Share Basis Tour

Share Basis Tour Stay Together And Travel More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল|কর্ণফুলী টানেল|চট্টগ্রাম
11/11/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল|কর্ণফুলী টানেল|চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হল বাংল.....

বান্দরবান সহ থানচি, রুমা,ও অন্যান্য উপজেলার অবস্থা ভয়াবহ। বান্দরবান শহরে বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে গেছে ভোর থেকে ব...
07/08/2023

বান্দরবান সহ থানচি, রুমা,ও অন্যান্য উপজেলার অবস্থা ভয়াবহ।
বান্দরবান শহরে বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে গেছে ভোর থেকে বিদ্যুৎ বন্ধ। নেটওয়ার্ক বন্ধ। সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ। জেলা থেকে সকল উপজেলা সাথে স্থল পথ, নৌপথ, আকাশ সীমা পথ, মোবাইল ইন্টারনেট ও নেটওয়ার্ক পথ, নিউজ লেখার পথসহ যোগাযোগ সব ক্লোজ।
সকলে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদে থাকুন সুস্থ থাকুন।

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ঝরঝবি ট্যুর শেষ করে বাসায় এসে পৌঁছালাম।মোটামুটি ভালোই পানি ছিলো সময় হিসাবে.....আর ( মোঃ...
26/05/2023

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ ঝরঝবি ট্যুর শেষ করে বাসায় এসে পৌঁছালাম।মোটামুটি ভালোই পানি ছিলো সময় হিসাবে.....
আর ( মোঃ আশরাফুল আলম সিদ্দিকী) ভাবির হাতের পাটি সাপটা পিঠা আর অন্য দিকে ভাবির হোটেলের চুই জ্বালের গরু মাংস ভাত......গরম গরম🍽️
ওহহ মানে সারা দিনে আজকে জমে ক্ষীর ছিলো।

😒তবে আগের মতই শেয়ার বেসিসেই ট্যুর হইলো দীর্ঘদিন পর....

🔰খরচের বিবরন.......(১জনের হিসাব)
★চট্টগ্রাম থেকে পন্থিচিলা+ অন্যান্য ভাড়া বাবদ-১০০/-(আসা+যাওয়া)
★সকাল এবং সকল ধরনের নাস্তা বাবদ-৬০/-
★দুপুরের খবার-২১৫/-(ভাবির হোটেল)
________________________________________________ সর্বমোট =৩৭৫/-

🔰আশা করি এই বর্ষায় গ্রুপ থেকে এমন আরো ট্যুর পাবেন......
Share Basis Tour
❤️ধন্যবাদ❤️

ঈদ স্পেশাল ট্রেন.......
29/03/2023

ঈদ স্পেশাল ট্রেন.......

https://youtu.be/EkuYiKUX8os
21/02/2023

https://youtu.be/EkuYiKUX8os

চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ৬৮ কিলোমিটার। বাস /সিএনজি তে যেতে ২-২:৩০মিনিট সময় লাগে।আর যদি বাইকে যাওয়া হয় তাহলে সময় ল...

হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন।কাগজে জলরং।
10/09/2022

হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন।

কাগজে জলরং।

আলহামদুলিল্লাহ 💖পর্যটকদের জন্য সু-খবর.. 🚣‍♂️🚣‍♀️ইনশাআল্লাহ্ সব কিছু ঠিক থাকলে আগামী ০১ অক্টোবর (কক্সবাজার থেকে সেন্টমার্...
05/09/2022

আলহামদুলিল্লাহ 💖
পর্যটকদের জন্য সু-খবর.. 🚣‍♂️🚣‍♀️

ইনশাআল্লাহ্ সব কিছু ঠিক থাকলে আগামী ০১ অক্টোবর (কক্সবাজার থেকে সেন্টমার্টিন) চালু হচ্ছে কর্ণফুলী শীপ।

৬ অক্টোবর (চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন) চালু হবে বে- ওয়ান।

