Digital Park Indian Visa Processing Bogura

Digital Park Indian Visa Processing Bogura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Park Indian Visa Processing Bogura, BIAM School Road, Bogura Sadar, Bogura, Bogura.
(2)

..:: ভারত ভ্রমণে ভিসা পেতে যা করতে হবে ::.. ================================কথিত আছে, এক ভারত পুরোটা ঘুরে দেখলেই নাকি পৃ...
01/09/2019

..:: ভারত ভ্রমণে ভিসা পেতে যা করতে হবে ::..
================================
কথিত আছে, এক ভারত পুরোটা ঘুরে দেখলেই নাকি পৃথিবীর সব মহাদেশ ঘোরার আমেজ পাওয়া যায়। ইতিহাস আর ঐতিহ্যের সম্মিলনসহ দেশটিতে রয়েছে অসংখ্য মোহনীয় পর্যটন স্পট। সাধ ও সাধ্যের মধ্যেই দেখতে পারবেন নদী, সমুদ্র, পাহাড় আর মরুভূমির নজর কাড়া দৃশ্য। সেই সঙ্গে ভারত অধ্যুষিত ভূস্বর্গ কাষ্মিরও। তাই ভারতে যেতে আগ্রহী পর্যটকদের সুবিধার্থে ভারতীয় ভিসা সংক্রন্ত তথ্য উপস্থাপন করা হলো।

ভিসার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, যশোর, ঠাকুরগাঁও, সাতক্ষিরা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা ও বগুড়াতে ভারতীয় সহকারী হাইকমিশনের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আবেদন জমা দিতে হবে।

# যে বিষয়গুলো মনে রাখতে হবে:
--------------------------------------------------------------------------------------------------------------
১. আবেদনের তারিখে পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তার বেশি থাকতে হবে। সঠিক নিয়মে ফর্ম পূরণ করতে হবে। আপনার ফর্ম পূরণের সময় একটি তারিখ জানতে চাইবে আপনি কবে ভিসা ফর্ম জমা দিবেন। আপনার সুবিধা মত তারিখ নির্বাচন করুন।
২. ব্যাংক থেকে ১৫০ ডলার কিংবা তার বেশী পাসপোর্ট এ এন্ডোস করা থাকতে হবে। সাথে সার্টিফিকেট নিতে ভুলবেন না। যদি ডলার এন্ডোস না করেন তবে আপনার গত তিন মাসের ব্যাংক এস্টেটম্যান্ট জমা দিতে হবে। ব্যাংকে কমপক্ষে ২০,০০০/= ( বিশ হাজার টাকা ) সমাপনী ব্যালেন্স রেখে স্টেটমেন্ট জমা দিবে।
৩. নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যশনাল আইডি কার্ডের ফটোকপি নিবেন। যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের আইডি থাকে তাও ফটোকপি জমা দিবেন। (একটা মূল কপি নিয়ে যাবেন, যদি লাগে তারা নিবে; কাজ শেষে ফেরত দিবে।)
৪. আপনি কি করেন তা প্রমাণের জন্য যে কোন সার্টিফিকেট নিবেন (ব্যবসা হলে আপনার ট্রেড লাইসন্সের ফটোকপি কিংবা চাকুরী করলে যথাযত পক্ষের থেকে লেটার নিতে হবে। উভয়ক্ষেত্রে ভিজিটিং কার্ড নিবেন)। অফিস থেকে ছুটি মঞ্জুরের অনুমতিপত্র ও জমা দিতে হবে।
৫. কমিশনার বা চেয়ারম্যানের সনদপত্র হলে চলবে। যে বাড়ির ঠিকানা আপনার পাসপোর্টে উল্লেখ করা আছে সেই বাড়ির বিদ্যুৎ, পানি, ফোন, গ্যাস বিলের ফটোকপি জমা দিন। একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে। কাজ শেষে ফেরত দিবে।
৬. ট্যুরিস্ট ভিসা ৬ মাস থেকে ১ বছরের জন্য প্রদান করা হয়। এটার মেয়াদ কোন ভাবেই বাড়ানো যায় না। তবে সিনিয়র সিটিজেনদের জন্য আবেদনের প্রেক্ষিতে ৫ বছরের ট্যুরিস্ট ভিসা প্রদান করা হতে পারে।
৭. চিকিৎসা সংক্রান্ত ভিসার জন্য যেতে হলে ডাক্তারের নাম, ভিজিটিং কার্ড, এপয়েন্টম্যান ডেট, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে। চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ বাড়ানো যায়।
৮. অফিসিয়াল আমন্ত্রণ পেলে সেই আমন্ত্রন পত্রে কপি জমা দিতে হবে।
৯. ট্রানজিট ভিসার ক্ষেত্রে নেপাল বা ভুটানের ভিসা আগে নেয়াটা ভাল। সে ক্ষেত্রে আপনি ৭২ (বাহাত্তর ঘণ্টা) ভারতে অবস্থানের সুযোগ পাবেন।
১০. ভিসা ফি - 8০০/= (আটশত টাকা মাত্র )
১১. ভিসা ফর্ম জমা নেয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা (সময় পরির্বতন করা হয়)
১২. পার্সপোট ফেরত দেয়ার সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (সময় পরির্বতন করা হয়)
১৩. ভিসা সেন্টারে ফোন ব্যবহার নিষেধ। ভিসা সেন্টারে বড় কোন ব্যাগ সাথে রাখা যাবে না।
১৪. ছবির মাপ ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি হতে হবে, বেশী পুরানো হলে চলবে না। বর্তমান চোহারা ফুটে উঠতে হবে!
১৫. কমপক্ষে বিশ দিন আগে ভিসার জন্য আবেদন করা ভাল।

