Anika Air international tours and travel

Anika Air international tours and travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anika Air international tours and travel, Travel Agency, Chittagong.

জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ওমরাহ বুকিং চলছে।
09/12/2024

জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ওমরাহ বুকিং চলছে।

22/11/2024
21/11/2024
ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো –বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে...
09/11/2024

ই-পাসপোর্টের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হলো –

বর্তমানে ই-পাসপোর্টের আবেদনের জন্য কাগজপত্র সত্যায়ন করতে হবে না। ই-পাসপোর্টের আবেদনের জন্য কোনও ছবি সংযোজন এবং তা সত্যায়ন করার প্রয়োজন হবে না।

০১. জাতীয় পরিচয় পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) এর ইংলিশ ভার্সন ।

অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন প্রয়োজন হবে।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছর হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) এর ইংলিশ ভার্সন অথবা জাতীয় পরিচয় পত্রের (NID) যেকোন একটা প্রদান করলেই হবে।

আবেদনকারীর বয়স ২০ বছর হলে তাকে জাতীয় পরিচয় পত্রের (NID) প্রদান করতে হবে।

০২. প্রযোজ্য ক্ষেত্রে (যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ।

০৩. আবেদনকারীর পেশাগত সনদপত্র। ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড ইত্যাদি। আবেদনকারীর পেশাগত সনদ না থাকলে সেক্ষেত্রে চেয়ামম্যান/কমিশনারের কাছ থেকে পাওয়া চারিত্রিক সনদ প্রদর্শন করতে হবে।

০৪. সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও(GO)/এনওসি (NOC)/প্রত্যয়নপত্র/অবসোত্তর ছুটির আদেশ (PRL Order) ইত্যাদি।

০৫. বিবাহিত আবেদনকারীর ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা।

০৬. পাসপোর্ট রিনিও করার ক্ষেত্রে আগের পাসপোর্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

০৭. পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।

০৮. আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) সংযোজন করত হবে।

০৯. ১৫ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে পিতা-মাতা অথবা বৈধ অভিবাককের পাসপোর্ট সাইজের ছবি।

১০. ৬ বছর বয়সের নিম্নের আবেদনকারীর ক্ষেত্রে ৩আর (3R Size) সাইজের (ল্যাব প্রিন্ট, গ্রে ব্যাকগ্রাউন্ড) ছবি।

১১. প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল (বাসার বিদ্যুৎ/গ্যাস/পানির বিল) অথবা ভাড়াটিয়ার চুক্তিপত্র প্রদান করতে হবে।

আলহামদুলিল্লাহ ৩ তারিখের সকল ওমরাহ যাত্রীদের বিদায় দিলাম চট্টগ্রাম শাহ আমানত ইয়ারপোর্ট। আগামী ২৪/২৫ তারিখে আরো দুইটা গ...
03/11/2024

আলহামদুলিল্লাহ ৩ তারিখের সকল ওমরাহ যাত্রীদের বিদায় দিলাম চট্টগ্রাম শাহ আমানত ইয়ারপোর্ট।
আগামী ২৪/২৫ তারিখে আরো দুইটা গ্রুপ যাবে কেউ যেতে চাইলে দ্রুত পাসপোর্ট জমা করেন।

আলহামদুলিল্লাহ ২ তারিখের ওমরাহ যাত্রীদের বিদায় দেওয়া হল।
02/11/2024

আলহামদুলিল্লাহ ২ তারিখের ওমরাহ যাত্রীদের বিদায় দেওয়া হল।

আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামীনের দরবারে। নভেম্বর মাসের ২/৩/৫ তারিখে আমাদের ওমরাহ যাত্রীগণ। তিন ধাপ...
01/11/2024

আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামীনের দরবারে। নভেম্বর মাসের ২/৩/৫ তারিখে আমাদের ওমরাহ যাত্রীগণ। তিন ধাপে মোট ৩৪ জন যাত্রী রওনা দিবে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমাদের প্রতি আস্থা রাখার জন্য। নভেম্বর মাসের ২৫/২৬ তারিখে আরো দুইটা গ্রুপ যাবে আপনারা যারা আগ্রহী দ্রুত পাসপোর্ট নিয়ে যোগাযোগ করতে পারেন।
আমাদের বর্তমান ঠিকানা।
০৬,মদিনা মার্কেট,২য় তলা মুরাদপুর পাঁচলাই চট্টগ্রাম।
01839578282/01979578282

সুলভ মূল্য আন্তর্জাতিক এবং অভ্যন্তরীন রুটে বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন। বিমান টিকেটের যাএা তারিখ পরিবর্তনের সেবা প...
13/08/2024

সুলভ মূল্য আন্তর্জাতিক এবং অভ্যন্তরীন রুটে বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন। বিমান টিকেটের যাএা তারিখ পরিবর্তনের সেবা প্রয়োজন হলে যোগাযোগ করুন।

01839-578282
01979-578282

আলহামদুলিল্লাহ সৌদি আরব কার ওয়াশ।
11/08/2024

আলহামদুলিল্লাহ সৌদি আরব কার ওয়াশ।

আলহামদুলিল্লাহ।
11/08/2024

আলহামদুলিল্লাহ।

08/07/2024

চট্টগ্রাম থেকে উমরাহ ২য় গ্রুপ যাত্রা করবে এয়ার এরাবিয়া ১৭ জুলাই ও ৩য় গ্রুপ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। পরবর্তী গ্রুপ ২১ ও ২৬ জুলাই। ১০ই আগষ্ট ঢাকা জেদ্দা, মদিনা ঢাকা।

29/06/2024

আগামী ০৭জুলাই বিমান বাংলাদেশ যোগে চট্টগ্রাম জেদ্দা, মদিনা চট্টগ্রাম ১৪৪৬ হিজরির ১ম উমরাহ গ্রুপ যাত্রা করবে ইনশাআল্লাহ, আগ্রহী মুসল্লীরা যোগাযোগ করুন।
২য় গ্রুপ G9- CGP MED, JED CGP.

Address

Chittagong

Telephone

+8801839578282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika Air international tours and travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anika Air international tours and travel:

Videos

Share

Category