14/03/2021
🔴🔴🔴দেবতাখুম⏩⏩⏩
নৈসর্গিকী বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য, আর সেই স্বর্গের শ্রেষ্ঠ এবং সুন্দর স্বর্গটি হচ্ছে দেবতাখুম, স্হানীয়রা একে সোনাখুম বলে ডাকে, আর মারমা ভাষায় থাংচিখুম।
দেবতাখুমের সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর এবং রহস্যময়। পানি বেশ স্বচ্ছ, রং সবুজ। দুই পাহাড়ের পুরো পাথর ছোটবড় শ্যওলা এবং লতাপাতা দ্বারা অাবৃত। খুমের কোথাও কোথাও একটু অন্ধকার অার একেবারেই সুনসান এই খুম।
অ্যাডভেঞ্চার পাগল মানুষগুলোর জন্য আমাদের শেয়ার বেসিসে পরবর্তী (২য় বার)ডে এবং শেষ ট্রিপ দেবতাখুম অভিযান ।
>>>যাত্রার তারিখ: ২৭ মার্চ, ২০২১ (শনিবার) সকাল ৬টা বহদ্দারহাট ⏩⏩⏩
>>>ফেরার তারিখ: ২৭ই মার্চ, ২০২১ (শনিবার) রাত ৯-১০টা।বহদ্দারহাট ⏪⏪⏪
>>> টিম সাইজ ৪০ জন।
💰💴 ইভেন্ট ফি চট্টগ্রাম থেকে:১০৫০-১১৫০/-টাকা জন প্রতি।
💰💴 ইভেন্ট ফি ঢাকা থেকে:
১৯৫০-২০৫০/-টাকা জন প্রতি।
🔴কনফার্ম করার শেষ সময়ঃ২৩ মার্চ,২০২১ ইং
🔴কনফার্ম করার পদ্ধতি:
আসন নিশ্চিত করতে ৫০০+১০ (চার্জ)= ৫১০ টাকা, বিকাশ,নগদ,রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
👱রুপম মজুমদার
📞01835139168
যে কোন নম্বরে সাথে সাথে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। (অফেরতযোগ্য) (বাকী টাকা ট্যুরের দিন দিলে চলবে) #মৌখিক কানফার্মেশন গ্রহণযোগ্য নয়।
🔄বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
২৭তারিখ ভোরবেলা ৬ টার বাসে চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু, বান্দরবান পৌছে সকালের নাস্তা সেরে চাঁদের গাড়িতে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। আর্মি ক্যাম্পে রিপোর্ট করে, সেখানে থেকে আমাদের ট্রেকিং শুরু। দেবতাখুম ঘুরা শেষে বিকেলে খাবার খেয়ে কচ্ছপতলী থেকে চাঁদের গাড়ি করে বান্দরবান। বান্দরবান থেকে বাসে চট্টগ্রাম থাকবো রাত ৮-৯ টায় ইনশাআল্লাহ।
🔴প্যাকেজের মধ্যে যে সকল খরচ আন্তরভূক্ত থাকছেঃ
- চট্টগ্রাম-বান্দরবন আসা যাওয়ার নন এসি বাস ভাড়া
- রিজার্ভ জীপ খরচ।
- সকালের নাস্তা ও দুপুরের খাবার খরচ।
- গাইড খরচ।
- ভেলা খরচ।
- সন্ধ্যায় হালকা নাস্তা।(টাকা থাকা সাপেক্ষে এবং সবার মতামতের ভিত্তিতে)
> যে সকল খরচ অন্তর্ভুক্ত থাকছেনাঃ
- উপরোক্ত অন্তভুক্ত খরচের বাইরে কোন প্রকার খরচ।
- কোন ব্যক্তিগত খরচ।
- কোন প্রকার ঔষধের খরচ।
- যাত্রাবিরতিতে কোনো খাবার খরচ।
- ট্রেকিং টাইমে পানির খরচ।
> যা সাথে নেওয়া উচিতঃ
- #অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ছবিযুক্ত কোন পরিচয়পত্রের ফটোকপি। (৪ কপি)
- যেহেতু ট্রেকিং ট্যুর সেহেতু ট্রেকিং স্যান্ডেল, সে অনুযায়ী কাপড় চাইলে গোসল করতে পারবেন।
-এক সেট জামা।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- প্রয়োজনীয় ঔষধ এবং ব্যাথানশক ঔষধ নিতে পারেন।
- প্রয়োজন অনুসারে শুকনো খাবার, চকলেট, পিনাটবার নিতে পারেন।
📢📨📌বিঃদ্রঃ দেবতাখুম ট্যুর যেহেতু গ্রুপ থেকে আগে হয়েছে তাই যে দায়িত্বপ্রাপ্ত ২/১ জন যাবেন তার সকল খরচ বাকী মেম্বাররা বহন করবেন।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
রুপম মজুমদার-
📞01835139168
📞01615139168
আতাউর রহমান
📳01812523528
বিঃদ্রঃ আমাদের গ্রুপ এবং ইভেন্ট সম্পূর্ণ শেয়ার বেসিসের উপর ভিত্তি করে খোলা""যেহেতু এটা কোন বাণিজ্যিক ইভেন্ট না, তাই সকল ধরণের ত্রুটি বিচ্যুতি হাসি মুখে মেনে নিবো আমরা! এবং সকলের সহোযোগিতা তো থাকবেই বাকিটা আল্লাহ ভরসা।