Tour Bohudur- ট্যুর বহুদূর

  • Home
  • Tour Bohudur- ট্যুর বহুদূর

Tour Bohudur- ট্যুর বহুদূর ট্যুর বহুদূর- বিশ্বভ্রমণের সহযাত্রী
(5)

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ, কোন দেশগুলো খোলাবর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্ব...
02/02/2025

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ, কোন দেশগুলো খোলা

বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিচে দেশগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলো।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে:
1. হাঙ্গেরি:
• বর্তমানে বন্ধ রয়েছে।
• তবে ফেব্রুয়ারি মাসে প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে।
• মার্চ থেকে সম্পূর্ণ কাজ শুরু হওয়ার আশা রয়েছে।
2. ক্রোয়েশিয়া:
• ভিসা প্রসেসিং আপাতত বন্ধ মনে হচ্ছে।
3. পোল্যান্ড:
• আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও বাস্তবে কার্যত বন্ধ।
• প্রধান কারণ:
• ড্র সিস্টেমে ডেট পাওয়া যাচ্ছে না।
• পারমিটের মেয়াদ শেষ হলেও ডেট মিলছে না।
• ইন্ডিয়ান ভিসা সমস্যার কারণে ভিসা ইস্যু হচ্ছে না।
• সব শর্ত পূরণ করেও ভিসা সাফল্যের হার বাংলাদেশিদের জন্য মাত্র ১০%।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে:

নন-শেনজেন দেশ:
• সার্বিয়া
• মালদোভা
• রাশিয়া
• বসনিয়া
• কসোভো

শেনজেন দেশ:
• ইতালি
• পর্তুগাল
• বুলগেরিয়া
• রোমানিয়া
• স্লোভেনিয়া
• স্লোভাকিয়া

পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
• ধৈর্য ধরুন:
ভিসা প্রসেসিং সাময়িকভাবে বন্ধ হলেও, এটি শিগগিরই আবার শুরু হতে পারে।
• নতুন সুযোগের জন্য অপেক্ষা করুন:
যেসব দেশে ওয়ার্ক পারমিট চালু আছে, সেগুলোতে ফোকাস করুন।
• বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন:
প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য এজেন্সি বা উৎস থেকে তথ্য সংগ্রহ করুন।
• সময় দিন:
কোনো পরিবর্তনের জন্য ধৈর্য ধরুন এবং নিয়মিত আপডেট নিন।

শেষ কথা:

বর্তমান পরিস্থিতি সাময়িক। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করুন এবং পেশাদার পরামর্শ নিন। নতুন দেশগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, তাই ইতিবাচক থাকুন।

শুভ কামনা রইল সবার জন্য।
(কপি না করে শেয়ার করুন—তথ্য ছড়িয়ে দিন, সবাই সচেতন হোক।)

🇦🇩🇪🇺অনেকের সপ্ন ইউরোপ যাবে তাহলে এই গাইড লাইনটি আপনার জন্য,, যারা 🎯 ২০২৫ সালে ইউরোপে আসার জন্য পস্তুতি নিচ্ছেন তাদের ভাগ...
25/01/2025

🇦🇩🇪🇺অনেকের সপ্ন ইউরোপ যাবে তাহলে এই গাইড লাইনটি আপনার জন্য,,
যারা 🎯 ২০২৫ সালে ইউরোপে আসার জন্য পস্তুতি নিচ্ছেন তাদের ভাগ্য ভালো বলে আমি মনে করি এই মুহুর্তে সার্বিয়া.রোমানিয়া, বুলগেরিয়া,ক্রোয়েশিয়া,মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভো এই দেশগুলোতে বছরের শুরুতে অনেক ভিসা দিবে বলে ঘোষনা দিয়েছে দেশগুলা। ভিসা পাইয়া ঢুকেন খাওয়া কার, থাকা কার ,কী কাজ না দেখে শুধু ভিসার হবে কিনা সেদিক নিয়ে চিন্তা করেন
কোন ভাবে যদি একবার পৌছে যান আর পিছনে ফিরে তাকাতে হবে না। প্রথমে হয়তো আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে,আপনি আর বের হইতে চাইবেন না, আর আপনাকে কেউ বের করে দিতে পারবে না।
💢একবার ঢুকতে পারলে ২৯ টা দেশের যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন।বিশেষ করে ইটালি, ফ্রান্স,কিংবা পর্তুগাল টিকে যেতে পারলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবেনা, আমার এলাকার অনেকে আবার বলতে পারে তাইলে আমি কি করছি ভাই আমিও কামর খেয়ে বসে আছি অপেক্ষার ফল মিস্টি হবে আশা করি হয়তো কপালে থাকলে আর বেশি দিন না আর কপালে কস্ট থাকলে মেনে নিবো সমসসা না😊তাই বলে হার মানবো না কারন আমরা ছেলে মানুষ জনাব🤴

💢আপনি বৈধ ভিসা নিয়ে ইউরোপে ঢুকবেন তাতেই আপনার এত কিছু চিন্তা করতে হয় আর যে মানুষগুলা জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া আটলান্টিক মহাসাগর পার হয়ে ঢুকে সে কি কখনো খাওয়ার চিন্তা করে আসে থাকার চিন্তা করে আসে! ঐ ভাবে জীবনের ঝুকি নিয়ে আসা ঠিক না!একটু ভেবে দেখবেন,তাই একটু ভেবে চিন্তা ভালো করে পস্তুতি নিয়ে ছোট দেশগুলোতে চেষ্টা করেন কপালে থাকলে হয়ে যাবে, মোটকথা ইউরোপ ইউরোপই🇦🇩🇦🇩

Post ©

সূত্র : সকাল সন্ধ্যা প্রতিবেদনথাইল্যান্ড যেতে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকরাবাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অনলাইনে ভি...
25/01/2025

