ওমরাহ শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়।
🟢🔴🟢ওমরাহর ফরজ ৪ টি🟢🔴🟢
ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ।
দুইটি কাজ ফরজ—
(১) ইহরাম পরিধান করা।
(২) পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা।
দুইটি কাজ ওয়াজিব—
(৩) সাফা ও মারওয়ার মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সাঈ করা।
(৪) মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।
🎯এক. ইহরাম পরিধান করা
ইহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলো হলো—ইহরাম পরিধানের আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যেমন—হাত-পায়ের নখ কাটা, গোঁফ, চুল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। ইহরাম পরিধানের আগে গোসল করা সুন্নত।
এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও নারীদের যেকোনো উপযুক্ত পোশা
আল্লাহুম্মা সায়্যিবান নাফিআন
(হে আল্লাহ আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি বর্ষণ করুণ)
আমীন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জন্য চালু হচ্ছে হটলাইন। ২৪ ঘন্টা বিমানবন্দর সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে এই হট লাইনে যোগাযাগ করতে পারবেন যাত্রীরা। ২৭ জুলাই বিকেলে এই হটলাইন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে। এছাড়া www.hsia.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে তথ্য জানতে পারবেন যাত্রীরা।
Rahman Travels 🇧🇩
এই পৃথিবীতে নিজের সৌন্দর্য নিয়ে কেউ সুখী নয়...!!!
উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে🌺
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এর যাত্রায় আমরা সত্যিই আনন্দিত💚💖💚
Video Credit: Raid BD
আমাদের জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রা ভার্সন।🌸🥀🖤
সম্পূর্ণটা শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়।
Rahman International Travels & Tours 💚❤️💚
ইউটিউবে সার্চ দিলে পৃথিবীর অনেকগুলো দেশের জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রা ভার্সন খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বৃহৎ আয়োজনে এমন কোন ভার্সন খুঁজে পাওয়া যায়নি । অবশেষে সেই উদ্যোগটা নিয়েছেন Shusmita Anis এবং ডিরেকশনে ছিলেন Aga Nahiyan Ahmed । ইউরোপের স্বনামধন্য বেশকিছু অর্কেস্ট্রা আর্টিস্টদের নিয়ে, প্রায় দীর্ঘ এক বছর প্রচেষ্টার পর তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই অর্কেস্ট্রা ভার্সন।
https://youtu.be/xy2kRkcn-rc
#AmarSonarBangla #NationalAnthem #50YearsOfBangladesh #TagoreSong #ShusmitaAnis #TheBeautyOfBangladesh
Rahman International Travels & Tours এর স্থলপথের বিমান💖💖💖
Beautiful departure of Bangladesh Biman 🇧🇩
©Biman Bangladesh Airlines
সর্বনিম্ন মূল্যে যে কোন দেশি বা বিদেশি বিমানের টিকিট করুন এবং নিরাপদে স্বপরিবারে ভ্রমণ করুন💞
এখন থেকে নিশ্চিন্তে আপনি ঘরে বা অফিসে বসেই রহমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর মাধ্যমে সর্বনিম্ন মুল্যে যে কোন দেশি-বিদেশি বিমানের টিকেট কিনতে পারবেন এবং WhatsApp ও Email এ আপনার কাঙ্ক্ষিত টিকেট ঘরে বা অফিসে বসেই পেয়ে যাবেন!
আমরা বিশ্বস্ততা ও সুনামের সাথে গ্রাহকগণকে স্বল্প খরচে এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।
তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সময় ও খরচ দুটোই বাঁচান।
(এই এড টি Share করে দিন ও আপনার পরিচিত জনকে সেবা নেয়ার সুযোগ করে দিন)
✅ Md. Abdur Rahman (Proprietor)
☎️ 01812-276422
🏩 [email protected]
#Rahman_International_Travels_And_Tours💘
Wonderful View of Moon from different Countries 💓