Chandmama

Chandmama Young Entrepreneurs Connecting Hub To Connect Bangladesh.

চাঁদ মামা সম্পর্কে কিছু কথা-

প্রস্নঃ চাঁদমামা কি এবং চাঁদমামা’র কাজ কি?
উত্তরঃ চাঁদমামা একটা পাবলিক লিমিটেড অর্গানাইজেশন।অনেক গুলো ভিন্নধর্মী আইডিয়ার সম্মিলিত রূপ হচ্ছে চাঁদমামা। চাঁদমামা সামাজিক কাজ থেকে শুরু করে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করবে। বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে একজন করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে এবং সারা দেশকে কানেক্ট করার মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ করার

লক্ষ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে চাঁদমামা অপরিসীম ভুমিকা রাখবে। প্রতিটি গ্রামের নামে একটি করে ওয়েবসাইট তৈরি করা হবে যেখানে ঐ গ্রামের সবরকমের তথ্য থেকে শুরু করে ঐ গ্রামের খবর গুলো তুলে নিয়ে আসবে গ্রামের উদ্যোক্তারা। গ্রামের প্রতিটি উদ্যোক্তা এই ওয়েব-সাইটকে ভিত্তি করে গ্রামের মানুষকে সেবা প্রদানের মাধ্যমে আয় করতে পারবেন।
যেমনঃ বিজ্ঞাপন, অনলাইনে পন্য বিক্রয়, ভ্রমন প্যাকেজ, বাস, ট্রেন, প্লেনের ই-টিকেট, তথ্য, খবর, সার্ভে, পণ্য এবং ব্র্যান্ড মার্কেটিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি আরও বিভিন্ন রকমের আয় করার সুযোগ আছে। বাংলাদেশে মোট ৮৭,১৯১(সাতাশি হাজার একশত একানব্বই) টি গ্রাম, ৪,৫৫০ (চার হাজার পাঁচ শত পঞ্চাশ) টি ইউনিয়ন, ৫৬০ (পাঁচ শত ষাট)টি থানা, ৬৪ (চৌষাট্টি)টি জেলা, ৮ (আট) টি বিভাগ রয়েছে।প্রতিটি স্থানে মাত্র ১জন করে উদ্যোক্তা নিয়ে চাঁদমামা এগিয়ে যাবে।

চাঁদমামার সামাজিক কাজঃ-
• চাঁদমামা’র উদ্যোক্তারা প্রতিটি গ্রামের স্বেচ্ছাই রক্ত দাতার নাম লিপিবদ্ধ করে একটা ওয়েবসাইটের মাধ্যমে তা জন-সাধারণের জন্য উম্মুক্ত করে রক্তের প্রয়োজনীয়তা বা অভাব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে। যেমনঃ বাংলাদেশে বছরে ৯ (নয়) লক্ষ ব্যাগ রক্তের দরকার। প্রতিটি গ্রামে ১০০ (একশ) জন করে রক্তদাতা লিপিবদ্ধ হলে সারা বাংলাদেশে প্রায় ১ (এক) কোটি রক্তদাতার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি লিপিবদ্ধ করা হবে।ফলে যেকোন সময়, যেকোন স্থানে রোগীর জন্য রক্ত ব্যবস্থা করা সহজ হবে।
• বয়স্ক শিক্ষা প্রদান। চাঁদ মামার উদ্যোক্তারা প্রতিটি গ্রামে ১০ জন করে বয়স্ক মানুষকে স্বাক্ষরতা বা শিক্ষা প্রদানের দায়িত্ব নিলেই সারাদেশে প্রায় ১০ লক্ষ বয়স্ক শিক্ষিত বাড়বে।
• বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়ে গ্রামের উদ্যোক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে ভুমিকা রাখবে।
• জন সচেতনতা মূলক কাজ করে গ্রামের মানুষকে সচেতন করতে উদ্যোক্তারা অনেক বেশি ভুমিকা রাখতে পারবে। যেমনঃ বাল্য বিবাহ, যৌতুক, এসিড নিক্ষেপ, কুসংস্কার ইত্যাদি।
• পথ শিশুরাই একটা দেশের বোঝা এবং এদের মাধ্যমেই দেশের বেশির ভাগ সন্ত্রাসী, খুন, রাহাজানি, ছিনতাই, মাদক চোরাচালান ইত্যাদি সংঘটিত হয় । বাংলাদেশের সকল পথ শিশুদেরকে পযায়ক্রমে জেলা ভিত্তিক পুর্নবাসনের মাধ্যমে থাকা, খাওয়া, পড়া-লেখা ইত্যাদির দায়িত্ব চাঁদমামা নিবে।ফলে দেশ এবং বহিঃরবিশ্বের দাতা সংস্থা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
• প্রতিটি গ্রাম থেকে ১০ (দশ) জন করে স্বেচ্ছাসেবক তৈরি করতে পারলেই পরিষ্কার কর্মসূচি থেকে শুরু করে জন-সচেতনতা মূলক অনেক কাজ করা সম্ভব।




