার) = ৯,৫০০ টাকা।
🇸🇦 ওমরাহ (ই-ভিসা) = ১৮,৫০০ টাকা।
🇨🇳 চায়না ভিসা = ৯,৮০০ টাকা থেকে শুরু।
🇵🇰 পাকিস্তান ভিসা= ১০০০ টাকা।
🇯🇵 জাপান: ৫০০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)।
🇰🇷 সাউথ কোরিয়া = ৫০০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)।
🇰🇪 কেনিয়া = ৬,৫০০০/- (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)।
🇺🇸 আমেরিকা = ৫০০০/- প্রসেসিং ফি।
🇨🇦 কানাডা = ৫০০০/- প্রসেসিং ফি।
🇬🇧 ইংল্যান্ড = ৫০০০/- প্রসেসিং ফি।
🇦🇺 অস্ট্রেলিয়া = ৫০০০/- প্রসেসিং ফি।
🇪🇺 সেনজেন ( ইতালি, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, বেলজিয়াম সহ ২৭ টি কান্ট্রির ভিসা) = ৫০০০/- প্রসেসিং ফি।

আমাদের সেবা সমূহঃ ভিসা প্রসেসিং, ট্যুর প্ল্যান, ফ্লাইট বুকিং সহ ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে ভিজিট করুনঃ

Genius 𝐓𝐨𝐮𝐫𝐬 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 ✈️
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
▶ অফিস টাইম: আমাদের অফিসের সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ০৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত
জিনিয়াস ট্যুরস অ্যান্ড ট্রাভেল
◈ অফিসের ঠিকানা: হোল্ডিং নং-৫১৯২, গৌরনদী বাস স্ট্যান্ড সুপার মার্কেট, ২য় তলা (ওয়াল্টন শোরুম) পশ্চিম পাশের গলি, গৌরনদী, বরিশাল-৮২৩০।
▶ সরাসরি কথা বলার জন্য কল/হোয়াটসঅ্যাপ করুনঃ-
☎️ +8801919-599911
☎️ +8802-478870123
ইমেইলঃ [email protected]

01/01/2025
থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে! 🌏থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-...
01/01/2025

থাইল্যান্ড ই-ভিসা: বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুবিধা শুরু হতে যাচ্ছে! 🌏
থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে! নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ার পর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া হবে সহজ এবং দ্রুত।
গুরুত্বপূর্ণ তারিখ
১৯ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রয়োজন থাকবে না।
২ জানুয়ারি ২০২৫: সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
ই-ভিসা আবেদন প্রক্রিয়া
১. অনলাইন আবেদন
থাইল্যান্ড ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন:
👉 https://www.thaievisa.gov.th
আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
📌 পাসপোর্ট জমা দিতে হবে না।
২. ফি পরিশোধ
আবেদন জমা দেওয়ার "Payment Info Summary" শীট পাবেন যার মাধ্যমে ভিসা ফি প্রদান করতে হবে।
অনলাইনে ফি পরিশোধ করুন:
👉 Commercial Bank of Ceylon এর মাধ্যমে।
📌 ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়।
৩. ভিসা অনুমোদন
আবেদন জমা দেওয়ার ১০ কার্যদিবসের মধ্যে ই-ভিসা অনুমোদন পাওয়া যাবে।
অনুমোদিত ই-ভিসা আপনার ইমেইলে পাঠানো হবে।
ই-ভিসা ব্যবহার
✅ অনুমোদিত ই-ভিসার একটি প্রিন্ট কপি নিন।
✅থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনে এটি প্রদর্শন করুন।
বর্তমান ভিসা সেন্টারের আপডেট
ই-ভিসা সিস্টেম চালুর প্রস্তুতির জন্য ২৪ ডিসেম্বর ২০২৪ থেকে ঢাকার চারটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ বন্ধ থাকবে। (যদিও ইতিমধ্যে প্রচুর ফাইল এর চাপের কারনে তারা সকল ধরনের ফাইল নেয়া বন্ধ করে দিয়েছে।)
যোগাযোগের ঠিকানা
📍 থাই রয়্যাল এম্বাসি, ঢাকা
📞ফোন: (880 2) 5881 3260-1, 5881 2795
📧ইমেইল: [email protected]
🌐ওয়েবসাইট: thaiembassy.org/dhaka

