Share Basis Tour

Share Basis Tour Stay Together And Travel More

গরবা গুদি-Gorba Gudi তে আমাদের এক ঐতিহাসিক ট্যুর.....Share Basis Tour
12/11/2024

গরবা গুদি-Gorba Gudi তে আমাদের এক ঐতিহাসিক ট্যুর.....
Share Basis Tour

🔊📢📢🔊ফাইনাল রিমাইন্ডার📢📢📢🔊🔊আমরা আগামীকাল শুক্রবার  সকাল ১০:০০ টা চট্টগ্রাম রাস্তা মাথা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে  রওনা হব...
07/11/2024

🔊📢📢🔊ফাইনাল রিমাইন্ডার📢📢📢🔊🔊
আমরা আগামীকাল শুক্রবার সকাল ১০:০০ টা চট্টগ্রাম রাস্তা মাথা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হবো। সবাই আবশ্যই ০৯:৪০ এর মধ্যে রাস্তা মাথা থাকবেন।

💼সাথে যা অবশ্যই জরুরী ভিত্তিতে নিতে হবেঃ-

🔴🔴অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ ফটোকপি সাথে রাখতে হবে।
🔘নিজ প্রয়োজনীয় ওষধ(ব্যাথানাশক)
🔘পাওয়ার ব্যাংক/মোবাইল চার্জার।
🔘গামছা + লুঙ্গি(লেকে গোসল করার ইচ্ছে থাকলে)
🔘হালকা শীত আছে তাই নিজ গ্রযোজনীয় শীতের কাপড়।
🔘মশা আছে তাই মশা থেকে বাঁচতে এডমোস ক্রিম।
🔘ব্রাস+ পেস্ট।
🔘টর্চ লাইট / চার্জার লাইট ক্যাম্প সাইডের জন্য।
🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸
☎☎ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
🙋‍♂️রুপম মজুমদার-
📞01615139168
🙋‍♂️শাহজান আরশাদ-
📞01812976440
🙋‍♂️আতাউর রহমার-
📞01812523528

04/11/2024

এই দোলনায় দোল খেতে হলে যেতে হবে আপনাকে শেয়ার বেসিসে ৮৫০-৯০০/- টাকায় কাপ্তাই লেকের দ্বীপে তাবুবাস ট্যুরে.....
যাচ্ছি আমরা ০৮-০৯ নভেম্বর চলছে বুকিং.....
বুকিং মানি জমা দেওয়ার লাস্ট ডেটঃ০৬/১১/২০২৪
🔴কনফার্ম করার পদ্ধতি:
আসন নিশ্চিত করতে ৯০০/- (চার্জ)=২০ টাকা, বিকাশ,নগদ,রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
🙋‍♂️রুপম মজুমদার
📞০১৬১৫১৩৯১৬৮
আরো যোগাযোগঃ
🙋‍♂️শাহজান আরশাদ-
📞01812976440
🙋‍♂️আতাউর রহমার
📞01812523528
আরো বিস্তারিত ইভেন্টেঃ-

আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যে, আপনারা যারা শেয়ার বেসিসে ৮৫০-৯০০/- টাকায় কাপ্তাই লেকের দ্বীপে তাবুবাস  ট্য...
03/11/2024

আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যে, আপনারা যারা শেয়ার বেসিসে ৮৫০-৯০০/- টাকায় কাপ্তাই লেকের দ্বীপে তাবুবাস ট্যুরে অংশগ্রহণ করবেন কিন্তু বুকিং মানি জমা দেননি এখনো, তারা অতি শীগ্রীই বুকিং মানি জমা দিয়ে ট্যুর কনর্ফাম করুন। ইতিমধ্যে আমি অনেকের কাছেই মৌখিক কনর্ফাম পেয়েছি যা কোন অবস্থায় গ্রহনযোগ্য নয়, কারণ আমাদের খাবার মেনু, যাতায়াত, তাবু এই ৩ টা বিষয় এরেঞ্জ করতে হবে আর খাবার মেনু নিয়ে সকলের সাথে আলোচনা করতে হবে তাই আজ রাতে একটি মেসেঞ্জার গ্রুপ খোলা হবে। আর সেখানেই সকল বিষয়াদি আলোচনা হবে এবং সকলের মতামতের উপর ভিত্তি করে সব কিছু সিদ্ধান্ত নেয়া হবে। তাই টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
🟩বুকিং সংক্রান্ত যোগাযোগ-
🙋‍♂️রুপম মজুমদার-
📞01615139168
🙋‍♂️শাহজান আরশাদ-
📞01812976440
🙋‍♂️আতাউর রহমার
📞01812523528
বিঃদ্রঃ আমাদের গ্রুপ এবং ইভেন্ট সম্পূর্ণ শেয়ার বেসিসের উপর ভিত্তি করে খোলা""যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিবো আমরা! এবং সকলের সহোযোগিতা তো থাকবেই বাকিটা আল্লাহ ভরসা। মনে রাখবেন শেয়ার বেসিস মানেই..... কিন্তু প্রতিটা ট্যুরই বিশেষ আকর্ষণ।
ইভেন্ট লিংক:
https://www.facebook.com/share/UVdfgizsFKznSw5T/

Share Basis Tour

জেগে উঠো শেয়ার বেসিসের প্রীয় ট্রভেলার্স ভাই, বোন,বন্ধুগণ.. এই শীতে ঘুমালে হবে না। দ্বীপ আর লেক নিয়ে শুরু হবে আবারো ........
27/10/2024

