Taleemul Hajj-তা'লিমুল হজ্জ্ব

Taleemul Hajj-তা'লিমুল হজ্জ্ব হজ্জ্ব ও ওমরা মুয়াল্লিম।

04/01/2025

রাসুল ﷺ গরু চড়িয়েছেন মর্মে আমাদের জানা নেই। হ্যাঁ তিনি সহ সকল নবীরা ছাগল চড়িয়েছেন বিশেষ শিক্ষার্জনের নিমিত্তে। যেমন কৃষিবিজ্ঞানীরা মাঠে চাষাবাদ না করলেও শিক্ষার্জনের তাগিদে হাতে কলমে ধানের চারা রোপণ ইত্যাদি করে থাকেন। কিন্তু তারা চাষি নয়। ঠিক আল্লাহ তায়ালাও ধৈর্যের শিক্ষা দেয়ার জন্য রাসুলদের মাধ্যমে ছাগল চড়ানোর কাজ নিয়েছেন।

সুতরাং রাসুল ﷺ এর ব্যাপারে "কাউ বয়" শব্দটি মিথ্যাচার। আর রাসুল ﷺ বলেছেন:

مَن كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

"যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম।"।(বুখারী, ১২৯১)

রাসুল ﷺ এর ব্যাপারে শব্দচয়নে
খুবই সতর্ক থাকা জরুরি। যাতে সামান্য পরিমাণ অসঙ্গতিপূর্ণ বা বেয়াদবিমূলক শব্দচয়ন হয়ে না যায়। আল্লাহ তায়ালা সাহাবায়ে কেরামকে সেই শিক্ষাই দিয়েছেন।

মদীনায় বসবাসকারী ইয়া.হুদীদের একটি দল ছিল অতিশয় দুষ্ট। তারা যখন রাসুল ﷺ এর সঙ্গে সাক্ষাত করত, তখন তাকে লক্ষ্য করে বলত ‘রাইনা’ (رَاعِنَا)। আরবীতে এর অর্থ ‘আমাদের প্রতি লক্ষ্য রাখুন’। এ হিসেবে শব্দটিতে কোনও দোষ নেই এবং এর মধ্যে বেআদবীরও কিছু নেই। কিন্তু ইয়া.হুদীদের ধর্মীয় ভাষা হিব্রুতে এরই কাছাকাছি একটি শব্দ অভিশাপ ও গালি অর্থে ব্যবহৃত হত। তাছাড়া এ শব্দটিকেই যদি “ع” এর দীর্ঘ উচ্চারণে পড়া হয়, তবে رَاعِيْنَا হয়ে যায়, যার অর্থ ‘আমাদের রাখাল’। মোটকথা ইয়া.হুদীদের আসল উদ্দেশ্য ছিল শব্দটিকে মন্দ অর্থে ব্যবহার করা। কিন্তু আরবীতে যেহেতু বাহ্যিকভাবে শব্দটিতে কোনও দোষ ছিল না, তাই কতিপয় সরলপ্রাণ মুসলিমও শব্দটি ব্যবহার করতে শুরু করে দেয়। এতে ইয়া.হুদীরা বড় খুশী হত এবং ভেতরে ভেতরে মুসলিমদের নিয়ে মজা করত। এজন্য আল্লাহ তায়ালা কুরআনের মধ্যে আয়াত নাজিল করেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَقُوۡلُوا انۡظُرۡنَا

"হে ঈমানদারগণ! (রাসুল ﷺ কে লক্ষ্য করে) ‘রা‘ইনা’ বলো না; বরং ‘উনজুরনা’ বলো।" (সুরা বাকারা ১০৪)

কুরআনের মধ্যে আল্লাহ তায়ালা রাসুল ﷺ এর ব্যাপারে শব্দচয়ন করার সুস্পষ্ট নীতিমালা শিক্ষা দেয়ার পরেও রাসুল ﷺ কে "কাউ বয়" বলা মারাত্মক অন্যায় এবং খুবই নিন্দনীয়। শ্রোতাদের সামনে স্মার্ট সাজার নামে এধরণের শব্দচয়ন অত্যন্ত গর্হিত কাজ। সুতরাং রাসুল ﷺ এর শানে যিনি এই নিন্দনীয় শব্দ ব্যবহার করেছেন তার উপর আবশ্যক হলো তাওবা করা। যদিও তার উদ্দেশ্য ভালো হোক না কেন।
কপি পোস্ট

