19/11/2024
হয়তো আপনার প্রিয়জনকে নিয়ে মেঘের সমুদ্রে ভেসে উরোজাহাজে চড়ার স্বপ্ন আপনার বহুদিনের। কিন্তু শখ থাকলেও সাধ্য হচ্ছেনা।
Air astra সেই সুযোগ নিয়ে এসেছে।
দুজন মিলে এবার কক্সবাজার ঘুরে আসতে পারেন।
এক্ষেত্রে আমাদের কোন হেল্প লাগবেনা। নিজে নিজেই air astra portal থেকে করতে পারবেন।
১৫-৩০ নভেম্বরের মধে বুকিং করে ভ্রমন করতে পারেন ২৮ ফেব্রুয়ারীর মধ্যে যে কোন ফ্লাইটে।
২ জন মিলে ওয়ান ওয়ে, বা রাউন্ড টিপ নিতে পারেন।