Friends Link Tourism

Friends Link Tourism join us to see the beauty of the world
(3)

12/04/2024

💦 উজবেকিস্তান !!💦
মধ্য এশিয়ার একটি বিশাল অঞ্চল ইসলামী ঐতিহ্য, ইতিহাস ও সভ্যতার গ্রন্থিতে বাঁধা । খিভা , সমরখন্দ , বোখারা , তাসখন্দ , ফারগানা , আন্দিজান , মারগিলন , কোকান্দ , আমু দরিয়া ,সির দরিয়া । ইরানী , তুর্কী , তাতার , তাজিক , উজবেক , মঙ্গোল - কত জাতির উথান পতনে মুখরিত হয়েছে এই ভুখন্ড ।ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক ঐতিহাসিক ব্যক্তিত্বরা – মোগল সম্রাট বাবর ,চেঙ্গীস খান , তৈমুর লং আলীশের নভয়,ওমর খৈয়াম, ইবনে সিনা, নাসিরউদ্দিন হোজ্জা।
বুখারী আ:,বাহাউদ্দীন নকশাবন্দ, সোলাইমান নবী,শেখ সাদী সহ ইসলামী ইতিহাসের আরো বহু উজ্জ্বল নক্ষত্রের দেশ এই উজবেকিস্তান। পৃথিবীতে হাতে লেখা ৭ ম দশকের ৪ টি কোরআন শরীফ এর একটি রয়েছে তাসখান্দে।এটি পৃথিবীর সবচেয়ে পুরানো দেশ গুলোর একটি।বীরত্বে , মহত্ত্বে , হিংস্রতায় , জ্ঞানে , বিজ্ঞানে , শিল্পকলায় , সৃষ্টিতে , বৈচিত্রে এমন প্রাচুর্যপুর্ন ভুখন্ড আর কয়টাই বা রয়েছে পৃথিবীর মানচিত্রে । এই সভ্যতার পিরামিডে রয়েছে ,অনেক ভাষা , অনেক জাতি আর ঐতিহ্য।
💦আমার ভ্রমনপ্রিয় বন্ধুরা, ইনশাহআল্লাহ আগামী ২১ শে জুন থেকে ২৭ শে জুন ( কোরবানি ঈদের ৩ দিন পর) উজবেকিস্তান আনন্দ ভ্রমন শুরু হবে।
💦৬ রাত ৬ দিনের প্যাকেজটি তে থাকছে থ্রী স্টার হোটেল, ৩ বেলা খাওয়া, ৩ টা বুলেট ট্রেনে জার্নি, সকল সাইড সীনের জন্য গাড়ি, সকল এন্টি ফি,এবং গাইড।
💦 প্যাকেজ মূল্য - লেন্ড প্যাকেজ জনপ্রতি ৮৫০০০ টাকা। (ভিসা ফি ও ফ্লাইটের টিকেট ছাড়া।)
ভিসা ফী ৪৫০০ টাকা
ফ্লাইটের ভাড়া ৫৫০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে ( নির্ভর করবে যত তাড়াতাড়ি সম্ভব টিকেট কাটার উপর।)
💦যারা এই প্যাকেজে আমাদের সঙ্গে উজবেকিস্হান ভ্রমন করতে চান খুব দ্রুত নাম এন্টি করুন।
Friends link Toursim
Call us for booking - 01711308316, 01715406140

join us to see the beauty of the world

অচিরেই আসছে আমাদের বহুল প্রতিক্ষীত উজবেকিস্তান প্যাকেজ।
03/04/2024

অচিরেই আসছে আমাদের বহুল প্রতিক্ষীত উজবেকিস্তান প্যাকেজ।

ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে, হাত বাড়ালেই আকাশ ছুতে পারবেন, মেঘের গায়ে হাত দেবেন, অবিশ্বাস্য? অবাক হচ্ছেন, অবাক ...
03/01/2024