সূত্র : সকাল সন্ধ্যা প্রতিবেদন

থাইল্যান্ড যেতে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকরা

বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অনলাইনে ভিসা পদ্ধতি চালু করেছে থাইল্যান্ড। গত ২ জানুয়ারি থেকে চালু হওয়া নতুন এই পদ্ধতিতে মাত্র ১০ কর্মদিবসের মধ্যেই ভিসা পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত গোল বাঁধে ভিসা আবেদনের বিপরিতে অনলাইনে পেমেন্ট করতে গিয়ে। পেমেন্ট জটিলতার কারণে আটকে গেছে সব আবেদন।

মূলত জটিলতা তৈরি হয় থাই কর্তৃপক্ষ ভিসা পেমেন্টের জন্য ব্যাংক নির্দিষ্ট করে দেওয়া, পেমেন্টর জন্য মাত্র তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া এবং দিনে সর্বোচ্চ ৪০০ ভিসা আবেদনের কোটা নির্ধারণ করে দেওয়ায়। এসব নিয়মের কারণে বাংলাদেশিরা আবেদন করতে পারছেন ঠিকই কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে আটকা পড়ছেন। ফলে আবেদন চূড়ান্ত হওয়ার আগেই মাঝপথে আটকা পড়ে যাচ্ছে। ফলে সহজে ভিসা পাওয়ার যে আশা থাই কর্তৃপক্ষ দেখিয়েছিল, তা পূরণ হচ্ছে না।

আগে বাংলাদেশিরা অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে থাই স্টিকার ভিসা পেতেন। দিনে গড়ে তখন ৮০০’র মতো ভিসা ইস্যু করা হতো বাংলাদেশিদের জন্য। তাতে অবশ্য আবেদনের পর থেকে একমাসের বেশি সময় লাগত। কিন্তু অনলাইনের আবদনের সুযোগ দেওয়ার পর সরাসরি আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে দিনে মাত্র ৪০০ ভিসা আবেদন জমা দেওয়ার সুযোগ রেখেছে থাই কর্তৃপক্ষ। যার বিপরিতে জমা পড়ছে ১৭ হাজার-১৮হাজার আবেদন। এই বিপুল আবেদন যাচাই-বাছাইয়ের সক্ষমতা এখনও থাই কর্তৃপক্ষের তৈরি হয়নি। যার কারণে বিপাকে পড়েছেন ভিসা প্রত্যাশীরা।

ট্রাভেল এজেন্ট বি ফ্রেশের চেয়ারম্যান সামশুল ইসলামের মতে, নতুন এই পদ্ধতিতে ভিসা পেমেন্টের জন্য একটি বিদেশি ব্যাংক নির্ধারণ করা আছে। সেই ব্যাংকে অনলাইনে পেমেন্টের জন্য সকাল নয়টা থেকে তিন ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। দেখা গেছে, আবেদনকারীরা কম্পিউটারের মাউসে আঙুল রেখে সকাল নয়টা থেকেই বসে থাকেন। কিন্তু তিন ঘণ্টা পর দেখা যায় তার ‘পেমেন্ট ফেইলড’। এই সময়ের আগে-পরে পেমেন্ট দেওয়া যায় না বলেই সব আবেদনকারী এক সময়ে ওয়েবসাইটটিতে প্রবেশ করেন। সেটাও বড় সংকট তৈরি করে।

ট্রেফেল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা মোহাম্মদ ইমাদে রাব্বানি সকাল সন্ধ্যাকে বলেন, “কবে নাগাদ এর সমাধান হবে কিংবা আদৌ সমাধান হবে কিনা তার সঠিক জবাব পাচ্ছি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টিকার ভিসার আবেদন বন্ধ করে রাখায় অফলাইন-অনলাইন সব পদ্ধতিতেই ভিসা মিলছে না। অফলাইন থাকলে অন্তত সেই সুযোগ কাজে লাগাতে পারতাম।”

দেখা গেছে, থাই ভিসা অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি দুটি ভাগে বিভক্ত। একটি অংশে লগইন করে সব ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। যেখানে সময় লাগছে মাত্র ১০ মিনিট। এর পরের অংশ হলো পেমেন্ট, যেটির গেটওয়ে শ্রীলংকার কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি। যাদের বেঁধে দেওয়া তিন ঘণ্টা সময়ের মধ্যে আবেদন করতে গিয়েই পেমেন্ট গেটওয়েতে আটকা পড়ছেন গ্রাহকরা।

ফ্রীজোন কোম্পানির ভিসা হচ্ছে ,ফ্রীজোন কোম্পানির ভিসায় আসা মানে একটা ফাদে পড়ে যাওয়া,১২ ঘন্টা+ ডিওটি করাবে বেতন হবে ৮০০/১০...
18/01/2025

ফ্রীজোন কোম্পানির ভিসা হচ্ছে ,ফ্রীজোন কোম্পানির ভিসায় আসা মানে একটা ফাদে পড়ে যাওয়া,১২ ঘন্টা+ ডিওটি করাবে বেতন হবে ৮০০/১০০০ খাওয়া খরচ যাওয়ার পরে ৬০০/৭০০ দিরহাম টিকে যা বাংলা টাকায় ২০/২২ হাজার টাকা,কোম্পানি বেতন কম দেওয়ার কারণ হিসেবে এসব কোম্পানি গুলা বাংলাদেশ সহ আরো অনেক দেশ থেকে লেবার সংগ্রহ করে তাদের নিজের খরছে ভিসা এবং টিকেট কোম্পানি বহন করে সে জন্য কোম্পানি বেতন কম দেয়,আমাদের পাশবর্তি দেশ নেপাল পাকিস্তান ও ইন্ডিয়ার লোকেরা আসতে একটাকা ও দিয়ে আসে না বরং কোম্পানি কে লোক ব্যবস্তা করে দেওয়ার জন্য এজেন্টদের উল্টো টাকা দেয়,পরিতাপের বিষয় হলো আমাদের দেশে বিদেশে আসার যাত্রী থেকে দালালের সংখ্যা অনেক বেশী একজন লোক এসব ভিসায় আসতে ৪ লাখ ৫০ হাজারের উপরে খরচ হয় পুরো টাকাটা ঋণ করে আসতে হয় , দুবাইতে আসার পরে সেই চাইলে এসব কোম্পানিতে থাকতে পারে না কারণ তার মাথার উপরে ঋণ থাকে সে চিন্তা করে তার টাকা উঠাতে মিনিমাম ৪/৫ বছর লাগবে বাইরে যাওয়ার চিন্তা করলে কোম্পানি অনুমতি দেয় না পালিয়ে গেলে ব্লক করে দেয়, আপনি চাইলে ও আর বৈধ হতে পারবেন না আপনার লাইফ শেষ,পরিচিত লোকের মাধ্যমে আসুন যাতে টাকা উসুল করতে পারেন,কারো কথায় ভুলে অপরিচিত অফিস বা মাধ্যমে বিদেশে আসবেন না,এখানের জীবন আপনার ভাবনার থেকে অনেক কঠিন,

