02/12/2024
মাতৃ রুপে ভজ নারী,
অনায়াসে দিবি পাড়ি।
কাম ছেড়ে তোর দেহ তরী,
চলে যাবে ঢেউ কেটে?
গুপ্ত দমে উজান চলে রস,
কুম্ভকে মদন হবে বশ,
দ্বি'দমেতে দেখো তারে,
খুলে তোমার জ্ঞান নয়ন,
দমের খবর জানবি যদি মন,
পিতার - ধনে দুনিয়াই ধনী -
- মায়ে দিলে ধন ওপারে ধনী বুঝলাম না আগে কে জননী।
এখন বসে কান্দি আমি ডুবে ঢেউ তরঙ্গে।
- ফেইসবুকের আলেম উলামাগন আমাকে ফতোয়া মেরে এখন হত্যা করবে - দুঃখ জনক, সাধু সন্ন্যাসীরা যখন ফতোয়া দেন- তখন বুঝতে পাড়ি কতো পাপী ধরেছে বেস- আমার কোন বেস নেই- মহাপাপী নিঃসন্দেহে।