Piash Travels

Piash Travels Visa Processing / Air Ticket/ Doctor Appointment/ Package Tour/ Umrah Package

18/05/2024

ভারতের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১৮ মে হইতে ২০ মে পর্যন্ত শুধুমাত্র বেনাপোল বডার চেকপোস্ট ইমিগ্রেশন তিন দিনের জন্য বন্ধ থাকবে (শুধুমাত্র মেডিকেল এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসাধারী গন যাতায়াত করতে পারবেন)

Benapole Border News Update Today







15/05/2024

যারা দুবাই ভিসা করতে চেয়েছিলেন তাদের জন্য সুখবর 😍মাত্র ২৪ ঘন্টায় ভিসা হচ্ছে 😍

🔖দুবাই ৫ বছরের মাল্টিপল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
◾Passport Scan Copy. (পাসপোর্ট স্ক্যান কপি)
◾New Photo Scan Copy. (নতুন রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড)

📢 সুবিধাসমূহ-
☑️ প্রতিবছর দুবাই ভ্রমণে সর্বোচ্চ ০৩ মাস(৯০দিন) পর্যন্ত অবস্থান করতে পারবেন।
☑️ আপনি যতবার ইচ্ছে ততোবার দুবাই ভ্রমণ করতে পারবেন।

প্রাইজ- ১.৪৫.০০০ টাকা

বিঃদ্রঃ ৩,০২৫ দিরহাম সমপরিমাণ টাকা যা বাংলায় ৯৮০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে UAE ইমিগ্রেশনে জমা থাকবে (যা ফেরতযোগ্য)।

📢ভিসা ইস্যু হওয়ার প্রথম ৫৫দিনের মধ্যে ১ম বার দুবাই এন্ট্রি করতে হয় পরবর্তী আর যাওয়ার ক্ষেত্রে কোন কন্ডিশন নেই।
Wts app 01856-547888

🇹🇭  থাইল্যান্ড টুরিস্ট ভিসা সাধারনত সিঙ্গেল এন্ট্রি ৩ মাসের ও মাল্টিপল এন্ট্রি ৬ মাসের মেয়াদের হয়। উভয় ভিসাতেই প্রতি এন্...
14/04/2024

🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা সাধারনত সিঙ্গেল এন্ট্রি ৩ মাসের ও মাল্টিপল এন্ট্রি ৬ মাসের মেয়াদের হয়। উভয় ভিসাতেই প্রতি এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন।

🟦🔵 থাইল্যান্ড ভিসা প্রসেসিং নিজে করবেন না এজেন্সি দিয়ে করাবেন❓
👉 থাইল্যান্ড ভিসা প্রসেসিং আপনি নিজে নিজে করতে পারেন অথবা চাইলে এজেন্সি দিয়েও করাতে পারেন। এখন আপনি কিভাবে ডিসিশন নিবেন যে নিজে করবেন না এজেন্সি দিয়ে করাবেন!

🟩🟢 এজেন্সি দিয়ে করানোর কারনসমুহঃ
✅ প্রথম কথা যদি আপনি এত কিছু ভাল না বুঝে থাকেন তাহলে এজেন্সি দিয়ে করানো ভাল হবে। এছাড়া এজেন্সি ফরম পুরন থেকে শুরু করে ভিসা আবেদন জমা করে আপনার কাছে পাসপোর্ট ফেরত দিবে। এতে আপনার কোন ঝামেলা হবে না। অনেক সময় বাচবে। আর ওরা মূল চার্জের পরে যে ফি নেয় তা অনেক কম।

🇹🇭✈️ থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রঃ
👉 থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা #থাইল্যান্ড ভ্রমণ ভিসা আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা।