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।👉 প্রথমবার...
17/01/2025

বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵
বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:
1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।
প্রসেসিং টাইম এবং ঠিকানা 📍:
• ঠিকানা: নতুন বাজার, আমেরিকান এম্বাসির পেছনে, নেপাল এম্বাসি।
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।
অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।
বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।
💡 পোস্টটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।

🇦🇺 অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা থেকে PR: সাফল্যের ধাপসমূহ 🇦🇺অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের (PR) স্বপ্ন পূরণে সঠিক পরিকল...
14/01/2025

🇦🇺 অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা থেকে PR: সাফল্যের ধাপসমূহ 🇦🇺

অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের (PR) স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা এবং ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে সহজে বোঝার মতো করে PR প্রাপ্তির প্রক্রিয়া তুলে ধরা হলো:

---

১. সঠিক কোর্স এবং পেশা নির্বাচন করুন

কোর্স নির্বাচন:
PR পাওয়ার জন্য এমন কোর্স বেছে নিন যা Skilled Occupation List (SOL) বা Medium and Long-term Strategic Skills List (MLTSSL)-এ অন্তর্ভুক্ত।
উদাহরণ:

ইঞ্জিনিয়ারিং

নার্সিং

আইটি

টিচিং

ট্রেড স্কিল

পেশা নির্বাচন:
পড়াশোনার পর আপনার পেশা SOL তালিকায় থাকা বাধ্যতামূলক।

---

২. পিএসডব্লিউ (PSW) ভিসার জন্য আবেদন করুন

Post Study Work (PSW) ভিসা:

পড়াশোনা শেষে এই ভিসা আপনাকে ২-৪ বছরের কাজের সুযোগ দেবে।

ব্যাচেলর/মাস্টার্স (Coursework): ২-৩ বছর।

পিএইচডি: ৪ বছর।

---

৩. স্কিল অ্যাসেসমেন্ট করুন

স্কিল অ্যাসেসমেন্ট কর্তৃপক্ষ:
যেমন: Engineers Australia, ACS (Australian Computer Society), CPA (Certified Practicing Accountants) ইত্যাদি।

আপনার পেশার দক্ষতা যাচাই করুন।

---

৪. পয়েন্ট টেস্টে যোগ্যতা অর্জন করুন

PR পেতে ৬৫ বা তার বেশি পয়েন্ট প্রয়োজন।

বয়স: ১৮-৪৪ বছর হলে বেশি পয়েন্ট।

শিক্ষা: অস্ট্রেলিয়ার ডিগ্রি বাড়তি পয়েন্ট দেয়।

ইংরেজি দক্ষতা: IELTS/PTE স্কোর ভালো হলে বাড়তি সুবিধা।

আঞ্চলিক পড়াশোনা: আঞ্চলিক এলাকায় পড়াশোনার জন্য বাড়তি পয়েন্ট পাওয়া যায়।

---

৫. PR ভিসার ধরন নির্বাচন করুন

Subclass 189 (Skilled Independent Visa): সরাসরি আবেদন।

Subclass 190 (Skilled Nominated Visa): রাজ্যের স্পন্সরশিপ প্রয়োজন।

Subclass 491 (Skilled Work Regional Visa): আঞ্চলিক এলাকায় কাজের ভিত্তিতে আবেদন।

---

৬. রাজ্য স্পন্সরশিপের জন্য আবেদন করুন

Subclass 190 বা Subclass 491 এর জন্য রাজ্য সরকারের অনুমোদন নিন।

---

৭. পেশাগত অভিজ্ঞতা ও ইংরেজি দক্ষতা উন্নত করুন

অভিজ্ঞতা: PSW ভিসার সময় পূর্ণকালীন কাজ করুন।

ইংরেজি স্কোর: IELTS/PTE-তে উচ্চ স্কোর নিশ্চিত করুন।

---

৮. PR ভিসার আবেদন জমা দিন

সমস্ত নথি প্রস্তুত করে অনলাইনে ImmiAccount-এর মাধ্যমে আবেদন করুন।

---

৯. PR পাওয়ার সুবিধা

স্থায়ী বসবাস, কাজ এবং পড়াশোনার অনুমতি।

পরিবারের সদস্যদের স্পন্সর করার সুযোগ।

Medicare এবং সরকারি সুযোগ-সুবিধা।

৪ বছর পর নাগরিকত্বের আবেদন।

---

টিপস এবং সতর্কতা

1. সর্বদা Skilled Occupation List-এর সর্বশেষ সংস্করণ পরীক্ষা করুন।

2. অভিজ্ঞ অভিবাসন পরামর্শকের সাহায্য নিন।

3. আঞ্চলিক এলাকায় কাজ বা পড়াশোনা PR পাওয়ার পথ সহজ করে।

---

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

Australian Skilled Occupation List (SOL)

