Saint-Martin Naf Tourism Ltd.

Saint-Martin Naf Tourism Ltd. Tour & Travel Services

05/11/2024

দ্বীপে যেদিন থেকে আক্ষরিক দালাল,নিরক্ষরিক দালাল প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের দোরাত্ন বেড়ে গেছে।
অনৈতিক কাজ কারবার শুরু হয়েছে,নেশাজাতীয় দ্রব্যাদি অবাধ বেচাকেনা শুরু হয়েছে।
আক্ষরিক লোক থাকার পরেও নিরক্ষররা যখন নেতৃত্ব দেওয়া শুরু করেছে এবং মুষ্টিমেয় গুষ্টির হাতে ক্ষমতা কুক্তিগত হয়েছে, সেই মুহূর্ত থেকে মার্জিত ও শিক্ষিত সমাজ চুপ হয়ে বসে রয়েছে, তখন থেকে এই দ্বীপের অবস্থা শোচনীয় হওয়ার পথ শুভাগম হয়েছে।

18/07/2024
ST Amar Bari Resort নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হলো.... পশ্চিম সিবীচ সংলগ্নে অবস্থিত। নিজস্ব হোটেল, নিরিবিলি পরিবেশ। যোগায...
25/01/2024

ST Amar Bari Resort

নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হলো....
পশ্চিম সিবীচ সংলগ্নে অবস্থিত।
নিজস্ব হোটেল, নিরিবিলি পরিবেশ।

যোগাযোগের ঠিকানা : 01836-124824

Mohammad Ataullah Sifatআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু সম্মানিত প্রিয় অতিথি বৃন্দ এসটি আমার বাড়ি রিস...
20/12/2023

Mohammad Ataullah Sifat

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
সম্মানিত প্রিয় অতিথি বৃন্দ এসটি আমার বাড়ি রিসোর্টে আপনাকে স্বাগতম।
যোগাযোগ : 0186 12 48 24

Mohammad Ataullah Sifatসেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘটে যাওয়া দূর্যোগ মুহুর্তে অনেকেই খোঁজ খবর নিয়ে পরামর্শ দি...
25/10/2022

Mohammad Ataullah Sifat

সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘটে যাওয়া দূর্যোগ মুহুর্তে অনেকেই খোঁজ খবর নিয়ে পরামর্শ দিয়েছেন ।

কলে, ওয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ও টুইটারে যারা প্রিয় জন্মভূমি সেন্টমার্টিন দ্বীপের সর্বপুরি খবরাখবর রেখেছেন তাদের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকল শুভাকাঙ্ক্ষীদের সেন্টমাটিনে বেড়াতে আসতে উদ্বুদ্ধ করছি।
ছবি:- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরবর্তী আপডেট(২৫/১০/২২ইং

Mohammad Ataullah Sifat
Mohammad Ataullah Sifat

12/10/2022
02/10/2022

Mohammad Ataullah Sifat,

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

মিয়ানমারের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের প্রভাব তুমব্রু সীমান্তের পর সম্প্রতি পড়েছে টেকনাফে। এর ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।

রোববার (২অক্টোবর ২০২২) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমাটিন রুটে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে বিকল্প উপায় হিসাবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে জাহাজ চলাচল করবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুর হক বলেন, আমাদের ওপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাসে জাহাজ চলাচল বন্ধ রাখতে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাথিবে।

23/09/2022

সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দলের অর্জনকে কেন্দ্র করে দেশের আম জনতা যখন বিজয়োল্লাসে ব্যস্ত, ঠিক একই ঘটনাকে পুঁজি করে কিছু ধূর্ত লোক ইসলাম বি°দ্বেষের নগ্ন উন্মাদনায় ব্যস্ত। দেশ ও দশের কাজে যাদের সিকিভাগ অবদান নেই।

আরে ভাই, সেলিব্রেট করার একটা উপলক্ষ পেয়েছেন তো সেলিব্রেট করুন গিয়ে। কেউ তো আপনাকে বাঁধা দেয়নি। কিন্তু এ বিজয়কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন কেন? খেলোয়াড় মেয়েগুলো তো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ মাঠেই সিজদায় লুটিয়ে পড়তে দেখলাম। তাদেরও তো কোন এ°ন্টি ইসলাম এটিচিউড নেই। কিন্তু কিছু উজ°বুক রীতিমত ব্যাপারটাকে লেজেগোবরে করে ফেলেছে।

একটা সিম্পল বিষয়কে ভিন্ন আঙ্গিকে ম্যানুপুলেট করে তাদের এই বস্তা পঁচা সস্তা ইসলাম বিদ্বে°ষের কূট°কৌশল ইসলামপন্থীরা বহু আগে থেকেই অবগত। দেশের আম জনতাও অবগত যে— দেশের বিভিন্ন অর্জন ও সংস্কৃতিকে নানান চেতনা ও অপসংস্কৃতির রঙ মাখিয়ে দেশের ইসলামপন্থীদেরকে কীভাবে বারবার কোণঠাসা করে রাখার অপপ্রয়াস চালানো হয়।

ইনশাআল্লাহ, ইসলাম প্রিয় এই মুসলিম দেশে ইসলাম বিদ্বে°ষীদের রঙ তুলির আচড় আর গোবর ভরা মাথার ফাঁকা বুলির ফাঁপর, কোনোটাই জন-মানুষের মনে ইসলাম ও আলেম বিদ্বে°ষের বিষ°বাষ্প ঢোকাতে পারবে না। বরং তাদের কূট°কৌশল বুমেরাং হয়ে তাদের অসল চেহারাটাই প্রকাশ করে দেবে।
Mizanur Rahman Azhari

রোম বুকিং এর জন্য কল করুন। আমাদের নিজস্ব হোটেল, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ২৪ঘণ্টা কারেন্ট ব্যবস্থা, খেলা করা বসার জন্য ...
19/12/2021

রোম বুকিং এর জন্য কল করুন। আমাদের নিজস্ব হোটেল, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ২৪ঘণ্টা কারেন্ট ব্যবস্থা, খেলা করা বসার জন্য বড় পরিসরে জায়গার ব্যবস্থা, দুলার জন্য দোলনার ব্যবস্থা।

বুকিং করার জন্য আজই যোগাযোগ করুন 01836-124824/01978-144545
23/11/2021

বুকিং করার জন্য আজই যোগাযোগ করুন

01836-124824/01978-144545

আলহামদুলিল্লাহ, কোভিড-১৯ শেষে নতুন ভাবে আপনাদের নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। বিদ্রঃ অগ্রীম আপনার জাহাজের টিকেট বুকিং এ...
22/11/2021

আলহামদুলিল্লাহ, কোভিড-১৯ শেষে নতুন ভাবে আপনাদের নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে।
বিদ্রঃ অগ্রীম আপনার জাহাজের টিকেট বুকিং এবং হোটেল বুকিং করুন।
01836-124824/01978-144545
Mohammad Ataullah Sifat
Naf Tourism

Address

Keari Ellisium Shopping Mall, 3rd Floor(303), ChawkBazar, Ctg
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Saint-Martin Naf Tourism Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saint-Martin Naf Tourism Ltd.:

Videos

Share