তো চলুন দেখে নেই কি কি কাগজপত্র লাগে থাইল্যান্ড ভিসা পেতে।

1️⃣ থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম
2️⃣ ৭ মাসের বেশি মেয়াদি পাসপোর্ট
3️⃣ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট
5️⃣ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
6️⃣ পেশার প্রমাণপত্র
( #ব্যবসায়ীদের জন্য : ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, প্রতিষ্ঠানের প্যাড)
#চাকুরীজীবীদের জন্য NOC, ভিজিটিং কার্ড এবং সেলারি সার্টিফিকেট)
#স্টুডেন্ট এর আইডি ইত্যাদি)
7️⃣ ভিসা রিকুয়েস্ট লেটার
8️⃣ এয়ার টিকেট বুকিং
9️⃣ হোটেল বুকিং
🔟 ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
1️⃣1️⃣ পাসপোর্ট এর ডাটা পেইজের কালার কপি (ছবির পাতা)
1️⃣2️⃣ জাতীয় পরিচয়পত্রের কালার কপি
1️⃣3️⃣ সর্বশেষ থাই ভিসার কালার কপি (যদি থাকে)
1️⃣4️⃣ ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
1️⃣5️⃣ ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র

👉 উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। 👉 কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।

আপনি যদি হ্যাসেল ফ্রি স্টান্ডার্ড থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করাতে চান তাহলে যোগাযোগ করুন #পিয়াস ট্রাভেলস এর সাথে...

✴️ CALL OR WHAT'S APP:
📳মোবঃ 01674-372923]

চট্টগ্রাম অফিস এড্রেসঃ
Piash Travels A K Piash
ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের বিপরীতে
মসজিদ মার্কেট খুলশী চট্টগ্রাম

সেন্ট্রাল এশিয়া ভ্রমণের সময় আপনি যখন যেই দেশেই যাবেন চেক আউটের সময় অবশ্যই হোটেলের কাছ থেকে রেজিষ্ট্রেশন স্লিপ নিয়ে নিবেন...
01/04/2024

সেন্ট্রাল এশিয়া ভ্রমণের সময় আপনি যখন যেই দেশেই যাবেন চেক আউটের সময় অবশ্যই হোটেলের কাছ থেকে রেজিষ্ট্রেশন স্লিপ নিয়ে নিবেন। যা কিনা পরবর্তীতে এয়ারপোর্টে দেখানো লাগতে পারে।
এই স্লিপ সাথে না থাকলে ১২০ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত ফাইন পরিশোধ করতে হবে যদি ইমিগ্রেশন পুলিশ কে আপনি দেখাতে ব্যার্থ হোন।

এ ধরনের গুরুত্বপূর্ণ ট্রাভেল সংক্রান্ত পরামর্শ ও টিপস পেতে আমাদেরকে ফলো করুন।

Piash Travels
01674-372923

31/03/2024
থাইল্যান্ড ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন?সকল আগ্রহীদের জন্য সুখবর! থাইল্যান্ড ভিসা প্রসেসিং সহজ ও সুবিধাজনক হয়েছে। আমাদের ...
31/03/2024

থাইল্যান্ড ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন?

সকল আগ্রহীদের জন্য সুখবর!

থাইল্যান্ড ভিসা প্রসেসিং সহজ ও সুবিধাজনক হয়েছে। আমাদের পরিষেবা দিয়ে আপনারা এখন থাইল্যান্ডে ভ্রমণ করতে পারেন সহজেই এবং তা আপনার সময় ও অর্থ উভয় বাঁচিয়ে দেবে। ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এখনই!

যোগাযোগঃ Piash Travels
01674-372923] (Call or WhatsApp)




28/03/2024

বাজেট ট্রাভেলারদের মাঝে কম্বোডিয়া ভ্রমণ নিয়ে ব্যাপক আগ্রহ দেখলাম।
লিখছি কম্বোডিয়া ভ্রমণের আদ্যপ্রান্ত।

সহজেই আপনি দুই ভাবে কম্বোডিয়া ভ্রমণ করতে পারেন।
স্টিকার ভিসা এবং ই-ভিসা

১/ কম্বোডিয়ার সাথে থাইল্যান্ড যুক্ত করতে পারেন।
প্রথমে থাইল্যান্ডের একটা স্টিকার ভিসা নিয়ে বাজেট ফ্লাইট Air asis তে চলে যেতে পারেন ব্যাঙ্কক এর ডং ময়াং এয়ারপোর্টে।
ব্যাঙ্ককে বেড়িয়ে একদিন চলে যাবেন কম্বোডিয়া এম্বাসিতে। সাথে নিবেন
👇

