Choto Golpo

Choto Golpo বুদ্ধি কম, তাই ছোট ছোট গল্প লিখতে হয়।
(1)

ইয়াসা সাগর ও শরীর দেখিয়েই আয় করেন।তাহলে এতো সুন্দর হয়ে কি লাভ?
29/01/2025

ইয়াসা সাগর ও শরীর দেখিয়েই আয় করেন।
তাহলে এতো সুন্দর হয়ে কি লাভ?

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।
24/01/2025

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।

Ami ektu forsha hole dekhatam attitude kake bole!
17/01/2025

Ami ektu forsha hole dekhatam attitude kake bole!

তোমার জন্য এখন আর কেউ অপেক্ষা করে না।না চিবুকের তিল না বক্ষবন্ধনীর ফুল !!
17/01/2025

তোমার জন্য এখন আর কেউ অপেক্ষা করে না।

না চিবুকের তিল না বক্ষবন্ধনীর ফুল !!

খুব না'র্ভাস ফিল করতেছি, জীবনের প্রথমবার ২০২৫ এ পা রাখতে যাচ্ছি।🙂
29/12/2024

খুব না'র্ভাস ফিল করতেছি, জীবনের প্রথমবার

২০২৫ এ পা রাখতে যাচ্ছি।🙂

এক কাপ চা এ আমি তোমাকে চাই ....
27/12/2024

এক কাপ চা এ আমি তোমাকে চাই ....

গতকালকে ছেলেপক্ষ দেখতে আসছিল, তাঁদের মধ্যে একজন মুরুব্বি প্রশ্ন করেছিল ফ্রিজে কোন জিনিস রাখলে গরম থাকে? আমি বলতে পারিনি,...
21/12/2024

গতকালকে ছেলেপক্ষ দেখতে আসছিল, তাঁদের মধ্যে একজন মুরুব্বি প্রশ্ন করেছিল ফ্রিজে কোন জিনিস রাখলে গরম থাকে?
আমি বলতে পারিনি, কি হবে সেইটা??

19/12/2024

প্রতি রিফ্রেশে
কেউ পাহাড়ের উপ্রে,
কেউ সাগরের উপ্রে, আর না হয় কেউ বিয়ের স্টেজের উপ্রে....

অথচ আমি দৌড়ের উপ্রে।

17/12/2024

সে আমাকে চায়।

আবার শান্তি ও চায়!

15/12/2024

ব্যাডা মানুষের প্রথম প্রথম ভালোবাসা দেইখ্যা গইল্যা যাইছ না বইন......
এডি সব স্টার জলসার নাটক। যেই তুই গইল্যা যাবি, দেখবি ব্যাডাও হাওয়া। সবসময় দুয়া দরুদ পড়ে থাকবি বইন। শয় তান আসতে পারে না বইলা ব্যাডা পাঠায় জীবনে। তোরা আবার সেই ব্যাডা রূপী শয় তানরে ঢঙ করে ডাকছ শখের ব্যাডা, স্বপ্নের ব্যাডা, প্রিয় ব্যাডা, ব্যাক্তিগত ব্যাডা। ছ্যাহ্ 🙂

14/12/2024

বছর শেষ হয়ে যাচ্ছে ,
যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে iloveyou.

তাঁবুতে ঘুমিয়েছেন কে কে??
12/12/2024

তাঁবুতে ঘুমিয়েছেন কে কে??

10/12/2024

আমার বিবাহের জন্য বায়োডাটা বানাইতেছে আমার বাপ মা।
আমারে আম্মু জিগাচ্ছে শ্যামলার ইংরেজি কী, আমার বাপ কয় ব্রাইট গ্রিন! 🙂

আগে পরীক্ষায় ৫ মার্ক ছেড়ে আসলে কষ্ট লাগতো, এখন শুধু ৫ মার্ক ই আনসার করতে পারি! 🙂
06/12/2024

আগে পরীক্ষায় ৫ মার্ক ছেড়ে আসলে কষ্ট লাগতো,
এখন শুধু ৫ মার্ক ই আনসার করতে পারি! 🙂

অনম্র বৃষ্টির রাতে যদি হুট করে দরজায় কড়া নেড়ে তোমায় কাছে ডাকি, কানের কাছে মুখ নিয়ে বলি,"আমি এসেছি!"ততক্ষণে আমার শাড়ি, ...
04/12/2024

অনম্র বৃষ্টির রাতে যদি হুট করে দরজায় কড়া নেড়ে তোমায় কাছে ডাকি, কানের কাছে মুখ নিয়ে বলি,"আমি এসেছি!"

ততক্ষণে আমার শাড়ি, মাথার চুল, সারা শরীর ভিজে একাকার!

দরজা খুলে আমায় দেখে তুমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে?নাকি কথা না বাড়িয়ে সোজা আমার বুকের সাথে পরম শান্তির লোভে লেপ্টে রাখবে তোমার মা*থা*টা?

ব্যপারটা সত্যিই দারুণ,তাই না?

এরপর তোমার হাতের কড়া করে দু-কাপ চা বানিয়ে আনলে কেমন হয়?দু'জন বসে বসে এই বৃষ্টির রাতে গল্পের ফাঁকে না হয় চা-ও হয়ে যাক!
কি বলো?

এদিকে আমাদের গল্প চলছে,অন্যদিকে বৃষ্টি।
বৃষ্টি আর আমার একসাথে আগমনে তোমার মন কেমন উতলা হবে তখন,তাই না?

তুমি আজ ভাবতে পারো,এই বৃষ্টির পুরো রাতটাই তোমার সাথে গল্প করে কা*টিয়ে দিবো!সকাল হয়ে এলেই না হয় ফিরে যাবো নিজ ঠিকানায়।

তোমার ঠোঁটে ঠোঁট না ডুবিয়ে, তোমার হাতের কড়া লিকারে চা কিংবা কফির কাপে ঠোঁট ডুবিয়ে রাখবো–সেই ভালো!

আচ্ছা....
যদি সত্যিই কড়া নেড়ে ডেকে বলি,"আমি এসেছি?"
দরজা খুলবে তো?

🫶

কারা যে এসব বানায় ।দুষ্টু!😃😃
03/12/2024

কারা যে এসব বানায় ।
দুষ্টু!

😃
😃

02/12/2024

আমার শুভ সকাল সেদিন হবে যেদিন ঘুম থেকে উঠে স্বামীকে দেখবো।

01/12/2024

চেহারা দিন দিন এত খারাপ হচ্ছে যে একটা ছবি ছাড়লে ৫ জন আনফ্রেন্ড করে দেয়। 🙂

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Choto Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category