Syed Mahmud

Syed Mahmud ভ্রমণ মানুষকে অনেক কিছু শেখায়, চলুন ঘুরে আসি পুরো বাংলাদেশ, জীবনকে উপভোগ করি। আল্লাহ আপনাকে হেফাজত করুক।

মাতৃ রুপে ভজ নারী,অনায়াসে দিবি পাড়ি।কাম ছেড়ে তোর দেহ তরী,চলে যাবে ঢেউ কেটে?গুপ্ত দমে উজান চলে রস,কুম্ভকে মদন হবে বশ,দ্বি...
02/12/2024

মাতৃ রুপে ভজ নারী,
অনায়াসে দিবি পাড়ি।
কাম ছেড়ে তোর দেহ তরী,
চলে যাবে ঢেউ কেটে?
গুপ্ত দমে উজান চলে রস,
কুম্ভকে মদন হবে বশ,
দ্বি'দমেতে দেখো তারে,
খুলে তোমার জ্ঞান নয়ন,
দমের খবর জানবি যদি মন,
পিতার - ধনে দুনিয়াই ধনী -
- মায়ে দিলে ধন ওপারে ধনী বুঝলাম না আগে কে জননী।
এখন বসে কান্দি আমি ডুবে ঢেউ তরঙ্গে।
- ফেইসবুকের আলেম উলামাগন আমাকে ফতোয়া মেরে এখন হত্যা করবে - দুঃখ জনক, সাধু সন্ন্যাসীরা যখন ফতোয়া দেন- তখন বুঝতে পাড়ি কতো পাপী ধরেছে বেস- আমার কোন বেস নেই- মহাপাপী নিঃসন্দেহে।

নিঝুম দ্বীপ, নোয়াখালী, হাতিয়া 🖤দক্ষিণে মেঘনার মোহনায় হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, চর কুকরি মুকরি, চর পাতিলা, ঢাল চর, সোন...
01/12/2024

নিঝুম দ্বীপ, নোয়াখালী, হাতিয়া 🖤
দক্ষিণে মেঘনার মোহনায় হাতিয়া, নিঝুম দ্বীপ, মনপুরা, চর কুকরি মুকরি, চর পাতিলা, ঢাল চর, সোনার চর, চর মন্তাজ, চর আলেকজান্ডার সহ অসংখ্য চর রয়েছে। যেসব চরের মোহনীয় রূপ আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি অবাকও করবে এর বৈচিত্র্যতা!
"নদীর এপার ভাঙ্গে, ওপার গড়ে
এইতো নদীর খেলা!"
ঘুমক্কর থেকে ডিসেম্বর মাসের ০৫ তারিখ সন্ধ্যার লঞ্চে চাররাত তিনদিনের জন্যে ঘুমক্কর থেকে নিঝুম দ্বীপে ক্যাম্পিং 🏕️ ট্রিপ আয়োজিত হচ্ছে। অদ্ভূত সুন্দর এই ট্রিপটিতে একরাত ক্যাম্পিং করবো নিঝুম দ্বীপের পালকির বীচে। চরের হাঁস ভুনা, নদীর মাছ, খেজুরের রস সবমিলিয়ে খাবার দাবারও বেশ দারুণ হবে ইনশাআল্লাহ!

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়...
01/12/2024

হাইকু সিঁড়ি, যা স্বর্গের সিঁড়ি নামেও পরিচিত।
হাইকু সিঁড়ি, প্রায় ২,৪০০ ফুট উঁচু, প্রায় 4,000টি সিঁড়ি বেয়ে হাওয়াইয়ের কুলাউ পর্বতমালার সর্বোচ্চ চূড়ায় উঠতে ব্যবহৃত হত ।
এই সিঁড়িতে ওঠা সম্পূর্ণ ভাবে বেআইনি। কিন্তু কে মানে সে কথা? প্রত্যেক বছর এই সিঁড়ি দেখতে ৪ হাজারেও বেশি পর্যটক ভিড় জমান। রেডিও স্টেশন অ্যাক্সেস করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাথমিকভাবে নির্মিত হয়েছিল এই সিঁড়ি।
এই সিঁড়ি বেয়ে উঠলে মনে হবে মেঘের মাঝে পৌঁছে গেছেন, এজন্য একে 'স্বর্গের সিঁড়ি' বলা হয়।
Syed Mahmud

সীতাকুণ্ড চন্দ্র নাথ পাহাড়ের মাঝের রাস্তা
30/11/2024

সীতাকুণ্ড চন্দ্র নাথ পাহাড়ের মাঝের রাস্তা

27/11/2024

১০টি ভিন্নস্বাদের পুরি 😋রেসিপি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে দেওয়া আছে👍
26/11/2024

১০টি ভিন্নস্বাদের পুরি 😋
রেসিপি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে দেওয়া আছে👍

শরতের সূর্যাস্ত
25/11/2024

শরতের সূর্যাস্ত

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,  প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।শুরু হয় ইউরো...
24/11/2024

**বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি**
এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।
শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।
জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ইনশাআল্লাহ।
পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।
সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।
এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।
বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।
কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।
ধন্যবাদ

24/11/2024

📌 জলসিড়ি সেন্ট্রাল পার্ক, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
24/11/2024

📌 জলসিড়ি সেন্ট্রাল পার্ক, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।

24/11/2024

23/11/2024

Marine drive cox's bazar

18/11/2024

যত্নশীল পুরুষ সুদর্শন পুরুষের চেয়ে ভালো.! ❤️
17/11/2024

যত্নশীল পুরুষ সুদর্শন পুরুষের চেয়ে ভালো.! ❤️

🌱 Purple Elephant Ear (Colocasia 'Black Magic') 🌱
16/11/2024

🌱 Purple Elephant Ear (Colocasia 'Black Magic') 🌱

এই জায়গাটায় কমেন্ট করে জানান
15/11/2024

এই জায়গাটায় কমেন্ট করে জানান

15/11/2024
13/11/2024

nature lover

Address

Chittagong Division

Telephone

+8801787986040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Mahmud:

Videos

Share

Category

Nearby travel agencies