Gomti Travel & Tours

Gomti Travel & Tours We are Gomti Travel & Tours (GTT). Where Great Journey Begins

12/08/2023

সকল দেশের ভিসা প্রসেসিং করার জন্য চলে আসুন গোমতি ট্রাভেল এন্ড ট্যুরস। বাজার চৌয়ারা সদর দক্ষিণ কুমিল্লা।

যেকোন দেশের এয়ার টিকেট কমে পেতে চলে আসুন গোমতি ট্রাভেল এন্ড ট্যুরস। বাজার চৌয়ারা, সদর দক্ষিণ কুমিল্লা।
10/08/2023

যেকোন দেশের এয়ার টিকেট কমে পেতে চলে আসুন গোমতি ট্রাভেল এন্ড ট্যুরস। বাজার চৌয়ারা, সদর দক্ষিণ কুমিল্লা।

যেকোন দেশের টিকেট তারিখ পরিবর্তন করা হয়। গোমতী ট্রাভেল এন্ড ট্যুরস, বাজার চৌয়ারা, সদর দক্ষিণ কুমিল্লা।
07/08/2023

যেকোন দেশের টিকেট তারিখ পরিবর্তন করা হয়। গোমতী ট্রাভেল এন্ড ট্যুরস, বাজার চৌয়ারা, সদর দক্ষিণ কুমিল্লা।

লাগেজ নিয়ে বিশেষ সতর্কবার্তা বিশ্বের যে বিমানবন্দরে থেকেই আপনার ফ্লাইট হোক না কেন, এ ধরণের পোটলা, গাইট, গাট্টি নিয়ে বিম...
02/08/2023

লাগেজ নিয়ে বিশেষ সতর্কবার্তা

বিশ্বের যে বিমানবন্দরে থেকেই আপনার ফ্লাইট হোক না কেন, এ ধরণের পোটলা, গাইট, গাট্টি নিয়ে বিমানবন্দরে আসবেন না। এখন থেকে কোন এয়ারলাইন এ ধরণের পোটলা, গাইট, গাট্টি বহন করবে না।

পোটলা, গাইট, গাট্টি নিয়ে এয়ারলাইন ও বিমানবন্দরে কর্মীদের জটিলতার মধ্যে পড়তে হয়। পোটলা, গাইট, গাট্টি অতিরিক্ত জায়গা নষ্ট করে, হ্যান্ডলিং করতেও জটিলতায় পড়তে হয় এয়ারলাইনের।

পোটলা, গাইট, গাট্টি বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি করতে যাত্রীকে খুলতে বললে তিনি সহজে খুলে দেখাতে পারেন না। অতিরিক্ত সময় নষ্ট হয় এসব
পোটলা, গাইট, গাট্টির নিরাপত্তা তল্লাশিতে।

একই রকম ভাবে বিভিন্ন বিমানবন্দরে কাস্টমস পোটলা, গাইট, গাট্টি তল্লাশির জন্য খুলতে চাইলে যাত্রীর অতিরিক্ত সময় লাগে, বাড়তি ভোগান্তি হয়।

সারা বিশ্বে বানিজ্যিক এয়ারলাইনের সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) নির্দেশনা অনুযায়ী, স্ক্যানিংয়ের সুবিধার জন্য চার কোন আকৃতির লাগেজ উত্তম। তবে লাগেজ বা ব্যাগের অন্তত একটি সমতল পৃষ্ঠ থাকতে হবে। পোটলা, গাইট, গাট্টির কোন দিকই সমতল হয় না। তাই আকাশ পথে ভ্রমণে পোটলা, গাইট, গাট্টি বহন করা যাবে না। আপনি যে দেশ থেকে ভ্রমণ করুন না কেন কম্বল, কার্পেট, চাদর দিয়ে বানানো গাইট/পোটলা/গাট্টি বহন থেকে বিরত থাকুন।