03/01/2025

মক্কা মদিনায় হোটেল ভাড়া দ্বিগুন, দেশে প্রতি টিকেটে ২০-২৫হাজার বৃদ্ধি। ওমরাহ খরচ দিন দিন বৃদ্ধি হচ্ছে।

আলহামদুলিল্লাহ গাউছিয়া হজ গ্রুপের হাজিসাহেবদের কে নিয়ে পবিত্র মদিনা শরীফের মুসাফির হলাম।
02/01/2025

আলহামদুলিল্লাহ
গাউছিয়া হজ গ্রুপের হাজিসাহেবদের কে নিয়ে পবিত্র মদিনা শরীফের মুসাফির হলাম।

01/01/2025

طلع هلال رجب
اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان

31/12/2024
30/12/2024

বাবা ভাইয়ের সামনে গেঞ্জি পরা মেয়ে, আর মা বোনের সামনে হাফপ্যান্ট পরা ছেলে
দুটোই নি'র্লজ্জ ও বে'হায়া। এরা সমাজের কিট।

23/12/2024

خُدایا بحقِ بنی فاطمہ
کہ برِ قولِ ایماں کُنی خاتمہ
হে আল্লাহ! হযরত ফাতেমা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহার আওলাদের সদকায়
আমার জিবনের সমাপ্তিটা ঈমানের সহিত করিও। আমীন।

21/12/2024

দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, উপহাস করে, অবমাননা করে তারা নিঃসন্দেহে কাফের। মুফতি কাজী আল্লামা আব্দুল ওয়াজেদ সাহেব।
JASAM SHORIF

16/12/2024

হজ্বের মোয়াল্লেম ফি চারগুণ বৃদ্ধি ও বিমানভাড়া দ্বিগুণের বেশি হওয়ায় মুল নিবন্ধন ধীরগতি এবং কোটা পূর্ণ হয়নি অর্ধেকের ও বেশি! সাধারণ মুসল্লীরা ফরজ হজ্বের পরিবর্তে নফল উমরাহ'য় ঝুঁকছে।

11/12/2024

নারায়ে তাকবির আল্লাহু আকবার
নারায়ে রেসালাত ইয়া রসুলআল্লাহ( দ: )∆
নারায়ে গাউছিয়া ইয়া গাউছুল আজম দোস্তগীর।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জিন্দাবাদ জিন্দাবাদ।

A শিয়াদের টার্গেট জামেয়া
∆খারেজীদের টার্গেট জামেয়া
∆ওয়াহাবীদের টার্গেট জামেয়া
∆হেফাজতিদের টার্গেট জামেয়া
∆ স্বাধীনতাবিরোধীদের টার্গেট জামেয়া
∆ আহলে হাদীসদের টার্গেট জামেয়া
∆বালাকোটিদের টার্গেট জামেয়া
∆মুনাফিকদের টার্গেট জামেয়া
∆ভন্ড পীরের টার্গেট জামেয়া

❝জামেয়া সমস্ত আউলিয়া কেরামের পক্ষ হতে আমানত ও হযরত নূহ (আ.)'র কিস্তি তুল্য। প্রিয় নবী সৈয়্যদুল মুরসালীন ﷺ'র ইজ্জত-সম্মানের সদকায় কিয়ামত পর্যন্ত এ জামেয়া দিনদিন উন্নতি লাভ করতে থাকবে।❞

-গাউসে জমান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.)

JASAM SHORIF
10/12/2024

JASAM SHORIF

04/12/2024

নারায়ে রেসালাত......

Gaoucia Hajj Group এর হাজিসাহেবদের সেবা দিয়ে ১মাস ৬দিন পরে desher🌹উদ্দেশ্যে রওয়ানা holam❤️।
08/11/2024

Gaoucia Hajj Group এর হাজিসাহেবদের সেবা দিয়ে ১মাস ৬দিন পরে desher🌹উদ্দেশ্যে রওয়ানা holam❤️।

Gaoucia Hajj Group 01631953449
04/11/2024

Gaoucia Hajj Group
01631953449

02/11/2024

রাতের মদিনা শরীফ। 02.11.24

Address

Gaoucia Hajj Group, Muradpur
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Taleemul Hajj-তা'লিমুল হজ্জ্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taleemul Hajj-তা'লিমুল হজ্জ্ব:

Videos

Share