Rahman Travels

Rahman Travels Rahman Travels is one of the trusted and reliable name in the travel agency trade of Bangladesh.
(10)

ভ্রমণের সময় আপনার ছোট কিন্তু মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, গয়না, ঘড়ি, ক্যামেরা ইত্যাদি চেক ইন লাগেজে রাখবেন না।  নিজের স...
01/07/2024

ভ্রমণের সময় আপনার ছোট কিন্তু মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, গয়না, ঘড়ি, ক্যামেরা ইত্যাদি চেক ইন লাগেজে রাখবেন না। নিজের সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন।

কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।

১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হাত ব্যাগে করে সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।

আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশী ও বিদেশী পর্যটক, সাধারণ যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাতায়াত ও লাগেজ সাম...
01/07/2024

প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশী ও বিদেশী পর্যটক, সাধারণ যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিমানবন্দর সাটল বাস সার্ভিস

ডিসেম্বরেই সাগর ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরে নামবে বিমানদেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। রানওয়...
01/07/2024

ডিসেম্বরেই সাগর ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরে নামবে বিমান

দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। রানওয়ে সম্প্রসারণের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ। সমুদ্রগর্ভে দৃশ্যমান হয়ে উঠছে সুদীর্ঘ রানওয়ে। আগামী ডিসেম্বরে সাগরের নীল জল ছুঁয়ে রানওয়েতে নামবে উড়োজাহাজ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান বলেন, কক্সবাজার বিমানবন্দরের দ্বিতীয় লেয়ারের কার্পেটিংয়ের কাজ বাকি আছে এখনো। তবে সমুদ্রবক্ষে রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ। বর্ষা মৌসুম শেষে শীত এলে কার্পেটিং কাজ করা হবে। ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুটের এই রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৭০০ ফুট থাকছে সমুদ্রবক্ষে। সমুদ্রের বুক ছুঁয়ে এই রানওয়েতে ওঠানামা করবে উড়োজাহাজ। এরই মধ্যে সাগরগর্ভে দৃশ্যমান সুদীর্ঘ রানওয়ে। রানওয়ে সম্প্রসারণের অগ্রগতি ৯৫ শতাংশ। আগামী ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে। রানওয়ে পরিষেবা চালু হলে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৪৭-এর মতো বড় উড়োজাহাজগুলো কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হবে।

ব্রেকিং নিউজ।দৈনিক ২৫০ টাকা ভাতা। যুব উন্নয়ন অধিদপ্তরে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৪-প্রশিক্ষণ শেষে মিলবে ফ্রী লাইস...
22/06/2024

ব্রেকিং নিউজ।
দৈনিক ২৫০ টাকা ভাতা। যুব উন্নয়ন অধিদপ্তরে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৪-
প্রশিক্ষণ শেষে মিলবে ফ্রী লাইসেন্স।
বিস্তারিত দেখুন ১ম কমেন্টে।

আসসালামু আলাইকুমআপনি ও আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক" 🌺*তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া ...
17/06/2024

আসসালামু আলাইকুম

আপনি ও আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক" 🌺

*তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম*

*RAHMAN TRAVELS BANGLADESH*
*Kashipur Bazar, Homna, Cumilla*
*01812276422*

ঈদের ছুটিতে প্রাণপ্রিয় বড়ভাইদের মিলনমেলায়, আমার দোকানের ভিআইপি শপিং ব্যাগের মোরক উন্মোচনের আনন্দঘন মুহুর্ত💚❤️💚Rahman Tra...
15/06/2024

ঈদের ছুটিতে প্রাণপ্রিয় বড়ভাইদের মিলনমেলায়, আমার দোকানের ভিআইপি শপিং ব্যাগের মোরক উন্মোচনের আনন্দঘন মুহুর্ত💚❤️💚

Rahman Travels 🇧🇩
Rahman Collection 🇧🇩

15/06/2024

এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত টিকেট মূল্যের চেয়ে কম মূল্যে টিকেট বিক্রয়, প্রদর্শন, বিজ্ঞাপন, ও বিপণন প্রসঙ্গে।

💚❤️💚
15/06/2024

💚❤️💚

হজ্বের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে লাখো হাজ্বীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আরাফাহ এবং মুজদালিফা।

আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। অসংখ্য অগণিত বনি আদমকে এদিন ক্ষমার ঘোষণা দেয়া হয়। এদিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। যেন কেউ মিস না করি।

আল্লাহ তা’আলা সকল হাজ্বীদের হাজ্বে মাবরুর নসিব করুন। যারা এখনো যেতে পারেননি, ভবিষ্যতে তাদের যাওয়ার তাওফিক দিন।

যারা আরাফার সিয়াম রাখতে চান,  আজ রাতে সাহরী খাবেন ইংশাআল্লাহ।ঢাকায় সাহরীর শেষ সময়: ৩:৪৪ মিনিট।
14/06/2024

যারা আরাফার সিয়াম রাখতে চান, আজ রাতে সাহরী খাবেন ইংশাআল্লাহ।

ঢাকায় সাহরীর শেষ সময়: ৩:৪৪ মিনিট।

14/06/2024

💚❤️💚

12/06/2024

আলহামদুলিল্লাহ আমাদের গৌরীপুর থেকে গুলিস্তান হয়ে আব্দুলাহ্পুর এসি বাস সার্ভিস চালু হয়েছে।গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা...
12/06/2024

আলহামদুলিল্লাহ
আমাদের গৌরীপুর থেকে গুলিস্তান হয়ে আব্দুলাহ্পুর এসি বাস সার্ভিস চালু হয়েছে।

গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা

যেতে পারবেন পল্টন, বাড্ডাহয়ে এয়ারপোর্ট, আব্দুলাহ্পুর পর্যন্ত।

কর্তৃপক্ষের দাবি নির্দিষ্ট সময় পরপর বাসে ছেড়ে চলে যাবে, যাত্রী হোক না হোক।

এখন দেখার অপেক্ষা এই বাস সার্ভিস কী অসাধারণ লোকাল BRTC বাসের ভোগান্তি থেকে এই এলাকার মানুষ কে উদ্ধার করতে পারে? নাকি নতুন ভোগান্তি যোগ করে!

Rahman Travels এর পক্ষ থেকে শুভকামনা রইলো💚❤️💚

এজেন্সি নামধারী প্রতারকগণ সাবধান🚦
12/06/2024

এজেন্সি নামধারী প্রতারকগণ সাবধান🚦

৪৫৬০০ টি নতুন এয়ার কন্ডিশনার লাগানো হয়েছে মিনার তাবুতে, আলহামদুলিল্লাহ।আশা করি এবার দুপুরের তীব্র গরমের মাঝে একটু হলেও...
12/06/2024

৪৫৬০০ টি নতুন এয়ার কন্ডিশনার লাগানো হয়েছে মিনার তাবুতে, আলহামদুলিল্লাহ।

আশা করি এবার দুপুরের তীব্র গরমের মাঝে একটু হলেও ঠান্ডা পাওয়া যাবে ইন শা আল্লাহ।
আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখে সুন্দরভাবে সঠিকভাবে হজ্জ করার তৌফিক দান করুন

আমিন আমিন আমিন।

হজ্জ এর জন্য ৬ টা ওয়াজিব সবাই জানে।কিন্তু আরেকটা ওয়াজিব আছে, যেটা এখানে ৭ নাম্বার এ উল্লেখ করা হয়েছে। সেটি হলো ১০ জিল...
12/06/2024

হজ্জ এর জন্য ৬ টা ওয়াজিব সবাই জানে।
কিন্তু আরেকটা ওয়াজিব আছে, যেটা এখানে ৭ নাম্বার এ উল্লেখ করা হয়েছে। সেটি হলো ১০ জিলহজে ৩ টি কাজ হলো -
১. বড় জামারাহতে ৭ টি পাথর মারা,
২. দমে শোকর (হজ এর কুরবানী) দেওয়া,
৩. মাথার চুল মুন্ডানো বা কেটে ফেলা।

এই ৩ টি কাজের মধ্যে তরতিব বা সিরিয়াল ঠিক রাখা আরেকটি ওয়াজিব। এই সিরিয়াল আগে পরে করে যদি ওয়াজিব ভঙ্গ করা হয় তাহলে একটি দম (খাশি বা ছাগল বা দুম্বা জবাই করে) দিতে হবে।