ভাবতে পারেন মেঘেদের রাজ্যে ঘুম ভাঙবে, হাত বাড়ালেই আকাশ ছুতে পারবেন, মেঘের গায়ে হাত দেবেন, অবিশ্বাস্য? অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছু নেই। সিকিমের রাভাংলা,পেলিং আর দার্জিলিং এর আশে পাশে এমন কিছু জায়গায় আমরা ট্যুর সাজিয়েছি, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য আর নির্জনতার মাঝে নিজেকে কে নতুন করে আবিষ্কার করবেন। এখানে প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্য নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। পরিষ্কার নীল আকাশ দেখলে চোখ জুড়িয়ে যায়। ঝকঝকে নীল আকাশের গায়ে দেখতে পাবেন চকচকে কাঞ্চনজঙ্ঘাকে।যারা পাহাড়ের নির্জনতা,পাহাড়ি ঝর্না আর পাহাড়ি নদীর শব্দ তরঙ্গ, সিকিমে লেপজা সম্প্রদায়,আর দাজির্লিং এ নেপালের রাই সম্প্রদায়ের মানুষের আতিথিয়েতায় মুগ্ধ হতে চান শুধুমাএ তাদের জন্য আমাদের এবারের আয়োজন। গাড়ি করে আসতে আসতে পাহাড়ি এলাকার অপূর্ব সৌন্দর্য দেখে মুুগ্ধ হবেন আপনি। এখানে দেখতে পাবেন অজস্র নাম জানা-না জানা পাখি, যেমন ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার, রুফাস সিবিয়া, গ্রিন-ব্যাকড টিট ইত্যাদি। পাখির ডাকের সঙ্গে ছাঙ্গে ফলসের জলের শব্দ মিলে মিশে একাকার হয়ে যায়, অদ্ভুত এক পরিবেশ। মন শান্ত হয়ে যায়। প্রকৃতিকে নতুন করে চেনা যায়। এখানে দেখা পাওয়া যায় হলুদ গোলাপি থেকে বিভিন্ন পাহাড়ি ফুলের। যার সৌন্দর্য অপরূপ। অপার নীল আকাশে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা, কাবরু, পান্ডিম, সিনিয়লচু ইত্যাদি। নিরিবিলিতে প্রকৃতিকে খোঁজার পালা। নির্জিনে একাকী হারিয়ে যাওয়া দুটো দিনের গল্প। সময় এখানে থমকে আছে। ব্যস্ত পৃথিবী থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে এখানে চলে যাওয়া যায় এক অনন্ত সৌন্দর্যখনির ভেতরে।
যারা সবুজের কার্পেটে মোড়ানো চা বাগান আর শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই গ্রাম গুলো।
যাদের ইন্ডিয়ার ভিসা করা নেই দ্রুত ভিসা আবেদন জমা দিন।আর চোখ রাখুন আমাদের পেইজে।

01/01/2024
17/06/2023
গত মার্চ, এপ্রিল, মে, মাস জুড়ে ৩টি গ্রুপে ফ্রেন্ডস লিংক টুরিজমের  আয়োজনে ৮৭ জন কাশ্মীর ভ্রমনে গিয়েছিলেন।সেই আনন্দময় ভ্রম...
17/06/2023

গত মার্চ, এপ্রিল, মে, মাস জুড়ে ৩টি গ্রুপে ফ্রেন্ডস লিংক টুরিজমের আয়োজনে ৮৭ জন কাশ্মীর ভ্রমনে গিয়েছিলেন।সেই আনন্দময় ভ্রমনের রেশ যেন কাটতেই চায় না।মাত্র ৯ দিনের একটা ভ্রমন সবার মাঝে বন্ধুত্বের এক অভূতপূর্ব বিনিসুতোর মালা গেঁথে দিয়েছে।এই বন্ধুত্বকে আরো সুদৃঢ় করার জন্য এই হ্যাপি ক্লায়েন্ট রা সবাই মিলে আয়োজন করেছিলেন এক আনন্দ উচ্ছল মিলনমেলার ❤️
আর এই মিলনমেলায় অংশ গ্রহনের জন্য ঢাকা থেকে ছুটে এসেছিল মি: খলিল, মি: শফিকুল ইসলাম, কুমিল্লা থেকে হান্নান টিটু,চৌদ্দ গ্রাম থেকে ওয়াদুদ দুলাল ও মিসেস দুলাল সহ চট্রগ্রামের সবাই।আনন্দ আড্ডা, কাশ্মীর ভ্রমনের সৃতি রোমন্থন, বুফে ডিনার সহ অসাধারণ এক সৃতিময় সন্ধ্যা.... 🥰 ফ্রেন্ডস লিংক টুরিজম এর পক্ষ থেকে জসীম ভাই, আসাদ ভাই এবং আরিফ ভাই সহ সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাদের সবার এই ভালবাসা আমাদের আগামী পথ চলার পাথেয় এবং অনুপ্রেরনা ❤️

আলহামদুলিল্লাহ ❤️💦গত মাসে রোজার ঈদের ১দিন পরই  কাশ্মীর ঈদ  প্যাকেজে দুটি গ্রুপে ৬৯ জনকে নিয়ে শেষ হলো আমাদের কাশ্মীর আনন্...
16/05/2023

আলহামদুলিল্লাহ ❤️
💦গত মাসে রোজার ঈদের ১দিন পরই কাশ্মীর ঈদ প্যাকেজে দুটি গ্রুপে ৬৯ জনকে নিয়ে শেষ হলো আমাদের কাশ্মীর আনন্দ ভ্রমণ।
কাশ্মীরের স্বগীর্য় সৌন্দর্য শুধু দুচোখ ভরে উপভোগ করার আর অনুভব করার। এই সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি তুলে আনা কখনোই সম্ভব না।
তবুও আমাদের ভ্রমণ সঙ্গীদের কাশ্মীরের কিছু আনন্দময় মুহূর্ত গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

আসসালামু আলাইকুম সবাইকে।* আমাদের কাশ্মীরের ১ম ঈদ প্যাকেজ টা শুরু হচ্ছে এপ্রিলের ১৯ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত।  াত_৯_দি...
29/01/2023

