ALFA Edu Consultancy And Travel

ALFA Edu Consultancy And Travel THE BEST WAY TO BRING YOU ON TOP
(2)

Why Alfa Tour & Travel Is Your Best Tour and Travel partners
alfagroupbd.com is a growing travel agency in Dhaka by representing it self as a Bangladeshi online and mobile travel marketplace for buying ticketed events or services. Currently we provide ticketing solution for airline flights, hotel accommodations, car rentals, tour packages and events such as concerts, movies, sports and theme park activities.

08/05/2023
16/09/2022

MALAYSIA CALLING
BOUNTIFUL YIELDS SDN BHD
CLEANING SERVICE
AGE-18-40
CONTRACT 3 YEARS
SALARY 1500 RM
OVER TIME 2 HOURS
Company Registration No: 201601010212 (1181142-P)
CONTACT: +8801745192756

14/04/2022

মালায়শিয়া কেউ যদি কাজের ভিসা যেতে চান অপেক্ষা করেন,কলিং খুলুক,মাথা গরম করে ভিজিট বা বডি কন্টাক গেলে ধরা খাইবেন। ভুলেও এসব ভিসায় মালায়শিয়া আসবেন না।

02/04/2022

We have good news for you!
is reopening its doors again for international students and travellers.

We are excited and ready to welcome 🤗 you back!

Visit educationmalysia.gov.my to know more about Study in Malaysia.

🇦🇪দুবাই ভিসা🇦🇪NO BACK EXCLUSIVE B2B OFFER👉 ৩০ দিনের নো ব্যাক ভিসা =১২৫০০/- টাকা।👉 ৯০ দিনের নো ব্যাক ভিসা =২১০০০/- টাকা।👉...
14/03/2022

🇦🇪দুবাই ভিসা🇦🇪

NO BACK EXCLUSIVE B2B OFFER

👉 ৩০ দিনের নো ব্যাক ভিসা =১২৫০০/- টাকা।
👉 ৯০ দিনের নো ব্যাক ভিসা =২১০০০/- টাকা।
👉 ৭২ ঘন্টার মধ্যে ভিসা ডেলিভারি।
☎️ +8801707370153-54

Office: Shymoli Ring Road Dhaka-1207

12/03/2022

মালয়েশিয়ায় উৎপাদন, বৃক্ষরোপণ, পরিষেবা, নির্মাণ ও কৃষিতে কর্মী নিয়োগে এখন পর্যন্ত ২ লাখ বাংলাদেশি কর্মীর আবেদন জম.....

06/03/2022
06/03/2022

প্রিয় মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়া শ্রম ভিসায় গমনে ইচ্ছুক ভাইয়েরা, অনেকে প্রতিনিয়ত জানতে চান কখন মালয়েশিয়ার কলিং চালু হবে, এবং অনেকে অনেক এজেন্সির মাধ্যমে তারিখও নাকি পেয়ে গেছেন!

বাস্তব কথা হলো এখনো কলিং চালু হওয়ার বিষয়টা অপরিষ্কার, মালয়েশিয়া সরকার অধিক এজেন্সির মাধ্যমে কাজ হলে অনিয়ম দূর্নীতি হওয়ার আশংকায় ২৫ টি এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের কথা বলেন কিন্তু এটাকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী কোন আলোচনা ছাড়া সরাসরি নাকচ করে দেন, এবং তিনি বলেছেন এইবার শ্রমবাজারে তিনি নিদির্ষ্ট কোন এজেন্সি বা সীমিত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ দিতে চান না।

প্রসঙ্গেত মন্ত্রীর ধারণা হলো ২৫ এজেন্সি হলো একটা সিন্ডিকেট যদিও আমরা পূর্বে জানতাম সিন্ডিকেট হলো ১০ টা এজেন্সি এখন ২৫টি এজেন্সি কিভাবে সিন্ডিকেট হলো সেটা মন্ত্রী মহোদয় ভালো জানবেন। মন্ত্রীর দাবী ২৫ টি সীমিত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ দিলে তারা অতিরিক্ত টাকা দাবী করবেন, তাই তিনি এটা নাকচ করেছেন।

