21/06/2024
পবিত্র মক্কা শরিফে আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ.)'র ওরস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে- অধ্যক্ষ আল্লামা জুবাইর
-----------------------------------------------------------
আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ছিলেন ইসলামী রেনেসাঁর মহান দিকপাল
-----------------------------------------------------------
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব ও আল মাবরুর হজ কাফেলার চেয়ারম্যান খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- হুজুর কিবলা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.) ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। যিনি একদিকে ছিলেন ইসলামী শরিয়ার মহান পণ্ডিত ব্যক্তিত্ব, অপরদিকে একজন আধ্যাত্মিক সাধক পুরুষ। শুধু তাই নয়, তিনি ছিলেন সফল সংস্কারক ও পূণ্যাত্মাদেরও একজন বটে। অনস্বীকার্য বাস্তবতা হলো, আল্লামা ছৈয়দ তৈয়ব শাহ (রহ) ছিলেন সত্যানুসন্ধানীদের নিরাপদ আশ্রয়স্থল। যাঁর কোমল পরশে অসংখ্য দিকভ্রান্ত মানুষ পেয়েছে মুক্তির ঠিকানা। তিনি নিজেকে সুনির্দিষ্ট পরিমণ্ডলে আবদ্ধ রাখেননি বরং তাঁর ইতিবাচক ও মানবিক কর্মযজ্ঞ বিশাল মহীরূহে পরিণত হয়েছে। ইসলামের মূলধারার সম্প্রসারণ ও বিস্তৃতিতে কেবল উপমহাদেশ নয়, বরং তাবৎ বিশ্বে তিনি একজন সফল দ্বীনি সেবক ও সফল ধর্ম প্রচারকের স্বাক্ষর রেখেছেন। মুসলিম উম্মাহর ঈমান- আকিদা সুরক্ষায় তিনি অহর্নিশ অবদান রেখেছেন। তাঁরই পৃষ্টপোষকতায় দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি এদারা জামেয়া আহমদীয়া সুন্নীয়াসহ প্রায় ৩০০ এরও অধিক দ্বীনি প্রতিষ্ঠান এর কার্যক্রম চলমান রয়েছে। সত্যিকার অর্থে তিনি ছিলেন ইসলামী রেনেসাঁর মহান এক দিকপাল। তাঁর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব। ঐতিহ্যবাহী আল মাবরুর হজ্ব ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ এর উদ্যোগে অদ্য ২১ জুন'২৪ ইং জুমাবার বাদে ফজর পবিত্র মক্কা শরিফে কাফেলার নির্ধারিত হোটেল আল রাইয়ান মিলনায়তনে পীরে কামেল আল্লামা ছৈয়দ হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব ও আল মাবরুর হজ কাফেলার চেয়ারম্যান খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন - আল মাবরুর হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মুহাদ্দিস আলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইরফানুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এম ওয়াহেদ মুরাদ, দপ্তর সম্পাদক আলহাজ্ব মাওলানা মাসুদ করিম চৌধুরী প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
মোহাম্মদ জসিম উদ্দীন সোহেল
ব্যবস্থাপক (হজ্ব)
আল মাবরুর হজ্ব কাফেলা