মালামাল বহনের জন্য লাগেজ ও কার্টন উত্তম। তবে বেশির ভাগ মধ্যপ্রাচ্যের যাত্রীরা পাতলা কার্টনে ধারণ ক্ষমতার বেশি ওজনের মালামাল বহন করেন। কার্টন ঠিক মতো র‌্যাপিং করেন না। যার কারণে কার্টন ফেটে যাওয়া বা ছিড়ে যাওয়ার ঘটে না ঘেটে। এসব কারণে এয়ারলাইনকে বিব্রতকর পরস্থিতিতে পড়তে হয়।

এই কারণে ১ আগস্ট থেকে পোটলা, গাইট, গাট্টি, কার্টনের মালামাল গ্রহন করবে না এয়ার অ্যারাবিয়া।

বিমানবন্দর, এয়ারলাইন, গন্তব্য ভেদে ব্যাগেজ পলিসি ভিন্ন ভিন্ন রকম হয়।

লাগেজ বা কার্টন নিয়ে আপনার আর কোন প্রশ্ন থাকলে দয়া করে আপনি যে এয়ারলাইনে টিকিট কাটবেন তাদের কাছ থেকে জেনে নিবেন। ইতোমধ্যে টিকিট ক্রয় করে ফেললে এয়ারলাইনের হটলাইনে কথা বলুন কিংবা তাদের ওয়েব সাইটে গিয়ে ব্যাগেজ পলিসি দেখুন।
#ঢাকাস্থ #কাটুন #ব্যাগেজ #ল্যাগেজ

যেকোন এয়ার টিকেট চেক করা হয়। আপনি যাওয়ার সম্ভব হলে টিকেট চেক করে নিবেন। সময় ও তারিখ পরিবর্তন হতেই পারে।
29/07/2023

যেকোন এয়ার টিকেট চেক করা হয়। আপনি যাওয়ার সম্ভব হলে টিকেট চেক করে নিবেন। সময় ও তারিখ পরিবর্তন হতেই পারে।

আলহামদুলিল্লাহ! কাতার ও ডুবাই টিকেট এবং ম্যানপাওয়ার প্রসেসিং। টিকেট কিনার আগে সম্ভব হলে আমার থেকে একটা রেইট নিবেন তার পর...
27/07/2023

আলহামদুলিল্লাহ! কাতার ও ডুবাই টিকেট এবং ম্যানপাওয়ার প্রসেসিং। টিকেট কিনার আগে সম্ভব হলে আমার থেকে একটা রেইট নিবেন তার পর কাটবেন। দেশ ও বিদেশের এয়ার টিকেট এবং ট্রেইনের টিকেট এভেলেবেল। Gomti Travel & Tours

আলহামদুলিল্লাহ! কাস্টমার খুশি আমরাও খুশি, কথা কাজে মিল থাকলে সবাই খুশি। যে কোন দেশের টিকেট ও ম্যানপাওয়ারের জন্য চলে আসুন...
26/07/2023

আলহামদুলিল্লাহ! কাস্টমার খুশি আমরাও খুশি, কথা কাজে মিল থাকলে সবাই খুশি। যে কোন দেশের টিকেট ও ম্যানপাওয়ারের জন্য চলে আসুন" গোমতি ট্রাভেল এন্ড ট্যুরস্ "।

আলহামদুলিল্লাহ! সিঙ্গাপুরের ম্যানপাওয়ার ও টিকেট প্রসেসিং সম্পূর্ণ করলাম। দোয়া রইলো প্রবাস জীবনে সফল হওয়া।
25/07/2023

আলহামদুলিল্লাহ! সিঙ্গাপুরের ম্যানপাওয়ার ও টিকেট প্রসেসিং সম্পূর্ণ করলাম। দোয়া রইলো প্রবাস জীবনে সফল হওয়া।

আলহামদুলিল্লাহ! ওমান ছালালা ভিসা ও ম্যানপাওয়ার, টিকেট প্রসেসিং সম্পূর্ণ করলাম। যে কোন ভিসা প্রসেসিং করতে চলে আসুন।
21/07/2023

আলহামদুলিল্লাহ! ওমান ছালালা ভিসা ও ম্যানপাওয়ার, টিকেট প্রসেসিং সম্পূর্ণ করলাম।
যে কোন ভিসা প্রসেসিং করতে চলে আসুন।