এবার মূল কথায় আসেন, আমাদের মন্ত্রী মহোদয়ের তত্বাবধানে আজ পর্যন্ত কোন শ্রমিক মালয়েশিয়ায় এসেছিলো কিনা কারো জানা থাকলে জানাবেন, কেননা মালয়েশিয়ায় মানুষ নৌপথে এবং বড়ি কন্টাক্ট এ বা টুরিস্ট ভিসায় বেশি এসেছেন। যদি মন্ত্রী মহোদয় সুষ্ঠুভাবে লোক পাঠাতেন তাহলে অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে কেন ৩ লক্ষ সাড়ে ৩লক্ষ টাকা দিয়ে আসতে হয়েছে?? এবং মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার বর্তমান কর্মী সংকট ও কর্মীদের বেতন সম্পর্কে কোন ধারণা রাখেন কিনা জানিনা। ২০১৫ সালে ৯০০ রিঙ্গিতের একটা চাকরির জন্য মানুষ চেয়ে থাকতো কিন্তু বর্তমানে ২০০০ রিঙ্গিত বেতন হলে মানুষ আগ্রহ প্রকাশ করেনা।

মন্ত্রী মহোদয় সিন্ডিকেট দিয়ে কর্মী দিবেন না, আচ্ছা মন্ত্রী মহোদয় কি এটা ভেবে দেখেন নাই সিন্ডিকেট বা ২৫ এজেন্সি নির্ধারণ কি কোন বাঙালি করেছেন না মালয়েশিয়ান মন্ত্রণালয় করেছেন? তিনি বার বার সিন্ডিকেট এর দোহাই দেন অথচ তিনি ভালো করে জানেন মালয়েশিয়ান সরকার ঐ ২৫ এজেন্সির নাম উল্লেখ করেছেন, যেহেতু এটা মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকে সেহেতু তিনার ভেবে চিন্তা উত্তর দেওয়া উচিত ছিলো, কিন্তু তিনি তাঁ না করে উত্তরে বললেন আমরা সিন্ডিকেট চাইনা, মালয়েশিয়া কি ওখানে কোথাও সিন্ডিকেট ম্যানশন করেছিলো?

মন্ত্রী মালয়েশিয়া যেভাবে লোক নিতে চাই সেভাবে না পাঠালে মালয়েশিয়া লোক অন্য জায়গা থেকে নিতে পারে যেমন, নেপাল, ভারত, পাকিস্তান ইন্দোনেশিয়া, যদি অন্য দেশ থেকে লোক নেই বাংলাদেশ থেকে না নিয়ে তাহলে কি আপনারা সিন্ডিকেটকে গালি দিবেন নাকি মন্ত্রী সাহেবের ডিপ্লোমেটিক অদক্ষতাকে দায়ী করবেন? ৫ লক্ষ লোক আসলে ৫ লক্ষ পরিবারের রিজিকের ব্যাবস্থা হবে।

তিনি বারবার বলেন আবাসন খরচ কমাতে চান তাহলে তিনি মালয়েশিয়ার সাথে আলাপ করে একটা অঙ্ক নির্ধারণ করে দেন নাই কেন এবং কেউ সে অঙ্কের বেশি নিলে লাইসেন্স বাতিল হবে এই মর্মে একটি চুক্তি করে আবাসন খরচ কমাতে পারতেন, অথবা যদি মনে হয় এই ২৫ এজেন্সি টাকা বেশি নিবে তাহলে আলোচনা করে মন্ত্রী ওনার পক্ষ থেকে আরো ১০/১৫ টা এজেন্সি যুক্ত করার জন্য কেন বললেন না, তিনি বলেন ১৬০০ এজেন্সির সবার জন্য উন্মোক্ত রাখতে চান তাহলে কি আবাসন খরচ কমবে?

অবশেষে এটুকুই বলবো ২৫ এজেন্সি ও মন্ত্রী যদি নমনীয় হয়ে সমঝোতায় না আসেন তাহলে এই কলিং আগামী ৫ বছরেও হবেনা, মন্ত্রীর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে ২৫ টি এজেন্সির সাথে বাচাই করে ওনিও কিছু এজেন্সি যোগ করতে পারেন, আর সেটা মেনে নিয়ে ২৫ এজেন্সি মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে পারেন অন্যতায় বলবো মন্ত্রী মহোদয়ের একঘেয়ে সিদ্ধান্তে কোনদিন কলিং চালু হবেনা।

আমরা সবাই চাই শ্রমবাজার উন্মুক্ত হোক, বেকারদের কর্মসংস্থান হোক, যদি এ শ্রমবাজার নষ্ট হয় তাহলে ৮০% দায় মাননীয় মন্ত্রীর উপর যাবে, যদিও মন্ত্রী সাহেব এটাকে তেমন বড় বিষয় মনে করেন না, কারণটা না হয় বললাম না আপনারা বুঝে নিন, ধন্যবাদ।