সূত্রঃ বে ওয়ান অফিস।

12/12/2021

বাকত্লাই পাড়া আর্মি ক্যাম্পের ৫-৬ কিলো আগে এই ব্রীজের কাজ চলমান রয়েছে।
📌৭০ ঝিরি ব্রীজ।
❤️থানচি-রেমাক্রী-মদক-লিকড়ি রোড❤️

📢📢📢ফাইনাল রিমাইন্ডার📢📢📢আমাদের মনপুরা দ্বীপ এবং নিঝুম দ্বীপ শেয়ার বেসিসে ৩৬০০-৩৮০০/- টাকায় ভ্রমন ট্যুরে বাসের টিকেট আগামী...
10/12/2021

📢📢📢ফাইনাল রিমাইন্ডার📢📢📢
আমাদের মনপুরা দ্বীপ এবং নিঝুম দ্বীপ শেয়ার বেসিসে ৩৬০০-৩৮০০/- টাকায় ভ্রমন ট্যুরে বাসের টিকেট আগামীকাল কাটা হবে এখনো যদি কেউ কনর্ফাম করা ছাড়া বাকী থাকেন আগামী কাল বিকেলের মধ্যে কনর্ফাম করে আসন নিশ্চিত করুন।
ইভেন্ট লিংকঃ-
https://facebook.com/events/s/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%9D%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%AA-%E0%A6%B6%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B8-%E0%A7%A9%E0%A7%AC/958772055075890/

মনপুরা দ্বীপ এবং নিঝুম দ্বীপ শেয়ার বেসিসে ৩৬০০-৩৮০০/- টাকায় ভ্রমন  ট্যুরে আর ৩ টা সিট খালি আছে খুব শীঘ্রই ইভেন্ট ক্লোজ ক...
09/12/2021

মনপুরা দ্বীপ এবং নিঝুম দ্বীপ শেয়ার বেসিসে ৩৬০০-৩৮০০/- টাকায় ভ্রমন ট্যুরে আর ৩ টা সিট খালি আছে খুব শীঘ্রই ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে যারা যাবেন দ্রূত বুকিং মানি দিয়ে সিট কনর্ফাম করুন।

নিঝুম দ্বীপ এবং মনপুরা দ্বীপের প্লান..... 🔰১৫ তারিখঃ- চট্টগ্রাম -চেয়ারম্যান ঘাট রাতের বাসে যাবো।🔰১৬ তারিখঃ- সকালে চেয়ারম...
07/12/2021

নিঝুম দ্বীপ এবং মনপুরা দ্বীপের প্লান.....

🔰১৫ তারিখঃ- চট্টগ্রাম -চেয়ারম্যান ঘাট রাতের বাসে যাবো।
🔰১৬ তারিখঃ- সকালে চেয়ারম্যান ঘাট থেকে ট্রলারে হাতিয়া -বাইকে করে তুমুরউদ্দীন ঘাট-লঞ্চে করে চলে যাবো মনপুরাতে সারাদিন ঘুরে রাতে হোটেলে রাত্রী যাপন।
🔰১৭তারিখঃ-ট্রলারে মনপুরা দ্বীপ থেকে চলে আসবো নিঝুম দ্বীপ রাতে ক্যাম্পিং করবো বারবিকিউ ক্যাম্প ফায়ার চলেবে নিঝুম দ্বীপে....
🔰১৮তারিখঃ- নিঝুম দ্বীপ থেকে চট্টগ্রাম ফেরত আসবো।
🔰আমরা ১ম রাতে হোটেলে থাকবো। এবং ২য় রাত তাবুতে ক্যাম্পিং করবো।

🔰আরো বিস্তারিত ইভেন্টেঃ
🔰ইভেন্ট লিংকঃ-
https://facebook.com/events/s/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%9D%E0%A6%AE-%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%AA-%E0%A6%B6%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B8-%E0%A7%A9%E0%A7%AC/958772055075890/