যে কোন টিকেট পরিবর্তন করার জন্য চলে আসুন! Gomti Travel & Tours, বাজার চৌয়ারা, সদর দক্ষিণ,  কুমিল্লা। ফোন 01823280919, 01...
11/07/2023

যে কোন টিকেট পরিবর্তন করার জন্য চলে আসুন! Gomti Travel & Tours, বাজার চৌয়ারা, সদর দক্ষিণ, কুমিল্লা। ফোন 01823280919, 01620601940.

আলহামদুলিল্লাহ! ৮ কর্ম দিবসে সিঙ্গাপুরের কাজ সম্পূর্ণ করলাম। ট্রাভেলিং জনিত যেকোনো কাজের জন্য চলে আসুন। গৌমতি ট্রাভেল এন...
09/07/2023

আলহামদুলিল্লাহ! ৮ কর্ম দিবসে সিঙ্গাপুরের কাজ সম্পূর্ণ করলাম। ট্রাভেলিং জনিত যেকোনো কাজের জন্য চলে আসুন। গৌমতি ট্রাভেল এন্ড ট্যুরস। Gomti Travel & Tours

যাওয়া তো অনেক Way তে হয় কিন্তু যখন যাওয়া টা উচ্চশিক্ষার জন্য স্বপ্নের দেশে হয় তখন অনুভূতি ভিন্ন হয় 🥰কবে যাচ্ছেন আপনি?Pic...
04/07/2023

যাওয়া তো অনেক Way তে হয় কিন্তু যখন যাওয়া টা উচ্চশিক্ষার জন্য স্বপ্নের দেশে হয় তখন অনুভূতি ভিন্ন হয় 🥰
কবে যাচ্ছেন আপনি?

Picture :collected

আলহামদুলিল্লাহ! হঠাৎ টিকেট লাগবে বন্ধুর কাছে চলে আসছে। যদিও টিকেট এভেলেবেল না। যাক বন্ধু আসছে খালিতে ফিরিয়ে দিলাম না, কম...
01/07/2023

আলহামদুলিল্লাহ!
হঠাৎ টিকেট লাগবে বন্ধুর কাছে চলে আসছে। যদিও টিকেট এভেলেবেল না। যাক বন্ধু আসছে খালিতে ফিরিয়ে দিলাম না, কম দামে টিকেট হাতে দিয়ে দিলাম। ঘুড়ে আসো বন্ধু, আবার দেখা হবে। ইনশাআল্লাহ

27/06/2023

ঈদুল আজহার শুভেচ্ছা! ঈদ মোবারক।

27/06/2023

Dhaka-Dubai
32000/-
One-way 1,2,3 July

 #জরুরী_নোটিশ:যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সক...
26/06/2023

#জরুরী_নোটিশ:
যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সেই সকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স এর টাকা নির্দিষ্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিস্ট ট্যাক্স এর বর্ধিত এমাউন্ট আপনার এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বেই জেনে নিবেন।

আলহামদুলিল্লাহ! ওমানের ভিসা প্রসেসিং কমপ্লিট। যেকোন দেশের ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন এবং বিশ্বের যেকোন দেশের এ...
22/06/2023

আলহামদুলিল্লাহ! ওমানের ভিসা প্রসেসিং কমপ্লিট। যেকোন দেশের ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন এবং বিশ্বের যেকোন দেশের এয়ার টিকেট কমে পেতে চলে আসুন। গৌমতী ট্রাভেল এন্ড ট্যুরস, ২৭ নং সিটি করপোরেশন কুমিল্লা।

সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন ভর্তুকির চেক প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিকরোনা মহামারির সময় ওয়েজ আর্নার্স কল্যা...
13/06/2023

সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন ভর্তুকির চেক প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

করোনা মহামারির সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন ভর্তুকি বাবদ জনপ্রতি ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিলো।