05/02/2022

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ: পাম বাগান খাতে ৭৫০০ আবেদন
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে পাম বাগান খাতে সাত হাজার ৫০০ আবেদন করেছেন নিয়োগ কর্তারা। ১৫ ফেব্রুয়ারি থেকে অন্যসব খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন নিয়োগদাতারা।

আমাদের ফেইসবুক পেজের সাথে যুক্ত থাকুন
কলিং ভিসা সংক্রান্ত যেকোন তথ্য ও পরামর্শের জন্য ফোন করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন

#বিস্তারিত_জানতে_যোগাযোগ_করুন
#হোয়াটসঅ্যাপ ইমো_মোবাইল: +8801745192756





05/02/2022
ভেকসিন দ্বিতীয় ডোজ না নেওয়া থাকলে কলিং এর মেডিকেল করতে পারবে না।যারা মালেশিয়া কলিং ভিসা যেতে চান আগে ভেকসিন নিয়ে নেন।কিছ...
02/02/2022

ভেকসিন দ্বিতীয় ডোজ না নেওয়া থাকলে কলিং এর মেডিকেল করতে পারবে না।যারা মালেশিয়া কলিং ভিসা যেতে চান আগে ভেকসিন নিয়ে নেন।
কিছু দিন মধ্যে মেডিকেল শুরু হবে।

29/01/2022

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ আবেদন চলছে..। বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন: https://youtu.be/hCUa49DAhyQ

29/01/2022

মালয়েশিয়ায় আজ (২৮ জানুয়ারি) থেকে বৃক্ষরোপণ খাতে অনলাইনে বিদেশি কর্মী নিয়োগের আবেদন শুরু হয়েছে। www.fwcms.com.my এই ওয়েবসাই.....

26/01/2022

বাংলাদেশের অন্যতম শ্রমবাজার এবং কর্মীদের বেশ আগ্রহের দেশ মালয়েশিয়া। এই দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম শিগগির....

এখন থেকে যাদের Booster dose ভ্যাক্সিন নেওয়া সম্পূর্ণ হয়েছে, তারা মালয়েশিয়ায় আসলে ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।আর যাদের ...
25/01/2022

এখন থেকে যাদের Booster dose ভ্যাক্সিন নেওয়া সম্পূর্ণ হয়েছে, তারা মালয়েশিয়ায় আসলে ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
আর যাদের শুধু মাত্র ফুল ডোজ ভ্যাক্সিন নেওয়া হয়েছে, তাদের ৭ দিন।
আর যারা শুধু মাত্র এক‌ ডোজ ভ্যাক্সিন নিয়েছে, তাদের ১০দিন কোয়ারেন্টে থাকতে হবে।

20/01/2022

DUBAI NO BACK VISA
B2B ONLY
14,000 30 DAYS
24,500 90 DAYS
WHATSAPP
01851729772
+971 56 706 2370

21/12/2021

মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?
১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!
২)মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!
৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!
৪)যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!
৫)মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!
৬)মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১২০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!
৭)থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!
৮)আপনি টিকা আইডি দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এবং অবশ্যই আইডি এবং পাসপোর্টের ডাটার মিল থাকতে হবে!
৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!
১০)কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!
১১)মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে, ১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ইত্যাদি
ধন্যবাদ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে শ্রমিক পাঠানোর জন্য দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলো আজ। মেডিকেল শুরুর প্রক্র...
19/12/2021

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে শ্রমিক পাঠানোর জন্য দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হলো আজ। মেডিকেল শুরুর প্রক্রিয়া চুড়ান্ত হলেই কাজ শুরু হয়ে যাবে।

22/10/2021

করোনাভাইরাসের কারণে প্রায় ১৬ মাস পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের...

বেশি না মাত্র ১০ লাখ রিঙ্গিত বা ২ কোটি টাকা থাকলে একটা চান্স নিতে পারেন!🤭
11/08/2021

বেশি না মাত্র ১০ লাখ রিঙ্গিত বা ২ কোটি টাকা থাকলে একটা চান্স নিতে পারেন!🤭

িছু নিয়মের পরিবর্তন করে আবারো এমএমটুএইচ বা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসার কার্যক্রম শুরু হয়েছে। মন....

