04/01/2025
রাসুল ﷺ গরু চড়িয়েছেন মর্মে আমাদের জানা নেই। হ্যাঁ তিনি সহ সকল নবীরা ছাগল চড়িয়েছেন বিশেষ শিক্ষার্জনের নিমিত্তে। যেমন কৃষিবিজ্ঞানীরা মাঠে চাষাবাদ না করলেও শিক্ষার্জনের তাগিদে হাতে কলমে ধানের চারা রোপণ ইত্যাদি করে থাকেন। কিন্তু তারা চাষি নয়। ঠিক আল্লাহ তায়ালাও ধৈর্যের শিক্ষা দেয়ার জন্য রাসুলদের মাধ্যমে ছাগল চড়ানোর কাজ নিয়েছেন।
সুতরাং রাসুল ﷺ এর ব্যাপারে "কাউ বয়" শব্দটি মিথ্যাচার। আর রাসুল ﷺ বলেছেন:
مَن كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
"যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম।"।(বুখারী, ১২৯১)
রাসুল ﷺ এর ব্যাপারে শব্দচয়নে
খুবই সতর্ক থাকা জরুরি। যাতে সামান্য পরিমাণ অসঙ্গতিপূর্ণ বা বেয়াদবিমূলক শব্দচয়ন হয়ে না যায়। আল্লাহ তায়ালা সাহাবায়ে কেরামকে সেই শিক্ষাই দিয়েছেন।
মদীনায় বসবাসকারী ইয়া.হুদীদের একটি দল ছিল অতিশয় দুষ্ট। তারা যখন রাসুল ﷺ এর সঙ্গে সাক্ষাত করত, তখন তাকে লক্ষ্য করে বলত ‘রাইনা’ (رَاعِنَا)। আরবীতে এর অর্থ ‘আমাদের প্রতি লক্ষ্য রাখুন’। এ হিসেবে শব্দটিতে কোনও দোষ নেই এবং এর মধ্যে বেআদবীরও কিছু নেই। কিন্তু ইয়া.হুদীদের ধর্মীয় ভাষা হিব্রুতে এরই কাছাকাছি একটি শব্দ অভিশাপ ও গালি অর্থে ব্যবহৃত হত। তাছাড়া এ শব্দটিকেই যদি “ع” এর দীর্ঘ উচ্চারণে পড়া হয়, তবে رَاعِيْنَا হয়ে যায়, যার অর্থ ‘আমাদের রাখাল’। মোটকথা ইয়া.হুদীদের আসল উদ্দেশ্য ছিল শব্দটিকে মন্দ অর্থে ব্যবহার করা। কিন্তু আরবীতে যেহেতু বাহ্যিকভাবে শব্দটিতে কোনও দোষ ছিল না, তাই কতিপয় সরলপ্রাণ মুসলিমও শব্দটি ব্যবহার করতে শুরু করে দেয়। এতে ইয়া.হুদীরা বড় খুশী হত এবং ভেতরে ভেতরে মুসলিমদের নিয়ে মজা করত। এজন্য আল্লাহ তায়ালা কুরআনের মধ্যে আয়াত নাজিল করেন।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَقُوۡلُوا انۡظُرۡنَا
"হে ঈমানদারগণ! (রাসুল ﷺ কে লক্ষ্য করে) ‘রা‘ইনা’ বলো না; বরং ‘উনজুরনা’ বলো।" (সুরা বাকারা ১০৪)
কুরআনের মধ্যে আল্লাহ তায়ালা রাসুল ﷺ এর ব্যাপারে শব্দচয়ন করার সুস্পষ্ট নীতিমালা শিক্ষা দেয়ার পরেও রাসুল ﷺ কে "কাউ বয়" বলা মারাত্মক অন্যায় এবং খুবই নিন্দনীয়। শ্রোতাদের সামনে স্মার্ট সাজার নামে এধরণের শব্দচয়ন অত্যন্ত গর্হিত কাজ। সুতরাং রাসুল ﷺ এর শানে যিনি এই নিন্দনীয় শব্দ ব্যবহার করেছেন তার উপর আবশ্যক হলো তাওবা করা। যদিও তার উদ্দেশ্য ভালো হোক না কেন।
কপি পোস্ট