06/12/2021
06/12/2021
শুভ জন্মদিন Share Basis Tour ভালোবাসার প্রিয় গ্রুপ।ঠিক ২ বছর আগে এই দিনে শেয়ার বেসিস গ্রুপের পথ চলা শুরু হয়....হাটি হাটি...
01/12/2021

শুভ জন্মদিন Share Basis Tour ভালোবাসার প্রিয় গ্রুপ।ঠিক ২ বছর আগে এই দিনে শেয়ার বেসিস গ্রুপের পথ চলা শুরু হয়....হাটি হাটি পা পা করে চলে গেলো ২ টি বছর....অনেক ডে ট্যুর লং ট্যুর মজা,আনন্দ, অনেক বন্ধুত্ব ভালোবাসা জড়িয়ে আছে এই ভালোবাসার গ্রুপে......
😍😍😍 Share Basis Tour✌️✌️✌️

সময় পরিবর্তনঃ-আমাদের আগামী ০৩-০৪তারিখের নৈসর্গিক শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজারে ২৩০০-২৫০০/-টাকায় শেয়ার বেসিসে ভ্রমন। ...
26/08/2021

সময় পরিবর্তনঃ-
আমাদের আগামী ০৩-০৪তারিখের নৈসর্গিক শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজারে ২৩০০-২৫০০/-টাকায় শেয়ার বেসিসে ভ্রমন। ইভেন্ট পরিবর্তন করে ১০-১১সেপ্টেম্বর দেওয়া হলো।

কনর্ফাম করার আজই শেষ দিন.... মধুখাইয়া & ইছাকুম্ব ট্রেইলে শেয়ার বেসিসে ৪০০-৪৫০/- টাকায় ডে ট্যুর যারা যারা যাবেন আজ বিকেলে...
19/08/2021

কনর্ফাম করার আজই শেষ দিন.... মধুখাইয়া & ইছাকুম্ব ট্রেইলে শেয়ার বেসিসে ৪০০-৪৫০/- টাকায় ডে ট্যুর যারা যারা যাবেন আজ বিকেলের মধ্যে কনর্ফাম করে দিন.....ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালে রওনা দিবো।
©আরিফ ভাই

ইনশাআল্লাহ আমরা আবারও স্বাস্থ্যবিধি মেনে ২০শে আগষ্ট থেকে শেয়ার বেসিসে ইভেন্ট দিতে যাচ্ছি...এবং এই ইভেন্টি সীমিত পরিসরে ক...
16/08/2021

ইনশাআল্লাহ আমরা আবারও স্বাস্থ্যবিধি মেনে ২০শে আগষ্ট থেকে শেয়ার বেসিসে ইভেন্ট দিতে যাচ্ছি...
এবং এই ইভেন্টি সীমিত পরিসরে করা হবে সর্বোচ্চ ২০-২৫ জন নিয়ে ইভেন্ট দেয়া হবে।
বিস্তারিতঃ- https://m.facebook.com/questions.php?question_id=825369738347275

02/08/2021

বিলাইছড়ি,রাঙ্গামাটি।

বিরিশিরি, নেত্রকোনা।
02/07/2021

বিরিশিরি, নেত্রকোনা।

🖤🖤আসসালামু আলাইকুম🖤🖤দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে Share Basis Tour গ্রুপের সকল প্রকার অফিস...
30/03/2021

🖤🖤আসসালামু আলাইকুম🖤🖤
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে Share Basis Tour গ্রুপের সকল প্রকার অফিসিয়াল ট্যুর বন্ধ ঘোষণা করা হলো। সরকারি ভাবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন প্রকার ট্যুরের জন্য ইভেন্ট দেওয়া হবে না।
গ্রুপের সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে এবং আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখে।
😍😍ধন্যবাদ😍😍

আগামী শনিবার ২৭ তারিখ.....যারা যারা যাবেন কিন্তু এখনো কনর্ফাম করেন নি দ্রুত কনফার্ম করে আসন নিশ্চিত করুন।যারা আগে আসবেন ...
20/03/2021

