21/04/2020
জেনেনিন কুমিল্লা জেলা পরিচিতি
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কুমিল্লা।
কুমিল্লায় ২৭ ওয়ার্ড বিশিষ্ট ১টি সিটি কর্পোরেশন।
উপজেলা ১৭টি, থানা ১৮টি, পৌরসভা ৮টি, ১৯২টি ইউনিয়ন, ৩,৬৮৭টি গ্রাম এবং ১১টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
আয়তন ও জনসংখ্যা :>
কুমিল্লা জেলার মোট আয়তন ৩০৮৫.১৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৫৬,০২৬২৫ (২০১১ আদম সুমারী) মোট জনসংখ্যার ৯৪.৬২% মুসলিম, ৫.২৬% হিন্দু এবং ০.১২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী।
ঢাকা ও চট্টগ্রামের পর কুমিল্লা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। জেলাটি খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত।
১৯৬০ সালে এই জেলা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে কুমিল্লার দু'টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়।
শিক্ষা বোর্ড :>
বাংলাদেশের ৯টি শিক্ষা বোর্ড এর একটি হচ্ছে কুমিল্লা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা ১৯৬২ সালে স্থাপিত হয়।
শিক্ষা :>
কুমিল্লা জেলার সাক্ষরতার হার ৬০.০২%।
শিক্ষা প্রতিষ্ঠান :>
বিশ্ববিদ্যালয় (সরকারি) - ১টি
বিশ্ববিদ্যালয় (বেসরকারি) - ২টি
বিশ্ববিদ্যালয় (আর্মি নিয়ন্ত্রিত) - ১টি
মেডিকেল কলেজ (সরকারি) - ১টি
মেডিকেল কলেজ (বেসরকারি) - ৩টি
মেডিকেল কলেজ (আর্মি নিয়ন্ত্রিত) - ১টি
কামিল মাদ্রাসা - ১০টি
ক্যাডেট কলেজ - ১টি
সরকারি পলিটেকনিক - ১টি
কলেজ (সরকারি) - ১০টি
বাণিজ্যিক কলেজ (সরকারি) - ২টি
কলেজ (বেসরকারি) - ৩১টি
ফাজিল মাদ্রাসা - ৬৩টি
শিক্ষক প্রশিক্ষণ কলেজ - ১টি
পিটিআই - ১টি
এইচএসটিটিআই - ১টি
মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র (সরকারি) - ১টি
মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র (বেসরকারি) - ১টি
স্কুল এন্ড কলেজ - ৯০টি
আলিম মাদ্রাসা - ৭৫টি
মাধ্যমিক বিদ্যালয় (সরকারি) - ৯টি
মাধ্যমিক বিদ্যালয় (অন্যান্য) - ৫৮০টি
দাখিল মাদ্রাসা - ২৩৩টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ৫৫টি
প্রাথমিক বিদ্যালয় - ১৩৩০টি
ইবতেদায়ী মাদ্রাসা - ৭১টি
যোগাযোগ :>
কুমিল্লা জেলার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত।
দেশের প্রধান জাতীয় সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের উপর দিয়ে গেছে।
এছাড়া এ জেলার সাথে সংযুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-বিবিরবাজার স্থল বন্দর সংযোগ সড়ক, কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক, লালমাই-লাকসাম-সোনাইমুড়ি সড়ক উল্লেখযোগ্য।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে রেলযোগেও কুমিল্লা জেলায় যাতায়াত করা যায়। কুমিল্লা জেলায় রয়েছে ৯টি রেলওয়ে স্টেশন।
এ জেলার একমাত্র নদীবন্দর দাউদকান্দি বাউশিয়া নদীবন্দর এবং এ জেলায় মোট ৩৪টি ফেরীঘাট রয়েছে।
অর্থনীতি :>
কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এ অঞ্চলের দারিদ্রতার হার ৫৬.৬%। এই জেলার অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠেছে কৃষির মাধ্যমে। এ জেলার প্রায় ১১.৬% মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানে ২টি শিল্প নগরী রয়েছে। কুমিল্লায় রয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড এর মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা :>
মেডিকেল কলেজ হাসপাতাল - ১টি
জেনারেল হাসপাতাল - ১টি
পুলিশ হাসপাতাল - ১টি
কেন্দ্রীয় কারা হাসপাতাল - ১টি
সম্মিলিত সামরিক হাসপাতাল - ১টি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ২১টি
ডায়াবেটিক হাসপাতাল - ২টি
চক্ষু হাসপাতাল - ২টি
পল্লী স্বাস্থ্য কেন্দ্র - ১৩টি
টিবি ক্লিনিক - ১টি
স্কুল হেলথ ক্লিনিক - ১টি
উপ-স্বাস্থ্য কেন্দ্র - ৪৮টি
ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র - ১২৩টি
কৃতি ব্যক্তিত্ব :>
আ হ ম মোস্তফা কামাল –– রাজনীতিবিদ এবং বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী।
ধীরেন্দ্রনাথ দত্ত--- ভাষা সৈনিক
খালেক ভূঁইয়া-- বাংলাদেশের প্রথম পুলিশ প্রদান।
আখতার হামিদ খান –– প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী।
আতিকুল ইসলাম –– মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
আপেল মাহমুদ –– বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক।
আব্দুল গণি –– বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা।
আলম আরা মিনু –– সঙ্গীতশিল্পী।
আসিফ আকবর –– সঙ্গীতশিল্পী।
ইকবাল করিম ভূঁইয়া –– প্রাক্তন সেনা প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী।
এ কে এম সামসুল হক খান –– বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
কাজী জাফর আহমেদ –– রাজনীতিবিদ এবং বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী।
কামাল উদ্দিন আহাম্মদ –– উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
গাজী মাজহারুল আনোয়ার –– চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং সুরকার।
তাফাজ্জাল ইসলাম –– বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।
নঈম নিজাম –– সাংবাদিক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক।
নার্গিস আসার খানম –– বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী এবং তার কয়েকটি রচনার কেন্দ্রীয় চরিত্র।
প্রাণগোপাল দত্ত –– প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
ফজলুল হালিম চৌধুরী –– প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ফরিদ উদ্দিন আহমেদ –– উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ফেরদৌস আহমেদ –– চলচ্চিত্র অভিনেতা।
মঈনুল হোসেন –– বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা।
মনসুর আলী –– বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।।
রঙ্গু মিয়া –– বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
শিবনারায়ণ দাস –– বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার।
সুফিয়া কামাল –– কবি এবং নারী নেত্রী।।
সৈয়দ মাহমুদ হোসেন –– বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি।
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার ভারতের সঙ্গে।
দর্শনীয় স্থান :>
শালবন বৌদ্ধ বিহার
ময়নামতি ওয়ার সিমেট্রি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)
শাহ সুজা মসজিদ
বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন
উটখাড়া মাজার
বায়তুল আজগর জামে মসজিদ
নূর মানিকচর জামে মসজিদ
কবি তীর্থ দৌলতপুর (জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত স্থান)
গোমতী নদী সহ আরও অনেক কিছু।
সর্বোপরি কুমিল্লা জেলা একটি অত্যন্ত সুন্দর ও উন্নত জেলা। এ জেলার মানুষ কঠোর পরিশ্রমী।
[ - অসমাপ্ত তথ্য ]