07/08/2021
প্রত্যাগত পাচঁ লাখ প্রবাসীকে প্রাথমিকভাবে সাড়ে ১৩ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। আশাকরি এই টাকা প্রবাসীদের মাঝে সঠিক...
29/07/2021

প্রত্যাগত পাচঁ লাখ প্রবাসীকে প্রাথমিকভাবে সাড়ে ১৩ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। আশাকরি এই টাকা প্রবাসীদের মাঝে সঠিকভাবে বণ্টন হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

বিদেশে উচ্চশিক্ষায় অধ্যায়নরত সকলে ভ্যাকসিন পেতে যাচ্ছে ৷ ফরেন মিনিস্ট্রি থেকে বলেছে সবার ভেরিফিকেশন এর জন্য পাসপোর্ট, ভি...
13/07/2021

বিদেশে উচ্চশিক্ষায় অধ্যায়নরত সকলে ভ্যাকসিন পেতে যাচ্ছে ৷ ফরেন মিনিস্ট্রি থেকে বলেছে সবার ভেরিফিকেশন এর জন্য পাসপোর্ট, ভিসা অথবা অ্যাডমিশন লেটার এর স্ক্যান কপি দরকার এবং এটা তারা যাচাই করে আমাদের ভ্যাক্সিন প্রদান করবে।

ফলে শিক্ষার্থী নাম দিয়ে বাহিরের কেউ ভ্যাক্সিন নিতে পারবে না ৷ সবাই দ্রুত রেজিস্ট্রেশান করুন ৷ রেজিষ্ট্রেশনের ৭২ ঘণ্টা পর সুরক্ষা থেকে রেজিস্ট্রেশান করতে হবে । ধন্যবাদ সবাইকে ।

🔴 রেজিস্ট্রেশন প্রক্রিয়া টি নিচে দেয়া হলো ৷
আর গুগল doc এর লিঙ্ক নিম্নরূপঃ

১. পাসপোর্ট, ভিসা কপি ও অ্যাডমিশন লেটার বা ভিসা এর স্ক্যান কপি পিডিএফ করে vaccine.Corona [email protected] তে পাঠাতে হবে আর ৷ সাবজেক্ট কি হবে সেটা নিচের পিকচার এ দেয়া আছে ৷

২.https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9
এই গুগল ডক পূরণ করতে হবে

৩. সব কাজ হয়ে গেলে ৭২ ঘণ্টা পর রেজিস্ট্রেশান করতে হবে সুরক্ষা (https://surokkha.gov.bd) থেকে ৷

13/07/2021

Study in Malaysia
Alfa University College

Master in Business Administration

Bachelor in IT
Bachelor in BBA

Bachelor in Graphic Design

Bachelor in Creative Multimedia

Bachelor in E Business

Bachelor in Hospitality Management

Diploma in E Business
Diploma in Culinary Arts
Diploma in Tourism Management
Diploma in IT
Diploma in Business Administration

30/05/2021
ALFA EDU CONSULTANCY  এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা
26/03/2021

ALFA EDU CONSULTANCY এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা

🇲🇾 Malaysia তে উচ্চশিক্ষা। বাংলাদেশের যেসব শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য ভাবছেন অথবা যারা বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে ...
24/12/2020

🇲🇾 Malaysia তে উচ্চশিক্ষা।
বাংলাদেশের যেসব শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য ভাবছেন অথবা যারা বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছেন , দয়া করে পুরোটা পড়ুন।

♦️UNESCO এর জরীপে Malaysia পৃথিবীর ৯ম Preferable Destination for Higher Studies.
♦️UNESCO এর জরীপে বাংলাদেশের শিক্ষার্থীদের Top Ten Overseas Study Destination এর ১ম স্থানে রয়েছে Malaysia.

👉 বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে Malaysia তে উচ্চশিক্ষা কেন এত জনপ্রিয়?

✅ ভিসা প্রক্রিয়া অনেক সহজ।
✅ মালয়েশিয়ার পড়াশোনার খরচ ও থাকা খাওয়ার খরচ অনেক কম।
✅ মালয়েশিয়ার জীবনযাত্রার মান অনেক উন্নত।
✅ বাংলাদেশের সাথে ধর্মীয়, সাংস্কৃতিক ও খাদ্যগত অনেক মিল রয়েছে।
✅ এশিয়ার ইউরোপ বলে খ্যাতি অর্জন করেছে।
✅ USA, Canada, Australia, Europe এ ক্রেডিট ট্রান্সফার এর সুবিধা।
✅ সারা বছর প্রায় একই রকম আবহাওয়া। কিছুটা সময় বৃষ্টি বেশি হয়।
✅অন্যতম পর্যটন শিল্পের দেশ।
✅পড়াশোনার জন্য প্রচুর আধুনিক বিষয়।
✅ High Qualified Teaching Pannel.
✅ কোন ব্যাংক স্পন্সর লাগেনা।

👉 University / College এর প্রকারভেদ -

✅ Public University
✅ State Government University
✅ Government Linked University
✅ Private University
✅ University College
✅ College
✅ Institute / Academy
✅ Language Institute.

