Rongdhonu tours

Rongdhonu tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rongdhonu tours, Tour Agency, Chittagong.

বাংলাদেশে ভিসা সংকট, দায়ী কে??? যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য বাংলাদেশীদের কোনো দেশ ভিসা দিবে কিনা সন্দেহ🇧🇩বাংলাদেশের ...
01/11/2024

বাংলাদেশে ভিসা সংকট, দায়ী কে???
যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য বাংলাদেশীদের কোনো দেশ ভিসা দিবে কিনা সন্দেহ
🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা?
আসলে কোন ভিসা ই সহজ না।

১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।

২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না। ঝামেলা অনেক।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।

৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)

৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।

১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে
C/P

ইন্ডিয়ান  ট্যুরিস্ট ভিসা  করুন স্বল্প সময়ে স্বলপ খরচে।ভারতে ভ্রমণের জন্য যেকোন ভিসার জন্য যোগাযোগ করুন বিস্বস্ত সহযোগী হ...
28/12/2022

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করুন স্বল্প সময়ে স্বলপ খরচে।
ভারতে ভ্রমণের জন্য যেকোন ভিসার জন্য যোগাযোগ করুন
বিস্বস্ত সহযোগী হিসেবে আছি আপনাদের পাশে ।
আমাদের সেবাসমূহঃ
#মেডিকেল ভিসা
#বিজনেস ভিসা
#ডাবল এন্ট্রি ভিসা
#ট্যুরিস্ট ভিসা
#এন্ট্রি ভিসা
বিঃদ্রঃ যেকোন ভিসা সংক্রান্ত সকল পরামর্শ, প্রশ্ন অথবা যে কোন সমস্যার জন্যে
✪যোগাযোগ✪
✆+8801815199892 WhatsApp

jakir hossain road, khulshi chattogram)

✈✈✈ ইন্ডিয়ান ভিসা নিয়ে চিন্তিত ? 🇳🇪 🇳🇪 🇳🇪আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি । যেকোন ভিসা সংক্রান...
14/08/2022

✈✈✈ ইন্ডিয়ান ভিসা নিয়ে চিন্তিত ? 🇳🇪 🇳🇪 🇳🇪
আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি ।
যেকোন ভিসা সংক্রান্ত সকল পরামর্শ, প্রশ্ন অথবা যে কোন সমস্যার জন্যে যোগাযোগ করুন 01815199892 অথবা আমাদের অফিস ভিজিট করুন।
দিল্লি এম্বাসি ফেসের জন্য ডাবল এন্ট্রি ভিসা , মেডিকেল কিংবা বিজনেস বা অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে এম্বাসি ফেস এর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি না করে সঠিক পন্থায় ডাবল এন্ট্রি ভিসায় ভ্রমণ করুন এবং নির্বিঘ্নে এম্বাসি ফেস নিশ্চিত করুন।ভারতে প্রবেশের জন্য যেকোন ভিসার জন্য যোগাযোগ করুন ”রংধনু ট্যুরস্” । বিস্বস্ত সহযোগী হিসেবে ‌‌‌”রংধনু ট্যুরস্” রয়েছে আপনাদের পাশে ।
আমাদের সেবাসমূহঃ
#মেডিকেল ভিসা
#বিজনেস ভিসা
#ডাবল এন্ট্রি ভিসা
#ট্যুরিস্ট ভিসা
🏣 Address :- *রংধনু ট্যুরস্ * ভারতীয় দুতাবাস এর বিপরীতে, মসজিদ মার্কেট,জাকির হোসেন রোড,খুলশী, চট্টগ্রাম।
📲 যোগাযোগ # +8801815-199892 ; 01772-832525;
📲01815199892(whatsApp,Imo,Viber,WeChat and call)
https://www.facebook.com/Rongdhonutours
E-mail: [email protected]
🕒 অফিসের কার্যদিবস: শনিবার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ০৭:০০ হইতে বিকাল ০৮:০০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ...
14/08/2022

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

সবার বিদেহী আত্মার শান্তি কামনা করি।🤲

10/08/2022
18/05/2022

🇧🇩🚉 সু-সংবাদ 🚉🇮🇳
১লা জুন থেকে আবার চালু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত
মৈত্রী এক্সপ্রেস....

