Hasan Sanjari Umrah Hajj Travels & Tours

Hasan Sanjari Umrah Hajj Travels & Tours আমাদের সার্ভিস সমূহ -
ভি আই পি, ইকোনোমিক হজ্জ ও উমরাহ, আন্তজাতিক টিকেটিং, ট্যুরিস্ট ভিসা, পাসপোর্ট, হোটেল বুকিং সার্ভিস।

17/01/2025
মক্কাতুল মোকাররমা মদিনাতুল মনোয়ারার মাহে রমজান এর হোটেল বুকিং করতে যোগাযোগ করুন। + 88 01928202020
07/01/2025

মক্কাতুল মোকাররমা মদিনাতুল মনোয়ারার মাহে রমজান এর হোটেল বুকিং করতে যোগাযোগ করুন।
+ 88 01928202020

কাবা শরীফের দরজা।এই স্থানে আসার ইচ্ছা কোটি মুসলমান এর থাকে।কিন্তু সেই আসতে পারেন, যাকে কুদরতের মালিক দয়া করে ডাকবেন।
07/01/2025

কাবা শরীফের দরজা।
এই স্থানে আসার ইচ্ছা কোটি মুসলমান এর থাকে।
কিন্তু সেই আসতে পারেন, যাকে কুদরতের মালিক দয়া করে ডাকবেন।

Al Aqeeq Madinah Ramadan Hotel Book NowCall - +88 01928202020
06/01/2025

Al Aqeeq Madinah Ramadan Hotel Book Now

Call - +88 01928202020

18/11/2024

মদিনাতুল মনোয়ারা।

15/11/2024

মদিনাতুল মনোয়ারায় কিভাবে রিয়াজুল জান্নাহ যেতে পারমিশন নিবেন, কিভাবে প্রবেশ করবেন। তা আপনাদের সুবিধার জন্য ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।

পবিত্র হজ্জ ২০২৫ এর বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। আমাদের হজ্জ প্যাকেজ-  ১০ দিন, ১৩ দিন, ১৭ দিনের।এছাড়াও ইকনোমিক ৪২/৪৩ দিন...
05/11/2024

পবিত্র হজ্জ ২০২৫ এর বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। আমাদের হজ্জ প্যাকেজ- ১০ দিন, ১৩ দিন, ১৭ দিনের।
এছাড়াও ইকনোমিক ৪২/৪৩ দিনের একটি প্যাকেজ আছে।

মক্কাতুল মোকাররমা -
সুইসটেল মক্কা অথবা সুইস আল মাকামে অবস্থান।

মদিনাতুল মনোয়ারা -
দার আল ইমান ইন্টারকন্টিনেন্টাল অথবা ফ্রন্টেল হারিতিয়ায় অবস্থান।

আজিজিয়ায় হোটেলে অবস্থান।

২০২৫ সালের হজ্জে ভি আই পি মুয়াল্লেম ০২ তে অবস্থান।

ভি আই পি মুয়াল্লেম কি? ও তাবুর সুবিধা গুলো কি? জানুন---
১. এক থেকে পাচ নাম্বার ভি আই পি মুয়াল্লেম হয়।
২. মিনা থেকে জামারাত (শয়তান কে পাথর মারার স্থান) পায়ে হেটে গেলে আট থেকে দশ মিনিট লাগবে।
৩. মিনায় আলাদা টয়লেট সুবিধা।
৪. মিনায় বুফে খাবার থাকবে ০৪ দিনের।
৫. মিনার তাবুতে মুয়াল্লেমের পক্ষ থেকে একটি বেগ থাকবে, তার মাঝে মুজদালিফায় থাকার একটি বেড থাকবে। এছাড়াও আপনার প্রয়োজনীয় কিছু জিনিস পত্র থাকবে।
৬. মিনা ও আরাফাতে প্রতি জনের একটি করে সুফা বেড বরাদ্ধ থাকবে।
৭. আমাদের প্যাকেজে উন্নত মানের এসি বাস থাকবে, এই বাসে মিনা, আরাফাত, মুজদালিফায় গাড়িতে করে যাতায়াত।
৮. আরাফাতে বুফে খাবার থাকবে।
৯. ভি আই পি তাবুতে অবস্থানের কারনে আপনাকে বলতে গেলে হাটার কষ্ট এক হিসাবে অনেকটা কমে যায়।
কিছু জিনিস জানা খুবই প্রয়োজন --
* অভিজ্ঞ গাইডের সাথে হজ্জ আদায় করা।
* রাস্তা ঘাট গাইডের মুখাস্ত থাকা।
* নিদ্রিষ্ট সময়ে , নিদ্রিষ্ট স্থানে, সময় মত বাস প্রস্তুত ও সাথে রাখাতে পারা।
* সময় অনুযায়ী সিধান্ত নেওয়া।
* সৌদি মুয়াল্লেমের সাথে সুসম্পর্ক থাকা।
* খরচের দিকে না তাকিয়ে আল্লাহর মেহমান গণের ক্ষেত্রে প্রয়োজনে খরচ করা।
* সকল স্থানে আমাদের অভিজ্ঞ গাইড আপনাদের সাথে থাকবে।
* হাজী সাহেব গণের সুবিধা অসুবিধা কে প্রাধান্য দেওয়া।
* ভাল মন্দ দিক গুলো হাজী সাহেব গণকে জানানো।
* বিশেষ করে হুইল চেয়ারের প্রয়োজন থাকলে , তা ঠিক করে রাখা।
এছাড়াও আরো অনেক কিছু আছে, যা লিখে বলে বুঝানো সম্ভব না। সরাসরি আলাপে আরো ভাল মত জানতে পারবেন।

যদি আমাদের হজ্জের সুবিধা গুলো জেনে আপনার ভাল লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ২০২৫ ও ২০২৬ সালের হজ্জ বুকিং করতে পারেন। হজ্জ রেজিষ্টেশন চলমান আছে।

* উমরাহ প্রিমিয়াম ও ইকনোমিক প্যাকেজ বুকিং করতে পারবেন।

হাসান ছঞ্জরী উমরাহ হজ্জ ট্রাভেলস এন্ড ট্যুরস।
হেড অফিস- হক প্লাজা, ৭ম তলা, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।
জিলানি মঞ্জিল, ১ম তলা, আল আমিন বারীয়া মাদ্রাসার মেইন গেইট, বাহির সিগনাল, চান্দগাঁও, চট্রগ্রাম।
+8801928202020


Hasan Sanjari Umrah Hajj Travels & Tours
Hasan Sanjari Umrah Hajj
Sayed Hasan Bari

Dhaka, Bangladesh
Chittagong City - চট্টগ্রাম শহর
Gulshan Club Limited
Gulshan Club Gym - GCG
Member Bananiclub

নিউজ - হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্...
04/11/2024

নিউজ - হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। সোমবার (৪ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে রক্ষণাবেক্ষণ। এই কাজের অংশ হিসেবে রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম আগামী ৮ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর দিবাগত রাত পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। অর্থাৎ এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত মেইনটেন্যান্স চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কলসেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।

https://www.facebook.com/share/p/18sev3GuzA/

Makkah Hotel & Tower Room Available Call - +88 01928202020
03/11/2024

Makkah Hotel & Tower Room Available

Call - +88 01928202020

Address

Jelane Manzil, 1st Floor, Al Amin Baria Madrasha Main Gate, Bahir Signal, Chandgaon
Chittagong
4221

Telephone

+8801928202020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Sanjari Umrah Hajj Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Sanjari Umrah Hajj Travels & Tours:

Videos

Share