আগামী শনিবার ২৭ তারিখ.....যারা যারা যাবেন কিন্তু এখনো কনর্ফাম করেন নি দ্রুত কনফার্ম করে আসন নিশ্চিত করুন।যারা আগে আসবেন তারা সিরিয়াল অনুযায়ী সামনে সিট পাবেন। এই ট্যুরে থাকবে দাঁড়ি ওয়ালাদের জন্য বিশেষ আর্কষণ।
আরো বিস্তারিত ইভেন্টেঃ-
১০৫০-১১৫০/- টাকায় শেয়ার বেসিসে দেবতাখুম ভ্রমন

🔴🔴🔴দেবতাখুম⏩⏩⏩নৈসর্গিকী বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গের শ্রেষ্ঠ এবং সুন্দর স্বর্গটি হচ্ছে দেবতাখুম,...
14/03/2021

🔴🔴🔴দেবতাখুম⏩⏩⏩
নৈসর্গিকী বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গের শ্রেষ্ঠ এবং সুন্দর স্বর্গটি হচ্ছে দেবতাখুম, স্হানীয়রা একে সোনাখুম বলে ডাকে, আর মারমা ভাষায় থাংচিখুম।
দেবতাখুমের সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর এবং রহস্যময়। পানি বেশ স্বচ্ছ, রং সবুজ। দুই পাহাড়ের পুরো পাথর ছোটবড় শ্যওলা এবং লতাপাতা দ্বারা অাবৃত। খুমের কোথাও কোথাও একটু অন্ধকার অার একেবারেই সুনসান এই খুম।

অ্যাডভেঞ্চার পাগল মানুষগুলোর জন্য আমাদের শেয়ার বেসিসে পরবর্তী (২য় বার)ডে এবং শেষ ট্রিপ দেবতাখুম অভিযান ।

>>>যাত্রার তারিখ: ২৭ মার্চ, ২০২১ (শনিবার) সকাল ৬টা বহদ্দারহাট ⏩⏩⏩

>>>ফেরার তারিখ: ২৭ই মার্চ, ২০২১ (শনিবার) রাত ৯-১০টা।বহদ্দারহাট ⏪⏪⏪

>>> টিম সাইজ ৪০ জন।

💰💴 ইভেন্ট ফি চট্টগ্রাম থেকে:১০৫০-১১৫০/-টাকা জন প্রতি।
💰💴 ইভেন্ট ফি ঢাকা থেকে:
১৯৫০-২০৫০/-টাকা জন প্রতি।

🔴কনফার্ম করার শেষ সময়ঃ২৩ মার্চ,২০২১ ইং

🔴কনফার্ম করার পদ্ধতি:
আসন নিশ্চিত করতে ৫০০+১০ (চার্জ)= ৫১০ টাকা, বিকাশ,নগদ,রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
👱রুপম মজুমদার
📞01835139168
যে কোন নম্বরে সাথে সাথে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। (অফেরতযোগ্য) (বাকী টাকা ট্যুরের দিন দিলে চলবে) #মৌখিক কানফার্মেশন গ্রহণযোগ্য নয়।

🔄বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
২৭তারিখ ভোরবেলা ৬ টার বাসে চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু, বান্দরবান পৌছে সকালের নাস্তা সেরে চাঁদের গাড়িতে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। আর্মি ক্যাম্পে রিপোর্ট করে, সেখানে থেকে আমাদের ট্রেকিং শুরু। দেবতাখুম ঘুরা শেষে বিকেলে খাবার খেয়ে কচ্ছপতলী থেকে চাঁদের গাড়ি করে বান্দরবান। বান্দরবান থেকে বাসে চট্টগ্রাম থাকবো রাত ৮-৯ টায় ইনশাআল্লাহ।

