চট্টগ্রামের মেজবান চলের। বন্ধু লোকমানের বাড়ীতে, জামতলা, ফকিন্নীর হাট, কর্ণফুলী থানা, আনোয়ারা, চট্টগ্রাম।
বাংলাদেশের সবচেয়ে ক্ষরস্রোতা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রবাহিত একমাত্র সড়কপথ বঙ্গবন্ধু টানেল ভ্রমণ। আনোয়ারা থেকে পতেঙ্গা, চট্টগ্রাম।
#reelsfb #facebookreels #everyone #highlights #followers #friends
সিনিয়র - ৩ বনাম জুনিয়র - ৪
বাংলাদেশের একমাত্র টানেল। সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত একমাত্র সড়কপথ বঙ্গবন্ধু টানেল।
বঙ্গোপসাগর, দক্ষিণ পতেঙ্গা বীচ, চট্টগ্রাম।
বন্ধুত্ব
.
২২শে জানুয়ারী, ২০১২ লন্ডন, হিথ্রো বিমানবন্দরে নেমে বাই রোডে এসে আমরা উঠলাম Aldershot, Hampshire, Premier Inn hotel. আমাদের সকলকে হতবাক করে প্রায় ৬০০কিঃমিঃ দূর থেকে ছুটে এলো বন্ধু তাহের বেগ Taher Beg. তাহের বেগের সাথে তার স্ত্রী Ta Jahan আছে। বন্ধুর সাথে প্রায় ৮/৯ বছর পরে দেখা। বন্ধুর এই আগমনে আমি যে কি পরিমান আনন্দিত তা ভাষায় প্রকাশ করার নয়। আরো আনন্দের বিষয় হচ্ছে ভাবি আমাদের জন্য গরুর মাংস, ভাত ও মাছ রান্না করে নিয়ে এসেছে। আমরা তৃপ্তি সহকারে উদোর পূর্তি করে ছিলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি আমরা। তাহের ইংল্যান্ডে চলাফেরা করতে কিছু কমন সমস্যার বিষয়ে আমাদের অবহিত করলেন। তাহের ও ভাবি বের হয়ে হাটতে হাটতে রেল ষ্টেশন চলে গেল।
লন্ডনের জেমস পার্ক (St. James’s Park) গিয়ে আমরা হারিয়ে যাওয়ার দশা। বিশাল পার্ক, সেখানে অনেকগুলো পার্ক এবং আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। আমরা দিকহীন ভাবে হাটতে লাগলাম। আমরা ঘুরতে ঘুরতে গ্রিন পার্ক, বেকিংহাম প্যালেস, বেকিংহাম প্যালেস পার্ক, ভিক্টোরিয়া প্যালেস আরো অনেক গুলো স্থানে গিয়েছি। পার্কের মধ্যেই এক জায়গায় বাচ্চা ও নারী সহ ৬/৭ জন। চাদর বিছিয়ে মধ্য বয়সী ১ জন লোক ইমাম ও তার পিছনে ২ সারিতে বাকিরা নামাজ পড়তে দাঁড়িয়েছে। আমরা একটু দূর থেকে খুব কৌতুহল বসত দেখতে লাগলাম। হঠাৎ সেখানে ৩/৪ টা ঘোড়া নিয়ে বেশ কয়েকজন সৈনিক এসে দাঁড়াল। ঘোড়া সমেত সৈনিকগুলো বেশ লম্বা, চওড়া এবং পোষাক, অস্ত্রে বেশ সুসজ্জিত। আমাদের মতো অনেকেই কৌতূহল বসত ঘটনাটা দেখছে। আমি মনে করে ছিলাম সৈনিকরা তাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু আমি আশ্চার্য্যান্বিত ভাবে খেয়াল করলাম সৈনিকরা তাদের কিবলা ঠিক কর
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ সন্দ্বীপ। সেই সন্দ্বীপ যাওয়ার জন্য লঞ্চ, স্পিরিট বোর্ড ছাড়ে কুমিরা ঘাট, সীতাকুণ্ড থেকে। কুমিরা ঘাটে কিছুক্ষণ।