02/08/2023
লাগেজ নিয়ে বিশেষ সতর্কবার্তা
বিশ্বের যে বিমানবন্দরে থেকেই আপনার ফ্লাইট হোক না কেন, এ ধরণের পোটলা, গাইট, গাট্টি নিয়ে বিমানবন্দরে আসবেন না। এখন থেকে কোন এয়ারলাইন এ ধরণের পোটলা, গাইট, গাট্টি বহন করবে না।
পোটলা, গাইট, গাট্টি নিয়ে এয়ারলাইন ও বিমানবন্দরে কর্মীদের জটিলতার মধ্যে পড়তে হয়। পোটলা, গাইট, গাট্টি অতিরিক্ত জায়গা নষ্ট করে, হ্যান্ডলিং করতেও জটিলতায় পড়তে হয় এয়ারলাইনের।
পোটলা, গাইট, গাট্টি বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি করতে যাত্রীকে খুলতে বললে তিনি সহজে খুলে দেখাতে পারেন না। অতিরিক্ত সময় নষ্ট হয় এসব
পোটলা, গাইট, গাট্টির নিরাপত্তা তল্লাশিতে।
একই রকম ভাবে বিভিন্ন বিমানবন্দরে কাস্টমস পোটলা, গাইট, গাট্টি তল্লাশির জন্য খুলতে চাইলে যাত্রীর অতিরিক্ত সময় লাগে, বাড়তি ভোগান্তি হয়।
সারা বিশ্বে বানিজ্যিক এয়ারলাইনের সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নির্দেশনা অনুযায়ী, স্ক্যানিংয়ের সুবিধার জন্য চার কোন আকৃতির লাগেজ উত্তম। তবে লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। পোটলা, গাইট, গাট্টির কোন দিকই সমতল হয় না। তাই আকাশ পথে ভ্রমণে পোটলা, গাইট, গাট্টি বহন করা যাবে না। আপনি যে দেশ থেকে ভ্রমণ করুন না কেন কম্বল, কার্পেট, চাদর দিয়ে বানানো গাইট/পোটলা/গাট্টি বহন থেকে বিরত থাকুন।
মালামাল বহনের জন্য লাগেজ ও কার্টন উত্তম। তবে বেশির ভাগ মধ্যপ্রাচ্যের যাত্রীরা পাতলা কার্টনে ধারণ ক্ষমতার বেশি ওজনের মালামাল বহন করেন। কার্টন ঠিক মতো র্যাপিং করেন না। যার কারণে কার্টন ফেটে যাওয়া বা ছিড়ে যাওয়ার ঘটে না ঘেটে। এসব কারণে এয়ারলাইনকে বিব্রতকর পরস্থিতিতে পড়তে হয়।
এই কারণে ১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া।
বিমানবন্দর, এয়ারলাইন, গন্তব্য ভেদে ব্যাগেজ পলিসি ভিন্ন ভিন্ন রকম হয়।
লাগেজ বা কার্টন নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকলে দয়া করে আপনি যে এয়ারলাইনে টিকিট কাটবেন তাদের কাছ থেকে জেনে নিবেন। ইতোমধ্যে টিকিট ক্রয় করে ফেললে এয়ারলাইনের হটলাইনে কথা বলুন কিংবা তাদের ওয়েব সাইটে গিয়ে ব্যাগেজ পলিসি দেখুন।
#ঢাকাস্থ #কাটুন #ব্যাগেজ #ল্যাগেজ