চাঁদমামা’র বিভিন্ন প্রকল্প সমুহঃ-
বাংলাদেশের তথ্য ভান্ডার-প্রতিটি গ্রামের নামে যে ওয়েব-সাইট দেওয়া হবে সেখানে ৮৯ (ঊননব্বই) ধরনের তথ্য চাওয়া হয়েছে, যা উদ্যোক্তারা লিপিবদ্ধ করলে ঐ গ্রাম সম্পর্কে জানার আর কিছুই বাকি থাকবে না। অর্থাৎ একটি গ্রামের সব রকমের তথ্য দিয়ে ঐ গ্রামের ওয়েব-সাইট সাজানো হবে। ফলে ডিজিটাল বাংলাদেশের জন্য অগ্রণী ভূমিকা রাখবে চাঁদমামা ।
অনলাইন নিউজ পোর্টাল- প্রতিটি গ্রামের উদ্যোক্তা তাদের গ্রামের ছোট বড় সকল খবর তাদের গ্রাম ওয়েব-সাইটে পোস্ট করলে সারা বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৫ (পাঁচ) লক্ষ খবর চাঁদমামা ওয়েব-সাইটে আসবে । সেখান থেকে বাছাই করা খবর নিয়ে প্রচার করা হবে অনলাইন নিউজ পোর্টাল। বাংলাদেশের প্রতিটি গ্রামের খবর নিয়ে এই প্রথম সারা বাংলাদেশের ১০০% খবর সংগ্রহে সবচাইতে মানসম্পন্ন অনলাইন নিউজ পোর্টাল হবে চাঁদমামাডটনিউজ (WWW.CHANDMAMA.NEWS)। কারণ বাংলাদেশের কোন মিডিয়া ৫৬০ (পাঁচ শত ষাট) টি থানা পর্যায়ে ও প্রতিনিধি দিতে পারে নাই।
দৈনিক চাঁদমামা- অনলাইন নিউজ পোর্টাল এর পরেই চাঁদমামা রূপ নিবে দৈনিক চাঁদমামা হিসেবে । কারন আমরাই ১০০% খবর সংগ্রহ করি। তাই আমরাই সবচাইতে মানসম্পন্ন দৈনিক।
চাঁদমামা এফএম নিউজ রেডিও –একই সংবাদ দিয়ে এফএম নিউজ রেডিও ২৪ ঘণ্টা খবর প্রচার করে দেশবাসীর কাছে সহজেই জনপ্রিয় হয়ে উঠবে।
চাঁদমামা টিভি- ২৪ঘণ্টার খবরের টিভি চ্যানেল এর আসল স্বাদ এখনো বাংলাদেশে পাওয়া যায় না, কারন ২৪ঘণ্টার খবরের সংগ্রহে সব মিডিয়া অপারগ। তাই আমরাই পারব ২৪ঘণ্টার খবরের আসল স্বাদ বাংলাদেশবাসীকে দিতে।
মোবাইল মানি সার্ভিস- দেশের অন্যান্য মোবাইল মানি সার্ভিস এর মত আমাদেরও একটা(এক্যাশ/সিক্যাশ)সম্ভাব্য নামের মোবাইল মানি এর প্রকল্প ডিজাইন করা আছে। যা দেশের বাহিরের একটি সংস্থার অনুদান পাওয়ার প্রেক্ষিতে শুরু করা হবে।
মার্কেটপ্লেস সাইট – আমাদের মার্কেটপ্লেস এর নাম বেচেদেনডটকম (WWW.BECHEDEN.COM) যা বাংলাদেশের অন্যান্য মার্কেটপ্লেস এর মধ্যে অন্যতম হবে।
অনলাইন ফুড সার্ভিস/মেডিক্যাল সার্ভিস-সারা বাংলাদেশে অনলাইন খাবার এবং মেডিক্যাল সার্ভিস দিয়ে চাঁদমামা খুবই দ্রুত পরিচিত হয়ে ওঠবে।
অনলাইন সুপারশপ- অনলাইনে সকল ধরনের পণ্য বিক্রয় এবং ডেলিভারি সার্ভিসে চাঁদমামা এক নতুন মাত্রা যোগ করবে।
চাঁদমামা ই-কুরিয়ার – নিজের ঘরে/অফিসে বসেই আপনার ডকুমেন্ট, পণ্য ইত্যাদি বুকিং করে পাঁঠাতে পারেন আপনার প্রিয়জনের কাছে দেশের যেকোন প্রান্তে। কারণ সারা বাংলাদেশ আমাদের কাভারেজ এর আওতায়।
অনলাইন সি ই-মেইল সার্ভিস, সি ভিডিও চ্যানেল, সার্চইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি সকল প্রকারের অনলাইন সার্ভিস বাংলাদেশে দিতে প্রস্তুত চাঁদমামা।
পণ্য এবং ব্র্যান্ড মার্কেটিং- দেশের এবং দেশের বাহিরের অনেক পণ্য এবং ব্র্যান্ড কোম্পানি মার্কেটিং এর জন্য অনেক বেশি টাকা খরচ করে।আমরা প্রতিটি গ্রামে ১ (এক) মাসে ১০০ (একশ) জন মানুষের কাছে এসব পণ্য এবং ব্র্যান্ডের ওরাল/মুখে মার্কেটিং করলে অনেক বেশি ফলাফল পাওয়া যাবে। প্রতিদিন ৩ জন করে প্রতি গ্রামে মার্কেটিং করে তাদের থেকে নাম, মোবাইল নাম্বার, মেইল ঠিকানা নিয়ে নিলে মাসে ১০০ জন হয়। সারা বাংলাদেশে ১ কোটি গ্রাহকের কাছে ১ মাসে যেকোন পণ্যের বা ব্র্যান্ডের মার্কেটিং করে উদ্যোক্তারা অনেক বেশি আয় করতে পারবে।
পণ্য আমদানী- চাঁদমামা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিদেশ থেকে আমাদানী করবে এবং উদ্যোক্তাদের মাধ্যমে তা বাজার জাতকরন করবে।ফলে এই খাত থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারব।