🔴প্যাকেজের মধ্যে যে সকল খরচ আন্তরভূক্ত থাকছেঃ
- চট্টগ্রাম-বান্দরবন আসা যাওয়ার নন এসি বাস ভাড়া
- রিজার্ভ জীপ খরচ।
- সকালের নাস্তা ও দুপুরের খাবার খরচ।
- গাইড খরচ।
- ভেলা খরচ।
- সন্ধ্যায় হালকা নাস্তা।(টাকা থাকা সাপেক্ষে এবং সবার মতামতের ভিত্তিতে)

> যে সকল খরচ অন্তর্ভুক্ত থাকছেনাঃ
- উপরোক্ত অন্তভুক্ত খরচের বাইরে কোন প্রকার খরচ।
- কোন ব্যক্তিগত খরচ।
- কোন প্রকার ঔষধের খরচ।
- যাত্রাবিরতিতে কোনো খাবার খরচ।
- ট্রেকিং টাইমে পানির খরচ।

> যা সাথে নেওয়া উচিতঃ
- #অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ছবিযুক্ত কোন পরিচয়পত্রের ফটোকপি। (৪ কপি)
- যেহেতু ট্রেকিং ট্যুর সেহেতু ট্রেকিং স্যান্ডেল, সে অনুযায়ী কাপড় চাইলে গোসল করতে পারবেন।
-এক সেট জামা।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- প্রয়োজনীয় ঔষধ এবং ব্যাথানশক ঔষধ নিতে পারেন।
- প্রয়োজন অনুসারে শুকনো খাবার, চকলেট, পিনাটবার নিতে পারেন।

📢📨📌বিঃদ্রঃ দেবতাখুম ট্যুর যেহেতু গ্রুপ থেকে আগে হয়েছে তাই যে দায়িত্বপ্রাপ্ত ২/১ জন যাবেন তার সকল খরচ বাকী মেম্বাররা বহন করবেন।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রুপম মজুমদার-
📞01835139168
📞01615139168
আতাউর রহমান
📳01812523528
বিঃদ্রঃ আমাদের গ্রুপ এবং ইভেন্ট সম্পূর্ণ শেয়ার বেসিসের উপর ভিত্তি করে খোলা""যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিবো আমরা! এবং সকলের সহোযোগিতা তো থাকবেই বাকিটা আল্লাহ ভরসা।

🔊📢📢🔊ফাইনাল রিমাইন্ডার📢📢📢🔊🔊আমরা আগামীকাল @ সকাল ০৮ঃ০০ টা চট্টগ্রাম চাঁন্দগাও থানা বাসস্ট্যান্ড থেকে আলিকদম এর উদ্দেশ্যে র...
28/01/2021

🔊📢📢🔊ফাইনাল রিমাইন্ডার📢📢📢🔊🔊
আমরা আগামীকাল @ সকাল ০৮ঃ০০ টা চট্টগ্রাম চাঁন্দগাও থানা বাসস্ট্যান্ড থেকে আলিকদম এর উদ্দেশ্যে রওনা হবো। সবাই আবশ্যই ৭ঃ৩০টা চাঁন্দগাও থানা বাসস্ট্যান্ড থাকবেন।
বিঃদ্রঃ সকাল ৮ টা বাস ছেড়ে চলে যাবে কেউ সময় মতো আসতে না পারলে সেটা জন্য সে নিজে দায়ী থাকবে।
💼💼সাথে যা অবশ্যই জরুরী ভিত্তিতে নিতে হবেঃ-
🔴🔴অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ ফটোকপি সাথে রাখবেন।
🔘শীতের কাপড়। অতিরিক্ত শীত।****
🔘পাতলা চাদর,পাতলা কম্বল,ছোট বালিশ।****
🔷পানির বোতল।***
🔵সানগ্লাস।
🔘সান ক্রিম অতিরিক্ত ত্বক সচেতন হন*
🔘নিজ প্রয়োজনীয় ওষধ(ব্যাথানাশক)
🔘পাওয়ার ব্যাংক।
⏩সকালে নাস্তার ব্যবস্থা আছে...তাই দ্রুত আসার চেষ্টা করবেন।
🟥🟥বিঃদ্রঃ যাদের কাছে গ্রুপের টিশার্ট আছে দয়া করে সেটা পরে আসার জন্য অনুরোধ করা হলো।
🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸
ইভেন্ট লিংকঃ-
https://fb.me/e/84Z0YEH9w
☎☎ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রুপম মজুমদার-
📞01835139168
📞01615139168