আসসালামু আলাইকুম সবাইকে।

* আমাদের কাশ্মীরের ১ম ঈদ প্যাকেজ টা শুরু হচ্ছে এপ্রিলের ১৯ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত।

াত_৯_দিনের_ট্যুর।

যারা এবার পরিবার নিয়ে দেশের বাহিরে অসাধারণ একটা ঈদ উৎযাপন করতে চাচ্ছেন তাদের জন্য এই আয়োজন।কাশ্মীর যেহেতু মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল,তাই সেখানে ঈদের আয়োজন টা থাকে আমাদের মতই উৎসব মুখর।

শ্রীনগরের হযরত বাল মসজিদে (যেখানে আমাদের নবীজীর চুল মোবারক রাখা আছে) ঈদের নামাজ আদায় করার একটা সুযোগ থাকছে।সাথে থাকছে ভরা টিউলিপ বাগান আর বাদামওয়ারি তে চেরি ফ্লাওয়ার এর অপরূপ সৌন্দর্য্যের হাতছানি ❤️

**১৯ তারিখ কোলকাতা।
** ২০ তারিখ শ্রীনগর।
** ২১ তারিখ সোনমার্গ
**২২ তারিখ গুলমার্গ
** ২৩ তারিখ পেহেলগাম
** ২৪ তারিখ পেহেলগাম
**২৫ তারিখ শ্রীনগর হাউজ বোর্ড
**২৬ তারিখ কোলকাতা।
**২৭ তারিখ বাংলাদেশ।

আপনারা যারা ঢাকা থেকে সরাসরি শ্রীনগর যেতে চান তাদের জন্য
২০ তারিখ ঢাকা থেকে শ্রীনগর।
২৬ তারিখ শ্রীনগর থেকে ঢাকা ব্যাক ।

যারা যারা এই ঈদ প্যাকেজে যেতে চান তারা প্লিজ খুব দ্রুত জানাবেন।

বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ ০১৯৭১৩০৮৩১৬
০১৭১৫৪০৬১৪০

HEAVEN OF THE EARTH KASHMIR.  Welcome to you All our KASHMIR tour 24th APRIL 2023. 💛SPECIAL DISCCOUNT FOR EID PACKAGE.ঈদ...
28/01/2023

HEAVEN OF THE EARTH KASHMIR. Welcome to you All our KASHMIR tour 24th APRIL 2023.

💛SPECIAL DISCCOUNT FOR EID PACKAGE.
ঈদের ছুটিতে ভূস্বর্গ কাশ্মীরে টিউলিপ ফ্যস্টিভ্যাল দেখা ও এপ্রিল মাসে ফুলে ফুলে ভরা কাশ্মীরের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার বুকিং টি কনফার্ম করুন।
ফেব্রুয়ারির ৫ তারিখের মধ্যে বুকিং করলে ইন্ডিয়ার ভিসা প্রোসেসিং ফ্রী পাচ্ছেন।

26/12/2022

আমাকে না, পাশের কমলা গুলোকে দেখেন 😎
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কমলার বাগান এবং এতো কমলার ফলন হবে কেও কখনো স্বপ্নেও ভাবেনি, ভাবার কথাও না

এখানেই বাজিমাত একজন উদ্যোক্তার, যে স্বপ্ন দেখে অসম্ভব কে সম্ভব করার এবং পৌঁছে যায় সফলতার দ্বার গোড়ায়।

শুধু সফল ভাবে কমলার বাগান করেই শেষ নয়। গড়ে তুলেছেন পর্যটন কেন্দ্র (Orange Valley), যেখানে নিয়মিত প্রচুর মানূষ দেখতে আসছে, টিকেটের ব্যবস্থা ও করেছেন প্রতিজন ৩০ টাকা করে, ঐখানেই কমলা বিক্রি করছেন কেজি প্রতি ৩০০ টাকা সেই সাথে আছে শীতের পোষক কিনার ব্যবস্থা।

আমি যা দেখলাম এক ঘণ্টায় প্রায় ৩০০-৪০০ মানুষ বাকিটা আপনারা বুদ্ধিমান হিসাব করে নিবেন

একেই বলে উদ্যোক্তা, যার কোন তুলনা হয়না।
আত্মবিশ্বাসের সাথে নিজের বেষ্ট টুকু দিয়ে কাজ করলে মরুভূমির বুঁকেও ভোমর নাচবে সবুজ এর টানে…