পণ্য শিল্প গড়ে তোলা- অবশেষে আমরা পণ্য শিল্পে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে এবং নিজেরাই পণ্যের ভোক্তা হিসেবে ভাল একটা অবস্থান তৈরি করতে পারব।

প্রস্নঃ চাঁদমামা নাম করণ কেন?
উত্তরঃ ২ বছরের বাচ্চা থেকে শুরু করে সকলের কাছে মনে থাকার মত একমাত্র বাংলা শব্দ হল চাঁদমামা । চাঁদের নিজস্ব কোন আলো নাই সূর্যের আলো নিয়েই চাঁদ পৃথিবীকে আলোকিত করে। আমাদের এই অর্গানাইজেশন এর সকল উদ্যোক্তারা হলেন সূর্য যাদের আলোতে আলোকিত হয়ে আবার তাদেরকেই আলোকিত করার পত্যয় নিয়ে কাজ করছে চাঁদমামা।

07/10/2023
"যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তা...
03/09/2018

"যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।"

চাঁদমামার সকল উদ্যোক্তাদের জানাই ইদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং ইদ মোবারক।  Fazlur Rahaman RabiCo-Founder & COO (Chandm...
22/08/2018

চাঁদমামার সকল উদ্যোক্তাদের জানাই ইদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং ইদ মোবারক।

Fazlur Rahaman Rabi
Co-Founder & COO (Chandmama BD Limited)

কুরবানির শিক্ষা হল - ত্যাগ,কিন্তু এই ত্যাগ অনেক প্রকারের।যেমন আল্লাহর আনুগত্য স্বীকার করতে গিয়ে মনের ভেতর জমে থাকা অহংকা...
21/08/2018