এখনও যারা আবেদন করেছেন কিন্তু চেক গ্রহণ করেননি তাঁদেরকে আগামী ২৭ জুন, ২০২৩ তারিখের মধ্যে চেক গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের (লেভেল-১২) গিয়ে চেক গ্রহণ করা যাবে।
ঠিকানা: ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১২১৭।

চেক গ্রহণের জন্য প্রবাসী কর্মীর পরিবারের পিতা/মাতা /স্ত্রী/পুত্র/কন্যা/ভাই/বোন কে নিজের NID ও ব্যাংক হিসাবের চেকের পাতার ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

২৭ জুনের পর কোয়ারেন্টাইন ভর্তুকি বাবদ জনপ্রতি ২৫,০০০ টাকা দেয়া বন্ধ হয়ে যাবে।

#সৌদিআরব

আলহামদুলিল্লাহ! সিঙ্গাপুরের প্রসেসিং কমপ্লিট। একটু সময় নিয়ে কাস্টমারের বাজেটের মধ্যে করলাম। আপনার প্রবাস জীবন মঙ্গল হোক।
07/06/2023

আলহামদুলিল্লাহ! সিঙ্গাপুরের প্রসেসিং কমপ্লিট। একটু সময় নিয়ে কাস্টমারের বাজেটের মধ্যে করলাম। আপনার প্রবাস জীবন মঙ্গল হোক।

আলহামদুলিল্লাহ! পর্তুগালের ম্যান পাওয়ারসহযাবতীয় কাজ সম্পূর্ণ করলাম।
06/06/2023

আলহামদুলিল্লাহ! পর্তুগালের ম্যান পাওয়ারসহ
যাবতীয় কাজ সম্পূর্ণ করলাম।

আলহামদুলিল্লাহ। ৭ দিনের মধ্যে ডুবাই ভিজিট ভিসা প্রসেসিং করে দিলাম। আল্লাহ রহমতে কাজ হচ্ছে কাজ আরো ভালোভাবে করে দিব ইনশাআ...
04/06/2023

আলহামদুলিল্লাহ। ৭ দিনের মধ্যে ডুবাই ভিজিট ভিসা প্রসেসিং করে দিলাম। আল্লাহ রহমতে কাজ হচ্ছে কাজ আরো ভালোভাবে করে দিব ইনশাআল্লাহ। ট্রাভেল এজেন্সির যেকোন বিষয়ে যোগাযোগ করুন।

03/06/2023
কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ হবে।  বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্...
23/05/2023

কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ হবে। বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।

** ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।

ক্যামেরা ল্যাপটপ মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।

ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।

স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

#ঢাকাস্থ
#বিদেশভ্রমণ

22/05/2023

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের প্রথম হজ্ব ফ্লাইট।

22/05/2023

আপনার হাতের নাগালেই পাচ্ছেন এয়ার টিকেটের সুবিধা, বিশ্বের যেকোন জায়গার টিকেট কিনুন হাতের নাগালে। ২৭ নং সিটি করপোরেশন কুমিল্লা। মোবা: ০১৮২৩২৮০৯১৯, ০১৬২০৬০১৯৪০.

location: West side of Jame Masjid, Bazar  Chowara, Sadar south, Cumilla 27 no city corporation Cumilla.gomtitravelandto...
20/05/2023

location: West side of Jame Masjid, Bazar Chowara, Sadar south, Cumilla 27 no city corporation Cumilla.
[email protected].

আলহামদুলিল্লাহ!! কাতার প্রবাসী মিজানুর রহমান বন্ধুর, ছুটিতে দেশে আসার পর সব হারিয়ে পেলে, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে, বিদ...
19/05/2023

আলহামদুলিল্লাহ!!
কাতার প্রবাসী মিজানুর রহমান বন্ধুর, ছুটিতে দেশে আসার পর সব হারিয়ে পেলে, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে, বিদায় বেলার ছবি। ভালো থাকুক বন্ধু বিদেশের মাটিতে।

আলহামদুলিল্লাহ! ধর্মীয় অনুসারে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলাম। Gomti Travel & Tours বাজার চৌয়ারা, সদর দক্ষিণ, কুমিল্ল...
12/05/2023

আলহামদুলিল্লাহ! ধর্মীয় অনুসারে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলাম। Gomti Travel & Tours বাজার চৌয়ারা, সদর দক্ষিণ, কুমিল্লা ২৭ নং সিটি করপোরেশন। মোবাইল: 01823-280919, 01620-601940 WhatsApp & imo.

যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, কত কেজি...
29/04/2023

যখন আকাশপথে ভ্রমণের জন্য এয়ারলাইনের টিকিট কাটবেন, তখন অবশ্যই জেনে নিবেন, আপনি কয়টি ব্যাগ/লাগেজ সাথে নিতে পারবেন, কত কেজি পর্যন্ত সাথে নিতে পারবেন। প্রতিটি এয়ারলাইন্সে একজন যাত্রী কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ/ব্যাগ নিতে পারবেন তা নির্ধারিত।

ভ্রমণ করার সময় নির্ধারিত ওজনে ও সংখ্যার লাগেজ নিয়ে বিমানবন্দরে আসুন। নির্ধারিত ওজনের অতিরিক্ত ওজনের ব্যাগ/লাগেজ সাথে আনলে আপনি সেটি নিতে পারবেন না। সেক্ষেত্রে বিমানবন্দরে লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

তবে কোন কোন এয়ারলাইন নির্ধারিত ওজনের বেশি হলে অতিরিক্ত ওজনের জন্য চার্জ নিয়ে লাগেজ নেয়ার সুযোগ দেয়। অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। চার্জ সম্পর্কে তথ্য টিকিট কাটার সময় এয়ারলাইন/ট্রাভেল এজেন্সির কাছ থেকে জেনে নিবেন।

বোর্ডিং করার সময় আপনার লাগেজ/ব্যাগ জমা দেবার পর ট্যাগ বুঝে নিবেন। ট্যাগ একমাত্র প্রমাণ আপনার সঙ্গে লাগেজ বুকিং দিয়েছেন।

বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

#ভ্রমণগাইড #এয়ারলাইন্স

চায়ের দাওয়াত রইলো, স্থান: বাজার চৌয়ারা, জামে মসজিদের পশ্চিম পাশে, সদর দক্ষিণ, কুমিল্লা ২৭ নং সিটি করপোরেশন। Gomti Travel...
28/04/2023

চায়ের দাওয়াত রইলো, স্থান: বাজার চৌয়ারা, জামে মসজিদের পশ্চিম পাশে, সদর দক্ষিণ, কুমিল্লা ২৭ নং সিটি করপোরেশন। Gomti Travel & Tours

21/04/2023

দেশ ও বিদেশের সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

21/04/2023

সকল রেমিট্যান্স যোদ্ধাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক।

বিদেশ ভ্রমণে সব চেয়ে জরুরি যে জিনিসটি তা হলো, পাসপোর্ট। আর  দেশে বিদেশে বিমানবন্দরে সব চেয়ে বেশি যে জিনিসটি হারায়- সেটিও...
16/04/2023

বিদেশ ভ্রমণে সব চেয়ে জরুরি যে জিনিসটি তা হলো, পাসপোর্ট। আর দেশে বিদেশে বিমানবন্দরে সব চেয়ে বেশি যে জিনিসটি হারায়- সেটিও হলো পাসপোর্ট।

বিমানবন্দরের চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, কাস্টমসসহ বিভিন্ন জায়গায় পাসপোর্ট দেখাতে হয়। এছাড়া, ডিউটি ফ্রি শপ থেকে কেনাকাটা, মানি একচেঞ্জের সময়ও পাসপোর্ট দেখাতে হয়।