Night sight of Kedarnath dham...See the mountains behind 😯
05/05/2022

Night sight of Kedarnath dham...
See the mountains behind 😯

22/03/2022

After 2 years, all travel related restrictions on Umrah/ Ziyarah due to the Pandemic have been lifted!

- No Vaccination of COVID-19
- No PCR
- No Quarantine

Labaik Allahumma Labaik

19/03/2022

📢 Update on previously issued tourist visas

🇧🇩 nationals wishing to travel to 🇮🇳 may please note Indian tourist visas issued before March 2020 & suspended due to Covid19 have now been restored for travel by air (only).
Fresh tourist visas continue to be issued by India in Bangladesh (High Commission of India, Dhaka)

💠 সুপ্রিয় যাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত...
17/03/2022

💠 সুপ্রিয় যাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ ২০২২ ইং তারিখ থেকে।

🚆 ঢাকা-কোলকাতা এবং কোলকাতা-ঢাকা’র মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ (০৫) দিন চলাচল করে।

➡️ ঢাকা হতে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার।

➡️ কোলকাতা হতে প্রতি শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

⛔ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

🎟️ ভাড়াঃ
🔹এসি চেয়ার/স্নিগ্ধাঃ ২৫০০/
🔹এসি সিট/বার্থঃ ৩৪০০/
🔸(ভ্যাট+ট্যাক্স অন্তর্ভুক্ত)
⚠️ শোভন চেয়ার নেই।

🚻 ০১ থেকে ০৫ বছরের শিশুদের জন্য সংশ্লিষ্ট শ্রেণীর ভাড়ার ৫০% হারে টিকিট ক্রয় করতে হয়। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে।

⏭️ মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অগ্রীম টিকিট যাত্রার ২৯ (ঊনত্রিশ) দিন পূর্ব থেকে দেয়া হয় এবং রিটার্ন/ফেরত টিকিট যাত্রার ০৪ (চার) দিন পূর্বে উভয় ষ্টেশন থেকে ক্রয় করা যায়।

🚏টিকিট প্রাপ্তিস্থানঃ
⏹️ বাংলাদেশ
↘️ কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ০৯:০০ থেকে সন্ধ্যা ১৯:০০ টা পর্যন্ত।

⏹️ কোলকাতা
↘️ ফেয়ারলী প্লেস, ডালহৌসি স্কয়ার, কোলকাতা রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ১০:০০ থেকে বিকেল ১৭:০০ টা পর্যন্ত।

(বিঃদ্রঃ উক্ত বিজ্ঞপ্তির যেকোন পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে আপনাদের জানিয়ে দেয়া হবে।)

ধন্যবাদ
বাংলাদেশ রেলওয়ে।

🤔🤔🤔
09/03/2022

🤔🤔🤔

😀😀
09/03/2022

😀😀

ইতালিতে প্রবেশের ক্ষেএে নতুন নির্দেশনা কার্যকর
03/03/2022

ইতালিতে প্রবেশের ক্ষেএে নতুন নির্দেশনা কার্যকর

01/03/2022

চ্ট্টগ্রমবাসীদের জন্য সুখবর
১৭ই মার্চ হতে
চট্টগ্রাম - আগরতলা
বাস সার্ভিস চালু হতে যাচ্ছে😍

26/02/2022

🇧🇩🚘 সুখবর...🚔🇮🇳
বুস্টার ডোজ টিকা গ্রহনকারিদের বাই রোড দিয়ে ভারতে যেতে RT-PCR টেস্ট লাগবেনা।

22/02/2022

🇧🇩✈️ সু-সংবাদ ✈️🇮🇳
ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে আকাশপথে ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারতের ত্রিপুরার রাজধানী,
আগরতলা।