কুরবানির শিক্ষা হল - ত্যাগ,কিন্তু এই ত্যাগ অনেক প্রকারের।যেমন আল্লাহর আনুগত্য স্বীকার করতে গিয়ে মনের ভেতর জমে থাকা অহংকার (যা একমাত্র আল্লাহর ভূষণ) সহ মনের পশুত্ব,হিংসা,দ্বন্দ্ব,মনোমালিন্য, কৃপণতা,অলসতা,লোভ-লালসা,আত্বগরিমা,কুবুদ্ধি,শঠতা,মিথ্যা,ভেদাভেদ, স্বার্থপরতা ও সকল ধরনের খারাপ কাজকে ত্যাগ দেওয়ার নির্দেশনা স্বরূপ এই কুরবানি পালন করলেই মানব সমাজে বিরাজমান তথাকথিত সমস্যা সমূহের অস্থিত্ব থাকবে না।ফলে এই পৃথিবী অনেক সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে। ত্যাগ অনেক মহিমান্বিত বিষয় এবং ত্যাগের এই মহিমান্বিত বিষয়কে ধারণ করার জন্য আল্লাহ্‌ কুরবানির নির্দেশ দিয়েছেন।

ত্যাগের মহিমা ছাড়া দুনিয়ায় বড় কিছু হয়নি,কখনো হবেও না । কুরবানি অর্থ Sacrifice বা ত্যাগ স্বীকার । এর আর একটি অর্থ-নৈকট্য লাভ - অর্থাৎ ত্যাগ স্বীকারের মাধ্যমেই নৈকট্য লাভ সম্ভব বিধায় একে বলা হয় কোরবানি। মানব সমাজেও এ নৈকট্য মূলত ত্যাগ স্বীকারের মাধ্যমেই অর্জিত হয় । মাতা-পিতা,স্বামী-স্ত্রী, ভাইবোন সকলের নৈকট্যের মূলে রয়েছে ত্যাগের মনোবৃত্তি । আমাদের বৈষয়িক জিবনে সাফল্যও ত্যাগ ও কোরবানির বিনিময়েই সম্ভব। যে শিক্ষার্থী নিজের আরাম আয়েশ ত্যাগ করে রাত জেগে লেখাপড়া করে সাফল্য তার কাছেই ধরা দেয়। ব্যাবসা বানিজ্য, রাজনীতি,চাষাবাদ,চাকুরি-সকল ক্ষেত্রে একিই অবস্থা। এ পৃথিবীতে ত্যাগ স্বীকারের মানদণ্ডে মানুষকে মূল্যায়ন করা হয়। আল্লাহর সাথে মানুষের সম্পর্কটাও ত্যাগের মানদণ্ডেই নির্ণীত হয় । আল্লাহর নিষিদ্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা ও তাঁর হুকুম পালনেও ত্যাগ অপরিহার্য । এমনকি মুসলমান হওয়ার জন্য প্রাথমিক শর্ত নামাজ ও রোজার মত ইবাদতও ত্যাগ ও ধৈর্য ছাড়া সম্ভব নয়। আরও নৈকট্য লাভের জন্য তাহাজ্জুদের নামাজ এবং দুঃস্থ মানুষ ও আল্লাহর দ্বীনের প্রয়োজনে অকাতরে নিজের ধন সম্পদ ব্যয় করা তাঁর গোলাম ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব । এ দায়িত্ব নিজে যেমন পালন করবে তেমনি সকল মানব গোষ্ঠী যাতে মেনে চলতে পারে সেই চেষ্টা করবে। মানুষ যাতে আল্লাহর বিধান মেনে চলতে পারে সেজন্য নিয়ম মাফিক বিধান বলে দিয়েছেন । আদম(আঃ)কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে- যারা তা অনুসরণ করবে তাদের কোন ভয় নেই”-সুরা আল বাকারা-৩৮। সাথে সাথে সতর্কও করে দেন যে, “শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু” –বাকারা ১৬৮। পৃথিবীতে ২টি পথ রয়েছে।।১টি ঈমানদারদের পথ –অর্থাৎ জান্নাতের পথ । ২য়টি শয়তানের অনুসারী কাফেরদের পথ- অর্থাৎ জাহান্নামের পথ। এজন্য পৃথিবীতে হক ও বাতিলের চিরন্তন দন্দ লেগেই আছে। কুরবানি মানব সমাজে সবসময়ই কোন না কোন ভাবে চালু ছিল । হিন্দু সমাজেও বলি দান প্রথা চালু আছে। মুসলমানদের কোরবানি প্রথা হজরত ইব্রাহিম(আঃ) ও তাঁর পরিবারের চরম আত্মত্যাগের স্মরণ হিসেবে চলে আসছে বহু বছর আগে । আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে ইব্রাহিম (আঃ) তাঁর আদরের প্রিয় সন্তান ইসমাইল (আঃ)কে কোরবানি করার উদ্দেশ্যে তার গলায় ছুড়ি চালাচ্ছিলেন তখন আল্লাহতালা তাঁর ছুড়ির নিচে ১টি জন্তু রেখে ইসমাইলকে সরিয়ে নিলেন । ইব্রাহিম (আঃ) আল্লাহর নির্দেশ ঠিকঠাক ভাবে পালন করে চোখ খুলে দেখেন তাঁর আদরের সন্তান তাঁর পাশে দাঁড়িয়ে । আর কুরবানি হয়েছে ১টি পশু। আল্লাহর আনুগত্যের জন্য এ ত্যাগের কথা স্মরণ হিসেবে কিয়ামত পর্যন্ত তিনি পশু কুরবানি জারী করে দেন । তিনি কুরআনের ভাষায় জানিয়েছেন -“অনাগত মানুষদের জন্য এ বিধান চালু রেখে তাঁর স্মরণ আমি অব্যাহত রাখলাম । শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি”- সুরা আস সাফফাত-১০৮-১০৯।আল্লাহ্‌ বলেন,”কুরবানির পশুর গোস্ত ও তার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া বা আল্লাহ্‌ ভীতি । তিনি দেখেন বান্দার ঐকান্তিকতা ও একাগ্রতা । তাই আমাদেরও উচিত আল্লাহর নির্দেশ পালন করে তাকে খুশী করার চেষ্টা করা ,তাতে যদি দুনিয়ার কেহ অসন্তোষ হয় তার দিকে গুরুত্ব না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমরা প্রয়োজনে সব কিছু ত্যাগ করতে পারি এবং তাঁর নির্দেশ ও আনুগত্য যেন ঠিক ভাবে করতে পারি,আমিন।

