25/12/2023
#কাপ্তাই_রাঙামাটি_ডে_ট্যুর
দেখবো চট্টগ্রাম,চট্টগ্রাম দেখবে বাংলাদেশ।
এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে এই প্রথম চালু হয়েছে প্রাইভেট পর্যটক বাস।
পর্যটক বাস- পারকি বিচ থেকে জানুয়ারি ১২তারিখ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন একটা ধামাকা ট্যুর।
যেখানে আমরা একসাথে দেখবো সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাই লেক এবং প্রাকৃতিক সৌন্দর্যের রানী ‘রাঙামাটি’ দুটোই একসাথে।
এখন থেকে অন্য বাকি সবার মতো কাপ্তাই আর রাঙামাটি ট্যুরের জন্য আলাদা আলাদা ভাবে অপেক্ষা করতে হবে না। এক খরচেই উপভোগ করতে পারবেন ২ট্যুরের সৌন্দর্য।এমন একটি সুন্দর ভিন্ন ট্যুরের আয়োজন করেছি আমরা আপনাদের জন্য।
যেখানে আপনি কাপ্তাই রাঙামাটি দুটোর সৌন্দর্য একসাথেই উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ।
➡️ কাপ্তাই-রাঙামাটি ট্যুরে যা যা পাবেন:
✅ কাপ্তাই রাঙামাটি ৩-৪ঘন্টা নৌকা ভ্রমণ
✅ সকালের নাস্তা
✅ দুপুরের লাঞ্চ
✅ আসা যাওয়ার জন্য প্রিমিয়াম নন এসি বাস
✅ প্রত্যেকটা যায়গার সকল প্রকার এন্ট্রি ফি
✅ প্রত্যেক গাড়িতে একজন করে অভিজ্ঞ সুপারভাইজার আর একজন করে ম্যানেজার। ম্যানেজার আপনাদের পুরো ট্যুর হোস্ট করবে।
➡️যা যা দেখবেন:
✅ কাপ্তাই লেক
✅ জুম রেস্তোরাঁ কাপ্তাই
✅ লেকশোর কাপ্তাই
✅ ঝুলন্ত ব্রিজ রাঙামাটি
✅ ফলওয়েল পার্ক রাঙামাটি
✅ লাভ পয়েন্ট
✅ রাঙামাটি লেক
✅ রাঙামাটি লেক এর মাঝখানের দ্বীপে রেস্টুরেন্টে দুপুরের খাবার
ইভেন্ট ফি: ১৪৯৯৳ জনপ্রতি
➡️ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের কপি বা ছবি দিয়ে বুকিং করতে হবে।
➡️ বুকিং মানি সম্পুর্ণ অফেরতযোগ্য
✅ বিকাশ: 01643431160 (পার্সোনাল)
✅ নগদ: 01643431160 (পার্সোনাল)
🕥 যাওয়ার সময়: জানুয়ারি ১২তারিখ শুক্রবার সকাল ০৭টা (টাইগারপাস থেকে)
🕕 ফেরার সময়: জানুয়ারি ১২তারিখ শুক্রবার সন্ধ্যা ৬টা (কাপ্তাই থেকে)
🚸 যাত্রা শুরু: টাইগারপাস মোড়
🚸 যাত্রা শেষ: টাইগারপাস মোড়
বিস্তারিত জানতে:
01643431160
01312353209