Rahman Travels Bangladesh

Rahman Travels Bangladesh Rahman Travels is one of the trusted and reliable name in the travel agency trade of Bangladesh.
(8)

হাজার বার বলে যাচ্ছি যে অস্থির হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিয়েন না। জীবন-মরন ত্যাগ করে যে কোন দেশে যান? কোন দেশের কি পরিস্থিত...
01/02/2025

হাজার বার বলে যাচ্ছি যে অস্থির হয়ে কোন ভুল সিদ্ধান্ত নিয়েন না। জীবন-মরন ত্যাগ করে যে কোন দেশে যান? কোন দেশের কি পরিস্থিতি সেটা বুঝবেন না? আর যে এজেন্সি গুলো না বুঝে এই কাজগুলো করে তাদের বলি, ব্যবসা কি শুধুমাত্র টাকার জন্য? নাকি মানুষের সহযোগীতা হোক মনে প্রানে সেটাও চান? আমরা ইউরোপের সফলতা চাই, কোন প্রকার জীবন হারাতে চাইনা।
ভালো সিদ্ধান্ত নিয়ে ধৈর্যের সাথে লেগে থাকুন। আল্লাহ সফলতা দিবেন ইনশাআল্লাহ...

উনি একজন আলেম নন। তারপরেও এমন বক্তব্য দেয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে "গায়রত"। যাকে বাংলায় বলে "আত্মমর্যাদাবোধ"। বর্তমানে...
01/02/2025

উনি একজন আলেম নন। তারপরেও এমন বক্তব্য দেয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে "গায়রত"। যাকে বাংলায় বলে "আত্মমর্যাদাবোধ"। বর্তমানে যেখানে অনেক পুরুষ নিজের স্ত্রীর ভ্লগ ভিডিও বানিয়ে উপার্জন করে, সেখানে এমন গাইরত সম্পন্ন বক্তব্য নিশ্চই শিক্ষণীয়।

আলহামদুলিল্লাহ ,,,,,🌺🌺🌺                             জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্র...
01/02/2025

আলহামদুলিল্লাহ ,,,,,🌺🌺🌺
জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।


শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদাহ পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

ঢাকা থেকে সৌদি আরব বিমান ভাড়া এক লক্ষ টাকা ।কল্পনা করতে পারেন...?এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই🥲🥲🥲
01/02/2025

ঢাকা থেকে সৌদি আরব বিমান ভাড়া এক লক্ষ টাকা ।

কল্পনা করতে পারেন...?

এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই🥲🥲🥲

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ, কোন দেশগুলো খোলাবর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্ব...
31/01/2025

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: কোন দেশগুলো বন্ধ, কোন দেশগুলো খোলা

বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিচে দেশগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলো।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে:
1. হাঙ্গেরি:
• বর্তমানে বন্ধ রয়েছে।
• তবে ফেব্রুয়ারি মাসে প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে।
• মার্চ থেকে সম্পূর্ণ কাজ শুরু হওয়ার আশা রয়েছে।
2. ক্রোয়েশিয়া:
• ভিসা প্রসেসিং আপাতত বন্ধ মনে হচ্ছে।
3. পোল্যান্ড:
• আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও বাস্তবে কার্যত বন্ধ।
• প্রধান কারণ:
• ড্র সিস্টেমে ডেট পাওয়া যাচ্ছে না।
• পারমিটের মেয়াদ শেষ হলেও ডেট মিলছে না।
• ইন্ডিয়ান ভিসা সমস্যার কারণে ভিসা ইস্যু হচ্ছে না।
• সব শর্ত পূরণ করেও ভিসা সাফল্যের হার বাংলাদেশিদের জন্য মাত্র ১০%।

যে দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা চালু রয়েছে:

নন-শেনজেন দেশ:
• সার্বিয়া
• মালদোভা
• রাশিয়া
• বসনিয়া
• কসোভো

শেনজেন দেশ:
• ইতালি
• পর্তুগাল
• বুলগেরিয়া
• রোমানিয়া
• স্লোভেনিয়া
• স্লোভাকিয়া

পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
• ধৈর্য ধরুন:
ভিসা প্রসেসিং সাময়িকভাবে বন্ধ হলেও, এটি শিগগিরই আবার শুরু হতে পারে।
• নতুন সুযোগের জন্য অপেক্ষা করুন:
যেসব দেশে ওয়ার্ক পারমিট চালু আছে, সেগুলোতে ফোকাস করুন।
• বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করুন:
প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য এজেন্সি বা উৎস থেকে তথ্য সংগ্রহ করুন।
• সময় দিন:
কোনো পরিবর্তনের জন্য ধৈর্য ধরুন এবং নিয়মিত আপডেট নিন।

শেষ কথা:

বর্তমান পরিস্থিতি সাময়িক। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য যাচাই করুন এবং পেশাদার পরামর্শ নিন। নতুন দেশগুলোতে কাজের সুযোগ তৈরি হচ্ছে, তাই ইতিবাচক থাকুন।

শুভ কামনা রইল সবার জন্য।

(কপি না করে শেয়ার করুন—তথ্য ছড়িয়ে দিন, সবাই সচেতন হোক।)

নবজীবনে পদার্পণে অভিনন্দন ছোটভাই সার্জিস! বিবাহিত জীবন সুখের হোক🌺RRahman Travels Bangladesh💚❤️💚
31/01/2025

নবজীবনে পদার্পণে অভিনন্দন ছোটভাই সার্জিস!
বিবাহিত জীবন সুখের হোক🌺

RRahman Travels Bangladesh💚❤️💚

সিন্ডিকেটের কারণে জিম্মি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট। শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা। অথচ কিছু দিন...
31/01/2025

সিন্ডিকেটের কারণে জিম্মি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট। শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা। অথচ কিছু দিন আগেও যাওয়া-আসার টিকিটে খরচ ছিল ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম।

সৌদি আরবে প্রায় ২৫ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এ ছাড়াও ওমরাহ ও হজ করতে যাওয়া যাত্রীসংখ্যাও কম নয়। এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইটের সংখ্যা না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইনস।

Channel 24

অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে সৌদি আরবের বিমানের টিকিটের দাম, নেপথ্যে সিন্ডিকেট

অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে সৌদি আরবের বিমানের টিকিটের দাম, নেপথ্যে সিন্ডিকেটX

সিন্ডিকেটের কারণে জিম্মি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট। শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা।

সিন্ডিকেটের কারণে জিম্মি সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট। শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা। অথচ কিছু দিন আগেও যাওয়া-আসার টিকিটে খরচ ছিল ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম।

সৌদি আরবে প্রায় ২৫ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এ ছাড়াও ওমরাহ ও হজ করতে যাওয়া যাত্রীসংখ্যাও কম নয়। এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইটের সংখ্যা না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইনস।

আটাবের দাবি, আগে সপ্তাহে চলতো ৯৮টি ফ্লাইট। তা পরিকল্পিতভাবে কমিয়ে এখন ৪৬টিতে নামিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, সৌদি এয়ারলাইনস আগামী তিন মাস ঢাকা থেকে জেদ্দা রুটের ভাড়া নির্ধারণ করেছে এক লাখ ৯০ হাজার থেকে এক লাখ ৮৪ হাজারের মধ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারি ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটে কোনো সিট খালি নেই। মার্চে এক রুটের ভাড়া প্রায় ৮০ হাজার। এমিরেটস ও কাতার এয়ারলাইন্সেরও ভাড়া লাখ টাকা ছুঁইছুঁই। আর বাজেট এয়ারলাইনসের এয়ার এরাবিয়া ও জাজিরা এয়ারলাইনসের ভাড়াও লাখ টাকা।

বিমান টিকেটিং এজেন্সিজের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব-এর শীর্ষ কর্মকর্তা দাবি করেন ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় ৬০ হাজার সিট এয়ারলাইনসগুলো ব্লক করে রাখার কারণেই টিকিটের এমন অস্বাভাবিক দাম। এদিকে, এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালস-এর যাত্রা শেষ হচ্ছে আগামীকাল, আর সেই বিদায় লগ্নে মাঠে থাকবেন শাকিব খান। তাঁর স্বপ্ন ছিল, ...
31/01/2025

বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালস-এর যাত্রা শেষ হচ্ছে আগামীকাল, আর সেই বিদায় লগ্নে মাঠে থাকবেন শাকিব খান। তাঁর স্বপ্ন ছিল, সিনেমার মতো ক্রিকেটের মঞ্চেও সাফল্যের গল্প রচনা করা। বিপিএলে দল কেনার মধ্য দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু সব স্বপ্ন সবসময় সঙ্গে থাকে না, কিছু স্বপ্ন সময়ের অপেক্ষায় থাকে।

দল গোছানোর ক্ষেত্রে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কাগজে-কলমে স্কোয়াডটি শক্তিশালী হলেও মাঠের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ব্যর্থতার পেছনে খেলোয়াড়দের অফ-ফর্মের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট ও হেড কোচের কিছু সিদ্ধান্তও দায়ী। প্রতিভাবান ক্রিকেটারদের বসিয়ে রাখা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত। আর কিছু ম্যাচে ভাগ্যের বিপরীত হওয়া। সব মিলিয়ে ট্রফির দৌড়ে পিছিয়ে পড়তে হয়েছে।

তবে এক জায়গায় ঢাকা ক্যাপিটালস অনন্য, তারা মাঠে না জিতলেও, মাঠের বাইরে মানুষের মন জয় করে নিয়েছে। দল পরিচালনায় তারা দেখিয়েছে পেশাদারিত্ব। প্লেয়ারদের প্রতি দায়িত্বশীলতা, সময়মতো পেমেন্ট নিশ্চিত করা, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিকতা, সব ক্ষেত্রেই তারা ছিল প্রশংসার যোগ্য। এমন নজির বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।

বিপিএলের এবারের আসরে শাকিব খানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা তৈরি করেছে। যারা আগে কখনো বিপিএল দেখেননি, তাঁরাও আগ্রহ নিয়ে খেলাগুলো দেখেছেন। তাঁর চেষ্টাকে সবাই সম্মান করেছে, সফলতা কামনা করেছে।

তবে একবারের ব্যর্থতা কখনোই শেষ নয়। বরং সেটাই সফলতার প্রথম ধাপ। শাকিব খান সবসময়ই লড়াই করতে জানেন, সিনেমার মতো ক্রিকেটের এই মঞ্চেও তিনি শিখবেন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। ঢাকা ক্যাপিটালসও আগামীতে আরও স্ট্রং হয়ে মাঠে নামবে, প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জয়ের গল্প লিখবে।

শুভকামনা রইল শাকিব খান ও ঢাকা ক্যাপিটালসের জন্য। যারা সত্যিকারের লড়াকু, তারা হারের মধ্যেও ভবিষ্যতের জয়ের বীজ খুঁজে নেয়! 🖤

SShakib Khan🇧🇩

২০২৫ সালে ইউরোপ আসার ইচ্ছে থাকলে এজেন্সির দরজায় নক করার আগে কিছু স্কিল শিখে নিন দেখবেন এজেন্সি অনলাইনে পোস্ট করে করে আপন...
31/01/2025

২০২৫ সালে ইউরোপ আসার ইচ্ছে থাকলে
এজেন্সির দরজায় নক করার আগে কিছু স্কিল শিখে নিন
দেখবেন এজেন্সি অনলাইনে পোস্ট করে করে আপনাকে খুজবে....
★ইলেক্ট্রিশিয়ান
★প্লাম্বার
★ওয়েল্ডিং
★হেভি ড্রাইভার
★সেইফ
★কার ম্যাকানিক/এসি ম্যাকানিক
ইত্যাদি.....
বাবার ১-২ লাখ এজেন্সি তে জমা দেওয়ার আগে , ১০-২০ হাজার টাকা দিয়ে ট্রেইনিং করে ৩ মাসে কিছু স্কিল শিখে Certificate নিয়ে নিন। সবার জন্য শুভকামনা ২০২৫ হোক আপনার সপ্নের বছর ইনশাআল্লাহ 🌷

