01/10/2022
কাশ্মীর বিশ্বব্যাপি আলোচিত বিষয়গুলির মধ্যে একটি , সেটি সৌন্দর্যের জন্য হোক বা তাদের আঞ্চলিক সংঘাতের জন্য । যাই হোক সবকিছু ছাপিয়ে কাশ্মীরের সৌন্দর্য্ টাই মানুষকে আকৃষ্ট করে । ডাল লেকে শীতল ঠান্ডা আবহাওয়াই শিকারা রাইড় সাথে দূরে পাহাড়ের সাথে মেঘের খুনসুটি, সোনমার্ঘের সাদা বরফে ঢ়াকা পাহাড় আর পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া বিস্তৃত জলরাশি। গোলমার্গে সাদা বরফে ঢ়াকা পাহাড়ে ট্র্যাকিং আর গন্ডুলা (ক্যাবল কার) দিয়ে পাহাড়ের উপর দিয়ে ঘুরে বেড়ানো । আরো আছে পেহেলগামের সুউচ্ছ ভ্যালি (বাইসারান, আরু ভ্যালি, বেতাব ভ্যালি) এবং বিশাল আপেল বাগান । এই সবকিছুই আপনাকে মুগ্ধ করবে । প্রকৃতির এই অপার সৌন্দর্য্ উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ কাশ্মীর ভ্রমণে যাই । আর সকলের ভ্রমণের চাহিদা মাথায় রেখে আমরা আগামী জানুয়ারিতে একটি কাশ্মীর ভ্রমণ প্যাকেজ করতে যাচ্ছি ।
আমাদের ট্যুর শুরু হবে মূলত ঢাকা এয়ারপোর্ট থেকে । আমরা ৬ দিন ৫ রাতের সফরে কাশ্মীরের উদ্দ্যেশ্যে রওনা করবো । সম্ভাব্য সময় : ২০ থেকে ৩০ জানুয়ারি ।
• Day -1: ঢাকা থেকে শ্রীনগর ফ্লাইট । রাতে আমরা ডাললেক হাউসবোটে থাকব এবং শিকারা দিয়ে ডাল লেক এক্সপ্লোর করবো ।
• Day-2: সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়ব সোনমার্গের উদ্দেশ্যে । সোনমার্গে যাওয়া এবং ঘোড়া দিয়ে পুরো সোনমার্গ ঘুরতে আমাদের মুটামুটি সন্ধ্যা হয়ে যাবে । আমরা সন্ধ্যায় শ্রীনগর চলে আসব । ওখানে ভ্রাম্যমান অনেক লোকাল দোকান বসে যেখানে সুন্দর সুন্দর অনেক কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যাই । আপনারা চাইলে নিজেদের মতো করে টুকটাক শপিং ও করে নিতে পারবেন ।
• Day-3: তৃতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়ব গোলমার্গের উদ্দেশ্যে ।বরফে ঢ়াকা পাহাড়ে ট্র্যাকিং , সুবিশাল পাহাড়, গন্ডুলা রাইড় সবমিলিয়ে গোলমার্গে বেশ ভালোই এনজয় করা যাবে । আমরা গোলমার্গ এক্সপ্লোর করে সরাসরি পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিব রাতে পেহেলগামে থাকব ।
• Day-4: সারাদিন পেহেলগামে( মিনি সুইজারল্যান্ড , আরু ভ্যালি , বেতাব ভ্যালি ইত্যাদি )ঘুরার পর আমরা রাতে শ্রীনগর ব্যাক করব ।
• Day-5: পঞ্চম দিনে আমরা মূলত শ্রীনগর সিটি এক্সপ্লোর করবো এবং চাইলে আপনারা নিজেদের মতো করে শপিং ও করতে পারেন ।
• Day-6 : ষষ্ঠ দিন সকালে আমাদের শ্রীনগর থেকে ঢাকা রিটার্ন ফ্লাইট ।
বাজেট:
আমাদের এইবারের ট্যুরের বাজেট জনপ্রতি ৫৫,০০০ টাকা । আমরা চেষ্টা করেছি কম খরচে ভলো মানের সার্ভিস দিয়ে ফ্রেন্ডলি একটা বাজেট নিশ্চিত করতে ।
Inclusion :
১.ঢাকা –শ্রীনগর –ঢাকা এয়ার টিকেট ।
৩. হাউসবোট এবং হোটেল ।
২. কাশ্মীরে লোকাল ট্রান্সপোর্ট ।
৩. তিন বেলা মূল খাবার ।
৪. ঘোড়া রাইড়।
৫. ক্যাবল কার ।
৬. শ্রীনগর সিটি ট্যুরের সকল এন্ট্রি ফি ।
দ্রষ্ঠব্য : ভ্রমণ কালিন সময়ে করোনা টেস্ট বা অন্যান্য ব্যক্তিগত খরচ প্যাকেজের আওতাভুক্ত নয় । এইগুলো ব্যাক্তিগতভাবে বহন করতে হবে ।
ইজি ট্রিপ এর সাথে কাশ্মীর ভ্রমণ নিশ্চিত করতে যোগাযোগ করুন :
মোবাইল : 01616277232
01601702240
ই-মেইল : [email protected]
আপনার ভ্রমণ সুন্দর , নিরাপদ করতে আস্থা রাখুন ইজি ট্রিপ এ । আপনাদের বিশ্বাস, আস্থা এবং ভালবাসা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে ।