বান্দরবান ট্রাভেলস

বান্দরবান ট্রাভেলস বান্দরবান ভ্রমণে টাকা সাশ্রয়ের জন্য

যে অপার্থিব বান্দরবানের সৌন্দর্য দেখেনি সে বাংলার সৌন্দর্য দেখেনি.
বান্দরবান ট্রাভেলস আপনার সাথে থেকে সেই সৌন্দর্য দেখার সাথী হতে চাই

বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম বান্দরবান। আপনার বান্দরবান ট্যুর প্ল্যান এ মেঘ ছুঁয়ে দেখতে চাইলে যেমন এখানকার নীলগিরি নীলাচল যেতে হবে, তেমনি পাহাড়ি রূপ ও পাহাড়ী সংস্কৃতি দেখার জন্য ঘুরতে হবে স্বর্ণমন্দির, মেঘলা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, চিম্বুক ইত্যাদি। এছ

াড়া এডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নাফাখুম, অমিয়াখুম, বগালেক, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা, ডিম পাহাড়, দেবতাকুম, আলীকদম সহ অনেক জায়গা। বলা হয়ে থাকে বান্দরবান ভ্রমণ তালিকায় না থাকলে একজন বাংলাদেশী পর্যটকের বাকেট লিস্ট অসম্পূর্ণ থাকে! প্রকৃতিক রূপ বৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর এই জেলাকে বলা হয় “পাহাড়ি কন্যা”।

#বান্দরবান_ট্রাভেলস Waterfall Giri, Thanchi Lake Bandarban Peak Bandarban

29/10/2022

Bandarban,Thanchi To Alikadam

★★বিশেষ ঘোষণা★★ আগামীকাল হতে দেবতাকুম সহ রোয়াংছড়ি উপজেলার সকল দর্শনীয় স্থান গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দ...
18/10/2022

★★বিশেষ ঘোষণা★★

আগামীকাল হতে দেবতাকুম সহ রোয়াংছড়ি উপজেলার সকল দর্শনীয় স্থান গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের ভ্রমণে না আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

★★নির্দেশক্রমেঃ রোয়াংছড়ি উপজেলা প্রশাসন।

বান্দরবান এর সেরা রেষ্টুরেন্ট এর সেরা খাবার ও সেরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চলে আসুন Labah Tong Hill Resort LTD  এর T...
30/08/2022

বান্দরবান এর সেরা রেষ্টুরেন্ট এর সেরা খাবার ও সেরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চলে আসুন Labah Tong Hill Resort LTD এর Tong Pai Restaurant এ।

সাইরু হিল রিসোর্ট,বান্দরবান।বান্দরবান-থানচি সড়ক ধরে চিম্বুক পাহাড়ের দিকে যেতে দেখা মিলবে এই চমৎকার রিসোর্টের। নীলগিরি ...
30/08/2022

সাইরু হিল রিসোর্ট,বান্দরবান।

বান্দরবান-থানচি সড়ক ধরে চিম্বুক পাহাড়ের দিকে যেতে দেখা মিলবে এই চমৎকার রিসোর্টের। নীলগিরি রোডে ওয়াই জংশন আর্মি ক্যাম্পের পাশেই সাইরু হিল রিসোর্ট’র অবস্থান হওয়ায় নিরাপত্তা নিয়ে একদমই ভাবার অবকাশ নেই। প্রায় ১৮০০ ফুট উচ্চতায় নান্দনিক ডিজাইন এবং প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো পরিবেশে গড়ে তোলা এই রিসোর্ট এর চারপাশে সবুজ পাহাড়ের সারি, চোখের সামনে ভেসে থাকা মেঘের আনাগোনা এই সবকিছুই আপনার সময়কে উপভোগ্য করে তুলবে।

নিরবতার এক সকালবেলা📍লতিফপুর, সীতাকুণ্ড
30/08/2022

নিরবতার এক সকালবেলা
📍লতিফপুর, সীতাকুণ্ড

বান্দরবান দামতুয়া ঝর্না ও ব্যাঙঝিড়ি ডে-ট্যুর
20/08/2022

বান্দরবান দামতুয়া ঝর্না ও ব্যাঙঝিড়ি ডে-ট্যুর

তমাতঙ্গি বান্দরবান থানচি Credit  A B Siddik
15/06/2022

তমাতঙ্গি বান্দরবান থানচি
Credit A B Siddik

RefreshmentSairu Hill Resort, Bandarban
28/03/2022

Refreshment
Sairu Hill Resort, Bandarban

হঠাৎ একদিন হারিয়ে যাব,পুরানো সময়ের টানে,, খুঁজে নিও বেলা শেষে,, নিখোঁজের বিজ্ঞাপনে
25/03/2022

হঠাৎ একদিন হারিয়ে যাব
,পুরানো সময়ের টানে,,
খুঁজে নিও বেলা শেষে,,
নিখোঁজের বিজ্ঞাপনে

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা জলপরি!😂🤣
24/03/2022

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা জলপরি!😂🤣

24/03/2022
ভূতের বাড়িbandarban Travers  #বান্দরবান
24/03/2022

ভূতের বাড়ি
bandarban Travers #বান্দরবান

24/03/2022

most beautiful place in China
#ট্রাভেলস

দেখে মনে হয় কোনও ক্যালেন্ডারের পাতা! অথচ এই সুন্দর ছবিটা বাগেরহাটে ❤🌸bandarban travel . বান্দরবান ট্রাভেল
11/03/2022

দেখে মনে হয় কোনও ক্যালেন্ডারের পাতা! অথচ এই সুন্দর ছবিটা বাগেরহাটে ❤🌸

bandarban travel . বান্দরবান ট্রাভেল

11/03/2022

location. Illikakallu. Kerala
প্রকৃতিই তার অপার সৌন্দর্যের পুজারি,,,,,,!!!!! চল আজ দূর আকাশের নিচে যেখান থেকে বৃষ্টি নামে,,,,,!

মেঘের রাজ্য
19/02/2022

মেঘের রাজ্য

12/02/2022

বান্দরবান ট্যুর প্ল্যান
বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম বান্দরবান। আপনার বান্দরবান ট্যুর প্ল্যান এ মেঘ ছুঁয়ে দেখতে চাইলে যেমন এখানকার নীলগিরি নীলাচল যেতে হবে, তেমনি পাহাড়ি রূপ ও পাহাড়ী সংস্কৃতি দেখার জন্য ঘুরতে হবে স্বর্ণমন্দির, মেঘলা পর্যটন কমপ্লেক্স, শৈলপ্রপাত, চিম্বুক ইত্যাদি। এছাড়া এডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে নাফাখুম, অমিয়াখুম, বগালেক, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা, ডিম পাহাড়, দেবতাকুম, আলীকদম সহ অনেক জায়গা। বলা হয়ে থাকে বান্দরবান ভ্রমণ তালিকায় না থাকলে একজন বাংলাদেশী পর্যটকের বাকেট লিস্ট অসম্পূর্ণ থাকে! প্রকৃতিক রূপ বৈচিত্র্যে অনিন্দ্য সুন্দর এই জেলাকে বলা হয় “পাহাড়ি কন্যা”।

বান্দরবান ভ্রমণ পরিকল্পনা
এই বান্দরবান ট্যুর প্ল্যান মূলত যারা ফ্যামিলি নিয়ে বান্দরবান যেতে চান তাদের জন্য। যেইসব জায়গা পরিবার পরিবার পরিজন নিয়ে ঘোরার উপযুক্ত না, সেইসব স্পট বাদ দেওয়া হয়েছে। যারা প্রথমবার বান্দরবান যাবেন, কিংবা মেঘের রাজ্যে পরিবার পরিজন বা বন্ধুবান্ধব সহ দুটো দিন কাটিয়ে আসতে চান, তাদের জন্য এই ভ্রমণ পরিকল্পনাটি ফলপ্রসু হবে। এই ট্যুর প্ল্যানে ঘোরার জন্য আপনার কমপক্ষে ১ রাত ২ দিন লাগবে। ঘোরাঘুরির ক্ষেত্রে নিখুঁত ট্যুর প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। এতে সময় বাঁচে এবং কম খরচে ঘোরা যায়।

যা যা দেখবো এই ট্যুরে
১ম দিনঃ নীলগিরি, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত
২য় দিনঃ নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র, স্বর্ণমন্দির


বান্দরবন ঘুরতে আপনাকে বাহন হিসেবে সিএনজি, ল্যন্ডক্রুজার জীপ বা চান্দের গাড়ি নিতে হবে। সিএনজিতে সর্বোচ্চ ৪ জন, ল্যান্ডক্রুজারে ৭ জন ও চান্দের গাড়িতে সর্বোচ্চ ১৩ জন বসা যায়। সদস্য সংখ্যা অনুযায়ী ঘোরার বাহন ঠিক করুন।

প্রথম দিন
দেশের যেকোনো প্রান্ত থেকে রাতের বাসে রওনা দিলে ভোরে বান্দরবান এসে পৌঁছে যাবেন। চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা খুব ভোরে রওনা করলে সকালের মধ্যে বান্দরবান থাকতে পারবেন। এরপর প্রথম কাজ হবে হোটেল নিয়ে নেওয়া। আগে থেকে হোটেল ঠিক করে রাখতে পারেন, চাইলে বান্দরবান এসেও হোটেল নেওয়া যাবে। এরপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে রওনা করুন নীলগিরির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়বে শৈলপ্রপাত, মিলনছড়ি ভিউ পয়েন্ট ও চিম্বুক পাহাড়। যাওয়ার সময় গাড়ি থামিয়ে এগুলো দেখতে দেখতে যেতে পারেন। অথবা সরাসরি নীলগিরি চলে যেতে পারেন। আসার পথে দেখতে দেখতে আসবেন। পাহাড়ের গা বেয়ে আকাবাঁকা পথ ধরে চলে যাওয়া নীলগিরির রাস্তা আপনাকে মুগ্ধ করবে। প্রতিটা বাঁকে নতুন সৌন্দর্য।

সন্ধ্যার মধ্যে আবার বান্দরবান শহরে ফিরে আসুন। এরপর হোটেলে ফ্রেশ হয়ে সন্ধ্যার পরের সময়টা শহরে ঘোরাঘুরি করে কাটিয়ে দিতে পারেন। চাইলে সাঙ্গু ব্রিজে গিয়ে কিছুক্ষণের জন্য ঘুরে আসা যায়। শহরে বিভিন্ন আদিবাসী পণ্যের দোকান আছে। প্রিয়জন বা কাউকে গিফট দেওয়ার জন্য এসব দোকানে বিভিন্ন রকম স্যুভেনির পাবেন।


বান্দরবান শহর থেকে নীলগিরির দূরত্ব ৫০ কিঃমিঃ। আসা যাওয়াতে ৪ থেকে ৫ ঘন্টা লাগবে। এর সাথে ঘোরাঘুরির সময় যুক্ত হলে ৭/৮ ঘন্টা লেগে যায়। সুতরাং ঘোরাঘুরির সময় ঘড়ির দিকে তাকাতে ভুলবেন না। এই স্পটগুলো ঘুরে দেখতে সিনজি ভাড়া সম্ভাব্য ২০০০ টাকা, জিপ ভাড়া ২৪০০ থেকে ৩০০০ টাকা, এবং চান্দের গাড়ির ভাড়া ৩৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। গাড়ি নেওয়ার সময় ভালোমতো দরদাম করে নিবেন। ছুটির দিন ছাড়া গেলে গাড়ি কিছুটা কম খরচে পাওয়া যাবে।

দ্বিতীয় দিন
আগেরদিন অনেক সারাদিন যেহেতু ভ্রমণের ধকল গেছে, তাই এদিন চাইলে একটু বেলা করে ঘুম থেকে উঠতে পারেন। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন। এদিন আমরা দেখবো স্বর্ণমন্দির, মেঘলা পর্যটন কমপ্লেক্স ও নীলাচল। প্রত্যেকটা স্পটই শহর থেকে ৫ কিঃমিঃ এর মধ্যে।

এই জায়গাগুলো দুইভাবে ঘোরা যাবে। সকালবেলা স্বর্ণমন্দির ঘুরে হোটেলে এসে রেস্ট নিয়ে দুপুরের পর মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল ঘোরা যায়। মেঘলা এবং নীলাচল পাশাপাশি।


অথবা দুপুর বারোটার দিকে বের হয়ে প্রথমে স্বর্ণমন্দির এরপর লাঞ্চ। তারপর চলে যান মেঘলা পর্যটন কেন্দ্র। মনোরম পরিবেশের বিকেলটা কাটিয়ে দিতে পারেন নীলাচলে। নীলাচল থেকে শহরে ফিরতে ২০ মিনিট লাগবে। সন্ধ্যা ঘনিয়ে এলে শহরে ফিরে আসুন। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে আপনার গন্তব্যে ফিরে ফিরতে চলুন কিছু সুন্দর স্মৃতি নিয়ে।

বান্দরবান ট্যুর প্ল্যান এর এদিনের স্পটগুলো ঘুরতে রিজার্ভ সিএনজিতে আপনার খরচ হবে ৮০০ থেকে ১২০০ টাকা। জিপে লাগবে লাগবে ১২০০ থেকে ১৬০০ টাকা এবং চান্দের গাড়ি নিলে খরচ পড়বে ২০০০ থেকে ২৫০০ টাকা।

নীলগিরি বান্দরবান
নীলগিরি আর্মি রিসোর্ট | ছবি: এ.কে.এম মাসুদুজ্জামান

কিভাবে বান্দরবান যাবেন
দেশের প্রায় সব বিভাগীয় শহর থেকে বান্দরবানের বাস আছে। ঢাকা থেকে এসি – নন এসি সব ধরণের বাসই বান্দরবান যায়। নন এসির মধ্যে শ্যামলী, সৌদিয়া, ইউনিক, ডলফিন, সেন্টমার্টিন, এস আলম ইত্যাদি পরিবহনের বাস পাবেন। বাস ছাড়ে কলাবাগান, ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে। রাত এগারোটার মধ্যে লাস্ট বাস ছেড়ে যায়। ভাড়া ৫৮০ থেকে ৬২০ টাকা। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোনো ট্রেনে উঠতে হবে। সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশীথা, মহানগর ও গোধুলী সহ অনেকগুলো ট্রেইন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ও আসন ভেদে ভাড়া ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে।


চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে হলে প্রথমে বহদ্দারহাট যেতে হবে। ওখান থেকে ৩০ মিনিট পরপর ‘পূর্বাণী’ ও ‘পূরবী’ নামে দুটি পরিবহনের বাস ছাড়ে। ভাড়া ২২০ টাকা।

ভ্রমণের উপযুক্ত সময়
বান্দরবান প্রকৃতির এর অপূর্ব লীলাভূমি। এর সৌন্দর্যের টানে বছরজুড়েই এখানে পর্যটকরা ছুটে আসেন। প্রকৃতি এখানে রূপ বদলায় প্রতিটা মৌসুমে। এক এক সিজনে বান্দরবন একেক রকম। যারা মেঘ আর সতেজ প্রকৃতি দেখতে চান তাদের জন্য বান্দরবান ঘোরার আদর্শ সময় হলো বর্ষার শুরু থেকে হেমন্ত পর্যন্ত। অর্থাৎ জুন থেকে নভেম্বর। আর যারা বর্ষা এড়িয়ে শুকনো মৌসুমে বান্দরবানের ভিউ দেখতে চান তাদের জন্য ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ। এপ্রিল -মে – জুন এই তিন মাস প্রচন্ড গরম থাকে বলে তখন বান্দরবান ভ্রমণ পরিকল্পনা না করাই শ্রেয়।

থাকার ব্যবস্থা
বান্দরবানে থাকার জন্য শহর ও এর আশেপাশে বেশকিছু হোটেল ও রিসোর্ট আছে। আপনার সুবিধামতো এর যেকোনোটিতে থাকতে পারেন। কয়েকটি হোটেলের নাম ও ফোন নাম্বার-

হোটেল হিল ভিউ: এর অবস্থান বাস স্ট্যান্ড এর পাশেই। এটি বেশ ভালো মানের একটি হোটেল। রুম ভাড়া ১২০০ থেকে ২৮০০ টাকা।
পর্যটন মোটেল: এটি শহর ৪ কিঃমিঃ দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে অবস্থিত। রুম ভাড়া ক্যাটাগরি ভেদে ১২০০ থেকে ২৫০০ টাকা।
হোটেল নাইট হ্যাভেন: এটিও শহর থেকে ৪ কিঃমিঃ দূরে নীলাচলের কাছে। এর রুম ভাড়া ১৫০০ থেকে ৪০০০ টাকা।
হোটেল প্লাজা: এটি শহরের মধ্যেই। এই হেটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। ছিমছাম গুছানো সুন্দর হোটেল। রুম ভাড়া পড়বে ১৫০০ থেকে ৬০০০ টাকা।
রিভার ভিউ: শহরের ভিতর সাঙ্গু নদীর পাড়ে এই হোটেলটির অবস্থান। রুম ভাড়া ৬০০ থেকে ১৮০০ টাকা।