বাঘাইহাট❤️❤️❤️❤️
26/01/2021

বাঘাইহাট❤️❤️❤️❤️

শেয়ার বেসিসে এবার প্লেন মারাইন তং তাবুবাস।🔴🟢🔵যাত্রার তারিখ:২৯/০১/২০২১ ( শুক্রবার সকাল ৮/৯ টা ) ⏩⏩⏩🔴🟠🟣ফেরার তারিখ:৩০/০১/২...
18/01/2021

শেয়ার বেসিসে এবার প্লেন মারাইন তং তাবুবাস।
🔴🟢🔵যাত্রার তারিখ:২৯/০১/২০২১ ( শুক্রবার সকাল ৮/৯ টা ) ⏩⏩⏩
🔴🟠🟣ফেরার তারিখ:৩০/০১/২০২১ (শনিবার)রাত ০৮ টা।
💴 ইভেন্ট ফি চট্টগ্রাম থেকে:১৩৫০-১৪৫০-টাকা
🟡🟢ঢাকার ট্রাভেলারগন আমাদের সাথে চকরিয়া/আলিকদম/চট্টগ্রাম থেকে এ্যাড হতে হবে।🟢🟢
(শেয়ার বেসিসে যা খরচ হয় এর মধ্যে বাকী থাকলে ফেরত)
🔴কনফার্ম করার পদ্ধতি:
আসন নিশ্চিত করতে ১০০০/- (চার্জ)২০=১০২০/- বিকাশ,নগদ,রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
🙋রুপম মজুমদার
📞০১৬১৫১৩৯১৬৮
যে কোন নম্বরে সাথে সাথে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। (অগ্রিম টাকা অফেরতযোগ্য) (বাকী টাকা ট্যুরের দিন দিলে চলবে)
🔴মৌখিক কানফার্মেশন গ্রহণযোগ্য নয়।
🚸🚸🚸🚸🚸🚸মূল প্লেন🚸🚸🚸🚸🚸🚸
🟨২৯শে জানুয়ারীঃ
সকালে ৮/০৯টা বাসে রওনা করবো আলীকদমের উদ্দেশ্যে ।দুপুরে আলীকদমে নেমে দুপুরের খাবার সেরে রওনা হবো মারাইন তং এর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হেটে উঠে যাবো পাহাড় চুড়ায়। আমরা ঐ রাত পাহাড় চুড়ায়ই থাকবো তাবু করে।

🟨৩০শে জানুয়ারীঃ
খুব সকালে ঘুম থেকে উঠে পাহাড় চুড়া থেকে সূর্যোদয় দেখবো। সূর্যোদয় দেখা শেষ হলেই আমরা নেমে যাব পাহাড় চুড়া থেকে সমতলের দিকে এর পর আমরা চলে যাবো সেই রহস্যময় আলীর গুহা দেখতে। এর পর ওখানে থেকে আলীকদম বাজারে ফিরে সন্ধ্যার বাসে রওনা হয়ে রাতে চট্টগ্রামে ফেরত।

🟧যা_যা_দেখবোঃ
১। মারাইন তং পাহাড়
২। রহস্যময় আলীর গুহা
⬛ #যা_যা_থাকছেঃ
১। চট্টগ্রাম -আলীকদম- চট্টগ্রাম সকল ধরনের পরিবহন
২।১ম দিন দুপুর,সন্ধা,রাতের খাবার।২য় দিন সকাল, দুপুর, সন্ধার খাবার।
৩। গাইড সুবিধা।
৪। তাবুতে থাকার ব্যবস্থা।
ছেলে-মেয়ে যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
যা যা নিতে হবেঃ-