26/12/2022

৩১ শে জুলাই ১৯৮০ | রমজানে রোজা রেখেছেন রফি সাহেব । সকালবেলা শরীরটা বেশ খারাপ, কিন্তু তার মধ্যেই তিনি দুর্গা পুজোর রেকর্ডের জন্য অভ্যাস করছেন একটি বাংলা গান - শ্যামা সঙ্গীত। হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষনের মধ্যেই খবর এলো চির নিদ্রায় চলে গেছেন বলিউডের তানসেন - রোজা রাখা এই মানুষটি যখন শ্যামা সঙ্গীত গাইতে গাইতে মহাসিন্ধুর ওপারে চলে গেলেন, বাইরে তখন নেমেছে প্রবল শ্রাবণের ধারা।
এরকম আকাশ ভাঙা বৃষ্টি অনেকদিন দেখেনি বোম্বে | কিন্তু সেই দুর্যোগের মধ্যেই বেরিয়েছিল স্মরণকালের সবচেয়ে বড় মিছিল আর সেই রেকর্ড আজও ভাঙ্গেনি। অন্তত ২০ হাজার রফি ভক্ত এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নেমেছিলেন রফি সাহেবকে শেষ বিদায় জানাতে। কোনো সঙ্গীতশিল্পী মারা যাবার পর সেটাই আজ পর্যন্ত সবচেয়ে বড় মিছিল, কেননা এই মানুষটি যে ছিলেন অজাতশত্রু।
কে ছিলেন না সেই মিছিলে?

রাজ কাপুর, দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন। লতা মঙ্গেশকর থেকে কিশোর কুমার। সে মিছিলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান রফি সাহেবের সেক্রেটারি জাহির । রফি সাহেব সারা জীবন যত দান-ধ্যান করেছেন তা সবই জাহিরের নামে । নিজের নাম কখনো প্রকাশ করেননি। জিজ্ঞেস করলে উত্তর দিয়েছেন, "দেনেওয়ালা ম্যায় কৌন হুঁ? সব উপরওয়ালা"।

সে বৃষ্টিস্নাত বিষন্ন বিকেলে বান্দ্রার মসজিদে তখন তিল ধরণের জায়গা নেই। পুলিশ গেট বন্ধ করে দিয়েছে। কুছ পরোয়া নেহি - ১০ ফুট উঁচু পাঁচিল বেয়ে কাতারে কাতারে মানুষ তখনও চেষ্টা করে যাচ্ছেন মসজিদে ঢোকার। তাদের জামা প্যান্ট ছিঁড়েছে, জুতো-চটি খুলে পড়ছে, হাত পা কেটে রক্তে পাঁচিল লাল হয়ে গেছে কিন্তু তাদের সামলানো যাচ্ছে না। পুলিশ দুবার লাঠি চার্জ করে হাল ছেড়ে দিয়েছে।

সেখানেই সেই বিখ্যাত ছবিটি তোলেন স্টেটসম্যান পত্রিকার এক চিত্র সাংবাদিক যা পরদিন কাগজের প্রথম পাতায় বেরিয়েছিল। ফুলে ফুলে ঢাকা মহম্মদ রফির দেহ মসজিদে শোয়ানো আর তাঁর পা ধরে অঝোরে কেঁদে চলেছেন তাঁর সংগীত জীবনের সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী - কিশোর কুমার | আর কী আশ্চর্য ! সে ছবিতে দেখা যাচ্ছে মৃত্যুর পরেও রফি সাহেবের মুখে তাঁর সেই চিরন্তন হাসিটিই লেগে রয়েছে।

রফি সাহেবের মৃত্যুর পরদিন ভারতে দেড় লক্ষ আর পাকিস্তানে ৫ লক্ষ মানুষ অরন্ধন দিবস পালন করেন। লাহোর রেডিও স্টেশন সব অনুষ্ঠান বাতিল করে সারা রাত শুধু রফি সাহেবের গান বাজিয়েছিল। শ্রোতাদের অনুরোধে সে অনুষ্ঠানটি আরো ১২ ঘন্টা বাড়াতে হয়েছিল।

১৯৮০ তে রফি সাহেবের পুজো-র গানের রেকর্ড বের হয়নি কিন্তু কিশোর কুমারের বেরিয়েছিল। সেখানে গীতিকার মুকুল দত্তকে বিশেষ অনুরোধ করে একটি গান লিখিয়ে সেটি গেয়েছিলেন কিশোর কুমার। গানটির সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেটাই ছিল রফি সাহেবের চিরপ্রতিদ্বন্দ্বী ও তাঁর সবচেয়ে বড় ভক্তের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আজও পুরোনো না হওয়া সুপার ডুপার হিট সেই গানটি ছিল :
“সে যেন আমার পাশে আজও বসে আছে,
চলে গেছে দিন তবু, আলো রয়ে গেছে।"