আমাদের পরামর্শ, ভ্রমণের সময় ছোট একটি ব্যাগ সঙ্গে রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, বোর্ডি কার্ড, অন্যান্য জরুরি কাগজপত্র সহজে রাখতে পারবেন। যে কোন কাউন্টারে পাসপোর্ট দেখানোর পর নিজের পাসপোর্ট বুঝে নিন। কাউন্টারে যতই ভীড় থাকুক, আগে নিজের পাসপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিন। আপনি নিজের পাসপোর্ট ফেরত পেয়েছেন নাকি ভুলে অন্য কারও পাসপোর্ট নিলেন, সেটিও চেক করে নিন। পাসপোর্ট পকেটে বা হাতে রাখলে বে খেয়ালে হারিয়ে যেতে পারে।

#ঢাকাস্থ

এটা হচ্ছে বাংলাদেশী ভিসা অনেকেই হয়তো দেখার সুযোগ হয়নি ❤️
10/04/2023

এটা হচ্ছে বাংলাদেশী ভিসা
অনেকেই হয়তো দেখার সুযোগ হয়নি ❤️

07/04/2023

Wowww very nice......

"যারা নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন তারা লেখাটি অবশ্যই  পড়বেন"আপনি যদি  আকাশপথে ভ্রমণ করেন, তবে  বন্ধু বৎসল যাত্রী কিংবা আপন...
27/03/2023

"যারা নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন তারা লেখাটি অবশ্যই পড়বেন"

আপনি যদি আকাশপথে ভ্রমণ করেন, তবে বন্ধু বৎসল যাত্রী কিংবা আপনার পাশের সীটে বসা প্রতিবেশীর কাছ থেকে সাবধান থাকুন।

বয়স্ক ভদ্রমহিলা প্লেনের ভিতরে আমার পাশে বসেই আমাকে তাঁর ব্যাগটি ওভারহেড লাগেজ বগিতে রাখার জন্য সবিনয় অনুরোধ করেন। আমি বেশ খাটো হওয়ায় আইলের অন্য পাশে বসা ভদ্রলোক এসে উনার লাগেজটি ওভারহেড বগিতে রাখেন।

ভদ্রমহিলা খুব প্রাণবন্ত, অমায়িক, বন্ধুবৎসল। মিনিটেই আমাকে একেবারে আপন করে নিলেন। যেন আমাদের অনেক দিনের জানাশোনা। পুরো ফ্লাইটে নানা বিষয়ে আমাদের কথা হয়। উনি অসুস্থ। বিদেশে যাচ্ছেন সন্তানদের কাছে। সেখানে ওদের সাথে বেশ কয়েক মাস সময় কাটাবেন। চিকিৎসাও করাবেন।

গল্পের ফাঁকে একসময় পাইলটের ঘোষণা আসে - আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। এমন সময় ভদ্রমহিলা- আমাকে কন্যা হিসাবে সম্বোধন করে খুব কাতর হয়ে বলেন- উনার পেটের ব্যথা বাড়তে শুরু করছে। উনি ব্যথায় ছটফট করতে থাকেন। ব্যথায় উনার শরীর ঘামছে, উনি খুবই অস্থির। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।

মাতৃবয়সী ভদ্রমহিলার জন্য মায়া হলো। আল্লাহ না করুন। কোনো বিপদ যেন না হয়। কোনো দূর্ঘটনা যেন না ঘটে। মহিলা যেন অনন্ত নিজ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারেন। সন্তানেরা নিশ্চয়ই মায়ের অপেক্ষায় বসে আছে।

আমি স্টুয়ার্ড বোতাম টিপে বিমান কর্তৃপক্ষকে সমস্যার কথাটা জানাই ।

স্টুয়ার্ডস কিছু ব্যথানাশক ঔষধ মহিলাকে খেতে দিয়ে আমরা না নামা পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেন। পাইলট আমাদের সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন- প্রয়োজনে প্লেন ল্যাণ্ড করার সাথে সাথে জরুরি ইমার্জেন্সি মেডিকেলের ব্যবস্থা করা হবে।
মহিলা আমার হাত খুব দৃঢ়ভাবে আকড়ে ধরে আছেন। অন্যান্য যাত্রীরা সবাই ধরে নিয়েছে আমি মহিলার কন্যা অথবা নিকটাত্মীয়া কেউ। আমি কি করবো বুঝতে পারছিনা।