চাঁদমামা বাংলাদেশের একমাত্র উদ্যোক্তা ভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে সকল উদ্যোক্তা প্রতিনিয়ত ত্যাগের মহিমা ধারণ করে এগিয়ে যাচ্ছি। এত বিশাল উদ্যোক্তা ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে গিয়ে সকল উদ্যোক্তা প্রতিনিয়ত নিজেদের সময়,শ্রম ও মেধা ত্যাগ স্বীকার করেই যাচ্ছি। দুঃসাহসিক এই অভিযানে ত্যাগ স্বীকারকারী সকল উদ্যোক্তাগণকে চাঁদমামা পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালবাসা। ইনশাআল্লাহ, হাজারো উদ্যোক্তার ত্যাগের বিনিময়ে চাঁদমামা বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে সফলতার সীমানা অসীম।

06/04/2018

চলছে চাঁদমামা ফেনী জেলা মিটআপ। হোটেল রেডিক্স এ ফেনী জেলা কতৃক আয়োজিত প্রোগ্রামে উপস্থিত আছেন চাঁদমামার সিইও জনাব Abdur Rashid Sohag সিএফও জনাব Sohel Arman , সোশাল কো-অর্ডিনেটর জনাব HM Tareq Aziz, চট্রগ্রাম বিভাগীয় প্রধান জনাব Mahedy Hasan , ফেনী জেলা প্রধান জনাব Muhammad Sharafat Hossain Shahid , নোয়াখালী জেলা প্রধান Md Abdullah AL Mamun 😍

একটি জরুরী বার্তা * বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৫ সাল থেকে সারা বাংলাদে...
16/03/2018