আজ মহম্মদ রফি সাহেবের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি |

25/12/2022

বাংলাদেশের পর্যটন বিকাশ কিভাবে হবে? একজন পর্যটকের অভিজ্ঞতা নিচে তুলে ধরা হল।
কক্সবাজার সি বিচে বসে ছিলাম...জীবনে এই প্রথম মাকে নিয়ে।
১.
প্রতি মিনিটে একজন বিক্রেতার উৎপাত..
-কলা বিক্রেতা-চা বিক্রেতা-কফি বিক্রেতা-চানাচুর বিক্রেতা
-প্রতি মিনিটে একজন ভিক্ষুকের আবদার।
-একটু পরপর ছবি তোলেন, বাইকে উঠেন, ঘোড়ায় ওঠেন।
২.
আছে..
ক্ষুদে থেরাপিস্ট...হাত পা মাথা বানায় দেয়...তাদের স্পর্শসহ! উৎপাৎ।
৩.
এয়ারপোর্টে ফেরার সময় অটো ওয়ালা অনেকটা ঠেক দিয়েই সর্বোচ্চ ৮০ টাকার ভাড়া ২০০ টাকা নিলন..
সাথে পরিবার...সময় কম...তাই বাধ্য হয়ে দিয়ে দেই...প্রতিবাদ করার সুযোগ না পেয়ে শুধু নাম্বার প্লেটের ছবি তুলি।
৪.
এয়ারপোর্টের এন্ট্রির স্ক্যানিং মেশিনে অফিসিয়ালদের সেই সুন্দর ব্যাবহার..!
সালাম দিয়ে বললেন, 'স্যার যত্ন করে ব্যাগ পার করেছি...কিছু খুশী করেন'...না শোনার ভান করে বোর্ডিং পাশ নিতে গেলাম।
৫.
ফাইনাল ডিপারচারের স্কেনিং মেশিনের সামনে গেলাম...কর্তব্যরত অফিসিয়াল আগেই স্নিগ্ধ হাসি দিয়ে বললেন...আপনার সব লোকদের সুন্দর মত পার করেছি...
বুঝলাম, আবারও সালাম দিয়ে বকশিস চাইবে..কারণ এখানে পার করার কিছুই নাই..এবং হলোও তাই। চেকিং শেষ হওয়া মাত্রই সালাম...ও খুশী করার আবেদন।
হোটেল ভাড়া...রিকশাভাড়া....খাবারের যেমন খুশি তেমন মূল্যের কথা নাইবা বললাম...
সারাবিশ্বে ট্যুরিস্টদের প্রতি স্থানীয়দের আচরণ...'এই মানুষগুলো আমাদের মেহমান...ওরা আসে বলেই আমাদের অর্থনীতি সচল থাকে...আমরা ভাল থাকি...যেকোন মূল্যে ওনাদের হ্যাপি করতে হবে...যাতে বারবার আসে..অন্যদের আসতে অনুপ্রাণিত করে।'
আর আমাদের দেশে ট্যুরিস্টদের প্রতি তাদের আচরণ..
'পাইছি আপনেরে...জীবনে আর নাও আসতে পারেন...তাই ডলা যা দেওয়ার এখনই দেই'!
পরিবেশ ট্যুরিস্ট বান্ধব না করে..... পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলে গলা ফাটালে হবে?
দেশটা তো সত্যিই সুন্দর...স্বপ্নপুরী।
কিছু মানুষ তা দুঃস্বপ্ন বানিয়ে দেয়।
© Dr Saklayen Russell

25/12/2022
পূর্ব হিমালয়ের নীচে মহানন্দা নদীর তীরে উত্তর বঙ্গের প্রবেশদ্বার ও পশ্চিম বঙ্গের বৃহত্তম বানিজ্যিক ও শৈল শহর শিলিগুড়ি হয়ে...
21/12/2022

পূর্ব হিমালয়ের নীচে মহানন্দা নদীর তীরে উত্তর বঙ্গের প্রবেশদ্বার ও পশ্চিম বঙ্গের বৃহত্তম বানিজ্যিক ও শৈল শহর শিলিগুড়ি হয়ে আমাদের গন্তব্য ছিল ভারতের প্রাচ্যের রানী খ্যাত দার্জিলিং ও সিকিমের রাজধানী গ্যানটক সহ নর্থ সিকিম ভ্রমন।নম্ভেবরের শেষের দিকে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে শিলিগুড়ি। তারপর গ্যানটক, নর্থসিকিমের সাঙ্গু লেক,ইয়ানথামভ্যালী,সাড়ে ১৫ হাজার ফিট উপরে বরফে ঢাকা জিরো পয়েন্ট,তিস্তা নদী ঘেরা রিংহীম হোমস্ট্রে, প্রশান্তময়তায় পাহাড়ী নদীর কুল ঘেঁষে রোলেপ, কাঞ্চনজঙ্গার অপরূপ সৌন্দর্যে মোড়া হীম হীম দার্জিলিং আর আকাশজোড়া পাহাড় ব্রেষ্টিত কোলিঙপং সব জায়গা গুলোই ছিল এককথায় অসাধারণ।সৃতির মনিকোঠায় আবারো যোগ হলো নতুন এক অধ্যায়।💖
আইভি আপা,শিল্পী দি,মানু দি,কে ধন্যবাদ জানাই গানে গানে ভরিয়ে রেখে ভ্রমন ক্লান্তি দুর করার জন্য। 💞

Review from our beloved tour members from Kashmir Tour.
15/12/2022

Review from our beloved tour members from Kashmir Tour.

আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমাদের পরবর্তি ভ্রমন নম্ভেবর মাসের ২৪তারিখ। আমরা যাচ্ছি নর্থ সিকিম ট্য...
28/10/2022

আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে সবাই জেনে গেছেন আমাদের পরবর্তি ভ্রমন নম্ভেবর মাসের ২৪তারিখ। আমরা যাচ্ছি নর্থ সিকিম ট্যুরে।
সিকিম শব্দের অর্থ নতুন জায়গা। ভারতের সুইজারল্যান্ড খ্যাত সিকিমের সৌন্দর্য শুধু দেখার আর অনুভব করার।
পাহাড়, নীলাকাশ,আর ঘন সবুজের মিতালী, পাহাড়ি নদীর শব্দ তরঙ্গ, পাহাড়ি ঝর্ণার উচ্ছ্বাস, আর সবুজ কার্পেটে মোড়া চা বাগানের অপরূপ মায়াবী সৌন্দর্য্য আপনাকে মোহাচ্ছন্ন করে তুলবে।শ্রেতশ্রভ্র বরফের চাদরে আবির্ত পৃথিবীর অতন্দ্র প্রহরীর মত দাঁড়িয়ে থাকা হিমালয় আর কাঞ্চনজঙ্গার অপরূপ সৌন্দর্য্যের হাতছানি, আর এর কোল ঘেষে রিংহিম,রোলেপ গ্রামে সময় কাটানো, রাএির মাবাবী আলিঙ্গন আর পাহাড়ি আদিবাসীদের মজার সব রান্না, সব মিলিয়ে অসাধারণ এক ট্যুর প্রোগ্রাম সাজিয়েছি আমরা।
যারা ৬ রাত ৭ দিন সিকিমের গ্যানটক,লাচুং, ইয়ানথাম ভ্যালী রিংহিম,রোলেপ,চানচাল,
শিলিগুড়ি সহ দার্জিলিং ভ্রমন করবেন তাদের জন্য নিচে প্যাকেজ আইটেনারী দেয়া হলো।
*** তবে দার্জিলিং ২ রাত ৩দিন এবং ফেরার পথে শিলিগুড়ি ১ রাত আমরা নিজেরা আলাদা ভাবে সব ঠিক করে নিব।
দার্জিলিং এর আনুমানিক খরচের হিসাব আমি পড়ে জানিয়ে দিব।
***কেউ চাইলে বাই রোডে এসে এই প্রোগ্রামে জয়েন্ট করতে পারবেন। যারা দার্জিলিং যাবেন না,শুধু সিকিম প্যাকেজ টা নিতে চান তাদের জন্য প্যাকেজ নাম্বার ২ দেয়া হলো।
*North Sikkim Tour Itenery (Package-1)*
Package start:-Jalpaiguri to Jalpaiguri
Total:- *6 Nights 7 days*
Our journey starts on 24th November from Dhaka To Jalpaiguri by Train at 7.00 pm
Day 1-(25th November):-
* #* We reach NJP Rail Station at 8.00 Am * #* We start our journey for *Gangtok * #* Check in hotel * #* At evening we enjoy MG Mark * #* Overnight stay at hotel.
*Day 2*-(26th November):- morning after breakfast we start our journey for *Lachung* and on the way we visit * #* 7 Sister waterfall * #* Naga Falls * #* Teesta View Point * #* Bhewma Falls.We reach Lachung and overnight stay at hotel.
*Day 3*-(27th November):- After Breakfast we will start our journey towards *Yumthang Valley* and (if permitted we shall visit Zero Point as well) We will come back to hotel and start our journey to *Ringhim* and will stay the night at ringhim homestay.
*Day 4*-(28th November):- After Breakfast we will go for Ringhim Sightseeing Monastery, Helipad ground, Kanchenjunga view point and after lunch we will start our journey for *Rolep*. We will reach rolep and stay the night at a beautiful homestay.
*Day 5*-(29th November):-
After breakfast we will go to *Chachal* for riverside camping.At evening we'll head back to Rolep Homestay.

*Day 6*: (30th November):- Aftet Breakfast check out homestay and start for sightseeing Buddha waterfalls, Hanging bridge.Then we head towards *Shiliguri* and check in to hotel and spend our night at Shiliguri Hotel.

*Package cost (Per person)*:- 27,900 Taka (For 16 person group).

* #* Package Includes 6 night hotel, Breakfast+Lunch+Dinner and all transportation.
* #* Package excludes Train fair, Permit tax and any personal activity.

PACKAGE NO -2
*North Sikkim Tour Itenery (Package-2)*
Package start:-Jalpaiguri to Jalpaiguri
Total:- *5 Nights 6days*
Our journey starts on 24th November from Dhaka To Jalpaiguri by Train at 7.00 pm
*Day 1*-(25th November):-
* #* We reach NJP Rail Station at 8.00 Am * #* We start our journey for *Gangtok * #* Check in hotel * #* At evening we enjoy MG Mark * #* Overnight stay at hotel.
*Day 2*-(26th November):- morning after breakfast we start our journey for *Lachung* and on the way we visit * #* 7 Sister waterfall * #* Naga Falls * #* Teesta View Point * #* Bhewma Falls.We reach Lachung and overnight stay at hotel.
*Day 3*-(27th November):- After Breakfast we will start our journey towards *Yumthang Valley* and (if permitted we shall visit Zero Point as well) We will come back to hotel and start our journey to *Ringhim* and will stay the night at ringhim homestay.
*Day 4*-(28th November):- After Breakfast we will go for Ringhim Sightseeing Monastery, Helipad ground, Kanchenjunga view point and after lunch we will start our journey for *Rolep*. We will reach rolep and stay the night at a beautiful homestay.
*Day 5*-(29th November):-
After breakfast we will go to *Chachal* for riverside camping.After Lunch we'll start for *shiliguri* and we'll stay the night at shiliguri hotel

*Day 6*: (30th November):- After Breakfast check out check out from shiliguri hotel and start for NJP Rail Station.

