21/01/2025
সম্মানিত সদস্যবৃন্দ
আসসালামু আলাইকুম।
সকল ট্রাভেল এজেন্সি (Online & Offline) ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য একটি গাইডলাইন/ নির্দেশনা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ।
OTA রা যাতে যেখানে সেখানে লগিন আইডি না দিতে পারে, ট্রেডের মধ্যে যাতে সুস্থ প্রতিযোগিতা থাকে, গ্রাহকদের হয়রানি না করা, অতিরিক্ত অর্থ আদায় না করা, বাল্ক বুকিং করে মার্কেট সিন্ডিকেট যাতে না করে, মানি লন্ডারিং বন্ধ করা, বিদেশী এজেন্সীদের ব্যবসা বন্ধ, ইত্যাদি সহ নির্দেশনা আসবে।
আমরা এই গাইডলাইন প্রকাশের জন্য মন্ত্রণালয়কে চাপে রেখেছি ও নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ট্রেডে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হয় ও সবাই ব্যবসা করতে পারে।
আটাব সভাপতির নেতৃত্বে আটাবের বর্তমান কমিটি ট্রেডের বৃহত্তর স্বার্থে কাজ করে যাচ্ছে।
দোয়া করবেন 🤲।
ধন্যবাদ
মহাসচিব, আটাব।