পাসপোর্ট
ছবি
থাইল্যান্ড - কম্বোডিয়া - থাইল্যান্ড এয়ার টিকেট বুকিং কপি
হোটেল বুকিং কপি
১৪০০ বাথ ( থাই কারেন্সি)
আশা করি দুই ঘন্টায় ভিসা পেয়ে যাবেন।

এর পরে বাজেট ফ্লাইট Air Asia তে চলে যাবেন কম্বোডিয়ার রাজধানী নম ফেন।
মুটামুটি ৩/৪ দিন ঘুরলেই মন ভরবে আশা করি।
চাইলে থাইল্যান্ড থেকে বাই রোডেও যেতে পারবেন।
উদুন থানি বডার হয়ে বাই রোডে যাওয়া সম্ভব।

তিন দিন থাকা খাওয়া,সাইটসিন ৮/১০ হাজার টাকা খরচ হবে।

২/ বাংলাদেশ থেকে অনলাইনে আবেদন করে ই-ভিসা নিয়েও যেতে পারেন।এতে খরচ হবে মাত্র ৩৬ ডলার।ভিসার মেয়াদ থাকবে ৩ মাস।
আকাশ পথ বা বাই রোড যে ভাবেই যান থাইল্যান্ড ইমিগ্রেশন ক্রস করার সময় একটা রি এন্ট্রি ভিসা নিয়ে নিবেন।এতে খরচ হবে ১২০০ বাথ (থাই কারেন্সি)

আশা করি কিছুটা হলেও ধারনা পেয়েছেন......

এ ধরনের বিভিন্ন ট্রাভেল টিপস ও ট্রাভেল সহযোগিতার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

Piash Travels
01674-372923

চট্টগ্রাম অফিস: ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের বিপরীতে মসজিদ মার্কেট, খুলশী, চট্টগ্রাম

আপনি কি থাইল্যান্ড-মালয়েশিয়া-সিঙ্গাপুর ভ্রমণের প্ল্যান করছেন ? সঠিক গাইডলাইন, প্রয়োজনীয় ডকুমেন্ট গুছানো ও নির্ভুল ভিসা ফ...
26/03/2024

আপনি কি থাইল্যান্ড-মালয়েশিয়া-সিঙ্গাপুর ভ্রমণের প্ল্যান করছেন ?

সঠিক গাইডলাইন, প্রয়োজনীয় ডকুমেন্ট গুছানো ও নির্ভুল ভিসা ফর্ম পূরণ করে ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে, Piash Travels এর ভিসা এক্সপার্টের মাধ্যমে ৩ টি দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেস করুন কম্বো অফারে।

থাইল্যান্ড-মালয়েশিয়া-সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা কনসালটেন্সি পেতে কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ
+8801822923215 (WhatsApp)
01674372923 (Call)

চট্টগ্রাম অফিস: ভারতের সহকারী হাইকমিশন অফিসের বিপরীতে, মসজিদ মার্কেট, খুলসি, চট্টগ্রাম।

প্রতিনিয়ত আমারা আছি আপনাদের পাশে,বিমান টিকিট,ইন্ডিয়ান ট্রেনের টিকিট ও ভারতের বিভিন্ন হসপিটালের ডাক্তার এপয়েন্টমেন্ট স...
26/03/2024

প্রতিনিয়ত আমারা আছি আপনাদের পাশে,
বিমান টিকিট,ইন্ডিয়ান ট্রেনের টিকিট ও ভারতের বিভিন্ন হসপিটালের ডাক্তার এপয়েন্টমেন্ট সল্পমূল্যে পাবেন আমাদের কাছ থেকে