*Package cost (Per person)*:- 25,900 Taka (For 16 person group).

* #* Package Includes 6 night hotel, Breakfast+Lunch+Dinner and all transportation.
* #* Package excludes Train fair, Permit tax and any personal activity.

💞স্বচ্ছ নীলাদ্রী সমুদ্র তার নানা রংয়ের বর্নচ্ছটায় আপনাকে করবে মোহাচ্ছন্ন। সমুদ্রের এত বর্ণ,এত রূপ,এত মায়াবী মুগ্ধতা পৃথি...
20/10/2022

💞স্বচ্ছ নীলাদ্রী সমুদ্র তার নানা রংয়ের বর্নচ্ছটায় আপনাকে করবে মোহাচ্ছন্ন। সমুদ্রের এত বর্ণ,এত রূপ,এত মায়াবী মুগ্ধতা পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। 💞হ্যা..... বলছিলাম Island of love MALDIVES এর কথা।
আগামী মাসের যে কোন দিন প্রিয়জনদের নিয়ে ৫ দিনের জন্য ঘুরে আসতে পারেন MALDIVES। নির্দিধায় বলতে পারি আপনার জীবনের ভ্রমনের ঝুড়িতে শ্রেষ্টতম অর্জন হবে এই মালদ্বীপ ভ্রমন।
আপনার জন্য সব আয়োজন আমাদের।নির্ঝন্জাট,নিরাপদ আর আনন্দময় ভ্রমনের জন্য বেছে নিন আমাদের প্যাকেজ।💞

Love In Maldives 💞💞
15/10/2022

Love In Maldives 💞💞

প্যরাডাইস অব আর্থ কাশ্মীরের আপেল বাগানের সৌন্দর্য আর অতুলনীয় স্বাদের রসালো পাকা আপেল গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই অসাধারণ...
24/09/2022

প্যরাডাইস অব আর্থ কাশ্মীরের আপেল বাগানের সৌন্দর্য আর অতুলনীয় স্বাদের রসালো পাকা আপেল গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই অসাধারণ। আমাদের গ্রুপের সবাই আনন্দে আত্মহারা।

Situated on the eastern Himalayan range and 5500 feet above sea level, Gangtok is the lively capital of Sikkim. Entwined...
22/09/2022

Situated on the eastern Himalayan range and 5500 feet above sea level, Gangtok is the lively capital of Sikkim. Entwined amidst clouds, Gangtok overlooks the spectacular Kanchenjunga and serves to be the base for exploring the rest of the state.

The Royal Plaza Gangtok, is a leisure hotel managed by Sarovar Hotels & Resorts family, with rooms that offer breathtaking views of the Kanchenjunga mountain range and the Teesta river. This plush hotel in Gangtok offers India’s first land-based live casino for your entertainment.

Sikkim - Gangtok (5 Nights & 6 Days) 🔸 Our trip will start from Dhaka- New Jalpai Guri- Dhaka🔸5 Nights & 6 Days - BDT 29...
22/09/2022

Sikkim - Gangtok (5 Nights & 6 Days)

🔸 Our trip will start from Dhaka- New Jalpai Guri- Dhaka
🔸5 Nights & 6 Days - BDT 29,900/- Only

* গ্রুপ ট্যুর "প্রতি মাসে" পাওয়া যাবে
* সকল মূল্য "তারিখ ও বুকিং" সাপেক্ষে
* শিক্ষার্থীদের জন্য বাজেট-বান্ধব প্যাকেজ
* আমাদের কর্পোরেট ট্যুর প্যাকেজও আছে

October Package Start date - 20th Oct
November Package Start date - 4th Nov

Budget Per PAX Deluxe Per PAX
BDT 29900 BDT 35900

যেকোনো প্রশ্নের জন্য এবং আপনার স্পট বুক করতে -
আমাদের ইনবক্স করুন

আমাদের কল করুন @01917308316, +880 1703-063331

আমাদের ইমেল করুন - [email protected]

Beautiful Buddhist Temple In Siliguri.
22/09/2022

Beautiful Buddhist Temple In Siliguri.

Yumthang Excision(11,800 FT), it is a paradise for nature lovers with a fascinating bend of flora and breathtaking sceni...
22/09/2022

Yumthang Excision(11,800 FT), it is a paradise for nature lovers with a fascinating bend of flora and breathtaking scenic grandeur. During Spring the whole area becomes filled with flowers. Its called Switzerland of India.