🇹🇭থাইল্যান্ড ই-ভিসা রিজেকশনের  সাধারণ কারণ এবং এড়ানোর উপায় থাইল্যান্ড ই-ভিসা আবেদন সহজ হলেও কিছু ভুলের কারণে রিজেকশন হ...
07/01/2025

🇹🇭থাইল্যান্ড ই-ভিসা রিজেকশনের সাধারণ কারণ এবং এড়ানোর উপায়

থাইল্যান্ড ই-ভিসা আবেদন সহজ হলেও কিছু ভুলের কারণে রিজেকশন হতে পারে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করলে আপনি সহজেই রিজেকশন এড়াতে পারবেন। জেনে নিন ই-ভিসা রিজেকশনের সম্ভাব্য কারণ এবং সমাধান।

সমস্যা : ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা। ভুল বা অসম্পূর্ণ তথ্য জমা দেওয়া। পাসপোর্ট সংক্রান্ত সমস্যা। ট্রাভেল পরিকল্পনার অস্পষ্টতা ভ্রমণের সুনির্দিষ্ট সময়সূচী, রিটার্ন টিকিট বা হোটেল বুকিং জমা না দিলে রিজেকশন হতে পারে। পূর্বে কোনো দেশের ভিসার শর্ত ভঙ্গ করলে এটি ই-ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

সমাধান : ই-ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টে নিয়মিত লেনদেন নিশ্চিত করুন এবং ভ্রমণের আনুমানিক খরচের বেশি অর্থ দেখান। পাসপোর্টের মেয়াদ ভ্রমণের তারিখ থেকে অন্তত ৬ মাস থাকা জরুরি। পাসপোর্ট স্ক্যান করার সময় নিশ্চিত করুন ছবির মান ভালো।ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন। সঠিক পাসপোর্ট নম্বর, ইমেইল এবং অন্যান্য তথ্য নিশ্চিত করুন।প্রয়োজনীয় নথি যথাযথ ফরম্যাটে আপলোড করুন (PDF বা JPEG)। সব দেশের ভিসার শর্ত মেনে চলুন।
পূর্বের ভিসা ইতিহাস সঠিক এবং পরিষ্কার রাখুন। আপনার ভ্রমণ পরিকল্পনা স্পষ্ট করে উল্লেখ করুন। রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং নিশ্চিত করুন এবং নথি সংযুক্ত করুন।

ই-ভিসা রিজেকশন এড়ানোর ৩টি টিপস:
1️⃣ সঠিক পরিকল্পনা করুন:
ই-ভিসা আবেদনের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে প্রস্তুত রাখুন।

2️⃣ বিশেষজ্ঞের পরামর্শ নিন:
বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট বা কনসালট্যান্টের সাহায্য নিন।

3️⃣ সঠিক সময়ে আবেদন করুন:
যাত্রার কমপক্ষে ২-৩ সপ্তাহ আগে ই-ভিসার জন্য আবেদন করুন।

✈ ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা ...
06/01/2025

✈ ফ্লাইট মিস হলে কী করবেন?

মাথা ঠান্ডা রাখুন!

ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা করবেন না! ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এখানে কয়েকটি কার্যকর টিপস রইলো:
---
১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন
👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা অ্যাজেন্টের সাথে যোগাযোগ করুন।
👉 কেন জরুরি?
- এয়ারলাইন্স অনেক সময় “No Show” ফি কেটে পরবর্তী ফ্লাইটে জায়গা দেয়।
- কিছু ক্ষেত্রে, Standby List-এ আপনাকে রাখা হতে পারে।
---
২. টিকিটের নিয়ম জানুন
👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
আপনার টিকিট যদি ফ্লেক্সিবল বা রিফান্ডেবল হয়, তাহলে ফ্লাইট মিসের পরও টিকিট পরিবর্তন বা রিফান্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।
👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
বাজেট এয়ারলাইন্সের টিকিট সাধারণত Non-Refundable। তবে তাদের সাথে কথা বলে কম খরচে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
---
৩. এয়ারপোর্টে থাকুন এবং সাহায্য চেয়ে নিন
👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরে এয়ারলাইন কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানান।
👉 কেন দরকার?
- এয়ারলাইন কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে ওয়েভার দেয়।
- তারা আপনাকে নিকটবর্তী ফ্লাইটের জন্য সাহায্য করতে পারে।
---
৪. নতুন ফ্লাইট বুকিং নিয়ে ভাবুন
👉 বিকল্প ফ্লাইট দেখুন:
- এয়ারলাইন্সের অ্যাপ/ওয়েবসাইটে নতুন ফ্লাইটের খোঁজ নিন।
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করতে পারেন।
👉 কম খরচের উপায়:
- যদি হাতে সময় থাকে, তাহলে ভিন্ন কানেক্টিং রুট বা বাজেট এয়ারলাইন্সের দিকে নজর দিন।
---
৫. ভিসা এবং হোটেল চেক করুন
👉 কী করবেন:
ফ্লাইট মিস হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। এছাড়াও হোটেল বুকিং এর শর্তাবলী চেক করুন।
👉 পরামর্শ:
আপনার ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি জানুন।
---
৬. মাথা ঠান্ডা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন
👉 নিজেকে দোষারোপ করবেন না।
👉 পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন।

আপনার ভিসা আবেদন সফল করতে কভার লেটারের গুরুত্ব ~আপনার ভিসা আবেদন কি এখনো জমা দেওয়া হয়নি? জেনে নিন, একটি কভার লেটার আপন...
01/01/2025

আপনার ভিসা আবেদন সফল করতে কভার লেটারের গুরুত্ব ~

আপনার ভিসা আবেদন কি এখনো জমা দেওয়া হয়নি? জেনে নিন, একটি কভার লেটার আপনার ভিসা আবেদন প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। এটি আপনার পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসার জন্য আপনার যোগ্যতার উপর আলোকপাত করে।

📑 কভার লেটারের প্রকারভেদ ও তাদের গুরুত্ব:

১️. পরিচিতি লেটার (Introduction Letter):
✅ উদ্দেশ্য: আপনার পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য এবং আবেদন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান।
✨ গুরুত্ব: এটি আপনার আবেদন পর্যালোচনার জন্য দূতাবাস বা কনস্যুলেটকে প্রয়োজনীয় প্রসঙ্গ দেয়।
২️. আমন্ত্রণ পত্র (Invitation Letter):
✅ উদ্দেশ্য: আমন্ত্রণকারীর কাছ থেকে ভ্রমণের উদ্দেশ্য ও থাকার জায়গার প্রমাণ প্রদান।
✨ গুরুত্ব: এটি আপনার ভ্রমণ পরিকল্পনা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে।
৩️. স্পন্সরশিপ লেটার (Sponsorship Letter):
✅ উদ্দেশ্য: আর্থিক সহযোগিতার জন্য স্পন্সরের নিশ্চয়তা প্রদান।
✨ গুরুত্ব: প্রমাণ করে যে ভ্রমণের সময় আপনার আর্থিক সামর্থ্য রয়েছে।
৪️. চাকরির প্রমাণপত্র (Employment Letter):
✅ উদ্দেশ্য: আপনার চাকরির অবস্থা, পদবি এবং বেতন নিশ্চিত করা।
✨ গুরুত্ব: আর্থিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে কাজ করে।
৫️. শিক্ষার্থী পত্র (Student Letter):
✅ উদ্দেশ্য: আপনার শিক্ষার্থীর অবস্থা এবং একাডেমিক প্রোগ্রামের তথ্য প্রদান।
✨ গুরুত্ব: আপনার শিক্ষাগত লক্ষ্যকে নিশ্চিত করে।
৬️. ব্যবসায়িক লেটার (Business Letter):
✅ উদ্দেশ্য: ব্যবসায়িক সফরের উদ্দেশ্য, মিটিং, কনফারেন্স বা ট্রেড শো সম্পর্কে ব্যাখ্যা।
✨ গুরুত্ব: আপনার ব্যবসায়িক সফরের বৈধতা নিশ্চিত করে।
৭️. অবসরপ্রাপ্ত পত্র (Retirement Letter):
✅ উদ্দেশ্য: অবসরকালীন অবস্থা এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ প্রদান।
✨ গুরুত্ব: আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
💡 সফল কভার লেটারের জন্য টিপস:
✅ফরমাল টোন ও ভাষা ব্যবহার করুন।
✅সংক্ষিপ্ত ও স্পষ্ট লেখার চেষ্টা করুন।
✅বিশেষ তথ্য ও উদাহরণ দিন যা আপনার আবেদনকে সমর্থন করবে।
✅ভুল সংশোধনের জন্য প্রুফরিড করুন।
✅অবশ্যই সই করুন এবং আপনার যোগাযোগের তথ্য যোগ করুন।

📌 একটি সুন্দর কভার লেটার আপনার ভিসা আবেদনকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর করে তুলতে পারে। এখনই আপনার কভার লেটার প্রস্তুত করুন।

📢 বিদেশ যাওয়ার সিদ্ধান্ত যারা চূড়ান্ত করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা! 🌍✈️👉 BMET থেকে নির্দেশনা অনুযায়ী, সবার ...
31/12/2024

📢 বিদেশ যাওয়ার সিদ্ধান্ত যারা চূড়ান্ত করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা! 🌍✈️

👉 BMET থেকে নির্দেশনা অনুযায়ী, সবার নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা এখন বাধ্যতামূলক।
✅ আপনার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন।

💼 নিরাপদ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

And Happy New Year 🎊🎊

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নে...
27/12/2024

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন।

নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র

সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে
ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।

ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে।

USA Student visa প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো।যুক্তরাষ্ট্...
23/12/2024

USA Student visa প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।

ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. Are you planning to visit your home country during breaks or holidays?
20. Do you plan to live off-campus or on-campus?
21. What extracurricular activities have you been involved in?
22. How does your academic background relate to your chosen field of study?
23. What are you doing at present? What have you done last 1 year?
24. How do you plan to stay in touch with your family and friends while in the US?
25. Do you know your professors at that university? What are your professors' names?

ইন্টারভিউর সফলতার জন্য টিপস
-আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
-উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।

-তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
-প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস আ্যসিস্ট্যান্ট :মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পদ বিমানের বেতন বিভাগ ...
23/12/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর গ্রাউন্ড সার্ভিস আ্যসিস্ট্যান্ট :মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই পদ বিমানের বেতন বিভাগ ৩(২) এর অধীন,অ্যাসিস্ট্যান্ট নাম হলে ও বিমানের অফিসার লেভেলের এন্ট্রি পোস্ট এটি। ২০০৭ সালে বিমান কর্পোরেশন থেকে কোম্পানিতে পরিণত হয়,তাই এখন পেনশন নেই,আছে গ্রাচুইটি।

এই পদের পোস্টিং হয় সরাসরি এয়ারপোর্টে।বিমান যেহেতু জাতীয় পতাকাবাহী বাংলাদেশের একমাত্র রাষ্টীয় উড়োজাহাজ সংস্থা, তাই বিমানের সাথে ফরেন সকল এয়ারলাইনসের চুক্তি আছে,তাই এয়ারপোর্টে আপনাকে লোকাল বেসরকারি এয়ারলাইন্স ব্যতীত সকল এয়ারলাইন্সকে সেবা দিতে হবে।

কাজের ধরণ: যাত্রীদের ভিসা, পাসপোর্ট,টিকিট যথাযথ দেখে বিমানে উঠার সিট সম্বলিত অনুমতিপত্র বোর্ডিং পাস দেওয়া, লাগেজের ওজন চেক করা,অতিরিক্ত ওজনের ভাড়া আদায় করা,ফ্লাইট সুপারভিশন করা,বিমানে যাত্রীদের বোর্ড করা,ব্যাগেজ হারানোর অভিযোগ নেওয়া, লোড কন্ট্রোল করা ইত্যাদি।