🔴ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
🔘কোন ধরনের মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🔴টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
🟠রাতে তাবুতে থাকার শীতের কাপড়।
🟡ট্রাকিং করার জন্য যাবতীয় জিনিসপত্র।
🟡পানি, সালগ্লাস,ওষধ।
🟡পাওয়ার ব্যাংক।
🔴বারবিকিউ করলে সেটার খরচ আলাদা + করতে হবে।
🔴বিঃদ্রঃ এই ট্যুরে যেহেতু ১রাত ২দিন হবে মেনেজমেন্টের দায়িত্ব আছে অনেক। তাই এডমিন ১ জনের টাকা বাকী সকল মেম্বাররা বহন করতে হবে।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রুপম মজুমদার-
📞01615139168
📞01835139168
আদনান ভাই-
📞01811339900
নিশাত ভাই-
📞০১৬২০২০৩২৬১
বিঃদ্রঃ আমাদের গ্রুপ এবং ইভেন্ট সম্পূর্ণ শেয়ার বেসিসের উপর ভিত্তি করে খোলা""যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিবো আমরা! এবং সকলের সহোযোগিতা তো থাকবেই বাকিটা আল্লাহ ভরসা।
ইভেন্ট লিংক-
https://fb.me/e/4PR2xA4fA
ছবি ঃ- Ashraf FaHim

এই শীতে তো  সমতলে ক্যাম্পিং, বিচে ক্যাম্পিং, বন জংগলে ক্যাম্পিং কয়েকটা করলাম এবার মনে হয় একটু পাহাড় চুড়ায় ক্যাম্পিং হলে ...
12/01/2021

এই শীতে তো সমতলে ক্যাম্পিং, বিচে ক্যাম্পিং, বন জংগলে ক্যাম্পিং কয়েকটা করলাম এবার মনে হয় একটু পাহাড় চুড়ায় ক্যাম্পিং হলে ভালোই হয় । তাই এবার আমরা প্ল্যান করেছি মারায়ন তং চূড়ায় ক্যাম্পিং করার। আর ফিরে আসার পথে সময় থাকলে আলীর গুহা ঘুরবো।
তাই শেয়ার বেসিসে এবার প্লেন মারাইন তং তাবুবাস।
🔴🟢🔵যাত্রার তারিখ:২৯/০১/২০২১ ( শুক্রবার সকাল ৮/৯ টা ) ⏩⏩⏩
🔴🟠🟣ফেরার তারিখ:৩০/০১/২০২১ (শনিবার)রাত ০৮ টা।
💴 ইভেন্ট ফি চট্টগ্রাম থেকে:১৩৫০-১৪৫০-টাকা
🟡🟢ঢাকার ট্রাভেলারগন আমাদের সাথে চকরিয়া/আলিকদম/চট্টগ্রাম থেকে এ্যাড হতে হবে।🟢🟢
(শেয়ার বেসিসে যা খরচ হয় এর মধ্যে বাকী থাকলে ফেরত)
🔴কনফার্ম করার পদ্ধতি:
আসন নিশ্চিত করতে ১০০০/- (চার্জ)২০=১০২০/- বিকাশ,নগদ,রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
🙋রুপম মজুমদার
📞০১৬১৫১৩৯১৬৮
যে কোন নম্বরে সাথে সাথে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। (অগ্রিম টাকা অফেরতযোগ্য) (বাকী টাকা ট্যুরের দিন দিলে চলবে)
🔴মৌখিক কানফার্মেশন গ্রহণযোগ্য নয়।
🚸🚸🚸🚸🚸🚸মূল প্লেন🚸🚸🚸🚸🚸🚸
🟨২৯শে জানুয়ারীঃ
সকালে ৮/০৯টা বাসে রওনা করবো আলীকদমের উদ্দেশ্যে ।দুপুরে আলীকদমে নেমে দুপুরের খাবার সেরে রওনা হবো মারাইন তং এর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হেটে উঠে যাবো পাহাড় চুড়ায়। আমরা ঐ রাত পাহাড় চুড়ায়ই থাকবো তাবু করে।