জরুরী প্রয়োজনে 24 ঘন্টা হেল্পলাইন সার্ভিস পাবেন, এছড়াও
সরাসরি অফিসে এসে আপনার টিকিট কনফার্ম করুন ৷৷

#বিমান_টিকিট
#ইন্ডিয়ান_ডমেস্টিক_ট্রেনের_টিকিট
#ইন্ডিয়ান_ভিসা
#ভারতীয়_ডাক্তার_এপয়েন্টমেন্ট

কম মূল্যে ইন্ডিয়ান ভিসা,ট্রেন ও বিমান টিকিট নিতে কল করুন
01674-372923
অথবা পেজের ইনবক্সে যোগাযোগ করুন।

#ভারতীয় ভিসা সংক্রান্ত যেকোন সহযোগিতা লাগলে যোগাযোগ করতে পারেন ৷

আমাদের সেবা সমূহঃ
✅ ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন এবং বিমান টিকেট।
✅ বাংলাদেশ থেকে পরিচালিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট।
✅ ইন্ডিয়ান টুরিস্ট,মেডিক্যাল,ডাবল এন্ট্রি, বিজনেস সহ সকল ভিসা প্রসেসিং ।
✅ ইন্ডিয়ার কাশ্মীর,দিল্লী,শিমলা-মানালি,দার্জিলিং - সিক্কিম, হিমাচাল প্রদেশ, কেরালা সহ সকল জায়গার ট্রেন এবং বিমানের টিকেট করা হয়।

▶️✅ ভারত,নেপাল, শ্রীলংকা,থাইল্যান্ড , মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, ভিয়েতনাম, কম্বোডিয়া, দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়

✈🚊✈🚊✈🚊✈🚊✈🚊✈🚊✈
আপনি কি সপরিবারে দিল্লী, আগ্রা, শিমলা, ভেলর, চেন্নাই, ব্যাঙ্গালুরো, হায়দ্রাবাদ, গোয়া,মুম্বাই, কাশ্মীর,পুনে, আজমীর,গয়া, দার্জিলিং, রাজস্থান ইত্যাদি জায়গা কম খরচে ট্রেনে ঘুরতে চান? অথবা ইন্ডিয়ান ভিসা নিয়ে চিন্তিত ?
এই ধরনের চিন্তা গুলো আমাদের উপর ছেড়ে দিন। চলে আসুন আমাদের অফিসে।

চট্টগ্রাম অফিসঃ ভারতীয় সহকারী হাই কমিশন অফিস এর বিপরীতে, মসজিদ মার্কেট, খুলশী চট্টগ্রাম।

কুমিল্লা অফিস: ভারতীয় ভিসা সেন্টারের নিচতলায়, কান্দিরপাড় কুমিল্লা।

সবথেকে সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করুন ইন্ডিগো এয়ারলাইন্সে। আপনার টিকিটটি আজই সংগ্রহ করুন ।ঢাকা - দিল্লী ১৬৮৫১ টাকাঢাকা - দিল্...
26/03/2024

সবথেকে সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করুন ইন্ডিগো এয়ারলাইন্সে। আপনার টিকিটটি আজই সংগ্রহ করুন ।