আমরা একসময় বিমান বন্দরে অবতরণ করি । প্লেনে যে ভদ্রলোক মহিলার লাগেজটি ওভারহেড বগিতে রাখতে সাহায্য করেছিলেন তিনি তার লাগেজ নামিয়ে আমাকে ইশারায় বলেন -আমি যেন এই মহিলার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। এবং কেবিন ক্রুদের কাছে পরিষ্কার করে দেন যে আমরা একসঙ্গে ভ্রমণ করছি না। ভদ্রলোককে মনে হলো - দয়াময় কর্তৃক প্রেরীত আমার উদ্ধারকারী।

এরপর, কেবিন ক্রুরা এসে আমাকে জিজ্ঞাসা করে আমরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত কিনা। আমি স্পষ্টভাবে তাদের বলি- জ্বিনা। আমাদের কেবলমাত্র বিমানের সীটে বসার পরপরই দেখা হয়েছে। আমরা বিমান থেকে বিদায় নিতে শুরু করি এবং আমি বিদায় জানানোর সাথে সাথে মহিলা তার হ্যান্ডব্যাগটা বহন করার জন্য আমাকে কাকুতি মিনতি করতে থাকেন। বলে- মাগো । তোমার মায়ের বসয়ী মহিলাকে এভাবে একা ফেলে যেয়োনা। তুমি আমার হ্যান্ডব্যাগটা টার্মিনাল পর্যন্ত বহন করো।

এবার কেন যেন আমি একটু ভয় পাচ্ছিলাম। সেই ভদ্রলোক আমার চোখের দিকে তাকালেন এবং জোর দিয়ে মাথা নেড়ে বললেন- আমি যেন কোনো ভাবেই মহিলার কোনো লাগেজই বহন না করি।

বয়স্ক মহিলাকে কেবিন ক্রুদের কাছে হুইলচেয়ারের জন্য অপেক্ষায় রেখে আমি বেশ অপরাধী ফিল করে বিমান থেকে প্রস্থান করি।

যখন আমরা আমাদের লাগেজ আসার জন্য অপেক্ষা করছি - ঠিক তখনি বেশ জোরে হৈচৈর শব্দ শুনতে পাই । ভদ্র মহিলা হুইলচেয়ার ছেড়ে কেবিন ক্রু থেকে পালানোর চেষ্টা করছেন। সৌভাগ্যক্রমে বিমানবন্দরের পুলিশরা ছিলো উনার চেয়ে দ্রুত । তারা উনাকে ধরে হুইলচেয়ারে ফিরিয়ে আনে।

এই ভদ্রমহিলা এবার আমাকে ডাকতে শুরু করে....তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো......তোমার লাগেজ আমার কাছে রেখে কেনো তুমি আমাকে ছেড়ে যাচ্ছো ।

আমি পুরোই থ হয়ে যাই। এবার আমি বুঝতে পারি- উনি তার হ্যাণ্ডব্যাগে এমন কিছু বহন করছেন- যার দায়ভার উনি আমার উপর দিতে চাচ্ছেন। যিনি কৌশলে আমাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছেন।

পুলিশ উনার হ্যান্ডব্যাগ তল্লাশি করে দেখে পুরো ব্যাগভর্তি অবৈধ ড্রাগ। আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে যায়। জীবনে এরকম ঘটনার মুখোমুখি আমি কোনোদিন হইনি। আরেকটু হলেই আমি নিজেই এই অবৈধ ড্রাগের ব্যাগটি বহন করতাম।

আমি বুঝতে পারছিনা- সিকিউরিটি স্ক্যান চ্যাকে ধরা না পড়ে, পুরো সিকিউরিটি সিস্টেম ফাঁকি দিয়ে মহিলা এই অবৈধ ড্রাগ নিয়ে কিভাবে প্লেনে প্রবেশ করে এতোদূর পর্যন্ত এলেেন।