নীলাচল বান্দরবান
নীলাচল | ছবি: মহিন রিয়াদ

কোথায় খাবেন
বান্দরবান শহরে খাওয়ার জন্য রয়েছে বেশকিছু রেস্তোরা। এর মধ্যে রূপসী বাংলা রেস্টুরেন্টে, কলাপাতা রেস্টুরেন্ট, ফুড প্যালেস, রি সং সং, তাজিং ডং ইত্যাদি রেস্তোরাঁয় খেতে পারেন।

বান্দরবান ভ্রমণ খরচ
একটা জায়গা ভ্রমণে কেমন খরচ হতে পারে সেটা সম্পূর্ণ নিজের উপর নিজের করে। কেউ হয়তো খুব কম খরচে ঘুরতে চান। আবার কেউ হয়তো একটু আরাম আয়েশ লাক্সারি বেশি পছন্দ করেন। এতে ভ্রমণ খরচ কিছুটা বাড়ে। বেশিরভাগ পর্যটক এই দুইটার মধ্যে সামঞ্জস্য রেখে ঘুরতে পছন্দ করেন। এই বান্দরবান ট্যুর প্ল্যান এর ভ্রমণ খরচ সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক-

বাস ভাড়া আসা যাওয়ায় ৬২০ x ২ = ১২৪০ টাকা।
এসি বাসের ভাড়া আসা যাওয়া ২০০০ থেকে ৩০০০ টাকা।
হোটেল ভাড়া জনপ্রতি ৫০০ থেকে ২৫০০ টাকা।
যানবাহন ভাড়া দুইদিনে সিএনজি নিলে ৩০০০ টাকা, জিপ ৫৫০০ ও চান্দের গাড়ি ভাড়া ৮৫০০ টাকা। সিএনজিতে ৪ জন, জিপে ৭ জন এবং চান্দের গাড়িতে ১৩ জন বসতে পারবেন সর্বোচ্চ।
খাবার খরচ প্রতিবেলা ১২০ থেকে ২০০ টাকার মধ্যে হয়ে যাবে।
এন্ট্রি ফি সবগুলো স্পট মিলে জনপ্রতি ২০০ টাকা।
*এর সাথে পার্সোনাল অন্যান্য খরচ যুক্ত হবে।

কম খরচে বান্দরবান ভ্রমণ
স্টুডেন্ট, ব্যাকপ্যাকার কিংবা বাজেট ট্রাভেলাররা কম খরচে ঘুরতে পছন্দ করেন। কম খরচে ঘুরতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। শুক্রবার কিংবা সরকারী ছুটির দিনে না যাওয়াই ভালো। মিড উইকে গেলে হোটেল ও জিপ ভাড়া কম পড়বে। শহরের কেন্দ্রস্থল থেকে হেঁটে পাঁচ মিনিট সামনে গেলে বাজেট হোটেল আছে অনেক। ছিমছাম গুছানো পরিচ্ছন্ন এসব হোটেলে লাক্সারি না থাকলেও ব্যাকপ্যাকারদের জন্য আদর্শ। কম খরচে এসব হোটেল পেয়ে যাবেন। ডিসেম্বর থেকে মার্চ মাসে পর্যটকদের প্রচুর ভিড় হয় বান্দরবানে। সবকিছুর খরচ তুলনামূলক বেশি থাকে। এসময় ওখানে ঘুরতে না যাওয়াই ভালো। ঘোরাঘুরির ক্ষেত্রে যে বিষটা সবসময় খেয়াল রাখবেন, নিজেরা গ্রুপ করে গেলে খরচ কম পড়ে। খরচ তখন সবার সাথে ভাগাভাগি হয়ে যায়। এতে খরচ কমলেও আনন্দের কমতি হবেনা।