একটি জরুরী বার্তা *

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৫ সাল থেকে সারা বাংলাদেশে কাজ করে আসছে উদ্যোক্তামুখী ফ্লাটফর্ম চাঁদমামা বিডি লিমিটেড। যা এখন বাংলাদেশে সবচাইতে বড় উদ্যোক্তামুখী ফ্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে । বর্তমানে তরুণদের আস্তা, বিশ্বাস এবং ভালোবাসার একটি বড় পরিবার গঠন করতে সক্ষম হয়েছে চাঁদমামা। কোন স্টার্ট আপ কোম্পানি এতো অল্প সময়ে এতো বড় সফলতা নিতে আসতে পারে নাই, যেটি বর্তমানে বাংলাদেশে ইতিহাস গড়ার পথে।
আপনারা অবগত আছেন যে, চাঁদমামা সম্পূর্ণ আইডিয়া ভিত্তিক একটি ফ্লাটফর্ম। যেহেতু চাঁদমামার এই আইডিয়া গুলো উন্মুক্ত তাই যে কেউ আইডিয়া কপি করতে পারে এবং অনেকে চাঁদমামার আইডিয়ার একটা দুই টা প্রজেক্টকে কপি করে বেশিদিন কার্যক্রম চলমান রাখতে পারে নাই। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে । যেহেতু চাঁদমামার লক্ষ একটি বেকার মুক্ত বাংলাদেশ গড়ার তাই চাঁদমামা সব সময় উক্ত ব্যক্তিদের সুযোগ দিয়ে গেছেন এবং মাথা উচু করে আপনাদের সাথে কাজ করে যাচ্ছে।

অত্যন্ত আপসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটি কুচক্র মহল চাঁদমামার সফলতায় হিংসাপরায়ণ হয়ে বর্তমানে বিভিন্ন উদ্যোক্তাদের ফেসবুক ইনবক্সে বিভ্রান্ত মূলক এসএমএস দিয়ে যাচ্ছেন, যা বর্তমানে চাঁদমামার উদীয়মান উদ্যোক্তাদের চাঁদমামা সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে। মূলত চাঁদমামার সফলতাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টায় এই সব কার্যক্রম চালিয়ে থাকে উক্ত ব্যক্তিবর্গ।

চাঁদমামার সকল উদ্যোক্তদের প্রতি অনুরোধ থাকবে আপনারা উক্ত ব্যাক্তিদের সম্পর্কে সচেতন হোন। চাঁদমামাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাঁদমামা সম্পর্কে আরো ভালভাবে জানুন এবং আরো ত্যাগী হোন।

একটি জরুরী বার্তা * বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৫ সাল থেকে সারা বাংলাদে...
15/03/2018

একটি জরুরী বার্তা *
বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও বেকার মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৫ সাল থেকে সারা বাংলাদেশে কাজ করে আসছে উদ্যোক্তামুখী ফ্লাটফর্ম চাঁদমামা বিডি লিমিটেড। যা এখন বাংলাদেশে সবচাইতে বড় উদ্যোক্তামুখী ফ্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে ।
বর্তমানে তরুণদের আস্তা, বিশ্বাস এবং ভালোবাসার একটি বড় পরিবার গঠন করতে সক্ষম হয়েছে চাঁদমামা। কোন স্টার্ট আপ কোম্পানি এতো অল্প সময়ে এতো বড় সফলতা নিতে আসতে পারে নাই, যেটি বর্তমানে বাংলাদেশে ইতিহাস গড়ার পথে।
আপনারা অবগত আছেন যে, চাঁদমামা সম্পূর্ণ আইডিয়া ভিত্তিক একটি ফ্লাটফর্ম। যেহেতু চাঁদমামার এই আইডিয়া গুলো উন্মুক্ত তাই যে কেউ আইডিয়া কপি করতে পারে এবং অনেকে চাঁদমামার আইডিয়ার একটা দুই টা প্রজেক্টকে কপি করে বেশিদিন কার্যক্রম চলমান রাখতে পারে নাই। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে ।
যেহেতু চাঁদমামার লক্ষ একটি বেকার মুক্ত বাংলাদেশ গড়ার তাই চাঁদমামা সব সময় উক্ত ব্যক্তিদের সুযোগ দিয়ে গেছেন এবং মাথা উচু করে আপনাদের সাথে কাজ করে যাচ্ছে।
অত্যন্ত আপসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটি কুচক্র মহল চাঁদমামার সফলতায় হিংসাপরায়ণ হয়ে বর্তমানে বিভিন্ন উদ্যোক্তাদের বিভ্রান্ত মূলক এসএমএস দিয়ে যাচ্ছেন, যা বর্তমানে চাঁদমামার উদীয়মান উদ্যোক্তাদের চাঁদমামা সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে। মূলত চাঁদমামার সফলতাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টায় এই সব কার্যক্রম চালিয়ে থাকে উক্ত ব্যক্তিবর্গ।
চাঁদমামার সকল উদ্যোক্তদের প্রতি অনুরোধ আপনারা উক্ত ব্যাক্তিদের সম্পর্কে সচেতন হোন। চাঁদমামাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাঁদমামা সম্পর্কে আরো ভালভাবে জানুন এবং আরো ত্যাগী হোন।
ধন্যবাদ সবাইকে