Steeped in legends and myths, Tsomgo Lake is a spectacular attraction of Sikkim. The word Tsomgo consists of two words ‘...
22/09/2022

Steeped in legends and myths, Tsomgo Lake is a spectacular attraction of Sikkim. The word Tsomgo consists of two words ‘Tso’ meaning “lake” and ‘Mgo’ meaning “head” which when combined means ‘source of the lake’. Nestled at an altitude of 12,310 feet, the Lake remains frozen during winters. May is the month when spring comes in and the lake’s surroundings bloom with rhododendrons, several species of primulas, blue and yellow poppies and irises adding more beauty to the lake.

The North Eastern state of India is filled with an abundance of natural beauty. Sikkim is one such scenic state of the r...
22/09/2022

The North Eastern state of India is filled with an abundance of natural beauty. Sikkim is one such scenic state of the region. Located in the foothills of the Himalayas, the beauty of Sikkim is absolutely breathtaking. Snowcapped mountains, picturesque vistas, lakes, waterfalls and colorful valleys together form the beauty that is Sikkim.

Get ready to join our Sikkim - Gangtok - Lachung Package.

ফ্যামেলী ট্যুর প্যাকেজে গতকাল কাশ্মীরের পেহেলগামে আমাদের গ্রুপ। সবুজের আবেশে মোড়া  কাশ্মীরের সৌন্দর্য সৃষ্টি কর্তার অপার...
21/09/2022

ফ্যামেলী ট্যুর প্যাকেজে গতকাল কাশ্মীরের পেহেলগামে আমাদের গ্রুপ। সবুজের আবেশে মোড়া কাশ্মীরের সৌন্দর্য সৃষ্টি কর্তার অপার মহিমাকে মনে করিয়ে দিবে।

🔸 Our trip will start from Kolkata ✈️ - Srinagar ✈️- Kolkata ✈️🔸  7 Nights 8 days - BDT 58,000/- Only. 🔸 Date -23rd Apri...
31/08/2022

🔸 Our trip will start from Kolkata ✈️ - Srinagar ✈️- Kolkata ✈️
🔸 7 Nights 8 days - BDT 58,000/- Only.
🔸 Date -23rd April-th
April 2023.(রোজার ঈদের ২ দিন পর)
Hotel - 3 star category. Transportation - Foods.

Location -

1. Kolkata
2. Sri Nagar
3. Pahalgam
4. Sonamarg
5. Gulmarg
6. House boat
7. Shikara Ride

*All the prices are subjecting to Date & Booking
*** booking start now.
🔸 Our Office Address 🔸

🔸 Chittagong - Hill View R/A, Road No - 01, Probortok Circle,
Panchlaish, Chittagong.
🔸 Dhaka- 10/1 Iqbal Road, Mohammadpur, Dhaka, Dhaka Division,
Bangladesh
🔸 Phone & WhatsApp - 01971308316, 01703063331
Whatsapp- https://chat.whatsapp.com/FmNc6hqJeQqCU79ZfLkKVm
🔸 Email: [email protected]
🔸 Hurry up and book your spot, seats are very limited

ভূস্বর্গ বলে কথা! যেখানে এসে স্বয়ং মোগল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, পৃথিবীতে যদি কোনও স্বর্গ থাকে, তবে তা এখানেই আছে, এখা...
23/08/2022

ভূস্বর্গ বলে কথা! যেখানে এসে স্বয়ং মোগল সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, পৃথিবীতে যদি কোনও স্বর্গ থাকে, তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে।’ এমন জায়গায় কে না যেতে চায়?
কাশ্মীরের রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে কমপক্ষে তিনবার- বরফ, ফল ও ফুলের মৌসুমে। কাশ্মীর উপতক্যায় চারটি ঋতুর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়- শীত, বসন্ত, গ্রীষ্ম, শরৎ। তাই এবার বসন্তে টিউলিপ দেখতে আমরা যাচ্ছি কাশ্মীরে।
আমাদের সাথে আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করুন এবং আসল মূল্যে সেরা সেবা পান ✈️

🔸 Our trip will start from Kolkata - Srinagar - Kolkata
🔸 8 Days 7 Nights - BDT 60,000/- Only

* গ্রুপ ট্যুর "প্রতি মাসে" পাওয়া যাবে
* সকল মূল্য "তারিখ ও বুকিং" সাপেক্ষে
* শিক্ষার্থীদের জন্য বাজেট-বান্ধব প্যাকেজ
যেকোনো প্রশ্নের জন্য এবং আপনার স্পট বুক করতে -
আমাদের ইনবক্স করুন
.
আমাদের কল করুন @01917308316, +880 1703-063331
WhatsApp - use reference "Friends" https://chat.whatsapp.com/FmNc6hqJeQqCU79ZfLkKVm
.
আমাদের ইমেল করুন - [email protected]

Address

Hill View, R/A, Nasirabad, Panchlaish
Chittagong
4203

Telephone

+8801971308316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Link Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends Link Tourism:

Videos

Share

Category