নাফাখুম বগালেক সহ বান্দরবানের অন্যান্য স্থানগুলোর ভ্রমণ তথ্য এখানে পড়ুন। এছাড়া যারা ঝামেলা এড়াতে ট্যুর এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে পছন্দ করেন তারা দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার গ্রিন বেল্ট এর বান্দরবান ট্যুর প্যাকেজটি দেখতে পারেন।

11/02/2022
05/01/2022

দেবতাখুম বান্দরবান 🤞
Fall in love with this nature 🌻🖤
02/01/2022 🇧🇩

Sairu Hill Resort, Bandarban ।।  সাইরু হিল রিসোর্ট, বান্দরবান।  #বান্দরবান_ট্রাভেলস
15/12/2021

Sairu Hill Resort, Bandarban ।। সাইরু হিল রিসোর্ট, বান্দরবান।
#বান্দরবান_ট্রাভেলস



বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নীলাচলের প্রধান সিঁড়িকে রংধনুর রঙে বর্ণিল করে সাজানো হয়েছে।
15/12/2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নীলাচলের প্রধান সিঁড়িকে রংধনুর রঙে বর্ণিল করে সাজানো হয়েছে।

পূর্ণিমার আলোই আলোকিত বান্দরবান স্বর্ণ মন্দির
25/05/2021

পূর্ণিমার আলোই আলোকিত বান্দরবান স্বর্ণ মন্দির

বান্দরবান পৌরসভার রাতের দৃশ্য
07/04/2021

বান্দরবান পৌরসভার রাতের দৃশ্য

শত শত সাজেক, সেন্টমার্টিন কক্সবাজারের ভীড়ে আমি একা চাঁদপুর এবং বরিশাল। দেশের প্রতিটি জায়গা সুন্দর, অপরুপ সৌন্দর্যে ভরা আ...
06/03/2021

শত শত সাজেক, সেন্টমার্টিন কক্সবাজারের ভীড়ে আমি একা চাঁদপুর এবং বরিশাল। দেশের প্রতিটি জায়গা সুন্দর, অপরুপ সৌন্দর্যে ভরা আমাদের মাতৃভূমি। ক্যানন এবং ড্রোনে ছবি তোলা হয়েছে।
@ফিরোজ মাহমুদ চৌধুরী

চালন্দা গিরিপথ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। collect  Dey
06/03/2021

চালন্দা গিরিপথ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

collect Dey

শিশু দিবসের বন্ধে আগামী ১৭ই মার্চ ডে ট্যুরে দেবতাখুম যাচ্ছি। ঢাকা-চট্রগ্রাম ২ জায়গা থেকেই টিম থাকবে।কেউ যেতে চাইলে জানাত...
06/03/2021

শিশু দিবসের বন্ধে আগামী ১৭ই মার্চ ডে ট্যুরে দেবতাখুম যাচ্ছি। ঢাকা-চট্রগ্রাম ২ জায়গা থেকেই টিম থাকবে।
কেউ যেতে চাইলে জানাতে পারেন।
বিশেষত আপুরা নির্দ্বিধায় জয়েন করতে পারেন আমাদের সাথে,ইতোমধ্যেই অনেক আপু কনফার্ম করেছেন আমাদেরকে।😍
Nesat Lubna

My beautiful Bangladesh 🇧🇩 Kaptai lake, Rangamati. ❤️
05/02/2021

My beautiful Bangladesh 🇧🇩
Kaptai lake, Rangamati. ❤️

পাখির চোখে রাঙামাটি শহর, রিজার্ভ বাজারA city in the water
29/01/2021

পাখির চোখে রাঙামাটি শহর, রিজার্ভ বাজার

A city in the water

💥 দেবতাখুম প্রসঙ্গ 💥বাংলাদেশে যত এডভেঞ্চার লাভার রা আছেন তাদের সবার ই একবার দেবতাখুম যাওয়া উচিত😌ছবিতে দেখে আসলে বোঝার উপ...
11/12/2020