এভাবেই স্বাগত জানানো হচ্ছে তোমাকে  😁
12/06/2024

এভাবেই স্বাগত জানানো হচ্ছে তোমাকে
😁

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতাএয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জ...
12/06/2024

সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য সর্তকতা

এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া ও ব্মিান বাংলাদেশ এয়ারলাইন্স। চেক-ইন ব্যাগেজের হতে হবে সর্বোচ্চ ১৫৮ সেন্টিমিটার বা ৬২ ইঞ্চির মধ্যে। লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। হাত ব্যাগেজের ওজন ৭ কেজির বেশি কোন অবস্থায় গ্রহণ করা হবে না।
#বাংলা_এভিয়েশন

12/06/2024

আমার দেশি ভাই 🤣🤣🤣

এ যেন মিরপুর,গ্যালারির অবস্থা দেখেন 🫡বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের ফ্যানবাজ অনেক বেশি 🇧🇩🔥
11/06/2024

এ যেন মিরপুর,গ্যালারির অবস্থা দেখেন 🫡
বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের ফ্যানবাজ অনেক বেশি 🇧🇩🔥

বিদেশ থেকে অলংকারের নামে স্বর্ণবার আনার দিন শেষঘোষিত বাজেট অনুযায়ী ব্যাগেজ রুলস পরিবর্তন হয়েছে।একজন যাত্রী সর্বমোট ১০০ গ...
07/06/2024

বিদেশ থেকে অলংকারের নামে স্বর্ণবার আনার দিন শেষ

ঘোষিত বাজেট অনুযায়ী ব্যাগেজ রুলস পরিবর্তন হয়েছে।

একজন যাত্রী সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার (২২ ক্যারেট বা তার নিচের) আনতে পারবেন শুল্ক ছাড়া।২৪ ক্যারেটের অলংকার আনা যাবে না।

২০০ গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন শুল্ক ছাড়া।

তবে কোন অবস্থায় একই প্রকার অলংকার ১২(বার)টি অধিক নয় হওয়া যাবে না।

১২ বছরের কম বয়সী কোন যাত্রী এ সুবিধা পাবেন না।

নতুন বাজেট অনুযায়ী শুল্ক মুক্ত পণ্যের তালিকা
07/06/2024

নতুন বাজেট অনুযায়ী শুল্ক মুক্ত পণ্যের তালিকা

আসুন, এক নজরে দেখে নিই জিলহজ্জের প্রথম ১০ দিনের আমল-
07/06/2024

আসুন, এক নজরে দেখে নিই জিলহজ্জের প্রথম ১০ দিনের আমল-

All The Best Bangladesh Cricket : The Tigers 🇧🇩
07/06/2024

All The Best Bangladesh Cricket : The Tigers 🇧🇩

অভিনন্দন বাংলাদেশ কাবাডি দল 📣🇧🇩টানা চতুর্থ আন্তর্জাতিক শিরোপা জিতলো ❤️যোগ্য মানুষ সঠিক স্থানে থাকলে এমনি হয়। বিসিবির নাজ...
05/06/2024

অভিনন্দন বাংলাদেশ কাবাডি দল 📣🇧🇩
টানা চতুর্থ আন্তর্জাতিক শিরোপা জিতলো ❤️

যোগ্য মানুষ সঠিক স্থানে থাকলে এমনি হয়। বিসিবির নাজমুল হাসান পাপন আর বাফুফের কাজী সালাউদ্দীনের অনেক কিছু শেখার আছে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মহোদয় হাবিবুর রহমান স্যারের কাছে। আমি তো চাই বিসিবির প্রধান হিসেবে বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কাউকে দায়িত্ব দেওয়া হোক।


ট্রাভেল কনসালট্যান্ট এর শুরু এবং শেষ!!👉 রাস্তা ১:- সফলতা। GDS শেখা > Cheapest Fare Searching শেখা > Fare Basis & Fare Ru...
02/06/2024

ট্রাভেল কনসালট্যান্ট এর শুরু এবং শেষ!!