👉 Available Semester

✅ ১ম সেমিস্টার ঃ জানুয়ারি - এপ্রিল
✅ ২ য় সেমিস্টার ঃ মে - আগস্ট
✅ ৩য় সেমিস্টার ঃ সেপ্টেম্বর - ডিসেম্বর।

👉 Available Courses

✅ Foundation Course
✅ Diploma Course
✅ Undergraduate
✅ Post Graduate
✅ Doctoral / PHD

👉 Available Subject -
Malaysia তে উচ্চশিক্ষার আরেকটা সুবিধা হচ্ছে - আধুনিক ও সময়োপযোগী সব বিষয়ে পড়াশোনা ও গবেষণা করা যায়।
✅ Business Management
✅ ICT
✅ Engineering
✅ Medicine ( MBBS)
✅ Business Administration
✅ Pharmaceutical Science
✅ Health Science
✅ CA
✅ Agriculture
✅ Forestry
✅ Islamic Studies
✅ Environmental Science
✅ Design and Architecture
✅ Law and Media.

👉 EMGS
Education Malaysia Global Service.
Its a company under Ministry of Higher Education.

👉 ভর্তি ও ভিসা প্রক্রিয়া -

মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য ভর্তি ও ভিসা প্রক্রিয়া অন্য দেশ থেকে আলাদা ও অনেক সহজ। College / University তে আবেদনের পরে খুব অল্প সময়ে অফার লেটার ইস্যু হয়। অফার লেটার ইস্যু হবার পরে ভিসার জন্য EMGS ফিস প্রদান করতে হয়। ( www.educationmalaysia.gov.my) এই ওয়েবসাইটে EMGS আপডেট হয় এবং VAL এর আপডেট পাওয়া যায়।
মালয়েশিয়া ভিসা প্রসেসিং এ আরও একটা সুবিধা হচ্ছে Student Visa Approved হওয়ার পরে Tuition fees কলেজ বা ইউনিভার্সিটিতে প্রদান করতে হয়। এই কারনে মালয়েশিয়া Student visa Process খুবই সহজ এবং নিরাপদ।

👉 উচ্চ শিক্ষার খরচ -
মালয়েশিয়া তে পড়াশোনা করার সব চেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে Tuition Fees অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। উন্নত দেশের এক বছরের টিউশন ফিস দিয়ে মালয়েশিয়া তে সম্পুর্ন Course শেষ করা যায়। কিন্তু সাটিফিকেট ও পড়াশোনার মান অন্যান্য দেশের তুলনায় কম না।

মালয়েশিয়া তে উচ্চশিক্ষা নিয়ে আরও বিস্তারিত জানতে ফোনে / মেইলে ( [email protected])/ ইনবক্সে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন।

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের বিনা জরিমানায় চলে যাওয়ার সুযোগ আর অল্প কয়েকদিন আছে। যারা অবৈধ আছেন যদি ভিসা এখনও কোথ...
24/12/2020

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের বিনা জরিমানায় চলে যাওয়ার সুযোগ আর অল্প কয়েকদিন আছে।

যারা অবৈধ আছেন যদি ভিসা এখনও কোথাও না লাগাতে পারেন তাহলে এবারের মতো চলে যাওয়াটাই ভালো হবে।

কারন তারপর পুলিশের কাছে ধরা পড়লে জেলে থাকতে হবে কিছুদিন। আর এই জেলটা খুব কষ্টের।

তাই সাত-পাঁচ না ভেবে এযাত্রায় স্ব-সম্মানে চলে যাওয়াটাই আল্লাহর রহমতে ভালো হবে ইন শা আল্লাহ। নির্দিষ্ট সময়ের ভিতর চলে গেলে পরবর্তীতে আবার আসতে পারবেন।

কিন্তু পরে অবৈধ হিসেবে ধরা পড়লে আর ইউএতে আসতে পারবেন না।

Address

Shop No: 43, 3rd Floor Moti Complex College Road, Chawbazar
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801707370154

Alerts

Be the first to know and let us send you an email when ALFA Edu Consultancy And Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ALFA Edu Consultancy And Travel:

Videos

Share

Category