আজ ১২ মার্চ । বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি Tapash Kumar Pal , একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দে...
12/03/2018

আজ ১২ মার্চ । বিশেষ কোনো দিন নয়। তবে একজনের জন্য দিনটি বিশেষ। তিনি Tapash Kumar Pal , একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করেন। প্রচণ্ড আশাবাদী এক মানুষ। তাঁর জীবন-অভিধানে হতাশা শব্দটি নেই।

পেশা তাঁর শিক্ষকতা হলেও নেশা উদ্যোক্তা । শিক্ষকতা ও উদ্যোক্তা - উভয় ক্ষেত্রেই তিনি সমান খ্যাতি অর্জন করেছেন। ছাত্রদের শিক্ষিত করার পাশপাশি চাঁদমামা পরিবারের উদ্যোক্তাদের জন্য অক্লান্ত পরিশ্রম নিয়মিত উপজেলা প্রধান হিসাবে চাঁদমামাতে যুক্ত হলেও তিনি এখন চাঁদ মামার একজন সফল বিভাগীয় প্রধান । হ্যাঁ। তিনি আমাদের সকলের জনাব Tapash Kumar Pal

আজ তাঁর জন্মদিন। এই দিনেই তিনি এসেছিলেন তাঁর ও তাঁর পারিপার্শ্বিকতাকে আলোকিত করতে। আলোকিত করেছেন, করছেন এবং করবেন।

শুভ জন্মদিন Tapash Kumar Pall স্যার । আজকের এই দিনের সব ফুল আপনার জন্য, সব আনন্দ-সব হাসি আপনার। চাঁদ মামা পরিবারের পক্ষ থেকে সব ভালোবাসা আর শ্রদ্ধা-মেশানো শুভকামনা আপনার জন্য। চাঁদমামা পরিবারেরকে দেওয়া আপনার ভালোবাসার প্রতি চাঁদমামা পরিবার কৃতজ্ঞ। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন আর উদ্যোক্তাদের পাশের থাকুন।

সপ্নের ফেরিওয়ালা সপ্ন ফেরি করে আসলেন সুদূর নেপালে ।কি দিয়ে আসলেন ? আর কি নিয়ে আসলেন ?হাজার হাজার তরুন যাকে প্রতিনিয়ত ফলো...
22/02/2018

সপ্নের ফেরিওয়ালা সপ্ন ফেরি করে আসলেন সুদূর নেপালে ।
কি দিয়ে আসলেন ? আর কি নিয়ে আসলেন ?
হাজার হাজার তরুন যাকে প্রতিনিয়ত ফলো করেন তাকে নিয়ে সকলের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক । সকলের এই আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবন করেছেন চাঁদমামা এর আইডিয়া ক্রিয়েটর , প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব আব্দুর রশিদ সোহাগ । নেপাল ট্যুরে তার পাওয়া, তার অনুভূতি সকল কিছু তিনি তার সপ্নযাত্রীদের সাথে ভাগ করে নিতে চান । আর সেই চাওয়া থেকে ২৩/০২/১৮ খ্রিঃ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় তার নিজস্ব ফেসবুক আইডি( Abdur Rashid Sohag) থেকে লাইভ কথোপোকন এর মাধ্যমে নেপাল যাত্রায় তিনি তার সকল পাওয়া ও অনুভূতি শেয়ার করবেন । আমাদের সকল উদ্যোক্তা ও শুভানুধ্যিদের উক্ত লাইভ কথোপোকন দেখার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে । সেই সাথে কমেন্ট বক্স এ আপনার মুল্যবান কমেন্টের মাধ্যমে উক্ত কথোপোকন এ অংশগ্রহন করার জন্যও আমন্ত্রন রইল । ধন্যবাদ ।

আলহামদুলিল্লাহ্‌ নেপাল ইয়ুথ কাউন্সিল কর্তৃক আয়োজিত ২য় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট এবং গ্লোবাল ইয়ুথ সামিট সফল ভাবে শেষ করে ...
20/02/2018