প্রতিবেশী দেশ ভারত 👌ভ্রমণের গুরুত্বপূর্ণ ১টি শহর ❤️
14/02/2022

প্রতিবেশী দেশ ভারত 👌
ভ্রমণের গুরুত্বপূর্ণ ১টি শহর ❤️

আগামী ১৪ ফেব্রুয়ারী থেকে নতুন নিয়ম:১। কোয়ারেন্টিন ছাড়াই যাওয়া যাবে ভারতে ভারতে প্রবেশে ৭ দিনের হোম কোয়ারেন্টিনের যে নিয়ম...
10/02/2022

আগামী ১৪ ফেব্রুয়ারী থেকে নতুন নিয়ম:

১। কোয়ারেন্টিন ছাড়াই যাওয়া যাবে ভারতে ভারতে প্রবেশে ৭ দিনের হোম কোয়ারেন্টিনের যে নিয়ম ছিল, সেটা শিথিল হয়েছে। বিদেশ থেকে কেউ দেশটিতে গেলে পরবর্তী ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে কেউ বিদেশ থেকে ভারত গেলে ১৪ দিন সেল্ফ মনিটরে (ব্যক্তিগত পর্যবেক্ষণ) থাকতে হবে। এর মধ্যে কোনো ভ্রমণকারীর করোনা উপসর্গ দেখা দিলে তাকে সেল্ফ আইসোলেশন যেতে হবে। একইসঙ্গে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অবহিত করতে হবে।

২। ‘সুবিধা অ্যাপ’-এ ফরম পূরণ
ভারতে যেতে হলে ‘সুবিধা অ্যাপ’-এ একটি ফরম পূরণ করতে হবে। সেখানে টিকা নেওয়ার বিস্তারিত তথ্য দিতে হবে। ভারতে যাওয়ার আগে ৭২ ঘণ্টা আগে কোভিড পিসিআর টেস্ট করতে হবে। দুই ডোজ টিকাও নেওয়া থাকতে হবে।

এদিকে ৮২টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে ভারত। সেই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এই ৮২ টি দেশের নাগরিকরা কোভিড -১৯ আরটি-পিসিআর পরীক্ষার ফলের বদলে কোভিড টিকার দুই ডোজ নেওয়ার সনদও 'এয়ার সুবিধা' পোর্টালে আপলোড করতে পারবেন।
নতুন নির্দেশনা অনুসারে, সব বিদেশি ভ্রমণকারীকে অবশ্যই আগের ১৪ দিনের ভ্রমণ বৃত্তান্তসহ ব্যক্তিগত তথ্যের একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি ভারতের ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে পাওয়া যাবে।
কারও শরীরে উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে নেওয়া হবে এবং করোনা পরীক্ষা করা হবে। পজিটিভ শনাক্ত হলে তার সংস্পর্শে আসা লোকদেরও খুঁজে বের করা হবে।

৩। ১৪ দিন সতর্ক থাকতে হবে
গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীদের বাড়তি থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তাদের মধ্যে এলোমেলোভাবে নির্বাচিত ২ শতাংশ যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা করা হবে। কোনো উপসর্গ দেখা যায় কিনা তার জন্য সব যাত্রীকে ১৪ দিন সতর্ক থাকতে হবে।
সমুদ্র বা স্থলবন্দরগুলো দিয়ে প্রবেশকারী বিদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। তবে সেক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুবিধা আপাতত নেই। এ কারণে বন্দরে থাকা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এসব তথ্য জমা দিতে হবে।

৪। করোনা পরীক্ষায় ছাড় শিশুদের
পাঁচ বছরের কম বয়সী শিশুদের পৌঁছানোর আগে বা পরে সব ধরনের পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষণে থাকাকালীন তাদের কোনো উপসর্গ দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Address

Chittagong
PAHARTOLI-4202

Telephone

+8801815199892

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongdhonu tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongdhonu tours:

Share

Category