🟨৩০শে জানুয়ারীঃ
খুব সকালে ঘুম থেকে উঠে পাহাড় চুড়া থেকে সূর্যোদয় দেখবো। সূর্যোদয় দেখা শেষ হলেই আমরা নেমে যাব পাহাড় চুড়া থেকে সমতলের দিকে এর পর আমরা চলে যাবো সেই রহস্যময় আলীর গুহা দেখতে। এর পর ওখানে থেকে আলীকদম বাজারে ফিরে সন্ধ্যার বাসে রওনা হয়ে রাতে চট্টগ্রামে ফেরত।

🟧যা_যা_দেখবোঃ
১। মারাইন তং পাহাড়
২। রহস্যময় আলীর গুহা
⬛ #যা_যা_থাকছেঃ
১। চট্টগ্রাম -আলীকদম- চট্টগ্রাম সকল ধরনের পরিবহন
২।১ম দিন দুপুর,সন্ধা,রাতের খাবার।২য় দিন সকাল, দুপুর, সন্ধার খাবার।
৩। গাইড সুবিধা।
৪। তাবুতে থাকার ব্যবস্থা।
ছেলে-মেয়ে যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
যা যা নিতে হবেঃ-

🔴ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।
🔘কোন ধরনের মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
🔴টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।
🟠রাতে তাবুতে থাকার শীতের কাপড়।
🟡ট্রাকিং করার জন্য যাবতীয় জিনিসপত্র।
🟡পানি, সালগ্লাস,ওষধ।
🟡পাওয়ার ব্যাংক।
🔴বারবিকিউ করলে সেটার খরচ আলাদা + করতে হবে।
🔴বিঃদ্রঃ এই ট্যুরে যেহেতু ১রাত ২দিন হবে মেনেজমেন্টের দিয়িত্ব আছে অনেক। তাই এডমিন ১ জনের টাকা বাকী সকল মেম্বাররা বহন করতে হবে।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রুপম মজুমদার-
📞01615139168
📞01835139168
আদনান ভাই-
📞01811339900
নিশাত ভাই-
📞০১৬২০২০৩২৬১
বিঃদ্রঃ আমাদের গ্রুপ এবং ইভেন্ট সম্পূর্ণ শেয়ার বেসিসের উপর ভিত্তি করে খোলা""যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিবো আমরা! এবং সকলের সহোযোগিতা তো থাকবেই বাকিটা আল্লাহ ভরসা।
ইভেন্ট লিংকঃ-
https://fb.me/e/4PR2xA4fA

ইনশাআল্লাহ আমরা আগামীকাল রাত ১২ঃ৩০ এর বাসে রওনা দিচ্ছি কক্সবাজার এর উদ্দেশ্য সকালের নাস্তা করে দুপুর পর্যন্ত কটাবো মহেশখ...
06/01/2021

ইনশাআল্লাহ আমরা আগামীকাল রাত ১২ঃ৩০ এর বাসে রওনা দিচ্ছি কক্সবাজার এর উদ্দেশ্য সকালের নাস্তা করে দুপুর পর্যন্ত কটাবো মহেশখালী দ্বীপে।মাছে ভাতে বাঙ্গালী হিসেবে দুপুরের খবারটা মহেশখালীর শুক্টি আর মাছ দিয়ে খেয়ে রওনা দিবো সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। রাতবর গান, আড্ডা,বারবিকিউ, তাবুবাস হবে সোনাদিয়ার সাগর পাড়ে।ইনশাআল্লাহ শনিবারে রাতে চট্টগ্রাম থাকবো সবাই। এখনো কিছু সিট খালি আছে কেউ যেতে চাইলে যোগাযোগ করুন।
ইভেন্ট লিংক- শেয়ার বেসিসে সোনাদিয়া দ্বীপে তাবুবাস সহ কক্সবাজার ভ্রমন

Address

Chittaogng
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Share Basis Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Share Basis Tour:

Videos

Share

Category