আলহামদুলিল্লাহ্‌

নেপাল ইয়ুথ কাউন্সিল কর্তৃক আয়োজিত ২য় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট এবং গ্লোবাল ইয়ুথ সামিট সফল ভাবে শেষ করে বাংলাদেশের তরুণদের স্বপ্ন দ্রষ্টা চাঁদমামা বিডি লিঃ এর ফাউন্ডার, আইডিয়া ক্রিয়েটর জনাব আব্দুর রশিদ সোহাগ স্যার আজ সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌছিয়েছেন ।

চাঁদমামার সকল উদ্যোক্তাদের পক্ষথেকে অনেক অনেক অভিনন্দন।

প্রত্যেক উপজেলা , ইউনিয়ন ও গ্রাম থেকে চাঁদমামা বিডি লিঃ কোম্পানির একজন করে উদ্যোক্তা নিবন্ধন করা হচ্ছে। যারা উদ্দ্যেগী ত...
17/02/2018

প্রত্যেক উপজেলা , ইউনিয়ন ও গ্রাম থেকে চাঁদমামা বিডি লিঃ কোম্পানির একজন করে উদ্যোক্তা নিবন্ধন করা হচ্ছে। যারা উদ্দ্যেগী তারা নিবন্ধন পেতে নিচে বর্ণিত বিষয়সমুহ পড়ে যোগাযোগ করুন। চাঁদমামা বিডি লিঃ কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন; OUR-WORKING-PROJECT * CM LOAD (Running Project) • ckash • Social Media • Full country details directory • Online super shop site • E-courier service • Online office service • Online ticketing service • Outsourcing opportunity • Online farmer site • Online education site • Online news portal/Online TV channel • Daily news paper • FM news • TV news channel • Mobile money service • Brand marketing • Online marketing • Tourism service • Product industries চাঁদ মামা সম্পর্কে কিছু কথা- প্রশ্ন; চাঁদমামা কি এবং চাঁদমামা’র কাজ কি? উত্তরঃ চাঁদমামা বিডি লিঃ কোম্পানি ।অনেক গুলো ভিন্নধর্মী আইডিয়ার সম্মিলিত রূপ হচ্ছে চাঁদমামা। চাঁদমামা সামাজিক কাজ থেকে শুরু করে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে । বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে একজন করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে এবং সারা দেশকে কানেক্ট করার মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে চাঁদমামা অপরিসীম ভুমিকা রাখছে। প্রতিটি গ্রামের নামে একটি করে ওয়েবসাইট তৈরি করা হচ্ছে যেখানে ঐ গ্রামের সবরকমের তথ্য থেকে শুরু করে ঐ গ্রামের খবর গুলো তুলে নিয়ে আসবে গ্রামের উদ্যোক্তারা। গ্রামের প্রতিটি উদ্যোক্তা এই ওয়েব-সাইটকে ভিত্তি করে গ্রামের মানুষকে সেবা প্রদানের মাধ্যমে আয় করছেন। যেমনঃ বিজ্ঞাপন, অনলাইনে পন্য বিক্রয়, ভ্রমন প্যাকেজ, বাস, ট্রেন, প্লেনের ই-টিকেট, তথ্য, খবর, সার্ভে, পণ্য এবং ব্র্যান্ড মার্কেটিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি আরও বিভিন্ন রকমের আয় করার সুযোগ আছে। চাঁদমামা বিডি লিঃ কোম্পানী সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন।,,, অথবা 0182373232 নাম্বারে কল করুন।

নেপাল ইয়ুথ কাউন্সিল কর্তৃক আয়োজিত ২য় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট এবং গ্লোবাল ইয়ুথ সামিট এ  চাঁদমামার প্রতিনিধিত্ব করছেন  চ...
16/02/2018

নেপাল ইয়ুথ কাউন্সিল কর্তৃক আয়োজিত ২য় ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট এবং গ্লোবাল ইয়ুথ সামিট এ চাঁদমামার প্রতিনিধিত্ব করছেন চাঁদমামা এর আইডিয়া ক্রিয়েটর জনাব আব্দুর রশিদ সোহাগ স্যার।

Address

61, Kamal Chamber(5th Floor), Jubilee Road, Kotowali, Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Chandmama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandmama:

Videos

Share