ডিউটি টাইপ: এয়ারপোর্ট ও বিমান দুটোই সরকারের জরুরি সেবা,এই জব যেহেতু এয়ারপোর্ট বেজড্, তাই ডিউটি হবে শিফট সিস্টেমের,দুইদিন সকাল(ভোর ৬ টা টু দুপুর ২টা),দুইদিন ইভিনিং( দুপুর ২টা টু রাত ১০ টা), দুইদিন নাইট(রাত ১০ টা টু ভোর ৬ টা), দুইদিন ছুটি এভাবেই সারাবছর চলতে থাকবে।

পোস্টিং : বাংলাদেশের যে কোন বিমানবন্দরে,সীমিত সংখ্যক পোস্টিং হবে ডমেস্টিক বিমানবন্দরে, ম্যাক্সিমামেরই আন্তর্জাতিক বিমানবন্দরে। ডমেস্টিক এয়ারপোর্টে নাইট ডিউটি নেই,মর্নিং আর ইভিনিং ডিউটি।

বেতন: বেসিক ১১তম গ্রেডের হলেও অভারটাইম ব্যতীত বেতন পাবেন ১০ম গ্রেডের। অনেকে ওভারটাইম করে বেতন তুলে ৮ম গ্রেডের।

প্রমোশন: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসট্যান্ট< গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার< জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার< এসিস্ট্যান্ট ম্যানেজার< ডেপুটি ম্যানেজার< স্টেশন ম্যানেজার,এজিএম,ডিজিএম ইত্যাদি।

বর্তমান সুবিধা: স্বাস্থ্যসেবা ও ডোর টু ডোর পরিবহন সেবা।বছরে বিমানের ২২টি টিকেট পাবেন। পোশাক ভাতা ও প্রফিট শেয়ার করে বিমান।
ভবিষ্যৎ সুবিধা: হজ্ব পোস্টিং,স্টেশন ম্যানেজার হয়ে বিমানের কোন ডেস্টিনেশনে ফরেন পোস্টিং,হজ্ব ও ওমরাহ করতে পারবেন নিজের বাবা,মা,বউকে নিয়ে।

অসুবিধা: পাবলিক হলিডে নেই,অপারেশনাল জব,প্রথমদিকে ছুটি কম পাবেন। রোস্টারিং এর সাথে সাপ্তাহিক ছুটিও ঘুরবে,নাইট ডিউটি তো আছেই।


পরীক্ষা পদ্ধতি: প্রিলি ৮০ নম্বর,রিটেন ৮০ নম্বর, ভাইভা: ২০ নম্বর ইংরেজিতে।

প্রথাগত এই জব সম্পর্কে অনেকের ধারণা কম,তাই সকল তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কালেকটেড:জাকির বিসিএস স্পেশাল

Good luck 🤞

মাননীয় প্রধান উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত/মিশনের ...
21/12/2024

মাননীয় প্রধান উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূত/মিশনের প্রধানদের সাথে একটি যৌথ ইন্টারেক্টিভ সেশন করেছেন। ঢাকা ও নয়াদিল্লি উভয়ের ১৪ (চৌদ্দ) জন রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ ১৯ (উনিশ) ইইউ মিশনের প্রতিনিধিরা এই মিথস্ক্রিয়ায় যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

তার প্রাথমিক বক্তব্যের সময়, মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্তভাবে পটভূমি, অগ্রাধিকার, চলমান সংস্কার উদ্যোগ এবং অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। এর পরে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে EU মিশনের প্রধানদের দ্বারা উপস্থাপিত পৃথক মন্তব্য, মতামত এবং প্রশ্নগুলি অনুসরণ করা হয়েছিল। তারা ইইউ থেকে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি জোরালো সমর্থন পুনঃনিশ্চিত ও দৃঢ় করেছে।

মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে পতিত শাসনের অপরাধীদের দ্বারা বৈশ্বিক বিভ্রান্তিমূলক প্রচারাভিযান বন্ধ করতে, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য একটি টেকসই কোর্স নির্ধারণ এবং বাণিজ্য সুবিধা যেমন জিএসপি+ অর্জন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা, একটি টেকসই সন্ধান করার জন্য ইইউ সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রোহিঙ্গা সঙ্কটের সমাধান, এবং অবাধে গড়ে তোলা প্রয়োজনীয় সংস্কারের দৃঢ় বাস্তবায়ন, সবার সহযোগিতায় সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন। তিনি শুধু নিজের স্বার্থে নয়, এই অঞ্চল ও বিশ্বের বৃহত্তর স্থিতিশীলতার অবদান হিসেবে একটি নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার আহ্বানও পুনর্ব্যক্ত করেন। ইইউ রাষ্ট্রদূতরা সংস্কার বাস্তবায়নে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

যদিও মাননীয় প্রধান উপদেষ্টা বেশিরভাগ অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রতিটি হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশী ছাত্র এবং পেশাদারদের জন্য ভিসা সুবিধা, অভিবাসন এবং রোহিঙ্গা সংকট সংক্রান্ত বিশেষ বিষয়েও হস্তক্ষেপ করেছেন। প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা চলে এবং বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বহুমুখী সহযোগিতা ও অংশীদারিত্বের বহিঃপ্রকাশ ঘটে।

ইন্দোনেশিয়ার বালি ভ্রমণ গাইড: ঢাকা থেকে বালি ভ্রমণের জন্য সরাসরি কোন ফ্লাইট নাই, তাই সব থেকে বেস্ট অপশন সিঙ্গাপুর এয়ার...
21/12/2024

ইন্দোনেশিয়ার বালি ভ্রমণ গাইড:

ঢাকা থেকে বালি ভ্রমণের জন্য সরাসরি কোন ফ্লাইট নাই, তাই সব থেকে বেস্ট অপশন সিঙ্গাপুর এয়ারলাইন্স। বছরে ২-৩ বার সিঙ্গাপুর এয়ারলাইন্স ৫০% পর্যন্ত ডিসকাউন্ট দেয়, তখন ৩৬-৪০ হাজার টাকায় রিটার্ন টিকিট করতে পারবেন। এছাড়াও ৪০-৪৫ হাজারে সারা বছর টিকিট পাবেন বাজেট এয়ারলাইন্স গুলোতে।

হোটেল এবং খাবার খরচ একদম কম বালিতে। তবে আপনাকে অব্যশই বাজেট এরিয়া গুলোতে থাকতে হবে। বালিতে স্কুটি ভাড়া করে ঘুরতে পারবেন দৈনিক ৩০০-৫০০ টাকায়।

সাত দিনের ট্যুর প্ল্যান: ৩দিন বালি, ২দিন নুস পেনিদা, ২দিন গিলি এয়ার।

বালিতে যা যা দেখবেন:

১. উলুওয়াতু টেম্পল (Uluwatu Temple)
• সমুদ্রের ওপর খাড়া পাথুরে ক্লিফে অবস্থিত।
• সুন্দর সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত।
• কেচাক ড্যান্স শো উপভোগ করতে পারেন।

২. তানাহ লট টেম্পল (Tanah Lot Temple)
• সমুদ্রের মাঝে অবস্থিত বিখ্যাত মন্দির।
• ফটোগ্রাফির জন্য উপযুক্ত।

৩. উবুদ (Ubud)
• বালির সংস্কৃতি এবং শিল্পের কেন্দ্র।
• উবুদ মানকি ফরেস্ট এবং উবুদ প্যালেস দেখার মতো জায়গা।

৪. মাউন্ট বাটুর (Mount Batur)
• সকালের ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়।
• সকালের সূর্যোদয় দেখতে চাইলে এটা অন্যতম সেরা।

৫. কুটা বিচ (Kuta Beach)
• সার্ফিংয়ের জন্য আদর্শ স্থান।
• রাতে পার্টি এবং রিসোর্টের জন্য বিখ্যাত।

৬. তেগালালাং রাইস টেরাস (Tegalalang Rice Terrace)
• ধানক্ষেতের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য।
• এখানে দোলনা (Bali Swing) খুব জনপ্রিয়।

**নুসাপেনিদাতে যা যা দেখবেন:

১. কেলিংকিং বিচ (Kelingking Beach)
• নুসা পেনিদার সবচেয়ে বিখ্যাত স্থান।
• ডাইনোসরের পিঠের মতো দেখতে একটি ক্লিফ।
• নিচে সমুদ্রতীরের দিকে যাওয়ার জন্য একটি চ্যালেঞ্জিং পথ রয়েছে।

২. অ্যাঞ্জেলস বিলাবং (Angel’s Billabong)
• একটি প্রাকৃতিক ইনফিনিটি পুল, যা সমুদ্রের ঢেউয়ের সাথে সংযুক্ত।
• স্বচ্ছ পানিতে সাঁতার কাটা যায় (তবে ঢেউয়ের সময় সাবধান থাকতে হবে)।

৩. ব্রোকেন বিচ (Broken Beach)
• প্রাকৃতিকভাবে তৈরি একটি ঘেরা সমুদ্রতীর।
• ক্লিফের মাঝখানে বিশাল একটি গর্ত রয়েছে, যা সমুদ্রের সঙ্গে সংযুক্ত।

৪. ক্রিস্টাল বে (Crystal Bay)
• স্নরকেলিং এবং ডাইভিংয়ের জন্য জনপ্রিয়।
• স্বচ্ছ পানিতে রঙিন প্রবাল এবং সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন।

৫. ডায়মন্ড বিচ (Diamond Beach)
• সাদা বালির সমুদ্রতীর এবং নীল পানির জন্য বিখ্যাত।
• একটি সুন্দর পাথরের সিঁড়ি দিয়ে সমুদ্রতীরে নামা যায়।

*** গিলি এয়ারে যা দেখবেন:

১. স্নরকেলিং এবং ডাইভিং
• গিলি এয়ার স্নরকেলিং এবং স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত।
• কচ্ছপ দেখা: সমুদ্রের কাছাকাছি স্নরকেলিং করলে কচ্ছপ দেখা যায়।
• প্রবাল প্রাচীর এবং রঙিন মাছের রাজ্য।
• বিভিন্ন ডাইভ সেন্টার থেকে প্রশিক্ষণ এবং ডাইভ ট্রিপ বুক করতে পারেন।

২. শান্ত সমুদ্রতীর
• গিলি এয়ারের সমুদ্রতীর তুলনামূলকভাবে কম ভিড়পূর্ণ এবং শান্ত।
• নীল পানিতে সাঁতার কাটা বা সূর্যস্নান উপভোগ করতে পারবেন।

৩. সূর্যোদয় এবং সূর্যাস্ত
• পূর্বদিক থেকে সূর্যোদয় এবং পশ্চিমদিক থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়।
• সূর্যাস্তের সময় বালির আগুং পর্বতও দেখা যায়।

৪. সাইকেল ভাড়া বা ঘোড়ার গাড়ি
• গিলি এয়ারে কোনো মোটরগাড়ি নেই। সাইকেল বা ঘোড়ার গাড়ি (সিডোমো) ভাড়া নিয়ে পুরো দ্বীপ ঘুরতে পারেন।

৫. রোমান্টিক ডিনার
• সমুদ্রতীরবর্তী রেস্টুরেন্টগুলোতে সি-ফুড এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন।
• সন্ধ্যায় ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করতে পারবেন।

৬. ইয়োগা এবং রিল্যাক্সেশন
• গিলি এয়ারে বেশ কয়েকটি ইয়োগা সেন্টার রয়েছে।
• সুরম্য পরিবেশে রিল্যাক্স করতে চাইলে এটি একটি আদর্শ জায়গা।

৭. কায়াকিং এবং স্ট্যান্ড-আপ প্যাডলবোর্ডিং
• স্বচ্ছ নীল পানির উপর কায়াকিং বা প্যাডলবোর্ডিং করার সুযোগ পাবেন।

