12/04/2024
💦 উজবেকিস্তান !!💦
মধ্য এশিয়ার একটি বিশাল অঞ্চল ইসলামী ঐতিহ্য, ইতিহাস ও সভ্যতার গ্রন্থিতে বাঁধা । খিভা , সমরখন্দ , বোখারা , তাসখন্দ , ফারগানা , আন্দিজান , মারগিলন , কোকান্দ , আমু দরিয়া ,সির দরিয়া । ইরানী , তুর্কী , তাতার , তাজিক , উজবেক , মঙ্গোল - কত জাতির উথান পতনে মুখরিত হয়েছে এই ভুখন্ড ।ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক ঐতিহাসিক ব্যক্তিত্বরা – মোগল সম্রাট বাবর ,চেঙ্গীস খান , তৈমুর লং আলীশের নভয়,ওমর খৈয়াম, ইবনে সিনা, নাসিরউদ্দিন হোজ্জা।
বুখারী আ:,বাহাউদ্দীন নকশাবন্দ, সোলাইমান নবী,শেখ সাদী সহ ইসলামী ইতিহাসের আরো বহু উজ্জ্বল নক্ষত্রের দেশ এই উজবেকিস্তান। পৃথিবীতে হাতে লেখা ৭ ম দশকের ৪ টি কোরআন শরীফ এর একটি রয়েছে তাসখান্দে।এটি পৃথিবীর সবচেয়ে পুরানো দেশ গুলোর একটি।বীরত্বে , মহত্ত্বে , হিংস্রতায় , জ্ঞানে , বিজ্ঞানে , শিল্পকলায় , সৃষ্টিতে , বৈচিত্রে এমন প্রাচুর্যপুর্ন ভুখন্ড আর কয়টাই বা রয়েছে পৃথিবীর মানচিত্রে । এই সভ্যতার পিরামিডে রয়েছে ,অনেক ভাষা , অনেক জাতি আর ঐতিহ্য।
💦আমার ভ্রমনপ্রিয় বন্ধুরা, ইনশাহআল্লাহ আগামী ২১ শে জুন থেকে ২৭ শে জুন ( কোরবানি ঈদের ৩ দিন পর) উজবেকিস্তান আনন্দ ভ্রমন শুরু হবে।
💦৬ রাত ৬ দিনের প্যাকেজটি তে থাকছে থ্রী স্টার হোটেল, ৩ বেলা খাওয়া, ৩ টা বুলেট ট্রেনে জার্নি, সকল সাইড সীনের জন্য গাড়ি, সকল এন্টি ফি,এবং গাইড।
💦 প্যাকেজ মূল্য - লেন্ড প্যাকেজ জনপ্রতি ৮৫০০০ টাকা। (ভিসা ফি ও ফ্লাইটের টিকেট ছাড়া।)
ভিসা ফী ৪৫০০ টাকা
ফ্লাইটের ভাড়া ৫৫০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে ( নির্ভর করবে যত তাড়াতাড়ি সম্ভব টিকেট কাটার উপর।)
💦যারা এই প্যাকেজে আমাদের সঙ্গে উজবেকিস্হান ভ্রমন করতে চান খুব দ্রুত নাম এন্টি করুন।
Friends link Toursim
Call us for booking - 01711308316, 01715406140
join us to see the beauty of the world