27/12/2024

আজ শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪
২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
১২ পৌষ ১৪৩১ বাংলা
-------------------
ফজর- ৫:২০ মিনিট
জোহর- ১২:০৫ মিনিট
আসর- ৩:৪৩ মিনিট
মাগরিব- ৫:২৫ মিনিট
ইশা- ৬:৪২ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:৩৯ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:২১ মিনিট

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাসঢাকা: আগামী ১০ ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রোসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস...
08/12/2024

ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রোসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য শেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে।

আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভিএফএস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে। আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ের স্লটের ২৪ ঘণ্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না।

আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধুমাত্র ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন।

অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। (+88) 09606 777 333 বা (+88) 09666 911 382 (সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। এছাড়াও আপনি https://vfsforms.mioot.com/forms/CFNC/-এ তাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে ভিএফএস গ্লোবালে পৌঁছাতে পারেন।

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসাঢাকা: বাংলাদেশি নাগরিকরা এখন মেক্সিকো ভিসা আবেদনে আরও বেশি সুব...
01/12/2024

বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশিরা পাবেন মেক্সিকোর ভিসা
ঢাকা: বাংলাদেশি নাগরিকরা এখন মেক্সিকো ভিসা আবেদনে আরও বেশি সুবিধা পাবেন। মেক্সিকান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে।
মেক্সিকোতে যাওয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করেছে।
রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।
মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসাও থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, এ উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা: ভারতের ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ রয়েছে। তবে সীমিতভাবে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চালু রয়েছে...
01/12/2024

ঢাকা: ভারতের ট্যুরিস্ট ভিসা এখন বন্ধ রয়েছে। তবে সীমিতভাবে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা চালু রয়েছে।

মেডিকেল ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও অনেকেই ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। সে কারণে, বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশি নাগরিকদের পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা ঢাকা থেকেই হয়ে থাকে। আর বেশির ভাগ পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা দিল্লি থেকে নিতে হয়। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। আর সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা। তবে অনেক শিক্ষার্থীই ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে পারছেন না।

পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয়। কারণ, এসব দেশের দূতাবাস ঢাকায় নেই। এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী পড়তে যান। এছাড়া রোমানিয়ায় এখন প্রচুর বাংলাদেশের কর্মীরাও যান। তবে ভারতীয় হাইকমিশন ভিসা সীমিত করে দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

এদিকে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন তৃতীয় দেশের ভিসা শিক্ষার্থীরা পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এরই মধ্যেই ৮৬ জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন করেছেন।

সূত্র জানায়, দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন নেওয়া যায়, সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশগুলো থেকে যেন ভিসা পেতে পারেন, সে প্রচেষ্টা চলছে। এ লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকেই পাওয়া যায়, সে প্রচেষ্টাও রয়েছে সরকারের।

এদিকে জানা গেছে, রোববার (১ ডিসেম্বর) ইউরোপের তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। এসব দেশগুলো হলো, জার্মানি, চেক রিপাবলিক ও বসনিয়া-হার্জেগোভিনার। বাংলাদেশি নাগরিকরা সহজেই যেন চেক রিপাবলিক ও বসনিয়া-হার্জেগোভিনার ভিসা পেতে পারেন, পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় বৈঠকে ইস্যুটি তুলতে পারেন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি ( ট্যুরিস্ট ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে এখন যাদের জরুরি, তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমরা চাই না এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন তৃতীয় দেশের ভিসা ভারতের পরিবর্তে অন্য কোনো প্রতিবেশী দেশ থেকে সংগ্রহ করতে পারেন, তা নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যেই বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে ভিসার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার বিষয়ে সরকার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তারা (ভারত) বলেছে যে, জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থেকে ক্রোয়েশিয়া, ...
01/12/2024

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।

আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!

• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!

আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

22/11/2024
পাকিস্তানের ভিসা পেতে যোগাযোগ করুনকোন ভিসা ফি নেই শুধু আমাদের সার্ভিস চার্জঃ ২০০০/-ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন- প...
19/11/2024

পাকিস্তানের ভিসা পেতে যোগাযোগ করুন

কোন ভিসা ফি নেই শুধু আমাদের সার্ভিস চার্জঃ ২০০০/-

ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন- পাসপোর্ট এর স্ক্যান কপি ও পাসপোর্ট সাইজের ছবি

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
✔বিশেষ দ্রষ্টব্যঃ
হজ্ব, উমরাহ সহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ, ব্যবসায়ীক, মেডিক্যাল, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
▶ সরাসরি কথা বলার জন্য কল/হোয়াটসঅ্যাপ করুনঃ-
☎ ০১৯১৯-৫৯৯৯১১
☎ ০১৭৪১-৪৯৩৮৫১
☎ ০১৭৫১-৫৯৬৬৮১

▶ অফিস টাইম: আমাদের অফিসের সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ০৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত

জিনিয়াস ট্যুরস অ্যান্ড ট্রাভেল
◈ অফিসের ঠিকানা: হোল্ডিং নং-৫১৯২, গৌরনদী বাস স্ট্যান্ড সুপার মার্কেট, ২য় তলা (ওয়াল্টন শোরুম) পশ্চিম পাশের গলি, গৌরনদী, বরিশাল-৮২৩০।

আদমশুমারী তথ্য অনুযায়ী সবথেকে কম ঘনবসতিপূর্ণ বিভাগ বরিশাল,কম জনসংখ্যা বরিশালে,স্বাক্ষরতার হার সর্বোচ্চ বরিশালে,শিক্ষিত-অ...
19/11/2024

আদমশুমারী তথ্য অনুযায়ী সবথেকে কম ঘনবসতিপূর্ণ বিভাগ বরিশাল,
কম জনসংখ্যা বরিশালে,
স্বাক্ষরতার হার সর্বোচ্চ বরিশালে,
শিক্ষিত-অশিক্ষিত লোকেদের অনুপাতে শিক্ষিত লোকের হার বেশি বরিশালে,
ডিভোর্সের হার কম বরিশালে,
নারী শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি বরিশালে,
শিশু শ্রমিক কম বরিশালে,
প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি বরিশালে,
অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি বরিশালে,
মাছ উৎপাদন বেশি বরিশালে,
জন্ম-নিয়ন্ত্রণ হার বেশি বরিশালে।

এছাড়াও গ্লোবাল ইনডেক্স এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস বরিশালে, পরিবেশ দূষণের হার সবচেয়ে কম বরিশালে, সবথেকে বসবাস উপযোগী শহরের মধ্যে বরিশাল যৌথভাবে খুলনার সাথে প্রথমে৷

'ধান,নদী,খাল এই তিনে বরিশাল' প্রবাদের থেকে বেড়িয়ে বরিশাল এখন আদর্শিক, অনুকরণীয়।।

মুই বরিশাইল্লা

জিনিয়াস ট্যুরস এন্ড ট্র্যাভেল এর সৌজন্যে মাহাফিলের প্রচারণাপত্র, আপনারা সকলে আমন্ত্রিত।
12/11/2024

জিনিয়াস ট্যুরস এন্ড ট্র্যাভেল এর সৌজন্যে মাহাফিলের প্রচারণাপত্র, আপনারা সকলে আমন্ত্রিত।

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে...
07/11/2024

🛑নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।

৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান এর কাজ শুরু করেছে। জাপান দূতাবাস এখন থেকে সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১. কাভার লেটার
১২. ট্রেড লাইসেন্স অনুবাদ ও নোটারি

** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

আলহামদুলিল্লাহ্‌, এখন থেকে আহত বীরদের শিক্ষায় কোন খরচ হবে না।
29/10/2024

আলহামদুলিল্লাহ্‌, এখন থেকে আহত বীরদের শিক্ষায় কোন খরচ হবে না।

Address

Holding-5192 (1st Floor, Walton Showroom) Super Market, West Side Lane, Gournadi
Barishal
8230

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801919599911

Alerts

Be the first to know and let us send you an email when Genius Tours & Travel-Gournadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Genius Tours & Travel-Gournadi:

Videos

Share