11/02/2022
ব্রাহ্মণবাড়িয়া টো সেন্টমার্টিন ভ্রমন 🏝️
যাত্রা শুরুঃ ২৫,ফেব্রুয়ারী ২০২২
যাত্রা শেষঃ ২৮, ফেব্রুয়ারী ২০২২
ইভেন্ট ফিঃ
per parson ৫০০০/- টাকা
couple জনপ্রতি ৬০০০/- টাকা
NO হিডেন চার্জ
🚌 আসন সংখ্যাঃ ৩৪টি
বিশেষ আকর্ষণঃ 👇
_______________
- সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ
-রিফেল ড্র( আকর্ষণীয় তিনটি গিফ্ট)
- ফুল রিলাক্স ট্যুর
- ফানুস উৎসব
সময় সূচিঃ👇
___________
১ম দিনঃ-
___________
সকাল ৭ঃ০০ নাস্তা - পরোটা, সব্জি, ডাল, ডিম।
সকালে টেকনাফ জেটি ঘাট নেমে আমরা সবাই নাস্তা করে নিবো।
সকাল ৯ঃ০০ যাত্রা শুরু কেয়ারি সিনবাদ অথবা এম.ভি ফারহান শিপে।
সকাল ৯টার দিকে আমরা শিপে উঠে যার যার আসন গ্রহন করবো। তারপর শিপ যাত্রা শুরু করলে গাংচিল দেখতে পারবো অনেক। মোটামুটি ৩ ঘন্টার মধ্যে আমরা টেকনাফ থেকে সেন্টমার্টিন পৌছে যাবো।
দুপুর ১২ঃ৩০ রিসোর্টে চেকইন।
রিসোর্টে যেত যেতে আমাদের দুপুর হয়ে যাবে। রিসোর্ট চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো।
তারপর সবাই সমুদ্রের নীল পানিতে ঝাপাঝাপি করবো।
রাত ৯ঃ০০ সবার অংশগ্রহণে গানের আড্ডা।
তারপর রাতের খাবার খেয়ে চাইলে আপনারা যে যার মতো করে ঘুরতে পারবেন বিচ এ
সকালে নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে আশেপাশে ঘুরে দেখব। কেউ চাইলে সাইকেল নিয়ে পুরো দ্বীপ ঘুরে দেখতে পারবেন।
১১ঃ০০ রিসোর্ট চেক আউট।
দুপুর ২ঃ০০ ফিরতি যাত্রা সেন্টমার্টিন টু টেকনাফ।
দুপুরের লাঞ্চ সেরে শিপে উঠে যে যার আসন গ্রহন করবো। সন্ধ্যার পর পর ই শিপ পৌছে যাবে টেকনাফে।
তারপর রওনা দিবো ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আর সাথে থাকবে অভুলনীয় কিছু স্মৃতি।
- ব্রাহ্মণবাড়িয়া - টেকনাফ - বাস টিকেট
- শীপের টিকেট (মেইন ডেক)
- অভিজ্ঞ গাইড
- টুপার্সন এবং ফোরপার্সন রুম।
যা যা অন্তর্ভুক্ত নয়ঃ👇🚫
- যাত্রাপথের বিরতিতে খাবার (যাওয়া এবং আসার দিন)
- যেকোন ব্যক্তিগত খরচ / ওষুধ।
- উল্লেখ্য নেই এমন কোন খরচ।
খাদ্য রসিকের খাবারঃ👇
১ম দিন নাস্তা # পরোটা, সব্জি, ডাল, ডিম
১ম দিন লাঞ্চ # ভাত, মুরগির তরকারি, একটি শাক/ সব্জি, ভর্তা, ডাল
১ম দিন ডিনার # সী-ফিস
২য় দিন নাস্তা # খিচুড়ি, ডিমভূনা
২য় দিন লাঞ্চ # সাদা ভাত, সামুদ্রিক মাছ, সব্জি, ডাল
01792270675
01842702426
মনে রাখবেন মৌখিক বুকিং কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। বুকিং মানেই বুকিং মানি পাঠিয়ে আপনার আসন কনফার্ম করা।
বিকাশ নম্বরঃ
01792270675 (personal)
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)
যে কোন প্রয়োজনেঃ👇
01792270675
আদনান হোসাইন (ট্যুর হোস্ট)