31/01/2025

হক কথা😜

31/01/2025
২০২৫ সালে ইউরোপ আসার ইচ্ছে থাকলে এজেন্সির দরজায় নক করার আগে কিছু স্কিল শিখে নিন দেখবেন এজেন্সি অনলাইনে পোস্ট করে করে আপন...
31/01/2025

২০২৫ সালে ইউরোপ আসার ইচ্ছে থাকলে
এজেন্সির দরজায় নক করার আগে কিছু স্কিল শিখে নিন
দেখবেন এজেন্সি অনলাইনে পোস্ট করে করে আপনাকে খুজবে....
★ইলেক্ট্রিশিয়ান
★প্লাম্বার
★ওয়েল্ডিং
★হেভি ড্রাইভার
★সেইফ
★কার ম্যাকানিক/এসি ম্যাকানিক
ইত্যাদি.....
বাবার ১-২ লাখ এজেন্সি তে জমা দেওয়ার আগে , ১০-২০ হাজার টাকা দিয়ে ট্রেইনিং করে ৩ মাসে কিছু স্কিল শিখে Certificate নিয়ে নিন। সবার জন্য শুভকামনা ২০২৫ হোক আপনার সপ্নের বছর ইনশাআল্লাহ 🌷

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাবল লিগালাইজেশন এর দিন শেষ হবে, ঘুরতে হবে না আর অন্য অন্য দেশে...
31/01/2025

আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাবল লিগালাইজেশন এর দিন শেষ হবে, ঘুরতে হবে না আর অন্য অন্য দেশের দুতাবাসের দরজায় দরজায়, from now bangladesh is the new member of Apostille Convention.

https://mofa-servicedirectory.apostille.mygov.bd/

🇭🇷ক্রোয়েসিয়া  কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে?উত্তর :এখনো নিশ্চিত না,তবে নিয়ম পরিবর্তন বা কড়াকড়ি হবার কথা জানা গেছে। আর ইউরোপের...
31/01/2025

🇭🇷ক্রোয়েসিয়া কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে?
উত্তর :এখনো নিশ্চিত না,তবে নিয়ম পরিবর্তন বা কড়াকড়ি হবার কথা জানা গেছে।
আর ইউরোপের এইটা নতুন কিছু না একদেশ বন্ধ হবে একদেশ খুলবে। বুলগেরিয়া ,ইতালি,রোমানিয়া, পর্তুগাল
সব গুলো ভালো নিউজ নিয়ে আসছে সামনে ইনশাআল্লাহ , নিয়ত রাখবেন ইউরোপ 🇪🇺। কোনো একটি দেশ ফিক্সড করে রাখলে হবেনা, এজেন্সি গুলো ফাইল নেওয়ার সময় বলে + লিখে নিবেন একদেশ বন্ধ হলে কোনো রকম টাকা পয়সার ক্ষয়ক্ষতি ছাড়া অন্য দেশে ,দ্রুত ফাইল মুভ করিয়ে দিবেন। ইনশা -আল্লাহ গন্তব্য ইউরোপ 🇪🇺

Best Country in 🇪🇺 Europe -without IELTS📔2025 -🇭🇺 Hungary 🇭🇺Rahman Travels Bangladesh💚❤️💚
31/01/2025

Best Country in 🇪🇺 Europe -without IELTS📔2025 -🇭🇺 Hungary 🇭🇺

Rahman Travels Bangladesh💚❤️💚

দুবাই তে AC ম্যাকানিক এর কাজ শিখে আসুন ১.৫ থেকে ২ লাখ টাকা আরামে কামাতে পারবেন, ইউরোপ এর বেল নাই। এছাড়াও 👇★পেইন্টার★ইলেক...
31/01/2025

দুবাই তে AC ম্যাকানিক এর কাজ শিখে আসুন ১.৫ থেকে ২ লাখ টাকা আরামে কামাতে পারবেন, ইউরোপ এর বেল নাই।
এছাড়াও 👇
★পেইন্টার
★ইলেক্ট্রিশিয়ান
★প্লাম্বার
★টাইলস মেশন