জেগে উঠো শেয়ার বেসিসের প্রীয় ট্রভেলার্স ভাই, বোন,বন্ধুগণ.. এই শীতে ঘুমালে হবে না। দ্বীপ আর লেক নিয়ে শুরু হবে আবারো ..... শেয়ার বেসিসে থাকা খাওয়া আর ননস্টপ ঘুরে বেড়ানোর জমজমাট ট্যুর...আবারো আগের মতো সকলের চাহিদা অনুযায়ী ট্যুরের আয়োজন করা হবে....হবে ননস্টপ উরাধুরা আনন্দ আর খাওয়া দাওয়া... তাই খুব শিঘ্রীই একটা মিটআপ দিতে চাই সবাই কি বলেন....
সবার মতামত আশা করি.....🤘🤘🤘🤘

এমন সুন্দর সাগর পাড়ে প্রকৃতির সাথে চাইলে আপনিও মাত্র ১৪০/-ভাড়া দিয়ে আর ১০০/- টাকার ইফতার নিয়ে উপভোগ করতে পারেন।(সব মিলে ...
21/03/2024

এমন সুন্দর সাগর পাড়ে প্রকৃতির সাথে চাইলে আপনিও মাত্র ১৪০/-ভাড়া দিয়ে আর ১০০/- টাকার ইফতার নিয়ে উপভোগ করতে পারেন।(সব মিলে -২৫০/-)
আলহামদুলিল্লাহ ভালো একটা সময়,ইফতার, আড্ডা ছিলো মনে রাখার মতো।
📍বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
যাতায়াত:-
চট্টগ্রাম একেখান থেকে যে কোন লোকাল ট্রাসপোটে বাঁশবাড়িয়া বাজার(বিচের রাস্তার মাথা)৫০/- টাকা
সেখান থেকে বিচের পাড় -সিএনজি -২০/-টাকা...
তবে ইফতার বাজার থেকে নিয়ে যেতে হবে সেখানে ভালো কিছু পাবেন না।
আর বিচে নামার আগে
রুবেল ভাইয়ের দোকানে গিয়ে বলে রাখবেন বিচের পাড়ে ইফতার করবেন তাহলে নিরাপত্তা জনিত সমস্যা হবেনা।

Share Basis Tour

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল|কর্ণফুলী টানেল|চট্টগ্রাম
11/11/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল|কর্ণফুলী টানেল|চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংল.....

বান্দরবান সহ থানচি, রুমা,ও অন্যান্য উপজেলার অবস্থা ভয়াবহ। বান্দরবান শহরে বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে গেছে ভোর থেকে ব...
07/08/2023

বান্দরবান সহ থানচি, রুমা,ও অন্যান্য উপজেলার অবস্থা ভয়াবহ।
বান্দরবান শহরে বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে গেছে ভোর থেকে বিদ্যুৎ বন্ধ। নেটওয়ার্ক বন্ধ। সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ। জেলা থেকে সকল উপজেলা সাথে স্থল পথ, নৌপথ, আকাশ সীমা পথ, মোবাইল ইন্টারনেট ও নেটওয়ার্ক পথ, নিউজ লেখার পথসহ যোগাযোগ সব ক্লোজ।
সকলে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদে থাকুন সুস্থ থাকুন।

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ঝরঝবি ট্যুর শেষ করে বাসায় এসে পৌঁছালাম।মোটামুটি ভালোই পানি ছিলো সময় হিসাবে.....আর ( মোঃ...
26/05/2023

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ ঝরঝবি ট্যুর শেষ করে বাসায় এসে পৌঁছালাম।মোটামুটি ভালোই পানি ছিলো সময় হিসাবে.....
আর ( মোঃ আশরাফুল আলম সিদ্দিকী) ভাবির হাতের পাটি সাপটা পিঠা আর অন্য দিকে ভাবির হোটেলের চুই জ্বালের গরু মাংস ভাত......গরম গরম🍽️
ওহহ মানে সারা দিনে আজকে জমে ক্ষীর ছিলো।

😒তবে আগের মতই শেয়ার বেসিসেই ট্যুর হইলো দীর্ঘদিন পর....

🔰খরচের বিবরন.......(১জনের হিসাব)
★চট্টগ্রাম থেকে পন্থিচিলা+ অন্যান্য ভাড়া বাবদ-১০০/-(আসা+যাওয়া)
★সকাল এবং সকল ধরনের নাস্তা বাবদ-৬০/-
★দুপুরের খবার-২১৫/-(ভাবির হোটেল)
________________________________________________ সর্বমোট =৩৭৫/-

🔰আশা করি এই বর্ষায় গ্রুপ থেকে এমন আরো ট্যুর পাবেন......
Share Basis Tour
❤️ধন্যবাদ❤️

ঈদ স্পেশাল ট্রেন.......
29/03/2023

ঈদ স্পেশাল ট্রেন.......

https://youtu.be/EkuYiKUX8os
21/02/2023

https://youtu.be/EkuYiKUX8os

চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ৬৮ কিলোমিটার। বাস /সিএনজি তে যেতে ২-২:৩০মিনিট সময় লাগে।আর যদি বাইকে যাওয়া হয় তাহলে সময় ল...

Address

Chittaogng
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Share Basis Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Share Basis Tour:

Videos

Share

Category