ঢাকা - দিল্লী ১৬৮৫১ টাকা
ঢাকা - দিল্লী - ঢাকা ২৫৭০০ টাকা
ঢাকা - গোয়া ১৭৮০০ টাকা
ঢাকা - গোয়া - ঢাকা ২৯৫০০ টাকা
ঢাকা - হায়দ্রাবাদ ২৪৩০০ টাকা
ঢাকা - হায়দ্রাবাদ - ঢাকা ২৯৯১০ টাকা
ঢাকা - চেন্নাই ১৬১০০ টাকা
ঢাকা - চেন্নাই - ঢাকা ২৬২১০ টাকা
ঢাকা - শ্রীনগর ১৯৪০০ টাকা
ঢাকা - শ্রীনগর - ঢাকা ৩২২৫০ টাকা
ঢাকা – আবু ধাবি ৩৪,০০০ টাকা
ঢাকা – আবু ধাবি – ঢাকা ৫৮,০০০ টাকা
ঢাকা – বাহরাইন ৩৭,০০০ টাকা
ঢাকা – বাহরাইন – ঢাকা ৬২,০০০ টাকা
ঢাকা – বাংকক ২৯,৫০০ টাকা
ঢাকা – ব্যাংকক – ঢাকা ৪৪,০০০ টাকা
ঢাকা – কলোম্ব ১৮,০০০ টাকা
ঢাকা – কলোম্ব – ঢাকা ৩৯,০০০ টাকা
ঢাকা – দাম্মাম ৩৬,০০০ টাকা
ঢাকা – দাম্মাম – ঢাকা ৫৬,০০০ টাকা
ঢাকা – দুবাই ৩২,০০০ টাকা
ঢাকা – দুবাই – ঢাকা ৫৩,০০০ টাকা
ঢাকা – হ্যানয় ২৯,০০০ টাকা
ঢাকা – হ্যানয় – ঢাকা ৪৬,৫০০ টাকা
ঢাকা – কুয়ালালামপুর ২৬,০০০ টাকা
ঢাকা – কুয়ালালামপুর – ঢাকা ৩৮,০০০ টাকা
ঢাকা – মাস্কাট ২৪,০০০ টাকা
ঢাকা – মাস্কাট – ঢাকা ৪৩,০০০ টাকা
ঢাকা – রিয়াদ ৪০,০০০ টাকা
ঢাকা – রিয়াদ – ঢাকা ৬৯,০০০ টাকা
ঢাকা – হো চি মিন ৩০,০০০ টাকা
ঢাকা – হো চি মিন – ঢাকা ৫১,০০০ টাকা
ঢাকা – সিঙ্গাপুর ৩৬,০০০ টাকা
ঢাকা – সিঙ্গাপুর – ঢাকা ৫৬,০০০ টাকা
ঢাকা – শারজাহ ৩৬,০০০ টাকা
ঢাকা – শারজাহ – ঢাকা ৫৮,০০০ টাকা

ইন্ডিগো এয়ারলাইন্সের টিকেট সংক্রান্ত তথ্য জানতে অথবা টিকেট বুকিং এর জন্য যোগাযোগ করুন :

+8801822923215
--------------------------------------------------------------------------

>>>>দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে সর্বনিম্ন মূল্যে টিকেট কিনুন আমাদের থেকে।

>>>>বিমান ভাড়া যেকোন সময় সিটের প্রাপ্যতা এবং এয়ারলাইন্স নীতি অনুযায়ী পরিবর্তন হতে পারে।

--------------------------------------------------------------------------

চট্টগ্রাম অফিস : ভারতীয় সহকারী হাইকমিশন অফিস এর বিপরীতে মসজিদের মার্কেট, খুলশী চট্টগ্রাম

থাইল্যান্ডের ভিসা করুন খুব সহজে। সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে ফ্রেশ পাসপোর্টেও থাইল্যান্ডের স্টিকার ভিসা হচ্ছে। ভিসা প্রস...
25/03/2024

থাইল্যান্ডের ভিসা করুন খুব সহজে।
সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে ফ্রেশ পাসপোর্টেও থাইল্যান্ডের স্টিকার ভিসা হচ্ছে। ভিসা প্রসেসিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

Piash Travels
যোগাযোগ করুনঃ 01674-372923

অথবা আমাদের অফিসে আসুন

চট্টগ্রাম অফিসঃ
ইন্ডিয়ান হাই কমিশন এর বিপরীতে, খুলশী চট্টগ্রাম।

কুমিল্লা অফিস:
ইন্ডিয়ান ভিসা অফিসের নিচতলা, কর ভবনের বিপরীতে, কান্দিরপাড় কুমিল্লা

এখানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা হয়
24/03/2024

এখানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা হয়

Address

Opposite Of Indian High Commission Office, Khulshi
Chittagong
4225

Telephone

+8801674372923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piash Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piash Travels:

Videos

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All