👉 রাস্তা ১:- সফলতা।
GDS শেখা > Cheapest Fare Searching শেখা > Fare Basis & Fare Rules নিয়ে দীর্ঘসময় শেখার চেষ্টা করে যাওয়া > Reissue. Refund calculation শেখা > BSP Settlement শেখা > এই ট্রেডে ধৈর্যসহকারে ৮-১০ বছর সময় দিয়ে একদিন IATA এজেন্সির মালিক হওয়া।

👉 রাস্তা ২:- আত্মঘাতী।
GDS শেখা > Cheapest Fare Searching শিখতে যেয়ে কে কত কম দিচ্ছে, কোন পোর্টালের কি অবস্থা, কোন সাপ্লায়ার কি দিচ্ছে এই লাইনে ঢুকে পরা!!!
এবং ২-৩ বছর মোটামোটি এই আনাড়ি Knowledge দিয়ে টুকটাক প্রফিট করা এবং বিভিন্ন দেশের ট্রানজিট রুলস, ভিসা রুলস না জেনে কিছু ক্লায়েন্টের ক্ষতি করে বিরক্ত হয়ে এই ট্রেডকে ২-৩ টা গালি দিয়ে আবার বিড়ির দোকান দেয়া!!!

👉 আপনিকি জানেন, অনেক নামকরা OTA দেশের বড় এজেন্সির API ব্যবহার করে শুধু সেগমেন্ট মানি Extra % আকারে দিয়ে টিকে আছে?

✅আবার অনেক GDS এজেন্সিও এখন সেগমেন্ট মানি এবং ইনসেনটিভ তাদের সাব-এজেন্টদের এক্সট্রা % আকারে দিচ্ছে।

✅সঠিক রাস্তা খুঁজে বের করার দায়িত্ব আপনার। এবং এই সঠিক রাস্তা খুঁজে পেতে হলেও আপনাকে GDS এ তুখোড় হতে হবে। মনে রাখবেন, একজন দক্ষ ট্রাভেল কনস্যাল্টেন্ট এর কাজ শুধু প্রফিট করা না। শিখে যাওয়া। সময় আপনাকে অটো প্রফিট ষ্টেজে নিয়ে যাবে।

ধন্যবাদ।

©Md Masudur Rahman 🇧🇩

সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা ও পাসপোর্ট  প্রসেসিং করুনRahman Travels, Kashipur Bazar018...
02/06/2024

সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা ও পাসপোর্ট প্রসেসিং করুন
Rahman Travels, Kashipur Bazar
01812-276422

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কর্মীরা ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ধর্মঘট পালন করবে। ফলে যাত্রী সেবা বিঘ্নিত হবে।এ কারণে ...
02/06/2024

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কর্মীরা ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ধর্মঘট পালন করবে। ফলে যাত্রী সেবা বিঘ্নিত হবে।

এ কারণে বিমানবন্দর অথরিটি ধর্মঘটের কারণে যাত্রী সেবা বিঘ্নিত হতে পারে বলে আশংকা করছে। যাত্রীদের বিমানবন্দরে বেশি সময় লাগতে পারে।

ঢাকা থেকে যারা এই সময়ে লন্ডনে যাবেন, কিংবা লন্ডন থেকে ঢাকা ফিরবেন, তারা মানসিক প্রস্তুতি নিয়ে যাত্রা করবেন।

আপনি কী হজে যাচ্ছেন?আপনার পরিবারের কেউ হজে যাচ্ছেন?সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী কোন অবস্থায় জর্দা, তামাক পাতা নেয়া যাব...
02/06/2024

আপনি কী হজে যাচ্ছেন?

আপনার পরিবারের কেউ হজে যাচ্ছেন?

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী কোন অবস্থায় জর্দা, তামাক পাতা নেয়া যাবে না। কেউ যদি সাথে জর্দা, সাদা পাতা, তামাক পাতা নেন তবে জরিমানা/শাস্তির মুখোমুখি হতে পারেন।

ইতোমধ্যে বাংলাদেশি হজ যাত্রীদের ব্যাগ থেকে জর্দা জব্দ করেছে সৌদি কাস্টমস। একই সাথে বাংলাদেশ হজ অফিসকেও সতর্ক করা হয়েছে।

তাই হজ যাত্রীরা কেউ তামাক পাতা , জর্দা সাথে নিবেন না।

Address

Shop No. 50, Road 1, Kashipur Bazar, Homna
Cumilla
3540

Telephone

+8801812276422

Website

http://www.rahmantravelsbd/

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahman Travels:

Videos

Share

Category