৮. গিলি মেনো এবং গিলি ট্রাওয়াঙ্গানে ভ্রমণ
• কাছাকাছি থাকা গিলি মেনো এবং গিলি ট্রাওয়াঙ্গানে দিনে ভ্রমণ করতে পারেন।

পরামর্শ
• কীভাবে যাবেন: বালি বা লম্বক থেকে ফাস্ট বোটে গিলি এয়ার পৌঁছানো যায়।
• সেরা সময়: এপ্রিল থেকে অক্টোবর (শুষ্ক মৌসুম)।
• থাকার ব্যবস্থা: বিভিন্ন রিসোর্ট, বাংলো, এবং গেস্টহাউস রয়েছে।

এখন থেকে ইউরোপীয়  আরো ৮টি দেশের ট্রাভেলিং ভিসার আবেদন জমা করা যাবে  ঢাকা বাংলাদেশ থেকে। দেশ গুলো হচ্ছে:-Belgium, Finland...
17/12/2024

এখন থেকে ইউরোপীয় আরো ৮টি দেশের ট্রাভেলিং ভিসার আবেদন জমা করা যাবে ঢাকা বাংলাদেশ থেকে। দেশ গুলো হচ্ছে:-
Belgium, Finland, Iceland, Latvia, Luxemburg, Netherland Poland, Slovenia.
১৭ই ডিসেম্বর থেকে VFS appointment চালু করা হবে।

ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ১. আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদে...
13/12/2024

ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ

১. আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদেশের বাইরে বসবাসরত থাকলে অই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা/আইডি কপি লাগবে।
২. অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে। বাংলাদেশ থেকে দিল্লিতে করতে হয়।
৩. পাসপোর্ট কপি, এটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, অন্য দেশে থাকলে ইকামা/ইকামা/আইডির কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হয়।
৪. কোম্পানি কাজের ভেকেন্সি অনুযায়ী কনট্রাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ ( Harvatski Zavod za Zaposlzavanje ) পোর্টালে অনলাইন করবে।
৫. ওয়ার্ক পারমিট ইস্যু হতে ২-৬ মাস সময় লাগবে। শহর ভেদে কমবেশি হয়। অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে।
৬. পারমিট, কন্ট্রাক্ট লেটার, একোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার এসব আনুষাঙ্গিক ডকুমেন্টস দিবে। যা আপনার এজেন্ট//এজেন্সি ভিএফএস বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে।
৭. ওয়ার্ক পারমিটের ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে। সেই জন্য এম্বাসির এপয়েন্টমেন্ট নিতে হবে।
৮. এপয়েন্টমেন্ট নরমাল ও আর্জেন্ট সিস্টেম আছে। যে দেশের যে সিস্টেম আর কি। নরমাল এপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালের জন্য ১৫/২৫ হাজার লাগতে পারে।বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্ট নিতে হলে ৪০৩০ টাকা জমা দিতে হবে। ইমেইল/আর্জেন্ট এপয়েন্টমেন্ট নিতে মোটা দাগে টাকা লাগে। সুতরাং একান্ত সমস্যা না থাকলে নরমাল এপয়েন্টমেন্ট করুন।বাংলাদেশে নরমাল এপয়েন্টমেন্ট নিতে হলেও ফ্রি দিতে হবে।
৯. ভিএফএস/ এম্বাসিতে জমার পর কোম্পানিতে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে। এটা সম্পুর্ন এম্বাসির হাতে।
১০. একেক দেশে ডেলিভারি একেক সময় লাগে। ইন্ডিয়া//নেপাল বর্তমানে ২ মাস লাগতেছে।বাংলাদেশ এর সময় এখনও যানা নেই।
১১. ভিসা নিয়ে বাংলাদেশ BMET (Bureau of Manpower, Employment and Training) থেকে ক্লিয়ারেন্স কার্ড করতে হবে। যাকে আমরা ম্যানপাওয়ার বলি।
১২. ক্রোয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা জামানত হিসেবে নিজের একাউন্টে দেখাতে হবে। যা ১ বছর পর তুলতে পারবেন।
১৩. যারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন তাদের নিয়ম ১০, ১১ লাগবেনা।
১৪. কোম্পানির সাথে আলোচনা করে এজেন্সি তারিখ অনুযায়ী টিকেট ইস্যু করে দিবে। আপনার মত ফ্লাই করবেন।
১৫. এয়ারপোর্টে রিসিভ করুক বা না করুক ইমিগ্রেশন কোন সমস্যা করবেনা।
১৬. কোম্পানির কাছে আসার পর ইমিগ্রেশনে/পুলিশ স্টেশনে আপনার ফিংগারের এপয়েন্টমেন্ট নিবে। সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিংগার দিবেন।
১৭. নরমালি ১৫-২০ দিন এবং আর্জেন্ট হলে ৩ দিনের মধ্যে ক্রোয়েশিয়ার TRC কার্ড হাতে পাবেন।
১৮. মনে রাখবেন, কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই। তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নেই।
১৯. কোম্পানিতে কাজ না পেলে অন্য কোম্পানির কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে নতুন কোম্পানি ট্যাক্স, কনট্রাক্ট দিবে।
২০. প্রতিবছর কোম্পানি TRC রিনিউ করে দিবে।
যেহেতু এখন বাংলাদেশে আপনি ফাইল জমা করতে পারবেন। তার পর ও দরে রাখুন। টোটাল প্রসেস মিনিমাম ৬/৮ মাস সময় হাতে রেখে ফাইল জমা দিবেন।

12/12/2024

দুবাইয়ে ২৪ ক্যারেটের আবাসিক হোটেল!

Address

Sadar Road

8710

Alerts

Be the first to know and let us send you an email when Tour Bohudur- ট্যুর বহুদূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Bohudur- ট্যুর বহুদূর:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share