সেই ভদ্রলোকও উনার লাগেজের জন্য অপেক্ষা করছিলেন। উনি আমার মনের ভাব বুঝতে পেরে বলেন-লাগেজ স্ক্যানতো মেশিনে করে কিন্তুু মেশিনের পেছনেতো মানুষই থাকে। সিকিউরিটি সিস্টেম তিন ধাপ এগুলো ড্রাগ ডীলাররা ত্রিশ ধাপ এগোয়। তাছাড়া, সিকিউরিটি সিস্টেমের অনেক লোকই এসবের সাথে জড়িত থাকে। কর্তৃপক্ষের সাথে ডীলারদের লেনদেন যখন সঠিকভাবে হয়না- তখনই সাধারণত এরা ধরা পড়ে। আমার প্রথম থেকেই যেন মহিলাকে সন্দেহ হচ্ছিলো।

এরপর, ভদ্রলোক নিজ থেকেই সিকিউরিটি পুলিশদের বলেন- আমার সাথে মহিলার কোনো সম্পর্ক নেই। আমাদের বিমানের ভিতরেই দেখা হয়েছে।

পুলিশ আমার পাসপোর্ট নিয়ে মহিলার সাথে একটা ছো্ট্ট অফিস ঘরে যাওয়ার জন্য নির্দেশ দেয়।
আমাদেরকে চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে রেখেছে। এবার আমি ঘামতে শুরু করি।
পুলিশ নানা কথা জিজ্ঞাসাবাদ করতে থাকে। মহিলার সাথে কোথায় দেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে। আমি কোথায় কোথায় গিয়েছিলাম। মহিলার সাথে আমার সম্পর্ক কি? আমি আদৌ মিথ্যা বলছি কিনা ? নানা রকম মেশিনে আমার আঙ্গুলের ছাপ নেয়া হয়।
আমার কোনো আঙ্গুলের ছাপ মহিলার হ্যান্ডব্যাগে আছে কিনা ইত্যাদিও পরীক্ষা করে দেখা হয়।
আমি আমার আপনজনকে ফোন করার জন্য অনুরোধ করলে- আমার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এবার মহিলাকে বলেন- আমার পুরো নাম বলার জন্য।
মহিলা আমার পুরো নাম বলতে পারেনা। সৌভাগ্য যে, মহিলাকে আমি আমার পুরো নাম বলিনি।

প্রায় চল্লিশ মিনিট জেরার পর- বিমানবন্দর কর্তৃপক্ষ অন্য কারোর লাগেজ বহন না করা, স্পর্শ না করার পরামর্শ দিয়ে আমার জীবন বৃত্তান্ত সব তাদের ডাটা সিস্টেমে লিপিবদ্ধ করে আমাকে মুক্তি দেন। এই চল্লিশ মিনিটকে মনে হলো- আমার জীবনের সবচেয়ে ভয়াল, শীতল চল্লিশটি বছর।

সেদিন থেকে আপনার কাছে কতটা লাগেজ আছে তাতে আমার কিছু যায় আসে না। আপনার লাগেজ। আপনার সমস্যা। যার লাগেজ সেই সামলাবে। আমি আপনাকে আপনার লাগেজ রাখার জন্য বড়জোড় একটি ট্রলি এনে দিতে পারি। এর বেশি কিছুনা। আমার নীতি হলো- যদি আপনি ওভারহেড বগিতে আপনার হ্যাণ্ডব্যাগ না রাখতে পারেন, এবং আমিই নিকটতম ব্যক্তি হই। তবে দয়া করে কেবিন ক্রু আসা পর্যন্ত অপেক্ষা করুন। এই পরিস্থিতিতে আমি অসহায়ের সহায় হবো না। অসহায়কে অবশ্যই সাহায্য করবো ভালো কথা । কিন্তু নিজেকে যেন পরে অসহায় হতে না হয়।

সি-১...
পুরো লেখাটি এয়ারপোর্ট সেফটি এণ্ড সিকিউরিটি থেকে অনুবাদ করা।

Address

Comilla

Telephone

+8801823280919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gomti Travel & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gomti Travel & Tours:

Share

Category


Other Travel Agencies in Comilla

Show All