ইত্যাদি কাজ জেনে আসলে ১ লাখ আরামে কামাতে পারবেন
কাজ না জানা লোক দুবাই আসবেন না।

31/01/2025

যে জান্নাত পেয়ে গেলো ,
সে সফল হয়ে গেলো😌

🇧🇩🇧🇩🇧🇩
31/01/2025

🇧🇩🇧🇩🇧🇩

বাংলাদেশ থেকে পরিবারসহ আমেরিকার গ্রীন কার্ড সহজ।

পরিবারসহ আমেরিকার গ্রীন কার্ড পাওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ উপায় হচ্ছে EB3 ।
EB3 ক্যাটাগরিতে প্রতিবছর ৪০ হাজার মানুষ আমেরিকার গ্রীন কার্ড পাচ্ছে । বাংলাদেশে কোটা রয়েছে ৭% ।

তবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ EB3 ক্যাটাগরি সম্পর্কে তেমন কিছুই জানেনা । যার কারণে খুব কম সংখ্যক মানুষ আবেদন করে ।

এই ক্যাটাগরিতে আবেদন করতে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই । SSC পাস করেও আবেদন করা যায় ।
EB3 গ্রীন কার্ড এর আন স্কিলড ক্যাটাগরিতে যে সকল পেশার মানুষ বেশি যাচ্ছে তা হল কেয়ার গিভার( বয়স্ক মানুষদের দেখাশোনা করা), নার্স, ওয়েটার, রাধুনী, ফ্রুটপিকার ( আপেল কিনবা অনন্য ফল গাছ থেকে কালেক্ট করা ), দোকান কিনবা সুপার শপের সেলসম্যান, ডেলিভারি ম্যান, বাগানের মালি ইত্যাদি ।

EB3 এর স্কিল ক্যাটাগরিতে যে সকল পেশার মানুষ বেশি যাচ্ছে তা হল বিভিন্ন সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি , একাউন্টেন্ট, ব্যাংকার ইত্যাদি ‌। এছাড়াও প্রফেশনাল ক্যাটাগরিতে শিক্ষক, আরকিটেক্ট ইত্যাদি পেশার মানুষ আবেদন করতে পারে ।

সম্প্রতি বাংলাদেশ থেকে EB3 আনিস্কেল ক্যাটাগরিতে ভিসা পাওয়া শুরু হয়েছে , আমি আমার আগের পোস্টে দেখেছি গত মাসের ২০ জনের মধ্যে ২০ জনই ভিসা পেয়েছে ।
এই আন স্কিলড ক্যাটাগরির সুবিধা হচ্ছে, কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই, তেমন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই, ভাষাগত যোগ্যতার দরকার নেই ।

শুধুমাত্র নিয়ম মেনে আবেদন করতে পারলে, এবং আপনার জন্য কোন ক্যাটাগরি সেটা বাছাই করতে পারলেই, সময় মত আপনি পরিবারসহ আমেরিকার গ্রীন কার্ড সহ যেতে পারবেন । তবে আমি সব সময় বলে আসছি, আগে আপনারা B1/B2 এর জন্য আবেদন করুন । এতে করে EB3 এর রাস্তা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ।

আপনারা জানেন আমি ইতিমধ্যে একটা মাস্টার ক্লাসের আয়োজন করতে যাচ্ছি যেখানে কিভাবে ইবি থ্রি তে আবেদন করবেন, তাদের মাধ্যমে আবেদন করবেন, কত টাকা লাগে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

এবং আমি কথা দিয়েছি যারা আমার পোস্ট শেয়ার করবেন, তাদের মধ্য থেকে বিশ জনকে সম্পূর্ণ ফ্রিতে আমেরিকার B1/B2 ক্যাটাগরিতে আবেদন করে দেব । সুতরাং অবশ্যই এই পোস্টটি আপনারা শেয়ার করবেন ।

আপনারা কে কে EB3 সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং EB3 এর মাস্টার ক্লাস করার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কমেন্ট বক্সে দেওয়া আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন ।
ধন্যবাদ ।

Address

Shop No. 50, Road 1, Kashipur Bazar, Homna
Cumilla
3540

Telephone

+8801812276422

Website

http://www.rahmantravelsbd/

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Travels Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahman Travels Bangladesh:

Videos

Share

Category