💥 দেবতাখুম প্রসঙ্গ 💥
বাংলাদেশে যত এডভেঞ্চার লাভার রা আছেন তাদের সবার ই একবার দেবতাখুম যাওয়া উচিত😌
ছবিতে দেখে আসলে বোঝার উপায় নেই এই মনোরম পরিবেশও কতটা এডভেঞ্চারাস হতে পারে।
বাশের ভেলায় চড়ে পাহাড়ের নিচ দিয়ে যেতে যেতে চারপাশের ভয়ংকর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দেবতাখুমের শেষ প্রান্তে পৌছে গেলে একটা মানসিক প্রশান্তি পাবেন❤️
যেমনটা আমি আলীর গুহার শেষ প্রান্তে গিয়ে পেয়েছিলাম😁
যারা সাঁতার পারেন না তাদের জন্য অবশ্যই লাইফ জ্যাকেটের ব্যাবস্থা থাকবে😊 ইভেন এটা সবার জন্যই থাকে।
ছেলে মেয়ে সবার জন্যই জায়গাটা নিরাপদ❤️

আমাদের ও মেঘের উপরে একটা রাস্তা আছে! ❤️আলীকদম - থানছি রোড 🌸🇧🇩বান্দরবান 🤟
08/12/2020

আমাদের ও মেঘের উপরে একটা রাস্তা আছে! ❤️

আলীকদম - থানছি রোড 🌸🇧🇩

বান্দরবান 🤟

পারিজাত গার্ডেন ক্যাফেস্থান: বলিপাড়া চেকপোস্ট,থানচি, বান্দরবান ।Shakil Barua
07/12/2020

পারিজাত গার্ডেন ক্যাফে

স্থান: বলিপাড়া চেকপোস্ট,থানচি, বান্দরবান ।

Shakil Barua

Koster Akase Aj Rupoboti Megh,Shunno Hridoye Odvut Abeg.Bisonno Mone Aj Birotihin Nirobota.Kicu Vul'K Tik Vebe,Hariye Fe...
03/12/2020

Koster Akase Aj Rupoboti Megh,
Shunno Hridoye
Odvut Abeg.
Bisonno Mone Aj
Birotihin Nirobota.
Kicu Vul'K Tik Vebe,
Hariye Feleci Jibner Rupkotha !!!

এই জায়গাটাতে মানুষ ধুমাইয়া মেঘের সাথে ছবি দিচ্ছে😒স্থান:- নীলগিরি,বান্দরবান।
01/12/2020

এই জায়গাটাতে মানুষ ধুমাইয়া মেঘের সাথে ছবি দিচ্ছে😒

স্থান:- নীলগিরি,বান্দরবান।

01/12/2020
ঘুম ভাঙ্গা কোন সকালে সূর্যটাকে দেখাআর মোরা কোন দুপুরে গুনগুনিয়ে গাওয়া,পথ হারা সব পথিকের সবটাই ভালো লাগা ।
30/11/2020

ঘুম ভাঙ্গা কোন সকালে সূর্যটাকে দেখা
আর মোরা কোন দুপুরে গুনগুনিয়ে গাওয়া,
পথ হারা সব পথিকের সবটাই ভালো লাগা ।

জায়গাটার নাম মিরিঞ্জা ভ্যালি(স্থানীয় ভাবেই দেয়া)বান্দরবানের লামা উপজেলায় এটির অবস্থান। চকরিয়া থেকে লামা যাওয়ার পথে লামার...
26/11/2020

জায়গাটার নাম মিরিঞ্জা ভ্যালি(স্থানীয় ভাবেই দেয়া)
বান্দরবানের লামা উপজেলায় এটির অবস্থান। চকরিয়া থেকে লামা যাওয়ার পথে লামার কাছেই এই পাহাড়ের অবস্থান। যাওয়ার রাস্তাও খুব সহজ, তেমন একটা কষ্ট পথ নেই কারণ সবটা পথ গাড়িতেই উঠা যায় শুধু ১০ মিনিট হেটেই যাওয়া যায় গাড়ি থেকে নেমে। খুব একটা পরিচিত না জায়গাটা।
কিছুদিন আগে আমরাই ১ম ক্যাম্প করি। এর আগে লামা থেকে সকাল বেলা বাইকে গিয়েই দেখতাম।
সকালটা যে এত সুন্দর 🖤🖤

দেবতাখুৃম, বান্দরবান, বাংলাদেশ।
26/11/2020

দেবতাখুৃম, বান্দরবান, বাংলাদেশ।

নাফাখুম বাজার😪
25/11/2020

নাফাখুম বাজার😪

Address

Chittagong
4217

Telephone

+8801875708024

Website

Alerts

Be the first to know and let us send you an email when বান্দরবান ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বান্দরবান ট্রাভেলস:

Videos

Share

Category