ভিসা প্রসেসিং এর জন্য আজই যোগাযোগ করুন।
+8801715017100 (Call or Whatsapp)
+918016661473 ( Availabe call & whatsapp when stay in India.)

If you need Indian Doctor appointment letter/invitation for medical visa. Contact: +8801715017100 or +918016661473Whats ...
01/09/2019

If you need Indian Doctor appointment letter/invitation for medical visa. Contact: +8801715017100 or +918016661473
Whats app or call....... All type of indian visa process here.
Visa type: Tourist Visa, Medical Visa, Transit Visa and Business Visa.

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য যা যা লাগবে। ১/ আবেদন পত্র(যা আমরা করে দেবো) ২/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের ফটো...
01/09/2019

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য যা যা লাগবে।
১/ আবেদন পত্র(যা আমরা করে দেবো)
২/ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের ফটোকপি
৩/ নাগরিত্ব সনদ
৪/ বিদ্যুৎ/টেলিফোন/পানির বিল
যদি ভাড়াটিয়া হন তবে বিলের কাগজের সাথে কাউন্সিলর প্রদত্ত প্রত্যায়ন পত্র।
৫/ ব্যাংক স্টেটমেন্ট/ডলার ইনডোর্সমেন্ট (১৫০ ডলার)
৬/ পেশাগত প্রমান পত্র।(স্টুডেন্ট হলে আইডি কার্ড, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, প্রাইভেট চাকরী হলে NOC(No Objection Letter), কৃষক হলে জমির খতিয়ান, সরকারী চাকরী হলে GO letter, অর্থাৎ আপনি যে পেশায় থাকবেন তার প্রমানপত্র।
৭/ পাসপোর্টের ২ ও নং পাতার ফটোকপি
৮/ পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে তার ফটেকপি।

যদি মেডিক্যাল ভিসা প্রয়োজন হয় তার জন্য ২ টি কাগজ বেশী লাগবে।
১/ সুনির্দিষ্ট তারিখ সহ ইন্ডিয়ান ডাক্তারের এপোয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার। এপোয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার আমরা সরবরাহ করবো।
২/ বাংলাদেশের ডাক্তারের সকল প্রেসক্রিপশন ও টেস্ট এর রিপোর্ট।

কোন প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে জানান৷ অথবা কল করুন/হোয়াটসঅ্যাপ করুন ০১৭১৫-০১৭১০০
আপনি চাইলে সব কিছু প্রসেসিং করে আপনার মেইলে পাঠানো হবে(শর্ত প্রযোজ্য)। আপনার কাজ শুধু নিকটস্থ ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে ফাইল সাবমিট করা। সাধারণত ৭-১০ কার্য দিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন।

Address

BIAM School Road, Bogura Sadar, Bogura
Bogura
5800

Telephone

+8801715017100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Park Indian Visa Processing Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Park Indian Visa Processing Bogura:

Share